Tag: India vs Sri Lanka

India vs Sri Lanka

  • U19 Asia Cup: বাইশ গজে মুখোমুখি ভারত-বাংলাদেশ! বিধ্বংসী বৈভব, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া

    U19 Asia Cup: বাইশ গজে মুখোমুখি ভারত-বাংলাদেশ! বিধ্বংসী বৈভব, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজে ফের মুখোমুখি ভারত-বাংলাদেশ। লড়াই কাপ দখলের। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এদিন ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশও। রবিবার, ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এবার একে অপরকে টেক্কা দেওয়ার পালা।

     বৈভবের বিধ্বংসী ব্যাটিং

    শুক্রবার  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) সেমি ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় সিংহলীরা। একমাত্র লড়াই চালায় লাকভিন আবেসিঙ্ঘে। ১১০ রানে ৬৯ রান করে সে। শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ করে। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ১৭৩ রানে। ভারতের হয়ে চেতন শর্মা ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ৩ উইকেট। আয়ুষ মাত্রের শিকার ২ উইকেট। বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই অর্ধেক রান তুলে নেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে। ২৮ বলে ৩৪ রান করে আউট হন আয়ুষ। আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করেন ২২ রান। ৩৬ বলে ৬৭ রানে আউট হন ১৩ বছর বয়সি বৈভব। তাঁর ইনিংসে রয়েছে ৫টি ছক্কার সঙ্গে ৬টি চার। বাকি কাজ শেষ করেন অধিনায়ক মহম্মদ আমান ও কার্তিকেয় কেপি। ২১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 

    আইপিএলের নিলামকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসেন সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৩ বছরের ক্রিকেটারকে ১ কোটি ১০ লক্ষতে কেনে রাজস্থান রয়্যালস। তারপর থেকেই সবার নজর তাঁর দিকে। প্রথমে মুস্তাক আলি, তারপর জাতীয় জুনিয়র দলের হয়ে রান পাচ্ছেন বৈভব। ভারতকে সেমিফাইনালে তোলার পেছনেও তাঁর অবদান অনস্বীকার্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs Sri Lanka: গুরু গম্ভীরের প্রথম সিরিজ জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তেও জয়ী ভারত

    India vs Sri Lanka: গুরু গম্ভীরের প্রথম সিরিজ জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তেও জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি (India vs Sri Lanka) সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নিল ভারত। শনিবার, প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়ে দিয়েছিল সূর্যবাহিনী। রবিবার দ্বিতীয় ম্যাচেও আধিপত্য বজায় রেখে জিতে নেয় নতুন টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৬১ রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় ৮ ওভারে ৭৮ রান। ফলে সহজেই তা করে নেয় ভারত। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই তিনম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত (India Beats Sri Lanka)। দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই জয়ের স্বাদ পেলেন গুরু গম্ভীরও।

    শুরুটা ভালো করলেন সূর্যকুমার (India vs Sri Lanka)

    রবিবার,  ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬১ রান তুলেছিল শ্রীলঙ্কা৷  শেষ ৩১ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা৷ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন বিষ্ণোই৷ অক্ষর ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন৷ বৃষ্টির জন্য ভারতীয় ইনিংস অনেক দেরিতে শুরু হয় ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য সূর্যকুমারদের লক্ষ্যমাত্রা হয় ৮ ওভারে ৭৮৷ কিন্তু, মাত্র ৬.৩ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া৷ যশস্বী ১৫ বলে ৩০ রান করেন। ১২ বলে ২৬ রান করেন সূর্যকুমার। হার্দিক ৯ বলে ২২ রান করেন। এর আগে, শনিবার, সিরিজের প্রথম ম্যাচে (India vs Sri Lanka) ভারতীয় দল করেছিল ২১৩/৭। জবাবে, ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।  ৪৩ রানে জিতে যায় ভারত (India Beats Sri Lanka)।

    আরও পড়ুন: মলদ্বীপের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ভারতকে ধন্যবাদ মুইজ্জুর

