Tag: India women into cricket finals

India women into cricket finals

  • Commonwealth Games: ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পরাজয়! কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

    Commonwealth Games: ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পরাজয়! কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েদের স্বপ্নের দৌড় অব্যাহত। ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের গুঁড়িয়ে দিল ভারতের মহিলা দল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা (Indian Women’s Cricket Team)। কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে ভারত।  প্রথম বার কমনওয়েলথ গেমসে খেলতে নেমেই ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌররা। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমস ক্রিকেটে রূপো জয় নিশ্চিত হয়ে গেল ভারতের মেয়েদের। ফাইনালে জিতলে সোনা জিতবে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করা আছে ভারতের মেয়েদের জন্য।

    টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি বর্মা মাত্র ১৫ রান করে আউট হন। তাঁরা ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মাও। তিনি ২০ বলে ২২ রান করেন। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে।

    ব্যাট করতে নেমে প্রথম থেকেই দ্রুত রান তুলছিল ইংল্যান্ড। ভারতীয় বোলাররা শুরুতে উইকেট তুলতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলে ১০ বলে ১৯ রান করেন। তাঁকে ফেরান দীপ্তি শর্মা। অন্য ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৫ রান। স্নেহ রানা তুলে নেন তাঁর উইকেট। এলিস ক্যাপসে ১৩ রান করে রান আউট হয়ে যান। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ন্যাট সিভার এবং অ্যামি জোনস। শেষ মুহূর্ত দ্রুত রান নিতে গিয়ে আউট হন জোনস। ৩১ রান করার পর রান আউট হন তিনি। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রানা আটকে দেন ইংল্যান্ডকে। কার্যত ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়ে চার রানে ম্যাচ জিতে যায় ভারত।

    আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    এদিকে ক্রিকেটের পাশাপাশি এদিন ১০ হাজার মিটার হাঁটায় রূপোর পদক পেয়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ছেলেদের স্টিপলচেজেও রুপো জিতেছেন ভারতের অবিনাশ সাবলে। এদিকে লন বোলে রুপো জিতে চমকে দিলেন ভারতের পুরুষ দলও। পুরুষদের ফোর দল ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। অন্যদিকে কুস্তিতে একাধিক পদক নিশ্চিত করে ফেলছেন ভারতীয় কুস্তিগিররা। ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। টেবিল টেনিসেরও ফাইনালে উঠেছে ভারতের মিক্সড ডাবলস টিম। 

LinkedIn
Share