Tag: India Sri lanka

India Sri lanka

  • India vs Sri Lanka: বিশ্বকাপে সমানে সমানে! শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত

    India vs Sri Lanka: বিশ্বকাপে সমানে সমানে! শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে চলেছে ভারতের জয়রথ। এবার সপ্তম জয়ের সন্ধানে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মা এন্ড কোম্পানি। অপরদিকে কঠিন অবস্থা শ্রীলঙ্কার। বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে। এই পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। 

    দুরন্ত ভারত

    ইতিমধ্যেই টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছে গিয়েছে। শুরু করে দিয়েছে অনুশীলনও। ভারতীয় ক্রিকেট দল টানা ৬ ম্যাচে জয়লাভ করলেও, এখনও পর্যন্ত সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি। ফলে টিম ইন্ডিয়া চেষ্টা করবে যে আগামী ম্যাচে জয়লাভ করে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলতে। সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলেও শীর্ষস্থানে থাকতে পারবে। তিন বিভাগেই ভারত দারুণ ছন্দে রয়েছে। তবে হার্দিক পাণ্ডিয়া ফিরলে শ্রেয়স আইয়ার একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। হার্দিক মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে খেলতে পারেন সেমিফাইনাল থেকেই। রোহিত, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুরের মতো শ্রেয়সের কাছেও মুম্বইয়ের ওয়াংখেড়ে হোম গ্রাউন্ড। তাই এখানে ছন্দে ফিরতে মরিয়া শ্রেয়স।

    আরও পড়ুন: ‘কোনওদিন ভাবিনি এত সেঞ্চুরি করব!’ আবেগাপ্লুত বিরাট

    বিশ্বকাপের পরিসংখ্যান

    একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে। অর্থাৎ আগামী ২ তারিখের ম্যাচে যে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ১৯৯৬ সালে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে যেমন শ্রীলঙ্কার কাছে হেরে ভারতকে বিদায় নিতে হয়েছিল, ঠিক তেমনই ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছিল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৬৭টা ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ৯৮টি ম্যাচে জয়লাভ করেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫৭টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়ে যায়।

    ম্যাচের খুটিনাটি

    ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। টস হবে ঠিক দুপুর ১.৩০ টায়। ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া চাইলে এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

    India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি ২০ সিরিজ (India Sri lanka)। দুই দল খেলবে মোট তিনটি ম্যাচ। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। মূলত ২০২৪ বিশ্বকাপকে পাখির চোখ করেই দল গোছানোর চেষ্টা হচ্ছে। তাই টি ২০ দলে তারুণ্যের ঝলক স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে টি ২০ বিশ্বকাপ তো এখনও ১৮ মাস দেরি। তাহলে এতো তাড়াহুড়ো করার কি প্রয়োজন? তাছাড়া এই বছর অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে বসবে ৫০-৫০ বিশ্বকাপের আসর। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টি ২০ সিরিজের কি কোনো প্রয়োজন ছিল? এতে তো ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো লাভ হবে না। কারণ বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, একদিনের বিশ্বকাপের জন্য ২০ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি হয়ে গিয়েছে। সেই দলে করা করা থাকতে পারেন, তা জানাই। এই টি ২০ সিরিজের পারফরম্যান্স কিন্তু ওয়ান ডে বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে সেভাবে  বিবেচিত হবে না। 

    পরিসংখ্যানের বিচারে এগিয়ে ভারত

    টি ২০ সিরিজে ভারত এগিয়ে। পরিসংখ্যান হার্দিকদের পক্ষে। এখনও অবধি দুই দল এই ফরম্যাটে  ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ১৫টি। তাছাড়া আইসিসি টি ২০ রাঙ্কিং এ ভারত যেখানে এক নম্বরে, সেখানে শ্রীলঙ্কার স্থান অষ্টম। তাই ঘরের মাঠে এই সিরিজ সহজে জেতা উচিত টিম ইন্ডিয়ার। তবে, টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের কার্যত ছুটি করে দেওয়া হয়েছে। দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের তরুণ প্রজন্মের উপরে। এই সিরিজটা ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই শ্রীলঙ্কাই ভারতীয় ক্রিকেট দলকে গত বছর এশিয়া কাপে (Asia Cup 2022) পরাস্ত করেছিল। তারপর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের রানার্স আপ দল পাকিস্তানকে (Pakistan) হারিয়ে খেতাব জয় কর করে। এবার শ্রীলঙ্কা ভারতের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামবে। 

    আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    নয়া কিট স্পনসর

    শ্রীলঙ্কার বিপক্ষে টি ২০ সিরিজে আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা। 

    কখন, কোথায় ম্যাচ

    দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৩, ৫ ও ৭ জানুয়ারি যথাক্রমে মুম্বই, পুণে ও রাজকোটে তিনট বিশ ওভারের ম্যাচ আয়োজিত হবে। এরপর গুয়াহাটি, কলকাতা ও তিরুঅন্ততপুরমে যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। টি-টোোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে আর দুপুর ২টো থেকে হবে একদিনের ম্যাচগুলি। ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share