Tag: India vs Sri Lanka 2023

India vs Sri Lanka 2023

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট! ৫ উইকেটের জোড়া নজির, কী বললেন শামি?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট! ৫ উইকেটের জোড়া নজির, কী বললেন শামি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন বাংলার পেসার মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের প্রথম দিকে সুযোগ পাননি তিনি। আসলে দল এতটাই ব্যালান্স যে সুযোগ পেতে গেলে সেরা হতেই হবে। আর তাই করে দেখালেন শামি। বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটোতে ম্যাচের সেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচ পাঁচ উইকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে চার উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার পাঁচ উইকেট। 

    ধৈর্য এবং অধ্যবসায়ের ফল

    সাফল্যের কারণ হিসেবে শামির মুখে সেই ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। তিনি জানালেন সাফল্যের রসায়নটা সহজ নয়। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বললেন, “আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ এক বার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তা ছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

    ইডেনেও ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য

    ভারতের পরের ম্যাচ ইডেনে। শামির কাছে এক প্রকার ঘরের মাঠ। বাংলার হয়েই খেলেন তিনি। সেখানেও ম্যাজিক দেখাতে চান বলে জানালেন শামি। সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের বোলারেরা দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

    আরও পড়ুন: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    শামির রেকর্ড

    বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এর আগে এই রেকর্ড ছিল জাহির খান ও জাভাগল শ্রীনাথের নামে। বিশ্বকাপে তাদের উইকেট সংখ্যা মোট ৪৪। শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা হল ৪৫টি। একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বেশিবার ৫ উইকেট শিকারীও হলেন শামি। হরভজন সিং, জভাগল শ্রীনাথ ৩বার করে ৫ উইকেটের রেকর্ড টপকে চতুর্থবার ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন মহম্মদ শামি। ওডিআই ক্রিকেটে দ্বিতীয়বাপ টানা তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে ২০১৯ বিশ্বকাপেও এই রেকর্ড গড়েছিলেন শামি। শমি ছাড়া এই রেকর্ড রয়েছে ওয়াকার ইউনিসের। তবে বিশ্বকাপে এই নজির শুধু শামির নামে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতির জন্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম টি২০ ম্যাচে উমরান মালিকের (Umran Malik) হাত থেকে ধেয়ে এল আগুনের গোলা। এক্সপ্রেস গতির বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি আর গতি সমার্থক। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিলেন জম্মুর তেইশ বছরের পেসার। এর আগে দেশের জার্সিতে, টি-২০ ফরম্যাটে কোনও ভারতীয় বোলার এত জোরে বল করেননি।

    ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগে

    এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।

    লক্ষ্য শোয়েব আখতারের রেকর্ড

    উমরান শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই শোয়েব আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ‘শ্রীনগর এক্সপ্রেস’ দাবি করেছিলেন যে, তিনি ঠিক মতো সুযোগ পেলে আখতারের রেকর্ড ভেঙে দেবেন! ২০০৩ সালের বিশ্বকাপে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ সর্বাধিক ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন। উমরান বলেন, ‘‘যদি ভাল বল করতে পারি, যদি ভাগ্যের সহায়তা পাই, তা হলে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেব। তবে এই রেকর্ড নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমার লক্ষ্য একটাই। শুধু দেশের হয়ে ভাল খেলতে চাই।’’ গতির থেকেও এখন সঠিক জায়গায় বল রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উমরান বলেছেন, ‘‘ম্যাচের সময় কত জোরে বল করছি সেটা বোঝা যায় না। খেলার পর সাজঘরে ফিরে আসার পর জানতে পারি কত জোরে বল করেছি। মাঠে আমার লক্ষ্য থাকে সঠিক জায়গায় বল ফেলে উইকেট তুলে নেওয়া।’’

    আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

    মঙ্গলবার, ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা হাল ধরেন। দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। ২৭ বলে ৪৫ রানে ব্যাট করছিলেন শনাকা। উমরানের গতিতে হতচকিত হয়ে গিয়ে তিনি মিসটাইমিং করে ফেলেন। বল সোজা উড়ে যায় এক্সট্রা কভারে। যুজেবেন্দ্র চাহাল লোপ্পা ক্যাচ পেয়ে যান। উমরান এদিন নির্ধারিত কোটার বল করে ২৭ রান দেন। তুলে নেন দুই উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র নয় ম্যাচের অভিজ্ঞতা উমরানের। এরমধ্যে পাঁচটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই এই রেকর্ড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share