    এশিয়া কাপ ফাইনালে হার ভারতের 

    তবে টি-টোয়েন্টি সিরিজে (India vs Sri Lanka) প্রথম দুটি ম্যাচ ভারত জিতলেও মহিলা এশিয়া কাপের ফাইনালে এসে থমকে যায় ভারতের বিজয়রথের চাকা। আয়োজক দেশ শ্রীলঙ্কার কাছে ফাইনালে আট উইকেটে হেরে (Women Asia Cup 2024 Final) রানার্স হয়ে দেশে ফিরছেন হরমনপ্রীতরা। সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে গুঁড়িয়ে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানার ওপেনিং জুটিতে ৬.২ ওভারে এসেছিল ৪৪ রান। তবে ১৯ বলে ১৬ রান করে আউট হয়ে যান শেফালি। এরপরেও স্মৃতি একটা প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো এদিন কাউকে সেভাবে পাওয়া গেল না। শেষমেশ আট বল হাতে রেখে ম্যাচ শেষ করে শ্রীলঙ্কা। এরইসঙ্গে টি-২০ ক্রিকেটে জিতে শ্রীলঙ্কা পেল প্রথম মেয়েদের এশিয়া কাপ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন (Team India) গুরু গম্ভীরের যুগ। বৃহস্পতিবার দলের নতুন কোচ গৌতম গম্ভীরের পরামর্শ নিয়েই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ, তাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হল সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক করা হল শুভমন গিলকে। একইসঙ্গে একদা নাইট মেন্টর গম্ভীরের হাত ধরেই শ্রীলঙ্কা সফরে একদিনের দলে ফিরলেন বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। দলে জায়গা করে নিলেন নাইট রাইডার্সের ভরসা হর্ষিত রানাও।

    কী কী কারণে নেতা সূর্য (Surya Kumar Yadav)

    শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের (Team India) শ্রীলঙ্কা সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই পরবর্তী অধিনায়ক ভাবা হয়েছিল। কিন্ত গুরু গম্ভীরের আস্থা রয়েছে সূর্যকুমারের উপর, তাই তাঁকেই অধিনায়ক করা হল। বিসিসিআই-এর দাবি, এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘর গোছাতে চাইছেন নির্বাচকরা। ফিটনেস নিয়ে হার্দিকের যে সমস্যা আছে, সেটা নিয়েই সবথেকে বেশি চিন্তা নির্বাচক কমিটির। তিনি অত্যন্ত চোটপ্রবণ। চোটের কারণে অতীতে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন। সেই পরিস্থিতিতে ৩৩ বছরের হলেও সূর্যকে ভারতের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচকরা নাকি জানতে পেরেছেন যে হার্দিকের থেকে সূর্যের অধীনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতীয় খেলোয়াড়রা। স্কাইয়ের সঙ্গে রোহিতের অধিনায়কত্বের ধরনের মিল আছে। 

    নতুন কারা (Team India)

    বিশ্বকাপের দলে না থাকা ছ’জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। এই চার জনের মধ্যে শুভমন, রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন। আরও যে তিন জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন তাঁরা হলেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। একদিনের দলে ফিরেছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল।  জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা হর্ষিত রানা।

    একদিনের  দলে রোহিত-বিরাট

    টি-টোয়েন্টিতে অধিনায়ক হলেও এক দিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। ৫০ ওভারের দলে নেই হার্দিকও। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট। তাঁরা এক দিনের ক্রিকেটে খেলবেন। রোহিত থাকায় এক দিনের দলের (Team India) অধিনায়ক তিনিই। কোহলিও শ্রীলঙ্কা সফরে খেলবেন বলে জানিয়েছেন। তবে দলে রাখা হয়নি রবীন্দ্র জাদেজাকে। একদিনের দলে ফিরেছেন কুলদীপ যাদব।   

    এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

    টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mohammed Shami: নেটে অনুশীলন শুরু শামির, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন বাংলার পেসার?

