Tag: India want to win at Lords

India want to win at Lords

  • Jhulan Goswami: ঝুলন সকলের কাছে অনুপ্রেরণা! বঙ্গকন্যাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

    Jhulan Goswami: ঝুলন সকলের কাছে অনুপ্রেরণা! বঙ্গকন্যাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ দু’দশকের ক্রিকেট কেরিয়ারে হঠাৎ করে যবনিকা টানা কারও পক্ষেই সহজ নয়। ঝুলন গোস্বামীও (Jhulan Goswami) হয়তো বার বার পিছন ফিরে তাকাতে চাইছেন। চাকদহ থেকে যাত্রা শুরু করে বাংলার পেসারটির বিশ্ব ক্রিকেটের সিংহাসন দখলের কাহিনী কম রোমাঞ্চকর নয়। মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ঝুলন গোস্বামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত। তিনি কিংবদন্তি। স্বাভাবতই তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে আবেগাপ্লুত সতীর্থরা।

    আরও পড়ুন:ইতিহাস ভারতীয় মহিলাদের! ২৩ বছর বাদে ইংল্যান্ডে সিরিজ জয় ঝুলনদের

    আবেগ ছুঁয়ে গিয়েছে বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly)। কারণ, তিনি ১৯৯৬ সালে যে লর্ডস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন, সেই মাঠেই শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে নামবেন ঝুলন গোস্বামী। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেছেন, ‘বাংলার চাকদহর মেয়ে ঝুলন। ওর বহু কীর্তির সাক্ষী থাকতে পেরে আমি গর্বিত। ও প্রকৃত একজন লেজেন্ড। আমাদের সকলের গর্ব। মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারী। আমাদের খুব ভালো সম্পর্ক। বোর্ড সভাপতি হিসেবে দেশের মহিলা ক্রিকেট নিয়ে অনেক কথা হয়। ঝুলনের বয়স এখন ৪০। ওর কেরিয়ার ভীষণই উজ্জ্বল। তবে সবাইকেই একদিন থামতে হয়। রজার ফেডেরারের মতো টেনিস তারকাও বিদায়ী ম্যাচ খেলতে নামছেন। ঝুলন আমাদের অনেক কিছু দিয়েছে। যা কখনওই ভোলার নয়। সবচেয়ে ভালো লাগছে, লর্ডসের মতো ঐতিহ্যবাহী মাঠে ও বিদায়ী ম্যাচ খেলবে বলে। ঝুলন নিশিচয়ই খুশি হবে। মোট ছ’টি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছে ও। আমার মেয়ে যদি ক্রিকেট খেলত, তাহলে ঝুলনকে ফলো করতে বলতাম। কিন্তু সেটা হয়নি। ঝুলনের জন্য শুভেচ্ছা রইল।’

    আরও পড়ুন: ভারত – অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কাটতে এসে বিশৃঙ্খলা! লাঠি চার্জ পুলিশের, আহত ২০

    তিন ম্যাচের ওডিআই সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় মহিলা দল। শনিবার তাই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু ঝুলনের বিদায়কে স্মরণীয় করে রাখতে এই ম্যাচও জিততে মরিয়া ভারতের মেয়েরা। হরমনপ্রীত কাউর বলেছেন, ‘লর্ডসের এই ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ। আমরা জয় উপহার দিতে চাই ঝুলনদিকে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share