Tag: India to play Australia

India to play Australia

  • T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2022)ফাইনালে উঠতে পারেনি ভারত। যাত্রা শেষ সুপার ফোরেই। এবার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। বাইশ গজের বিশ্বযুদ্ধে নিজেদের প্রমাণ করতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। ভারত অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) জানিয়েছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। অক্টোবরেই শুরু বিশ্বকাপ। ২৩ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এর আগে বৃহস্পতিবার ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি (ICC)। বিশ্বকাপে খেলতে নামার আগে কাদের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে তা জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

    আইসিসি জানিয়েছে, ১৭ অক্টোবর আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দু’টি ম্যাচই হবে ব্রিসবেনে। আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সুপার ১২-তে খেলা দেশগুলি ১৭ ও ১৯ অক্টোবর তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রিসবেন ও অ্যালান বর্ডার স্টেডিয়ামে হবে খেলা। প্রস্তুতি ম্যাচে দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তবে ব্রিসবেনে যে চারটি খেলা হবে সেগুলি টেলিভিশনে দেখানো হবে। যদিও সেগুলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের তকমা পাবে না।’

    আরও পড়ুন: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    ১৭ অক্টোবর যে চারটি প্রস্তুতি ম্যাচ হবে সেগুলি হল, ভারত বনাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম পাকিস্তান ও আফগানিস্তান বনাম বাংলাদেশ। ১৯ অক্টোবর হবে তিনটি প্রস্তুতি ম্যাচ। সেগুলি হল, আফগানিস্তান বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share