Tag: India vs China

India vs China

  • UBS: শীঘ্রই ভারত হবে তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার

    UBS: শীঘ্রই ভারত হবে তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ এর মধ্যে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার তৈরি হবে ভারতবর্ষ (India) । জাপান ও জার্মানিকে উপভোক্তা বাজারের দৃষ্টিতে ছাপিয়ে যাবে ভারত। সম্প্রতি ইউবিএস (UBS) ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থার রিপোর্টে এই দাবি করা হয়েছে। বর্তমানে ভারতে ৪ কোটি অতি সমৃদ্ধ ধনী মানুষ বসবাস করেন। ২০১৮ সালে এই সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যাবে। রিপোর্টে প্রকাশিত হয়েছে যে আগামী পাঁচ বছরে এই সংখ্যা ৮ কোটি ৮০ লাখে পৌঁছবে। এই বৃদ্ধি দেশের ক্রমবর্ধমান সমৃদ্ধি এবং ব্যয় করার ক্ষমতাকে প্রতিফলিত করে।

    ইউবিএস-এর প্রতিবেদন (UBS)

    ইউবিএস (UBS) ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের গ্রামীণ অংশে আরও উন্নতি হবে। বর্তমানে ভারতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হওয়ায় দেশের কৃষকরা অন্য দেশে ফসল বিক্রি করতে পারছেন। যার ফলে তাঁদের আয় বেড়েছে। অন্যদিকে ঘরোয়া মার্কেটেও আগের মতন কৃষকদের ঠকানো হচ্ছে না। ফলে ঘরোয়া বাজারে যারা কৃষি পণ্য বিক্রি করছেন তাঁরাও মোদি জামানায় ভালো আছেন। সংস্থার তরফে দাবি করা হয়েছে মোদি জামানায় পেঁয়াজ রফতানি একটি ভাল সিদ্ধান্ত প্রতিপন্ন হয়েছে। অন্যদিকে কথায় কথায় বিদেশে রফতানি নিষিদ্ধ না করায় কৃষকদের এবং কৃষি পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদেরও অনেক লাভ হয়েছে। দেশে মুদ্রাস্ফীতি ২০২৫ সালের মধ্যে ৪.৫ শতাংশেরও নিচে চলে আসবে। যা দেশের অর্থনীতির জন্য শুভ সংকেত। এর ফলে ভারতীয়দের ক্রয় ক্ষমতা বাড়বে। মোদি জামানায় করোনা মহামারী সত্ত্বেও মানুষের ক্রয় ক্ষমতা কমেনি। সাময়িক ধাক্কা খাওয়ার পরেও বাজার আবার নতুন করে স্থিতিশীল হয়েছে।

    আভ্যন্তরীণ বাজার দেশের অর্থনীতির চালিকাশক্তি

    ইউবিএসের (UBS) দাবি ভারতের শক্তিশালী আভ্যন্তরীণ বাজার দেশের অর্থনীতির চালিকাশক্তি। ভারতের বৃহৎ আভ্যন্তরীণ বাজার উৎপাদন এবং বিক্রয়ের জন্য বিনিয়োগকারীদের আকর্ষণীয় গন্তব্যস্থল। বিশেষ করে বর্তমানে যখন বিভিন্ন কোম্পানি চিন থেকে দূরে সরে আসতে চাইছে সেখানে ভারত একটি আকর্ষণীয় বিকল্প। বর্তমানে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনকারী সংস্থাগুলি ভারতকে চিনের বিকল্প হিসেবে বেছে নিয়েছে। বহু মোবাইল প্রস্তুতকারী সংস্থা বর্তমানে ভারতে তাদের কারখানা খুলেছে। ভারত সেমিকন্ডাক্টর তৈরিতেও খুব অল্প সময়ে যুগান্তকারী বিপ্লব এনেছে। যা চমকে দিয়েছে সারা বিশ্বকে। যদিও ভারতকে কর কাঠামোতে পরিবর্তন এনে এই সমস্ত কোম্পানিগুলিকে স্থায়ী বিকল্প প্রদান করার আরো সুযোগ রয়েছে।

    আরও পড়ুন: বেজিংয়ের অর্থনীতিকে টেক্কা! ভারতীয় অর্থনীতি ও ইক্যুইটি মার্কেট ছাড়াল চিনকে

