মাধ্যম নিউজ ডেস্ক: ছেলেরা পারেনি, মেয়েরা পারল। রোহিত-কোহলিদের আক্ষেপ মেটালেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা। একপেশে ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka) আট উইকেটে হারিয়ে এশিয়া কাপ (Women’s Asia Cup) চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬৫/৯ তোলে শ্রীলঙ্কা। জবাবে ৮.৩ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
INDIA 🇮🇳 ARE THE ASIA CUP CHAMPIONS!
A comprehensive victory over Sri Lanka 🇱🇰 sees them lift the prestigious trophy. 🏆
They have been dominating the entire tournament and have overcome every challenge thrown at them!#INDvSRL #WomensAsiaCup2022 #AsianCricketCouncil #ACC pic.twitter.com/sSUsuMlhjb
— AsianCricketCouncil (@ACCMedia1) October 15, 2022
শনিবার বাংলাদেশের শিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমখি হয় ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৬৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৮.৩ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। এদিন দুরন্ত বোলিং করলেন রেনুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানারা। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন চামিরা আতাপাত্তু। কিন্তু ভারতের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ভারতের সামনে জয়ের জন্য মাত্র ৬৬ রানের লক্ষ্য খাড়া করতে সমর্থ হয়।
আরও পড়ুন: সাইবাবার জীবন জুড়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী! তাঁর তিরোধান দিবসে জানুন সেই গল্প
ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। ৩ ওভারে ৩০ রান ওঠে। তখনই প্রায় জয় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ ওভারে রণবীরার বলে স্টাম্পড হন শেফালি ভার্মা (৫)। পরের ওভারেই কভিশা দিলহারির বলে বোল্ড হন জেমিমা রডরিগেজ (২)। দারুণ ব্যাটিং করে ভারতকে জয় এনে দেন স্মৃতি মান্ধানা। ২৫ বলে ৫১ রান করে তিনি অপরাজিত থাকেন। মারেন ৬টি ৪, ৩টি ৬। রনসিংঘেকে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন স্মৃতি। হরমনপ্রীত ১১ রান করে অপরাজিত থাকেন। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন ভারতের রেনুকা সিং। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।