Tag: India children covid vaccine

India children covid vaccine

  • Covaxin ৬-১২ বছর বয়সীদের দেওয়া যাবে Covaxin, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DCGI-এর

    Covaxin ৬-১২ বছর বয়সীদের দেওয়া যাবে Covaxin, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DCGI-এর

    মাধ্য়ম নিউজ ডেস্ক: ভারতে ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেকের (Bharat biotech) কোভ্যাক্সিন (Covaxin) টিকা ব্যবহার করা যাবে। মঙ্গলবার এই বয়সীদের শরীরে কোভ্যাক্সিনের ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI)। কবে থেকে টিকা (covid-19 vaccine) দেওয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এই টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে খবর। 

    পাশাপাশি, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও সতর্ক কেন্দ্র। সেই কারণে, ভারত বায়োটেককে ডিসিজিআই-এর কঠোর নির্দেশ — প্রথম দুই মাসের জন্য প্রতি ১৫ দিন অন্তর যথাযথ বিশ্লেষণ সহ ভ্যাকসিনের প্রতিকূল ঘটনার পাশাপাশি এর কার্যকারিতার তথ্যও জমা দিতে হবে। এছাড়া, দুই মাস পরে, ভারত বায়োটেককে ৫ মাসের মাসিক তথ্য জমা দিতে বলা হয়েছে।

    এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর, ১২-১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিন টিকাকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল। পাশাপাশি, ৫-১২ বছর বয়সী শিশুদের জন্য কোরবিভ্যাক্স (Corbevax)-কে জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। কোরবিভ্যাক্স বর্তমানে ১২-১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, ১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে এই বছরের ৩ জানুয়ারি থেকে।

    করোনা সংক্রমণ কিছুটা কমলেও জুন-জুলাই থেকে ফের একবার সংক্রমণের গ্রাফ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাচ্চাদের টিকাকরণ শুরু করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে স্কুলও খুলে গেছে। রাজধানী দিল্লি (Delhi) সহ দেশের কয়েকটি প্রান্তে স্কুল খোলামাত্রই খুদেদের মধ্য়ে কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। তাই বাচ্চাদের সুরক্ষার কারণেই জরুরি ভিত্তিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকায় ছাড়পত্র দিল কেন্দ্র।

     

LinkedIn
Share