    প্রধানমন্ত্রীর বিদেশ সফর কাজে লেগেছে

    ভারত নিজেকে বিশ্ব দরবারে যেভাবে উপভোক্তা বাজার হিসেবে তুলে ধরেছে তাতে বহুজাতিক সংস্থাগুলি ভারতের দিকেই ঝুঁকেছে। যদিও উৎপাদনকারী হিসেবে ভারতকে এখনো চিনের সমান জায়গায় আসতে অনেকটা পথ পেরোতে হবে। কিন্তু উপভোক্তা বাজার হিসেবে ভারত এখনও এক নম্বর পছন্দ একথা বলাই বাহুল্য। মোদি জমানায় অর্থনীতির ও বাণিজ্যের ক্ষেত্রে যে নীতি নির্ধারণ হয়েছে তাতে বহুজাতিক সংস্থাগুলি ভারতের দিকে ঝুঁকেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজেই বহু দেশের সফরে গিয়েছেন এবং সেখানে ভারতের কথা তুলে ধরেছেন। এতে বিনিয়োগকারীদের ভারতের প্রতি বিশ্বাস বেড়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা ভারতকে আকর্ষণীয় ঠিকানা হিসেবে দেখছেন। বিশেষ করে পণ্য সামগ্রী, খুচরা বাজার এবং পরিষেবা বিভাগে ভারত এখন সেরা গন্তব্যস্থল।

    ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান

    প্রসঙ্গত যে সংস্থা (UBS) রিপোর্ট প্রকাশিত করেছে সেই ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ৫০ টি দেশে বাণিজ্যিক পরিষেবা দিয়ে থাকে। একে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মনে করেন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। ইউ বি এস এর রিপোর্টকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    Mohun Bagan: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুরন্ত জয় দিয়ে এএফসি কাপ (AFC Cup 2023) অভিযান শুরু করল মোহনবাগান (Mohun Bagan)। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ৪-০ ব্যবধানে হারাল জুয়ান ফেরেন্দোর দল। সবুজ-মেরুন ব্রিগেডের আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না সের্জিয়ো লোবেরার ফুটবলারেরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

    শুরু থেকেই আধিপত্য মোহনবাগানের

    ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউ গোলমুখ খুলতে পারেনি। সবুজ মেরুন একটিমাত্র শট তেকাঠির মধ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মোড় ঘুরে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হুগো বুমোসকে ফাউল করায় ওড়িশার ডিফেন্ডার মুর্তাদা ফল দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। সাহাল আব্দুল সামাদকে বাজে ফাউল করে ম্যাচের ১০ মিনিটের মাথাতেই তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে (Mohun Bagan) এগিয়ে দেন সাহাল। দলের দ্বিতীয় গোলেও অবদান রয়েছে সাহালের। তাঁর শক্তিশালী শট ধরতে পারেননি অমরিন্দর। তাঁর হাত থেকে ছিটকে আসা বলে পা ঠেকিয়ে গোল করতে ভুল করেননি ফাঁকায় দাঁড়িয়ে থাকা পেত্রাতোস। মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি ৭৯ মিনিটে করেন পরিবর্ত হিসাবে নামা লিস্টন কোলাসো। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন পেত্রাতোস।

    আরও পড়ুন: বধূ নির্যাতনের মামলায় মিলল জামিন, বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন মহম্মদ শামি

    প্রত্যাশা জাগিয়েও হার

    এশিয়ান গেমসে (Asian Games 2023) গ্রুপ এ-র প্রথম ম্যাচে মঙ্গলবার চিনের বিরুদ্ধে নেমেছিল ভারত। কার্যত বিনা প্রস্তুতিতেই নামতে হয় ব্লু টাইগার্সদের। সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গান শুরু থেকেই খেলেন।  প্রথমার্ধের পারফরম্যান্স ভরসা দেওয়ার মতোই ছিল। পিছিয়ে পড়ে ভারত। তাতেও হার মানেনি। ২৪ মিনিটে আয়ুষ ছেত্রী ভুল পাসে বল পায় প্রতিপক্ষ। গোলকিপার গুরমিত তাঁকে আটকাতে মরিয়া চেষ্টা করেন। পেনাল্টি পায় চিন। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য সেভ করেন গুরমিত। প্রথমার্ধের অ্যাডেড টাইমে রাহুল কেপির বিশ্বমানের গোল। ডান দিক থেকে প্রচণ্ড গতিতে উঠছিলেন। এমন জায়গা থেকে প্রথম পোস্টে বল রাখা! পোস্টের ইনসাইড লেগে জালে জড়ায় বল।দ্বিতীয়ার্ধে সব হিসেব ওলট-পালট হয়ে যায়। ১-১ স্কোর লাইন থেকে ১-৫ ব্যবধানে হার মানে ভারত। ২১ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সুনীলদের।

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share