    Mohammed Shami: নেটে অনুশীলন শুরু শামির, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন বাংলার পেসার?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোট সারিয়ে, অস্ত্রোপচারের পর ফের নেটে অনুশীলন শুরু করলেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর নভেম্বর মাসে এক দিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে শামি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। গোড়ালির চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষা করছেন তিনি। তারই প্রস্তুতি শুরু করলেন শামি। ভিডিয়ো পোস্ট করে জানালেন সেই কথা। 

    কেমন আছেন শামি (Mohammed Shami)

    শামির গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়েছিল। এখন তিনি সুস্থ। বোলিং শুরু করেছেন। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক জন কোচের কড়া নজরদারিতে নেটে বল করছেন শামি (Mohammed Shami)। তবে স্বাভাবিক ভাবে দৌড়তে দেখা যায়নি তাঁকে। কোমর পুরো ভাঙছেন না। ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন, অনুশীলনে (Shami Bowls In Net) সেটা করতে দেখা যায়নি। রান-আপ অনেকটা কমিয়ে বল করছেন শামি। গোড়ালিতে অস্ত্রোপচারের পরে শামি এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। তিনি ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি সময়ে সময়ে আপডেট দেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার শামির তেমনই একটি আপডেট উৎফুল্ল করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

    কবে নামবেন মাঠে (Mohammed Shami)

    বিশ্বকাপের পর থেকে শামিকে (Mohammed Shami) প্রথমবার বল করতে দেখেই চর্চা শুরু হয়ে যায় জাতীয় দলে তাঁর সম্ভাব্য কামব্যাক নিয়ে। ভারতীয় দল জুলাইয়ের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে উড়ে যাচ্ছে ৩ ম্যাচের টি-২০ ও সম সংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে। নেটে (Shami Bowls In Net) বল করলেও শ্রীলঙ্কা সফরে দেশের জার্সি গায়ে শামির মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলার কথা ভারতের। সেখানে শামিকে ফেরানো হতে পারে। তবে অভিজ্ঞ পেসারকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। কারণ বছরের শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের টেস্ট সিরিজের আগে শামিকে পুরোপুরি ফিট চায় ভারতীয় বোর্ড। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gautam Gambhir: ভারতীয় ক্রিকেটে শুরু গম্ভীর যুগ, শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচকদের সঙ্গে বৈঠক গৌতির

    Gautam Gambhir: ভারতীয় ক্রিকেটে শুরু গম্ভীর যুগ, শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচকদের সঙ্গে বৈঠক গৌতির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর যুগের (Gautam Gambhir)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ জুলাই থেকে শুরু হবে সাদা বলের সিরিজ। সেখানেই কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন নাইট মেন্টর গৌতম গম্ভীরকে। চলতি সপ্তাহেই নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা গম্ভীরের। প্রথম বৈঠকেই দল (Team India) নিয়ে নিজের ভাবনাা ও ব্লু প্রিন্ট নির্বাচকদের সামনে রাখতে পারেন নতুন কোচ।

    কী কী নিয়ে আলোচনার সম্ভাবনা

    শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত (Team India)। বেশ কিছু ক্রিকেটার বিশ্রাম থেকে ফিরতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাঁরা এক দিনের ক্রিকেট খেলবেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে তাঁদের ফেরানো হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনার হিসাবে দেখা যেতে পারে শুভমন এবং যশস্বী জয়সওয়ালকে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় ওপেনার হিসাবে জায়গা করে নিতে পারেন অভিষেক শর্মা। আগামী সফর নিয়ে গুরু গম্ভীরের কী  পরিকল্পনা (Gautam Gambhir) তা নির্বাচকদের জানাবেন তিনি।

    অধিনায়ক কে

    সূত্রের খবর অনুসারে, রোহিত শর্মার অবসরের পর টি-২০ দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পাণ্ডিয়া। এবার হার্দিকের হাতে পাকাপাকিভাবে ভারতের (Team India) টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। বিশ্বকাপে নিজের প্রতিভার প্রকাশ অক্ষরে অক্ষর করেছেন হার্দিক। মুম্বইয়ে হার্দিকের হাতেই কাপ দিয়েছিলেন অধিনায়ক রোহিত। বিশ্বজয়ী দলে ভাইস ক্যাপ্টেনও ছিলেন হার্দিক। তাই নেতৃত্বের ব্যাটন তাঁর হাতেই তুলে দেওয়া হতে পারে। সূর্যকুমার ফিরলে তিনি সহ-অধিনায়ক হতে পারেন। এক্ষেত্রে গম্ভীরের (Gautam Gambhir) পরামর্শ চাইতে পারে বিসিসিআই।

    আরও পড়ুন: পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ভারত! জিম্বাবোয়েকে ৪-১ সিরিজ হারিয়ে রেকর্ড গিলদের

