Tag: Independence Day 2023

Independence Day 2023

  • Independence Day 2023: প্রধানমন্ত্রীর জন্য আপেলের চাটনি পাঠিয়ে স্বাধীনতা দিবসের নিমন্ত্রণপত্র!

    Independence Day 2023: প্রধানমন্ত্রীর জন্য আপেলের চাটনি পাঠিয়ে স্বাধীনতা দিবসের নিমন্ত্রণপত্র!

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদির জন্য আপেলের চাটনি তৈরি করে পাঠিয়ে সুখ্যাতি অর্জন করলেন উত্তরাখণ্ডের এক সাধারণ গৃহবধূ সুনীতা রৌতেলা। প্রধানমন্ত্রী স্বয়ং তাঁর তৈরি করা চাটনির প্রশংসা করে পাঠালেন বিশেষ নিমন্ত্রণপত্র (Independence Day 2023)।

    কীসের নিমন্ত্রণ পেলেন?

    একেবারে ভারত সরকারের স্ট্যাম্প দেওয়া বিশেষ আমন্ত্রণপত্র (Independence Day 2023) এসে পৌঁছাল উত্তরাখণ্ডের অতি সাধারণ গৃহিণীর কাছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়ে সুনীতা দেবী ভীষণ উৎফুল্ল। এই চিঠি হল, সুনীতাদেবীকে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের বিশেষ নিমন্ত্রণপত্র। পরিবারের বক্তব্য, আমরা এই আমন্ত্রণপত্র পেয়ে ভীষণ উচ্ছ্বসিত।

    কেন আমন্ত্রণপত্র?

    এই আমন্ত্রণ (Independence Day 2023) পত্রের মধ্যে বিশেষ একটা দিক রয়েছে। তা হল সুনীতা দেবী আজ থেকে চার মাস আগে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আপেলের চাটনি তৈরি করে পাঠিয়েছিলেন। এই চাটনির ‘রিটার্ন গিফট’ হিসাবে প্রধানমন্ত্রী ১৫ অগাস্ট লালকেল্লায় আমন্ত্রণ জানালেন তাঁকে। এই আমন্ত্রণ সত্যিই অপ্রত্যাশিত ছিল সুনীতা দেবীর কাছে। তিনি বলেন, হয়তো চাটনিটা ভালো হয়েছিল, আর সেই সঙ্গে আমার পরিশ্রম কাজে দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের নজরে পড়ে গেলাম। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে আমি অত্যন্ত খুশি।

    অতি সাধারণ পরিবারের গৃহবধূ

    অতি সাধারণ ঘরের গৃহিণী সুনীতা রৌতেলা। মূলত আপেল চাষ করে জীবন চালান। আপেল থেকে প্রস্তুত করেন চাটনি, জ্যাম যা বাজারে বিক্রি করে সংসার চালান। মূলত তাঁদের বাড়ি হল উত্তরাখণ্ডের ঝালা এলাকায়। সুনীতা এবং তাঁর স্বামী মিলে একটি খাদ্য উৎপাদনের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেন। এই গোষ্ঠীর মধ্যে তাঁদের গ্রামের মোট ১৬২ জন যুক্ত হয়েছেন। তাঁর স্বামী ভরত রৌতেলা বলেন, আমাদের অনেক উৎপাদিত ফল বাগানে নষ্ট হয়ে যায়। কখনও কীটনাশকের অভাব, কম দামে বিক্রি, দ্রুত সরবরাহের যানের অভাব ইত্যাদি কারণে। কিন্তু যখন জানলাম যে সরকারের খাদ্য উৎপাদনের বিশেষ প্রকল্প রয়েছে, তখন থেকে আমরা আমাদের উৎপাদিত ফলকে ব্যবহার করে স্বনির্ভর হতে শুরু করলাম। উল্লেখ্য প্রধানমন্ত্রী ১৫ অগাস্টে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, কৃষক সহ মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ (Independence Day 2023) করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Independence Day 2023: ভারতের সঙ্গে আরও ৫টি দেশ স্বাধীনতা দিবস পালন করে ১৫ অগাস্ট

    Independence Day 2023: ভারতের সঙ্গে আরও ৫টি দেশ স্বাধীনতা দিবস পালন করে ১৫ অগাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৫ অগাস্ট ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা (Independence Day 2023) লাভ করে। এই স্বাধীনতা হল ২০০ বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কলোনি সাম্রাজ্য থেকে মুক্তির স্বাধীনতা। উল্লেখ্য আরও ৫টি দেশের একই স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। একই দিনে পরাধীনতা থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা লাভ করেছিল নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, বাহারিন এবং লিচেনস্টেইন। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষের সময়কে ভারত সরকার অমৃত মহোৎসব হিসাবে স্বীকৃতি দিয়েছে।

    ভারত কীভাবে স্বাধীন হয়েছিল (Independence Day 2023)?

