Tag: India women cricket team

India women cricket team

  • India: ১৮ বলেই ৫০! বিশ্বরেকর্ড বাংলার রিচার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

    India: ১৮ বলেই ৫০! বিশ্বরেকর্ড বাংলার রিচার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতের মহিলা দল (India)। এই জয়ের ফলে সিরিজ নিজের নামে করল তারা। ভারতের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করেন স্মৃতি মান্ধানা। এদিন ব্যাট করতে নেমে পাঁচটি নজির গড়েছেন স্মৃতি। একইসঙ্গে বিশ্বরেকর্ডের কৃতিত্ব অর্জন করেন বাংলার মেয়ে রিচা। ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ। মাত্র ১৮ বলেই তিনি হাফ সেঞ্চুরি করেন। এটি মহিলাদের আন্তর্জাতিক টি২০-তে দ্রুততম। প্রসঙ্গত, এর আগে সোফি ডিভাইন ও ফোবে লিচফিল্ডও ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলার রিচা ঘোষ। ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বঙ্গকন্যা। মূলত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২১৭ রান করে ভারত।

    স্মৃতির রেকর্ড

    তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে ভারত (India)। ওপেন করতে নেমে অধিনায়ক স্মৃতি ৪৭ বলে ৭৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। এই সিরিজে ১৯৩ রান করেছেন মান্ধানা, যা দ্বিপাক্ষিক সিরিজে কোনও ভারতীয় মহিলা (India) ক্রিকেটার হিসেবে সর্বাধিক রান। ৬৪.৩৩ গড় রয়েছে তাঁর। ২০২৪ সালে আটটি অর্ধশতরান করেছেন স্মৃতি, যা সর্বাধিক। এর আগে ২০১৮ সালে এর আগে ২০১৮ সালে সাতটি অর্ধশতরান করেছিলেন মিতালি রাজ।

    ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ

    জবাবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। প্রথম থেকেই রান তোলার গতি অনেক কম ছিল ওয়েস্ট ইন্ডিজের। এর ফলে বেশ বোঝা যাচ্ছিল, লড়াইয়ে তারা খুব বেশি নেই। শেষ পর্যন্ত ৬০ রানে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের (India) বোলারদের মধ্যে দূর্দান্ত বল করেন রাধা যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট নেন রেণুকা, সাজানা, তিতাস ও দীপ্তি। চিনেল্লে হেনরি ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কোনও ব্যাটারই আর সেভাবে রান পাননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Women vs England Women: বাংলার দীপ্তির দাপটে ধরাশায়ী ইংল্যান্ড, বড় রানের লিড ভারতের

    India Women vs England Women: বাংলার দীপ্তির দাপটে ধরাশায়ী ইংল্যান্ড, বড় রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের মাঠে দাপট দেখালেন বাংলার দীপ্তি। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন দীপ্তি শর্মা। দীপ্তির স্পিনের ভেলকিতে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। দীপ্তির দাপটে প্রথম ইনিংসে ২৯২ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। আপাতত ম্যাচে চালকের আসনে ভারত (India Women vs England Women)। যা পরিস্থিতি তাতে কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে।

    দুরন্ত দীপ্তি

    প্রথম দিন ব্যাট করতে নেমে ৪০০ রান পার করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গে খুব বেশি রান যোগ হয়নি। ব্যাট হাতেও রান পেয়েছেন দীপ্তি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৬৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। একমাত্র ন্যাট শিভার-ব্রান্ট ছাড়া কেউ রান পাননি। ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, হেদার নাইটের মতো অভিজ্ঞ ব্যাটারেরা সুবিধা করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সবার শেষে বল করতে যান দীপ্তি। তারপরই চমক। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান তিনি। ৫.৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন তিনি। দীপ্তির দাপটে ৩৫.৩ ওভারে ১৩৬ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এই পারফরম্যান্সের ফলে মহিলাদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানে জায়গা করে নিলেন দীপ্তি শর্মা।

    ভারতের রেকর্ড

    টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে এর আগে সর্বোচ্চ লক্ষ্য ছিল ৪১০ রান। ১৯৯৮ সালে পাকিস্তানকে সেই লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে রয়েছে ৪৭৮ রানে। অর্থাৎ, চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্য যাই হোক না কেন সেটা হবে মহিলাদের টেস্টের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ১৮৬। হরমনপ্রীত ৪৪ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের দুই স্পিনার ভারতের ৬টি উইকেট নেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mithali Raj Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের

    Mithali Raj Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ (Mithali Raj)। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রাক্তন ভারত মহিলা ক্রিকেট (Cricket) অধিনায়ক। তাঁর অবসর নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।

    ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ক্রিকেট জগতে এক অতুলনীয় অবদান রেখে গেছেন। ২৩২টি একদিনের ক্রিকেট খেলায় তিনি ৭৮০৫ রান করে রেকর্ড গড়ে তুলেছিলেন। এছাড়াও মিতালি মহিলা ক্রিকেট জগতের সর্বোচ্চ রান অধিকারী ও তাঁর রানের সংখ্যা ১০৮৬৮।

    এদিন টুইটারে একটি বিবৃতিতে তিনি লেখেন, “ছোট থেকেই লক্ষ্য স্থির করে নিয়েছিলাম যে ভারতের হয়ে নীল জার্সি পরব। কারণ দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই সবথেকে বেশি সম্মানের। এই সফরের অধিকাংশ সময় ভাল ছিল। খুব কমই খারাপ অভিজ্ঞতা হয়েছে।“ তিনি আরও বলেন “প্রত্যেক অভিজ্ঞতাই আলাদা ছিল এবং গত ২৩ বছর, আমার জীবনের সবথেকে সুন্দর, পরিপূর্ণ সময় ছিল। কিন্তু সফর সবারই একদিন শেষ হয়। তাই আজকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার অবসর নিচ্ছি।” বিসিসিআই (BCCI) এবং জয় শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “যখনই আমি মাঠে নেমেছি। ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। তেরঙ্গার প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।“  

    [tw]


    [/tw]

    বিসিসিআই (BCCI) থেকে ট্যুইট করা হয় যে,  “ভারতের ক্রিকেট জগতে আপনার অবদান অতুলনীয়।”

    [tw]


    [/tw]

    ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) লেখেন, “দেশের হয়ে খেলা অনেকেরই স্বপ্ন। খুব কম মানুষই সেই স্বপ্ন বাস্তব করতে পারে। মিতালি তাদেরই একজন। ভারতে মহিলা ক্রিকেটের স্তম্ভ ছিলেন আপনি। প্রচুর তরুণ ক্রিকেটারের জীবন বদলেছে আপনাকে দেখে। অনবদ্য কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।”

    [tw]


    [/tw] 

    বিসিসিআই ওমেন (BCCI women) থেকে ট্যুইট করা হয় যে, “ক্যাপ্টেন, লেজেন্ড, অনুপ্রেরণা।”

    [tw]


    [/tw]

     জয় শাহ বলছেন, “অনবদ্য একটা কেরিয়ারের ইতি হল। ভারতীয় ক্রিকেটে প্রচুর অবদান মিতালি রাজের। ওঁর নেতৃত্ব ভারতীয় ক্রিকেটে গৌরবের মুহূর্ত এসেছে।”

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

     

LinkedIn
Share