Tag: IND vs PAK T20 World Cup

IND vs PAK T20 World Cup

  • IND vs PAK T20 World Cup: টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা! ভেস্তে গেলে কী করা হবে?

    IND vs PAK T20 World Cup: টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা! ভেস্তে গেলে কী করা হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দু’দিন। তারপরেই টি-২০ বিশ্বকাপে ফের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ও পাকিস্তান (IND vs PAK T20 World Cup)। ২৩ অক্টোবর মেলবোর্নের বাইশ গজে ফের জমে উঠবে খেলা। মেলবোর্নে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন প্রায় এক লক্ষ সমর্থক। তবে এই ম্যাচের জন্য এখনও দু’দিন থাকলেও উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে।

    এরই মাঝে মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে এই টানটান উত্তেজনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তাই ম্যাচের (IND vs PAK T20 World Cup) দিন বৃষ্টি হলে ক্রিকেটপ্রেমীদের জন্য এটি দুঃখের খবরই বটে। তাই অনেকেরই প্রশ্ন রয়েছে যে, ২৩ অক্টোবর বৃষ্টি হলে, পরে এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে আছে কি?

    সূত্রের খবর অনুযায়ী, রবিবার, ২৩ অক্টোবর মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। টি-২০ বিশ্বকাপে (IND vs PAK T20 World Cup) গ্রুপ পর্বের খেলায় কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত বলেই ঘোষণা করা হবে।

    আরও পড়ুন: দেখা যাবে না ক্যারিবিয়ান ক্যালিপসো! টি-২০ বিশ্বকাপের সুপার-১২ এ পৌঁছতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

    জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপে বাছাইপর্ব এবং সুপার-১২ রাউন্ডের জন্য কোনো রিজার্ভ ডে নেই। শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচটি না হলে উভয় দলের মধ্যে ১-১ পয়েন্ট ভাগ হয়ে যাবে। তবে বৃষ্টি যদি কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়, তাহলে ম্যাচের ওভার কিছুটা কমানো যেতে পারে। ম্যাচটি (IND vs PAK T20 World Cup) অনুষ্ঠিত হওয়ার জন্য অন্তত ৫ ওভার ম্যাচ করতে হবে।

    প্রসঙ্গত, এর আগেও বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। পণ্ড হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ার্ম আপ ম্যাচও। ফলে এখন ক্রিকেটপ্রেমী সহ পুরো বিশ্ববাসীর একটাই প্রার্থনা যে, ২৩ অক্টোবর এই দুই দেশের ম্যাচের মাঝে বৃষ্টি যেন বাধা হয়ে না দাঁড়ায়। কারণ ভারত, পাকিস্তান দু-দলই মুখিয়ে রয়েছে এই ম্যাচের জন্য। সমর্থকরা আরও বেশি। অন্যদিকে ইন্ডিয়া ও পাকিস্তান টিমের প্রস্তুতিও তুঙ্গে। ফলে আবহাওয়ার এই পরিস্থিতিতে আদেও এই ম্যাচটি (IND vs PAK T20 World Cup) হবে কিনা তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

LinkedIn
Share