Tag: India Gate Netaji Statue

India Gate Netaji Statue

  • Netaji Statue: নেতাজির ৩০-ফুট উঁচু মূর্তি গড়ছেন এই শিল্পী, কেন জানেন?

    Netaji Statue: নেতাজির ৩০-ফুট উঁচু মূর্তি গড়ছেন এই শিল্পী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরই ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি বসানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এবার জানা গেল শিল্পীর নাম। ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি খোদাই করবেন শিল্পী অরুণ যোগীরাজ (Arun Yogiraj)।

    মাইসুরুর এই ভাস্করকে অনেকেই চেনেন। কেদারনাথের (Kedarnath) ১২ ফুটের শংকরাচার্যের (Shankaracharya) মূর্তিটিও বানিয়েছেন এই শিল্পী। মূর্তিটি গত বছর উদ্বোধন করেন মোদি। এপ্রিল মাসেই ২ ফুটের নেতাজির একটি মূর্তি প্রধানমন্ত্রীকে উপহার দেন অরুণ। এবার ফের তিনি নেতাজির মূর্তি বানাচ্ছেন।   

    নতুন মূর্তিটি হবে ৩০ ফুটের। ইন্ডিয়া গেটে যেখানে অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti) ছিল, সেখানেই বসানো হবে নেতাজির মূর্তি। ইতিমধ্যেই সেই স্থানে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি রয়েছে। হলোগ্রাম মূর্তিটি ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে উদ্বোধন করেছিলেন মোদি। এবার সেই স্থানে বসবে কালো গ্রানাইটের মূর্তি। 

    আরও পড়ুন: মঙ্গলবার পিএম কিষান প্রকল্পের কিস্তির টাকা বিতরণ করবেন মোদি, জানুুন বিস্তারিত
     
    নেতাজির মূর্তির জন্য তেলাঙ্গনা থেকে একটি বড় গ্রানাইট পাথর বেছে নিয়ে দিল্লিতে আনা হয়েছে। সেখানেই পাথর খোদাই করে মূর্তি বানানো হবে। মূর্তিটির নকশা তৈরি করেছে সংস্কৃতি মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট’- এর একটি দল। যার নেতৃত্বে রয়েছেন ডিরেক্টর-জেনারেল অদ্বৈত গদানায়ক (Adwaita Gadanayak)। 

    অরুণ যোগীরাজ জানিয়েছেন, ১ জুন থেকে নেতাজির মূর্তির কাজ শুরু করেছেন। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগেই শেষ হয়ে যাবে মূর্তি তৈরির কাজ। স্বাধীনতা দিবসের দিনই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেই মূর্তি। 

    শংকরাচার্য এবং নেতাজির মূর্তি বাদেও যোগীরাজ একাধিক মূর্তি তৈরি করেছেন। মাইসুরুর মহারাজা জয়চামরাজেন্দ্র ওডেয়ারের সাড়ে ১৪ ফুটের মূর্তি এবং স্বামী রামকৃষ্ণ পরমহংসের (Ramakrishna Paramahansa) পূর্ণাবয়ব সাদা মার্বেলের মূর্তিটিও তাঁরই হাতে তৈরি।   

    আদি শংকরাচার্যের মূর্তিটি কেদারনাথে বসানোর আগেও যোগীরাজ শংকরাচার্যের দু’ফুটের একটি ছোট সংস্করণ তৈরি করেছিলেন। যা পাঠিয়েছিলেন সংশ্লিষ্ট সব দফতর, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও। ঠিক যেভাবে এবারও নেতাজির মূর্তি উপহার দিয়েছিলেন মোদিকে। 

     

     

LinkedIn
Share