Tag: Indepence Day

Indepence Day

  • Historic Tiranga Yatra: চিন সীমান্তে ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা, বার্তা বেজিংকে!

    Historic Tiranga Yatra: চিন সীমান্তে ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা, বার্তা বেজিংকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার চেতনা উড়ছে উত্তর-পূর্বাঞ্চলের আকাশে। আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তিরঙ্গা র‍্যালি (Historic Tiranga Yatra)। ১৪ হাজার ফুট উচ্চতায় দেশপ্রেম ও দলগত কাজের এক অনন্য মিলন ঘটল, যখন ভারতীয় সেনাবাহিনীর গজরাজ কোর ৭৯তম স্বাধীনতা দিবস (China Border) উপলক্ষে চুনার অগ্রবর্তী এলাকায় তিরঙ্গা মার্চের নেতৃত্ব দিল।

    ১০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা (Historic Tiranga Yatra)

    এক অভিনব উদ্যোগে ১৬০ জন গোর্খা সেনা ও সংযুক্ত সেনা এবং ২৫ জন আইটিবিপি কর্মী ১০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা বয়ে নিয়ে গেলেন সজীব হিমালয়ান তৃণভূমির মধ্য দিয়ে। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলেন প্রায় ১৫০ জন স্থানীয় বাসিন্দা, এর মধ্যে ছিল ছোট্ট শিশু এবং নবজাতকরাও। ওয়াং জেলার মাগো ও চুনার গ্রিনফিল্ড গ্রাম থেকে শুরু হয় র‍্যালি, যা পুরো প্রাকৃতিক দৃশ্যপটকে রাঙিয়ে তুলল গেরুয়া, সাদা ও সবুজের উজ্জ্বল সমুদ্রে। সহকারী কমিশনার থুতান ওয়াংচুর নেতৃত্বে সিভিল প্রশাসন, ভারতীয় সেনাবাহিনীর সমন্বয় ও উদ্যোগে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে হল এই অনুষ্ঠান। সারনাথ, বারাণসী (উত্তরপ্রদেশ) থেকে সেন্ট্রাল ইনস্টিটিউট অব হায়ার তিব্বতিয়ান স্টাডিজের ২৩ জন শিক্ষার্থী এবং এক শিক্ষকও তাঁদের দেশপ্রেমের শেকড়ের সন্ধানে এই শোভাযাত্রায় যোগ দেন। গত মার্চের পর এদিন সব সংস্থা একত্রিত হল অগাধ দেশপ্রেম ও গভীর কর্তব্যবোধ নিয়ে। শামিল হলেন ‘নো প্লাস্টিক জোন’ পরিচ্ছন্নতা অভিযানে। তাঁরা বর্জ্য অপসারণ করে ও ভঙ্গুর হিমালয় পরিবেশ রক্ষার প্রচারাভিযানকে আরও শক্তিশালী করলেন।

    সুউচ্চ পর্বতশৃঙ্গে উড়ল ত্রিবর্ণ পতাকা

    ত্রিবর্ণ পতাকার দিগন্তজোড়া বিস্তার সুউচ্চ পর্বতশৃঙ্গে পৌঁছে এক শক্তিশালী ঐক্যের প্রতীক হয়ে উঠল। সীমান্ত রক্ষায় নিয়োজিত সৈনিকেরা “জমির জন্য বেঁচে থাকা”র চেতনা ধারণ করে কাজ করছে। গ্রামবাসীরা ঐতিহ্য রক্ষা করছে। আর প্রশাসকেরা টেকসই উন্নয়নের পক্ষে দাঁড়াচ্ছে। এই পদযাত্রা সবার জন্য একটি শিক্ষা নিয়ে এল যে, প্রত্যেকে একজন মূল্যবান নাগরিক হতে পারে, এবং “আজাদি কা অমৃত মহোৎসবের” মর্মার্থ তুলে ধরল, জাতির ভবিষ্যৎ সবার কাঁধে নির্ভরশীল (Historic Tiranga Yatra)।

    মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই প্রচেষ্টাকে প্রশংসা করে বলেন, শিখরে ভারতের প্রকৃত চেতনা। কারণ ত্রিবর্ণ পতাকা দূরবর্তী সীমান্ত অঞ্চলকে জাতীয় গৌরব ও পরিবেশ রক্ষার এক উজ্জ্বল দৃশ্যে রূপান্তরিত করেছে (China Border)। মাগো ও চুনা গ্রামের প্রতিটি ঘরেই গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই সমষ্টিগত দেশপ্রেম ছিল এক শক্তিশালী স্মারক, আমাদের স্বাধীনতা এক যৌথ দায়িত্ব এবং একসঙ্গে উদযাপনের এক মহৎ কারণ (Historic Tiranga Yatra)।

  • Independence Day: ১৫ অগাস্টকে জাতীয় উৎসব দিবস হিসেবে পালনের প্রস্তাব মার্কিন কংগ্রেসে

    Independence Day: ১৫ অগাস্টকে জাতীয় উৎসব দিবস হিসেবে পালনের প্রস্তাব মার্কিন কংগ্রেসে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টকে (Independence Day) জাতীয় উৎসব দিবস হিসেবে পালন করার প্রস্তাব পেশ হল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে। এই কক্ষের কয়েকজন সদস্য এই প্রস্তাব পেশ করেন। বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতেই এটা করা হোক, দাবি ওই সদস্যদের। প্রস্তাবের নেতৃত্ব দিয়েছেন ইন্দো-মার্কিন কংগ্রেস সদস্য শ্রী থানেদার। তাঁর প্রস্তাব সমর্থন করেছেন কংগ্রেসের দুই সদস্য বাডি কার্টার এবং ব্র্যাড সার্মন। প্রস্তাবে বলা হয়েছে, দুই দেশই অংশীদারিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, বিশ্বে শান্তি রক্ষা, স্থায়িত্ব এবং বিশ্বের প্রতিটি দেশের সমৃদ্ধিতে বিশ্বাস করে।

    প্রস্তাবের বক্তব্য

    ২২ জুন প্রধানমন্ত্রীর আমেরিকা সফরকেও স্বাগত জানানো হয়েছে ওই প্রস্তাবে। তাঁর এই রাষ্ট্রীয় সফর দুই দেশের বিশ্বাস, বোঝাপড়া, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, বহুত্ববাদ, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনকে মজবুত করেছে বলেও বলা হয়েছে ওই প্রস্তাবে। সেই কারণেই গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে আরও শক্তপোক্ত করতে ভারতীয়দের সঙ্গে এই উৎসবে আমেরিকারও (Independence Day) মেতে ওঠা প্রয়োজন বলেই মনে করেন প্রস্তাবকরা।

    মোদির আমেরিকা সফর

    প্রসঙ্গত, জুন মাসে তিনদিনের সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, “বিশ্বকে আরও ভাল একবিংশ শতাব্দী উপহার দেবে ভারত এবং আমেরিকা।”

    আরও পড়ুুন: ৪ ‘অযোগ্য’ শিক্ষকের থেকে কত টাকা নিয়েছিলেন তাপস-কুন্তলরা? বিরাট দাবি সিবিআইয়ের

    এদিকে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় একটি গোষ্ঠী। এই দলের নেতৃত্ব দেবেন ইন্দো-মার্কিন কংগ্রেস সদস্য আরও খান্না এবং মাইকেল ওয়াল্টজ। সংবাদ মাধ্যমকে খান্না বলেন, “ভারত সফরে দ্বিদলীয় গোষ্ঠীকে (Independence Day) নেতৃত্ব দিচ্ছি জেনে আমি গর্বিত। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই দিল্লি যাচ্ছি আমরা। ভারতের স্বাধীনতার জন্য আমার দাদু লড়াই করেছেন। তাই এই সফর আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অর্থপূর্ণ। ভারত-মার্কিন সম্পর্কেও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করব। দেখা করব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ব্যবসায়ী, টেকনোলজিস্ট, ক্রিকেটার, বলিউডের একগুচ্ছ তারকা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও আমি দেখা করব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share