    দলে কারা

    একদিনের দলে (Team India) ফিরতে পারেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের শ্রীলঙ্কা সিরিজের জন্য ধরে রাখা হতে পারে। অভিষেক শর্মা, শুভমান গিল, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর এবং আভেশ খান বা মুকেশ কুমার স্কোয়াডে জায়গা পেতে পারেন। মুখ্য নির্বাচক ও কোচের বৈঠকের পরই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করা হতে পারে। সুন্দরকে টি-টোয়েন্টিতে জাদেজার বদলি হিসেবে নেওয়া হতে পারে। জিম্বাবোয়ে সিরিজে ভালো ক্রিকেট উপহার দিয়েছেন তিনি। পেসার আবেশ ও মুকেশও সফল। বুমরাহের অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IND vs SL 2nd ODI: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    IND vs SL 2nd ODI: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটিতে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ইডেনে নিজেদের আধিপত্য বজায় রাখল ভারত। ইডেনে দেখা গেল বোলারদের দাপট। দু’দলের বোলাররাই ভাল বল করলেন। তবে ব্যাটারদের যুদ্ধে বাজিমাত করল মেন ইন ব্লু। বলা ভাল, ধৈর্যের পরীক্ষায় পাশ করলেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা। বল হাতে যদি মদম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ভারতের নায়ক হন, তো ব্যাট হাতে মিডল অর্ডারে রাহুল-হার্দিক জুটি ভাল খেললেন। রোহিত-বিরাট হতাশ করলেও রাহুলের অর্ধশতরান মন ভরাল ইডেনের। 

    হতাশ করলেন রোহিত-বিরাট

    ভারত জিতলেও রোহিত-কোহলির ব্যাট হতাশ করেছে শহরের ক্রিকেট প্রেমীদের। সপ্তাহের মধ্যে কর্মব্যস্ততা সত্ত্বেও দুপুরেই ইডেন ভরিয়েছিল কলকাতার ক্রিকেট প্রেমীরা। বিকেলে বিরাটের ব্যাটিং দেখার আশায় ভিড় বেড়েছিল। ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি রোহিত। দু’টি চার এবং একটি ছয় মারেন তিনি। কিন্তু ২১ বলে ১৭ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে চামিকা করুণারত্নের বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক আউট হওয়ার সময় ভারতের রান ছিল ৩৩। তখন কোহলি-কোহলি ধ্বনিতে কান পাতা দায় ইডেনে। উঠছে মেক্সিকান ওয়েভও। তবে রোহিতের পর হতাশ করলেন তিন নম্বরে নামা কোহলিও। লাহিরু কুমারার বলে বোল্ড হলেন প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচে দু’বার জীবন পেয়ে শতরান পূর্ণ করেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান করার পরের ম্যাচেই ব্যর্থ হলেন কোহলি। ৯ বল খেলে মাত্র ৪ রান করলেন তিনি। হঠাতই চেনা ছন্দ হারিয়ে চুপ ইডেন। ক্রিকেটের নন্দনকাননে তখন পিন পড়লে শোনা যাবে।

    আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গুয়াহাটিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে ভুগতে হয়েছিল। তাই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ভেবেছিলেন, ইডেনে প্রথমে ব্যাট করে ভারতকে চাপে ফেলে দেবেন। কিন্তু তিনি জানতেন না, ভারতীয় দলে কুলদীপ রয়েছেন। যিনি এই মাঠকে হাতের তালুর মতো চেনেন। কুলদীপের ঘূর্ণিতে মাথা ঘুরল শ্রীলঙ্কার। শুরুটা ভাল করেও মাঝের ওভারে পর পর উইকেট পড়ল। নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে নুয়ানিদু ফার্নান্ডো যথেষ্ট পরিণত ব্যাটিং শুরু করেন। নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরান করেন নুয়ানিদু। শেষ পর্যন্ত ২১৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। দলে ফিরে ৩ উইকেট নিলেন ভারতের বাঁ হাতি চায়নাম্যান বোলার। ৩ উইকেট নিলেন সিরাজও।

