Tag: India T20 Squad

India T20 Squad

  • Asia Cup India Squad: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    Asia Cup India Squad: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষেই শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। এশিয়া কাপের দলে ফিরছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। বাদ পড়েছেন বাংলার ক্রিকেটার মহম্মদ সামি। অবশ্য সামি দীর্ঘদিন ধরেই টি–২০ দলে নেই। সামিকে টি-টোয়েন্টি সংস্করণে আর ভাবছেই না বিসিসিআই। সামি শেষ আন্তর্জাতিক টি–২০ খেলেছিলেন গত বিশ্বকাপে।

    সামির বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেছেন, ‘‌আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে থাকলে সামিকে দলে রাখতাম। রবি বিষ্ণোইকে হয়ত দলে রাখতাম না। তবে বিশ্বাস করি, অক্ষর প্যাটেলকে দলে রাখা নিয়ে লড়াই চলত। আমার মতে, এই লড়াই হত অশ্বিন ও অক্ষরের মধ্যে। আমার ভোট কিন্তু অক্ষরের দিকেই থাকত।’‌ 

    সামির বাদ যাওয়াতে অবাক প্রাক্তন জাতীয় নির্বাচক কিরণ মোরে। তাঁর কথায়, “সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সামি। সেখানে তাঁকে দলে রাখা হল না কেন তা বুঝতে পারছি না। দলে একজন নির্ভরযোগ্য পেসার দরকার ছিল।” এক কদম এগিয়ে শ্রীকান্ত বলেন, “আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হব না।”

    লোকেশ রাহুল চোট সারিয়ে দলে ফিরলেন। এশিয়া কাপের দলে রয়েছে দুই উইকেটরক্ষক পন্থ ও কার্তিক। তিন জন স্পিনার রয়েছে দলে। হার্দিক ও জাদেজার মতো দুই অলরাউন্ডার। শ্রীকান্তের মতে, ‘‌দল যথেষ্টই ভাল হয়েছে। তবে আমার মতে দলে আর একজন মিডিয়াম পেসার থাকলে ভাল হত। দু’‌জন রিস্ট স্পিনার রয়েছে। তবে অক্ষরের জন্য সত্যিই খারাপ লাগছে। দীপক হুডার অন্তর্ভুক্তিতে খুশি। ব্যাট করতে পারে। বলটাও জানে।’‌ এরপরই ফের অক্ষর প্রসঙ্গে চলে গেলেন শ্রীকান্ত। বলে দিলেন, ‘‌অস্ট্রেলিয়ার পরিবেশে অক্ষর যথেষ্ট কার্যকরী। শুধু এশিয়া কাপের কথাই বলছি না। বিশ্বকাপের প্রসঙ্গও তুললাম। তবে বিশ্বকাপের এখনও কিছুটা দেরি আছে। নির্বাচকরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন।’‌  

    তবে এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। পিঠে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহ। অর্থাৎ তাঁকে ছাড়াই সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে এশিয়া কাপে নামতে হবে রোহিতদের। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পিঠে চোট থাকার কারণে এশিয়া কাপে (Asia Cup 2022) অংশ নিতে পারবেন না বুমরাহ। তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সম্পূর্ণ ফিট হতে বেশ খানিকটা সময় লাগবে বুমরাহর। তবে আশা করা হচ্ছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC World T-20) আগেই দলে যোগ দেবেন তিনি।

    আরও পড়ুন: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।
    স্ট্যান্ড-বাই: শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।

LinkedIn
Share