Tag: India U19

India U19

  • Under 19 World Cup: ৮১ রানে শেষ নিউজিল্যান্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয় ভারতের

    Under 19 World Cup: ৮১ রানে শেষ নিউজিল্যান্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ (Under 19 World Cup) বিশ্বকাপের সুপার সিক্সে ভারত উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে। ২১৪ রানে ম্যাচ জিতল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ম্যাচে ব্যাটে বলে দাপট দেখাল গতবারের চ্যাম্পিয়নরা। বাইশ গজে ভারতের ছোটদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

    মুশির-ম্যাজিক

    ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দাদা সরফরাজ খান। ভাই মুশির (Musheer Khan) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup) মাতাচ্ছেন। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় শতরান করলেন মুশির।  ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ানকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে একাধিক শতরান করার রেকর্ড এত দিন ছিল শুধু ধাওয়ানের। সেই তালিকায় এ বার যোগ হল মুশিরের নাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে শতরান করেছিলেন মুশির। এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান মুশিরই করেছেন। সেই সংখ্যা আরও বাড়বে। এদিন মুশিরকে সঙ্গত দেন ওপেনার আদর্শ সিং। তিনি ৫২ রান করেন। ৫০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান।

    রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কেউই সেভাবে রান পাননি। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন অস্কার জ্যাকসন (১৯)। ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পাণ্ডে ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। কিউয়িরা শেষ হয়ে যায় মাত্র ৮১ রানে। ম্যাচের সেরা হন মুশির। এদিন সুপার সিক্সের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share