    মায়াবী আলোর ঝলক

    বিরতিতে ইডেনের গ্যালারিতে গুঞ্জন শ্রীলঙ্কার করা ২১৫ রান সহজেই তাড়া করে নেবে ভারত। কিন্তু ব্যর্থ ভারতের টপ অর্ডার। পছন্দের ইডেনে বিরাট কোহলি, রোহিত শর্মা দু’জনেই রান পেলেন না। পাওয়ার প্লে-র মধ্যেই ভারতের ৩ উইকেট পড়ে যায়। ফলে রান তাড়া করতে নেমে একটু চাপে পড়ে যায় ভারত। তবে হার্দিক-রাহুল জুটির দৌলতে বাজিমাত করে টিম ইন্ডিয়া। ম্যাচে শেষে দর্শকদের মনোরঞ্জনে ষোল আনা সফল সিএবিও।  এই লেজার শো ট্যুইট করে সিএবি-কে শুভেচ্ছা জানান প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

    প্রতিশ্রুতি মতো লেজার শো দেখা গেল ইডেন গার্ডেন্সে। প্রথমে ঠিক হয়েছিল দুই ইনিংসের বিরতিতে লেজার শো দেখানো হবে। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস মাত্র ৪০ ওভারে শেষ হয়ে যায়। তখনও আকাশে আলো ছিল। প্রথমে ঠিক হয়েছিল সন্ধ্যা ৬.৪৫ মিনিটে হবে এই লেজার শো। কিন্তু তার অনেক আগে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যাওয়ায় ঘোষণা করা হয়ে যে ম্যাচের শেষে লেজার শো দেখানো হবে। সেই মতো ম্যাচের শেষে মাতোয়ারা আলোর খেলা দেখলেন দর্শকরা। মাত্র ৬ মিনিটের লেজার শো-য়ে সবার মন কেড়ে নিল বাংলার ক্রিকেট সংস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা (Sri Lanka)। অনেক দলই তা পারেনি। তবে ভারতের কাছে শ্রীলঙ্কা যেভাবে পর্যুদস্ত হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারেনি সেদেশের সরকরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রকে ৩০২ রানে হারিয়েছিল ভারত। তার পরেই কড়া অবস্থান নিল শ্রীলঙ্কা সরকার। দেশের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে। যা সত্যিই নজিরবিহীন।

    গড়া হল অন্তর্বর্তী কমিটি

    শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল। কিন্তু বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) কথা মাথায় রেখে এই ব্যাপারে শ্রীলঙ্কা সরকার তেমন কোনও কড়া পদক্ষেপ নেয়নি। কিন্তু কাপযুদ্ধে দলের জঘন্য পারফরম্যান্স মেনে নিতে পারেননি ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। তাই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে হয়েছে তাঁকে। গড়া হয়েছে অন্তর্বর্তী কমিটি। যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অর্জুন রণতুঙ্গা। সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে এবং এক প্রাক্তন বোর্ড সভাপতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আরও পড়ুন: বিরাটকে অভিনন্দন প্রধানমন্ত্রীর! জানেন কী কী রেকর্ড করলেন কোহলি?

    কেন এমন সিদ্ধান্ত

    গত ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka)। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা তুলেছিলেন ৮ উইকেটে ৩৫৭ রান। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহদের পেসের সামনে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা হারার পর প্রবল সমালোচনা শুরু হয়েছিল সেদেশে। কলম্বোর রাস্তায় আছড়ে পড়ে বিক্ষোভ। তাই সঙ্গে সঙ্গে বোর্ড কর্তাদের পদত্যাগ করার নির্দেশ দেশের ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘ওরা দুর্নীতি ছাড়া কিছুই জানে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের পদে থাকার কোনও অধিকার নেই। শ্রীলঙ্কাবাসীর কাছে ওদের ক্ষমা চাওয়া উচিত।’ সরকারের অবস্থান বোঝার পরেই ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা পদত্যাগ করতে শুরু করেন। যাঁরা অনঢ় ছিলেন, তাঁদের বরখাস্ত করা হয় সোমবার। আপাতত শ্রীলঙ্কার সামনে সেমি-ফাইনালে ওঠার কোনও সম্ভাবনা নেই। তবে বাকি দু’টি ম্যাচ জিতে দেশবাসীর ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে কুশল পেরেরাদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে যেখানে শেষ করেছিল ভারত।  বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করল রোহিতরা। তবে খাতায় কলমে বিশ্বকাপ হলেও শ্রীলঙ্কার ব্যাটিংকে ক্লাব স্তরে নামিয়ে আনল শামি, সিরাজ, বুমরারা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে এই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিন সেই শ্রীলঙ্কাকেই ৫৫ রানে অলআউট করে ৩০২ রানের বিশাল জয় পেল টিম ইন্ডিয়া। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এ বারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতল তারা। ভারতের পয়েন্ট হল ১৪। পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। 

