Tag: India Covid

India Covid

  • India Covid: গত ২৪-ঘণ্টায় সংক্রমিত ২০১, কোভিড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ? মহড়া মঙ্গলবার

    India Covid: গত ২৪-ঘণ্টায় সংক্রমিত ২০১, কোভিড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ? মহড়া মঙ্গলবার

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা (India Covid)। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BF.7 এর দাপটে সে দেশে আবার ২০১৯-২০২০ এর ছবি দেখা যাচ্ছে। সমগ্র চিনে চলছে মৃত্যু মিছিল। প্রতিদিন গড়ে দশ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে সে দেশে। গড় মৃত্যু প্রতিদিন পাঁচ হাজার ছাড়িয়েছে। করোনার (India Covid) এই চোখ রাঙানিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার।

    দেশে বর্তমান করোনা (India Covid) পরিস্থিতি 

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে , গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০১ জন। বর্তমানে পুরো দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৩৯৩ জন। মোট আক্রান্ত করোনা রোগীর (India Covid) সাপেক্ষে এই সংখ্যা ০.০১ শতাংশ বলেই জানা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৩ জন। দেশে এই মুহুর্তে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে এখনও অবধি করোনামুক্ত (India Covid) হয়েছেন মোট ৪,৪১,৪২,৭৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১,০৫,০৪৪ জনকে। সরকারি তথ্য বলছে, করোনার ডোজ এখনও অবধি ২২০.০৪ কোটি মানুষকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু হয়েছিল ১৬ জানুয়ারী ২০২১ থেকে।

    আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭, জানুন বিস্তারিত

    দেশের সব হাসপাতালে করোনা মোকাবিলার (India Covid) প্রস্তুতি চলবে ২৭ ডিসেম্বর

    চিনের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি রিভিউ মিটিং এর পরপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ২৭ ডিসেম্বর দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে কোভিড ম্যানেজমেন্টের প্রস্তুতি চলবে। ওইদিন করোনা মোকাবিলার (India Covid) সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হবে, যেমন অক্সিজেন সিলিন্ডার, পর্যাপ্ত ওষুধ, হাসপাতালের কর্মী সংখ্যা ইত্যাদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

     

  • India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু করোনার দাপট। সব চেয়ে ভয়ঙ্কর অবস্থা চিনের (China)। সে দেশে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। অন্ত্যেষ্টিস্থলে জমছে লাশের পাহাড়। যদিও সরকারের দাবি, করোনায় কারও মৃত্যু হয়নি। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা অন্য কোনও কারণে। তবে চিন সরকারের কথা বিশ্বাস করছেন না সে দেশের সিংহভাগ নাগরিকই। কেবল চিন নয়, ভারতেও (India Covid) হদিশ মিলেছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) সংক্রমিতের। তার জেরে দেশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

    ভিন দেশ থেকে এলে…

    বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য শুরু হয়েছে ফের কড়াকড়ি। চিন সহ ছটি দেশ থেকে ভারতে (India) আসার আগে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে এই নিয়ম। ওই রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে ভারতে প্রবেশের ছাড়পত্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ভারতে আসতে গেলে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট।

    আরও পড়ুন: নতুন বছরের আগেই ‘কল্পতরু’ মোদি, রাজ্যে আনছেন ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    করোনা অতিমারি পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার পর ভিন দেশ থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল আরটি-পিসিআর  পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নভেম্বর থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষার নিয়ম শিথিল করে কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বাড়বাড়ন্তের জেরে ফের লাগু হচ্ছে ওই নিয়ম।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিন সহ ওই ছয় দেশ থেকে ভারতে (India Covid) আসার আগে এয়ার সুবিধা পোর্টালে গিয়ে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট আপলোড করতে হবে। এর পাশাপাশি বিমান বন্দরে দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক ব্যবহার করার নিয়মও আগের মতোই বলবৎ করা হয়েছে। চলছে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষাও। বিদেশ থেকে ভারতে ফেরা করোনা সংক্রমিতদের রাখা হয়েছে কোয়ারেন্টিনে। জোর দেওয়া হচ্ছে কনটাক্ট ট্রেসিংয়ের ওপরও। প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে (India Covid) নতুন করে ২৬৮ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সব মিলিয়ে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৫৫২।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের (India Covid) নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সঙ্গে লড়াই করছে প্রতিবেশী দেশ চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতের অবস্থা ততটাও খারাপ নয়। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। 

