Tag: india air force

india air force

  • Indian Air Force: মধ্যপ্রদেশ ও রাজস্থানে এক ঘণ্টার ব্যবধানে ভেঙে পড়ল বায়ুসেনার তিনটি বিমান, মৃত ১ পাইলট

    Indian Air Force: মধ্যপ্রদেশ ও রাজস্থানে এক ঘণ্টার ব্যবধানে ভেঙে পড়ল বায়ুসেনার তিনটি বিমান, মৃত ১ পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ঘণ্টার ব্যবধানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তিনটি বিমান। শনিবার সকালে মাঝ আকাশে বায়ুসেনার দুই যুদ্ধবিমানের (Air Force fighter jets) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর ফলে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনাতে ভেঙে পড়ল সুখোই এসইউ ৩০ ও মিরাজ ২০০০ বিমান। দুটি বিমানই গোয়ালিয়র এয়ার বেস থেকে উড়েছিল। অনুশীলনের সময়ে দুর্ঘটনা ঘটেছে বলে বায়ুসেনা সূত্রে খবর। সুখোইতে ছিলেন ২ জন পাইলট, মিরাজে ছিলেন এক জন পাইলট। সুখোই-এর ২ পাইলটকে সুরক্ষিত উদ্ধার করা গেছে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানটির পাইলটের মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। অন্যদিকে, রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়েছে বায়ুসেনার একটি বিমান। সেটি যুদ্ধবিমান না কি প্রশিক্ষণ বিমান, তা ধ্বংসাবশেষ দেখে বোঝা সম্ভব হচ্ছে না।

    খোঁজ নিলেন প্রতিরক্ষামন্ত্রী

    ঘটনার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন বায়ুসেনা প্রধান। এর বিস্তারিত ব্যাখ্যাও দেন তিনি। ট্যুইটারে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লেখেন, ‘মোরিনায় সুখোই-৩০ ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানের দুর্ঘটনার খবর খুবই মর্মান্তিক। বায়ুসেনাকে দ্রুত উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনকে বলেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বিমান চালকরা যেন নিরাপদে থাকেন। ‘

    আরও পড়ুন: ‘হাতেখড়ি’ হয়েছিল আলিপুরদুয়ারে, আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক অভিষেকের!

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, এ ধরনের যুদ্ধ বিমান মাঝআকাশে বিকল হলে পাইলটের ইজেক্ট করার সুযোগ থাকে। অর্থাৎ বিমানের উপরের ঢাকনা খুলে পাইলট ছিটকে বেরিয়ে যেতে পারেন। এ ক্ষেত্রে তেমনই ঘটেছে বলে মনে করা হচ্ছে। সুখোই থার্টি বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। মিরাজ বিমানটিতে ছিলেন একজন পাইলট। সূত্রের খবর, এঁদের মধ্যে দু’জনের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের দু’জনের অবস্থাই সঙ্কটজনক। বাকি একজনের খোঁজ এখনও মেলেনি।


    রাজস্থানে দুর্ঘটনা

    অপর আর একটি ঘটনায় ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বিমানে কত জন ছিলেন, তা-ও স্পষ্ট নয়। শনিবারই রাজস্থানের উদয়পুর সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

LinkedIn
Share