Tag: india australia series

india australia series

  • Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে চলেছেন বুমরা! ফিটনেস টেস্টে পাস জাডেজা, অনিশ্চিত শ্রেয়স

    Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে চলেছেন বুমরা! ফিটনেস টেস্টে পাস জাডেজা, অনিশ্চিত শ্রেয়স

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজেই দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরা। তিনি এখন সম্পূর্ণ ফিট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য রয়েছেন বুমরা। সেখানে তিনি বোলিং অনুশীলনও শুরু করেছেন। অস্ট্রেলিয়া ভারতে ৪ টি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।  প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সব কিছু ঠিক থাকলে বুমরা ফিরতে পারেন তৃতীয় টেস্টে।

    দলে ফিরছেন জাদেজা 

    প্রথম দুই টেস্টে দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। হায়দ্রাবাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাদেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাদেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন জাদেজা। তবে জাদেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। 

    আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠেই নাচ শেফালিদের! ভাইরাল ভিডিও

    মাঠে প্রধানমন্ত্রী!

    ইতিমধ্যেই বর্ডার-গাভাসকার ট্রফির দামাম বেজে গিয়েছে। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভার‍ত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। সেই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ডাকে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও (Anthony Albanese) এই ম্যাচে অতিথি হতে পারেন বলে খবর। তবে দুই দেশের তরফে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। যদি মোদি এই স্টেডিয়ামে যায়, তাহলে নিজের নামাঙ্কিত স্টেডিয়াম (Narendra Modi Stadium) উদ্বোধনের পর এই প্রথমবার মোতেরায় ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share