    তবে এরই মধ্যে এসেছে কিছু ভয়েরও খবর। আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার করোনা ভাইরাসের (India Covid) অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন ভ্যারিয়েন্ট সেটা এখনও জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, এখন তা জানার চেষ্টা করছে প্রশাসন। আগ্রা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে র‍্যাপিড টেস্ট চালানো হচ্ছে। তাজমহলে কোভিড পরীক্ষার রিপোর্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি করেছে আগ্রা পৌর সংস্থা।

    আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস 

    এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কী?

    গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা (India Covid) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রবিবার একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ। ৪ বিদেশি পর্যটকের শরীরে মিলেছে করোনার হদিশ।  এর মধ্যে রয়েছেন মায়ানমার থেকে আসা ১ পর্যটকও। এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। ব্যাঙ্কক থেকে একই উড়ানে এসেছিলেন এই বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। সব যাত্রীর দিকেই লক্ষ্য রেখেছে প্রশাসন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • India Covid: কলকাতায় করোনায় আক্রান্ত ব্রিটিশ মহিলা, তড়িঘড়ি পাঠানো হল বেলেঘাটা হাসপাতালে

    India Covid: কলকাতায় করোনায় আক্রান্ত ব্রিটিশ মহিলা, তড়িঘড়ি পাঠানো হল বেলেঘাটা হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা নিয়ে নতুন করে আশঙ্কা ছড়াচ্ছে (India Covid)। চিনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে আতঙ্ক ছড়াল কলকাতাতেও। সোমবার দমদম বিমানবন্দরে খোঁজ মিলল করোনা আক্রান্তের। অস্ট্রেলিয়া (Australia) থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata) আসা এক ব্রিটিশ মহিলার দেহে কোভিডের উপসর্গ মেলায় তাঁকে সোজা বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এছাড়াও ভারতে বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনা সংক্রমণের হদিশ পাওয়া গেল। এর মধ্যে একজন রয়েছেন চিন ফেরত।

    কলকাতায় করোনা আক্রান্তের হদিশ

    সূত্রের খবর অনুযায়ী, ওই ব্রিটিশ মহিলার নাম কিলবানে কিরাতি মেরি। এয়ার এশিয়ার বিমানে বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। র‍্যাপিড টেস্টে তাঁর কোভিড পজিটিভ আসে। তাছাড়া অন্য উপসর্গও ছিল। এরপরেই তাঁকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, পর্যটক হিসেবেই ভারতে এসেছেন ওই মহিলা। ওই বিমানের বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, তবে বাকিদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে (India Covid)।

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    কর্ণাটকে চিনফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

    গত রবিবার রাতেই চিনফেরত এক ব্যক্তির শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের অস্তিত্ব। ওই ব্যক্তি কর্ণাটকের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষায় দেখা যায়, ওই ব্যক্তি কোভিড আক্রান্ত। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরীক্ষায় ব্যবহৃত নমুনাটিকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। এই পদ্ধতির মাধ্যমেই জানা যাবে এই করোনার ভ্যারিয়েন্ট কী। চিনে কোভিডের যে ভ্যারিয়েন্টটি সংক্রমণ ছড়াচ্ছে এবং বহ মানুষের মৃত্যুর কারণ হয়েছে, সেই বিএফ.৭ ভারতেও ছড়িয়ে পড়ছে কি না, তা জানা যাবে এই পদ্ধতিতেই (India Covid)।

    বিহারেও খোঁজ মিলল করোনা আক্রান্তের

    বিহারের বুদ্ধগয়ায় খোঁজ মিলল চার করোনা আক্রান্তের। তাঁরা প্রত্যেকেই ভিনদেশের নাগরিক। তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে আপাতত আইসোলেশনে রয়েছেন প্রত্যেকে। জানা গিয়েছে, ওই চারজনের মধ্যে তিনজন মায়ানমার ও একজন ব্যাংককের বাসিন্দা। গয়ার স্বাস্থ্যকর্তা ডাঃ রঞ্জন সিং জানান, তাঁদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ঠিকই। তবে কারও শারীরিক সমস্যা খুব গুরুতর কিছু নয় (India Covid)।

LinkedIn
Share