    দুরন্ত ছন্দে ভারত

    টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস। ঘরের মাঠে রান পেলেন না রোহিত শর্মা (৪)। অধিনায়ক ম্যাচের দ্বিতীয় বলেই আউট হন। কিন্তু ভারত তো এবার দল হিসেবে খেলছে। রোহিত পারলেন না তো কি হয়েছে ইনিংস গড়লেন গিল ও কোহলি। শ্রীলঙ্কার ফিল্ডারদের কার্যত দাঁড় করিয়ে রেখে তাঁদের শট ছুটল বাউন্ডারির দিকে। দর্শক হয়ে দেখতে হল প্রতিপক্ষের বোলারদের। ২২ গজের কোথায় বল ফেললে কোহলি, শুভমনের আগ্রাসনে রাশ টানা যাবে, তা ঠাওর করতেই পারল না শ্রীলঙ্কা। অল্পের জন্য দুজনেই শতরান হাতছাড়া করেন। কোহলি ৮৮ ও গিল ৯২ রান করেন। রান পেলেন শ্রেয়সও। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মাত্র তিনিই রান পাচ্ছিলেন না। ঘরের চেনা মাঠে চেনা মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে।

    শামি-সিরাজ-বুমরার গোলা

    ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে অন্ধকার ঘনিয়ে এল সিংহলী শিবিরে। ১৪ রানে ৬ উইকেট, ভাবা যায় না। ২০ ওভারের মশলা ম্যাচেও এমন স্কোর বোর্ড দেখা যায় না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি— তিন জনে যেন ইচ্ছামতো আউট করলেন শ্রীলঙ্কার ব্যাটারদের। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি।

    অ্যাঞ্জেলো ম্যাথেউসের উইকেট তুলে নিয়ে জাহির খানকে স্পর্শ করলেন মহম্মদ শামি। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহিরকে (৪৪টি উইকেট) ছুঁলেন শামি। এই ম্যাচে ফের পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা শামি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে দুই দলের একটা ইতিহাস রয়েছে বৈকি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শেষবার এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার, লঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার পর পেরিয়ে গিয়েছে ১২ বছর। ফের একবার বিশ্বকাপের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। 

    এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। রোহিত জানান, টসে জিতলে তিনি প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। ফলে, টস হারাটা ফ্যাক্টর নয়। পিচ ব্যাটিং সহায়ক। অন্যদিকে, শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় দুশন হেমন্ত এসেছেন প্রথম একাদশে।  

    দুই দলের দুই লক্ষ্য

    দুই দল আজ নিজ নিজ পৃথক লক্ষ্য নিয়েই মাঠে নামছে। একদিকে, এই প্রথম ভারত এবং শ্রীলঙ্কা ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার দুই দল নামবে দু’টি আলাদা লক্ষ্য নিয়ে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয়ী ভারতীয় দল এখন দারুন ফর্মে রয়েছে। ভারতের মোট পয়েন্ট এখন ১২। তাও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে, রোহিতরা চাইবেন আজকের ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে। অন্যদিকে, শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা। একদিনের বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এতে দুই দলের সাফল্যই সমান। ৪ বার জয় পেয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাও তাই। ৪ ম্যাচে জয় পেয়েছে তারা।

    দুদলের একাদশ…

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।

    শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, দুশন হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিক্সানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মধুশঙ্কা।

    ফর্ম নিয়ে সতর্ক রোহিত

    গতকাল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, তাঁরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। প্রথম একাদশ নির্ধারণ করবেন পিচ দেখেই। রোহিত বলেন, ‘‘এই মুহূর্তে সব বোলারই ভালো ছন্দে রয়েছেন। সকলেই খেলতে মুখিয়ে রয়েছেন। ওদের বিশ্রামের দরকার নেই। ওদের শরীর ভালো জায়গায় রয়েছে। তবে, পিচ দেখে চূড়ান্ত কম্বিনেশন ঠিক করব।’’ চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন ব্যাটার রোহিত শর্মাও। ৬টা ম্যাচে ৩৯৮ রান করেছেন। তা সত্ত্বেও তাঁর গলায় ধরা পড়ল সতর্কতার ছাপ। তিনি বললেন, ‘‘সবকিছু ক্লিক করাতেই তিনি সাফল্য এনে দিতে পারছি। তবে যদি আমি একটি খারাপ খেলা খেলি তখন আমি হঠাৎ করেই একজন খারাপ অধিনায়ক হয়ে যাব।’’

    কোথায়, কখন হচ্ছে ম্যাচ?

