Mana Village: শেষ নয়! ভারতের প্রথম গ্রাম মানা, বর্ডার রোড অর্গনাইজেশন-এর নতুন সাইনবোর্ড
কূটনীতিকদের অনুমান, ‘মানা’-কে ভারতের ‘প্রথম গ্রাম’ হিসেবে তুলে ধরে চিনকেই বার্তা দিল কেন্দ্র
India China border
কূটনীতিকদের অনুমান, ‘মানা’-কে ভারতের ‘প্রথম গ্রাম’ হিসেবে তুলে ধরে চিনকেই বার্তা দিল কেন্দ্র
একটি নতুন অপারেশনাল ঘাঁটি এবং সাতটি নতুন সীমান্ত ব্যাটালিয়ন তৈরির জন্য এই জওয়ানদের নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
Tawang: ‘ইটের জবাব লোহা দিয়ে’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন পেমা খাণ্ডু…
চিনা ফৌজের নির্মীয়মাণ সেতুর ছবি আগেই সামনে এসেছিল। এর পাশ দিয়েই তৈরি হয়েছে আরও একটি সেতু।
লাদাখ সেক্টরে উপস্থিত রয়েছে ভারতীয় বাহিনীর বড় রেজিমেন্ট। তাই চিনের উপর ভারতও কড়া নজর রেখে চলেছে।
শান্তি বিঘ্নিত হচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে…
যে জায়গায় নতুন সেতুর হদিশ মিলেছে সেই জায়গাটা কয়েক দশক ধরে চিনের অধিকৃত বলে দাবি করেছে বিদেশমন্ত্রক।