    ভারতবর্ষ ব্রিটিশদের ২০০ বছরের পরাধীনতা থেকে মুক্তি পেতে, অনেক স্বাধীনতা (Independence Day 2023) সংগ্রামীদের নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। ব্রিটিশদের সঙ্গে হয়েছে সশস্ত্র লড়াই। তৎকালীন ব্রিটিশ সরকার ভারত স্বাধীনের একটি বিল ১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউসে পেশ করে। ওই বছরেই ১৪ অগাস্ট ভারতবর্ষকে ভারত এবং পাকিস্তান বিভাজনের মধ্যে দিয়ে ব্রিটিশরা ভারতীয়দের দেশের শাসন ভার দিয়ে প্রত্যাগমন করে। ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস ঘোষণা হয়। এরপর দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী হিসাবে পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।

    পাঁচটি দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট

    সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া প্রথমে এক সঙ্গেই অখণ্ড ছিল। এই দেশ ভারতের মতো পরাধীন ছিল। অ্যামেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। পরে জাপান দখল করেছিল। এরপর ১৫ অগাস্ট, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করে কোরিয়া। কিন্তু তারও ৩ বছর পর ১৯৪৮ সালে কোরিয়া যথা ক্রমে সাউথ এবং নর্থ কোরিয়াতে ভাগ হয়ে যায়। বাহারিন দেশ ১৯৭১ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ কলোনি থেকে মুক্তি লাভ করে। কঙ্গো ১৯৬০ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা লাভ করে। এই দিনই কঙ্গোর জাতীয় দিবস হিসাবে পালন করে তাঁদের স্বাধীনতা দিবসকে। উল্লেখ্য কঙ্গো ফ্রান্স সাম্রাজ্যের অধীনে ছিল। লিচেনস্টেইন একটা সময় জার্মানের অধীনে ছিল। এই দেশটি হল ইউরোপের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী একটি ছোট্ট দেশ। ১৮৬৬ সাল পর্যন্ত জার্মান সাম্রাজ্যের অধীনে ছিল। তাঁদেরও স্বাধীনতা (Independence Day 2023) দিবস ১৫ অগাস্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Independence Day 2023: মাত্র ২৫ টাকায় ঘরে বসেই কিনে নিন জাতীয় পতাকা! সৌজন্য ডাকবিভাগ

    Independence Day 2023: মাত্র ২৫ টাকায় ঘরে বসেই কিনে নিন জাতীয় পতাকা! সৌজন্য ডাকবিভাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র তিন দিন বাকি! তারপরেই দেশজুড়ে পালিত হবে ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। আপামর ভারতবাসী মেতে উঠবে স্বাধীনতার উৎসবে। বর্তমানে চলছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ইতিমধ্যে দেশের সমস্ত পোস্ট অফিসগুলিতে মিলছে তেরেঙ্গা পতাকা (Independence Day 2023)। কেন্দ্রীয় সরকারও সমস্ত নাগরিকদের বাড়িতে পতাকা উত্তোলন করার আবেদন করেছে। তবে ভারতীয় ডাক বিভাগের পাশাপাশি অনলাইনেও মিলছে দেশের জাতীয় পতাকা। এবার ‘হর ঘর তেরেঙ্গা’ কার্যক্রমে সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকা পৌঁছে দিতে উদ্যোগী পোস্ট অফিস। পোস্ট অফিসের ই-পোর্টাল www.epostoffice.gov.in এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার আপনি করতে পারেন বাড়িতে বসেই।

    ঘরে বসেই মিলবে জাতীয় পতাকা (Independence Day 2023)

    পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি জাতীয় পতাকা অর্ডার করতে পারবেন। প্রতিটি পতাকার (Independence Day 2023) দাম ২৫ টাকা অর্থাৎ ৫টার জন্য আপনাকে গুনতে হবে ১২৫ টাকা। আরও জানানো হয়েছে যে অর্ডার দেওয়ার পরে গ্রাহকরা কিন্তু তা বাতিল করতে পারবেন না। অনলাইনে ঘরে বসে যে জাতীয় পতাকাটি পাবেন দৈর্ঘ্যে ২০ ইঞ্চি ও প্রস্থে ৩০ ইঞ্চি।

    অনলাইনের মাধ্যমে কিভাবে ঘরে বসে জাতীয় পতাকা পাবেন?

    ১) প্রথমে আপনাকে লগ-ইন করতে হবে পোস্ট অফিসের ই-পোর্টালে।

    ২) এরপরে হোমপেজে ভারতের জাতীয় পতাকার ছবি দেখা যাবে সেখানে ক্লিক করুন।

    ৩) click the image to purchase flag-এই লেখাটি সিলেক্ট করুন।

    ৪) এবার আপনার বাড়ির ঠিকানা, পতাকা কতগুলি নেবেন এবং আপনার মোবাইল নাম্বার এই সমস্ত কিছু ফর্মে পূরণ করুন।

    ৫) কেনার প্রক্রিয়া চলাকালীন ফ্ল্যাগ কোড আপনাকে মেনে চলতে বলা হবে।

    ৬) এরপরে অনলাইনে টাকা পেমেন্ট করুন, প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

    ৭) ঠিক একদিনের মাথায় আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে জাতীয় পতাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share