Tag: India-Bangladesh Test series

India-Bangladesh Test series

  • India-Bangladesh: রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে, বাংলাদেশের বিপক্ষে স্পিনে ভরসা ভারতের

    India-Bangladesh: রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে, বাংলাদেশের বিপক্ষে স্পিনে ভরসা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) টেস্ট সিরিজ। চিপকে শাকিবদের বিরুদ্ধে টেস্ট দিয়ে শুরু হবে ভারতের টানা চার মাসের ক্রিকেট যাত্রা। এর মধ্যে রয়েছে ১০টি টেস্ট ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জোড়া টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। এরপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে নভেম্বরে খেলতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। দেশের মাটিতে বরাবরই ভারতীয় দলের সব থেকে বড় শক্তি হল স্পিন বোলিং। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও তিন স্পিনারেই খেলতে পারে রোহিতরা।

    স্পিন আক্রমণে কারা

    প্রথম টেস্টে ভারতীয় দল (India-Bangladesh) তিন স্পিনার ও দুই পেসারে খেলার কথাই ভাবছে। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) যে খেলবেন চিদাম্বরম স্টেডিয়ামে সেটা বলাই যায়। কিন্তু তৃতীয় বোলার কে হবেন, সেদিকেই নজর থাকছে। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মধ্যে লড়াই এই পজিশন নিয়ে, তবে পাল্লা ভারি কুলদীপের দিকেই। কারণ টেস্ট ফরম্যাটে চায়নাম্যান বোলার থাকা ভারতকে ঘরের মাঠে বাড়তি সুবিধা দিতে পারে। এছাড়া ইংল্যান্ডের মাটিতে বছরের শুরুতে টেস্ট সিরিজেও ১৯ উইকেট নিয়ে সিরিজ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন কুলদীপ।

    আরও পড়ুন: বিরাট-শটে ভাঙল দেওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গম্ভীর-ক্লাসে ক্রিকেটাররা

    রেকর্ডের সামনে অশ্বিন

    ভারতের স্পিন (India-Bangladesh) ত্রয়ীর মধ্যে অনেকগুলি রেকর্ডের হাতছানি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সামনে। ২০১১ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ১০০ ম্য়াচ ও ১৮৯ ইনিংস খেলেছেন অশ্বিন। ৩৭ বছরের তারকা স্পিনার এবার কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন? সম্প্রতি এক পডকাস্টে এসে বলেছেন, ‘‘আমি অবসর নিয়ে কিছুই ভাবছি না। কিন্তু আমি শুধু ভাবছি একদিন সবার বয়স বাড়তে থাকে। তখন বেশি করে এফর্ট দিতে হয় প্রতি মুহূর্তে। আমি গত ৩-৪ বছর ধরে সেটাই করে যাচ্ছি।’’

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭৪টি উইকেট পেয়েছেন অশ্বিন। আর মাত্র ১৪টি উইকেট পেলেই ভারতীয় স্পিনার ছাপিয়ে যাবেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁকে (১৮৭টি উইকেট)। এই টুর্নামেন্টের চলতি পর্যায়ে অশ্বিনের উইকেট ৪২। আর ১০ উইকেট পেলে জোস হ্যাজেলউডকে টপকে যাবেন অশ্বিন। 

    বাংলাদেশের বিপক্ষে বেশি উইকেট: দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিনের উইকেট সংখ্যা ২৩। এই রেকর্ড ভাঙতে তাঁর লাগবে আর ৯টি উইকেট। তাহলেই দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে জাহির খানকে পিছনে ফেলতে পারবেন অশ্বিন। জাহিরের উইকেট সংখ্যা ৩১।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ৫ উইকেট: অশ্বিন এখনও পর্যন্ত খেলা ৩৪টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ১০ বার পাঁচ উইকেট শিকার করেছেন। অশ্বিন যদি পরের দুই টেস্টে আর একবার পাঁচ উইকেট নিতে পারেন তাহলে তিনি একাই এই কৃতিত্বের দাবিদার হবেন। এখনও পর্যন্ত, তিনি লিয়ঁর সঙ্গে এই কৃতিত্ব ভাগ করছেন।

    ভারতে সর্বাধিক উইকেট: অশ্বিন ভারতে বিভিন্ন ফর্ম্যাটে খেলা ১২৬টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৪৫৫ উইকেট নিতে সক্ষম হয়েছেন। যদি তিনি ২২টি উইকেট নিয়ে বাংলাদেশ সিরিজ শেষ করেন, তবে তিনি ভারতের মাটিতে অনিল কুম্বলের ৪৭৬টি আন্তর্জাতিক উইকেটের রেকর্ড ভেঙে দেবেন। এখনও পর্যন্ত অশ্বিনের ঝুলিতে রয়েছে ৫১৬টি উইকেট। তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং অস্ট্রেলিয়ার লিয়ঁকে (৫৩০) ছাড়িয়ে গিয়ে টেস্টে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় চলে যাবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। নির্বাচিত হয়েও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দুই ক্রিকেটার। অনিশ্চয়তা রয়েছে টিম ইন্ডিয়ার একাধিক তারকাকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার খেলাও অনিশ্চিত। তৃতীয় এক দিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। টেস্ট সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি। ক্যাপ্টেন রোহিত শর্মা খেলার মতো অবস্থায় না থাকলে সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলার অধিনায়ক এই মুহূর্তে বাংলাদেশে। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে সেখানে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টটিতে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন। বিজয় হজারে ধরলে টানা তিনটি ইনিংসে শতরান করে ফেললেন অভিমন্যু। রানের মধ্যে রয়েছেন বাংলার ওপেনার। রোহিত খেলতে না পারলে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবিদার তিনি।

    শামির পরিবর্তে কে

    শামির বদলে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার মুকেশ কুমার। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন উমরান মালিকও। তবে এখন শোনা যাচ্ছে যে,শামির বদলে ভারতের টেস্ট দলে ঢুকে পড়তে পারেন নভদীপ সাইনি। মুকেশ এবং সাইনিও এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। দুই তারকা ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শামির বদলি ঘোষণা করলে এক্ষেত্রে সাইনি বা মুকেশের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি। কেননা, দুই পেসার বাংলাদেশে লাল বলের ক্রিকেটে সড়গড় হয়ে উঠছেন। ২টি ম্যাচে সাইনির তুলনায় মুকেশের পারফর্ম্যান্স অবশ্য আরও ভালো। রবীন্দ্র জাদেজাও টেস্ট সিরিজে অনিশ্চিত। তাঁর বদলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন সৌরভ কুমার। ২৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন।

    আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    বাংলাদেশ দল ঘোষিত

    আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মীরপুরে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক মমিনুল হককে। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসানই। ভারতীয় দলের বিরুদ্ধে যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে নতুন মুখ জাকির হাসান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share