    আজ, ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

    কীভাবে দেখবেন ম্যাচ?

    ভারতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। অনলাইনে ম্যাচ দেখতে পাবেন ডিজনি + হটস্টার অ্যাপে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian games 2023: হেলায় বাংলাদেশ জয় মহিলা ক্রিকেটারদের, সোমে কী লঙ্কা বধে ঝলসে উঠবে ভারত?

    Asian games 2023: হেলায় বাংলাদেশ জয় মহিলা ক্রিকেটারদের, সোমে কী লঙ্কা বধে ঝলসে উঠবে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই এশিয়া কাপ জিতেছে ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। রাত পোহালেই এশিয়ান গেমসে (Asian games 2023) মেয়েদের ক্রিকেটের ফাইনাল। ঘটনাচক্রে এই টিমকেও খেলতে হবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট টিমের সঙ্গে। অথচ খেলার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। তবে রবিবার শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় খেলা হবে ভারত বনাম শ্রীলঙ্কা। এই একই ঘটনা ঘটেছিল এশিয়া কাপের ক্ষেত্রেও।

    পাকিস্তানকে ধরাশায়ী শ্রীলঙ্কার 

    এশিয়ান গেমসে এদিন দু’টো খেলা হয়। সকালে হয় ভারত-বাংলাদেশ ম্যাচ। দ্বিতীয় দফায় লড়াইয়ের ময়দানে ছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বীর বিক্রমে খেলতে থাকেন লঙ্কা-সেনানীরা। শ্রীলঙ্কার বোলারদের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল পাকিস্তানকে। ২০ ওভার খেলে ৭৫ রান তোলে পাকিস্তান। হারাতে হয় ৯টি উইকেট। এর (Asian games 2023) মধ্যে ৩টি উইকেট নিয়ে নেন শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধানি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার শাওয়াল জুলফিকার। তিনি করেছেন ১৬ রান। শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে ২৩ রান করেন হর্ষিতা সমরবিক্রম। নীলাক্ষি দা সিলভা করেন ১৮ রান। নীলাক্ষি অপরাজিতই ছিলেন। এই দু’জনেই জিতিয়ে দেন দলকে।

    ভারতের ঝোড়ো বোলিংয়ে উড়ে গেল বাংলাদেশ 

    শ্রীলঙ্কার কাছে যেভাবে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান, ঠিক সেভাবেই ভারতের বোলিংয়ের সামনে বাংলাদেশ উড়ে গিয়েছে স্রেফ খড়কুটোর মতো। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫১ রানেই ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের। সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেছেন ১২ রান। দুই ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানা কোনও রানই করতে পারেননি। ১৭.৫ ওভারেই সাজঘরে ফিরে যেতে হয় বাংলাদেশকে (Asian games 2023)। এদিন ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভারতের বোলার পূজা বস্ত্রকর।

    আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে

    বাংলাদেশ যেখানে ১৭.৫ ওভার খেলে ৫১ রান করে, সেখানে মাত্র ৮.২ ওভারেই ৫২ রান তুলে জিতে যায় ভারত। এদিনের অধিনায়ক স্মৃতি মন্ধানা মাত্র ৭ রান করেছেন। অপরাজিত ছিলেন জেমাইয়া রডরিগেজ। তাঁর সংগ্রহে ছিল ২০ রান। এদিনের জয়ে রুপো জয় নিশ্চত হল ভারতের মহিলা ক্রিকেট টিমের। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারত জিতবে সোনা। রচিত হবে আরও একটি ইতিহাস। সেটি হল, ক্রিকেটে এশিয়া সেরা ভারতই – সে মহিলা টিমই হোক কিংবা পুরুষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share