Tag: India

India

  • S Jaishankar: কাতারে মৃত্যুদণ্ড ৮ ভারতীয়র, “ওঁদের মুক্তির জন্য যথাসাধ্য করব”, আশ্বাস জয়শঙ্করের   

    S Jaishankar: কাতারে মৃত্যুদণ্ড ৮ ভারতীয়র, “ওঁদের মুক্তির জন্য যথাসাধ্য করব”, আশ্বাস জয়শঙ্করের   

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন আট ভারতীয়। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। “ওঁদের মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে”, আশ্বাস বিদেশমন্ত্রীর। জানা গিয়েছে, ওই ভারতীয়দের সাজা মকুব ও দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যেই।

    বিদেশমন্ত্রীর ট্যুইট-বার্তা 

    ট্যুইট-বার্তায় বিদেশমন্ত্রী লিখেছেন, “সকালে কাতারে আটক ৮ ভারতীয় নৌসেনা আধিকারিকের পরিবারের সঙ্গে দেখা করেছি। তাঁদের মুক্তির জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই পরিবারগুলির উদ্বেগ ও বেদনা বুঝতে পারছি। এ ব্যাপারে আমরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে নিবিড়ভাবে কাজ করছি। এই বিষয়ে ওঁদের পরিবারকে অবগত করা হবে।”

    মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত

    সোমবার জয়শঙ্কর ও বিদেশমন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ওই আট ভারতীয় পরিবারের সদস্যদের মধ্যে ঘণ্টা তিনেক ধরে আলোচনা হয়। প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর নৌবাহিনীর ওই প্রাক্তন আধিকারিকদের গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি তাঁদের মৃত্যুদণ্ড দেয় কাতারের একটি আদালত। সেপ্টেম্বরের মাঝামাঝি তাঁদের গ্রেফতারির কথা জানতে পারে ভারতীয় দূতাবাস। ৩০ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে সংক্ষিপ্ত যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়েছিল ধৃতদের।

    প্রসঙ্গত, গত (S Jaishankar) বছর ৩০ অগাস্ট রাতে কাতারের গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে ওই আট ভারতীয়কে। এঁরা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পূর্ণন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল ও নাবিক রাগেশ গোপাকুমার। নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর এঁরা দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসার্ট সার্ভিসেসে চাকরি করছিলেন।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যার ব্যাঙ্কের লকারের চাবি বাজেয়াপ্ত করল ইডি

    গ্রেফতারির পরে পরেই ওই (S Jaishankar) আট ভারতীয়কে নিভৃত কারাবাসে রাখা হয়েছিল। ভারত কিংবা কাতার সরকারের তরফে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তবে কাতার আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পরেই ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে ওই রায়কে অপ্রত্যাশিত বলা হয়েছিল। কাতার সরকারের সঙ্গে ওই আট ভারতীয়ের মুক্তির ব্যাপারে কথা বলা হবে বলেও জানিয়েছিল ভারত সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Tata iPhone: এবার ভারতেই আইফোন তৈরি করবে টাটা, কবে থেকে জানেন?  

    Tata iPhone: এবার ভারতেই আইফোন তৈরি করবে টাটা, কবে থেকে জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আর আইফোনের জন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বিদেশের। খুব শীঘ্রই ভারতেই আইফোন তৈরি করবে টাটা গ্রুপ (Tata iPhone)। টাটা গ্রুপের সঙ্গে আইফোন প্রস্তুতকারক উইস্ট্রন কারখানা অধিগ্রহণের চুক্তি অনুমোদিত হয়েছে।

    কী জানালেন মন্ত্রী?

    কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, আগামী আড়াই বছরের মধ্যে দেশীয় ও বিশ্ব বিজারের জন্য ভারতে আইফোন তৈরি শুরু করবে টাটা গ্রুপ। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, “পিএলআই স্কিমের অধীনে স্মার্টফোন উৎপাদন ও রফতানির ক্ষেত্রে ভারতকে একটি বিশ্বস্ত ও প্রধান কেন্দ্রে পরিণত করেছে। আগামী দু থেকে আড়াই বছরের মধ্যে ভারতে আইফোন তৈরি করা শুরু করবে টাটা গ্রুপ।” চন্দ্রশেখর লিখেছেন, “উইস্ট্রনের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। ভারত থেকে একটি বিশ্বব্যাপী সাপ্লাই চেইন তৈরির ক্ষেত্রে অ্যাপলের জন্য এটি খুব ভাল পদক্ষেপ।”

    কারখানার মূল্য

    উন্নত প্রযুক্তির এই ফোন ভারতে তৈরি হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান হবে, তেমনি অন্য দিকে ফোনের দামও চলে আসবে ব্যবহারকারীদের নাগালের মধ্যে। জানা গিয়েছে, ১০৪০ কোটি টাকায় টাটা গ্রুপের (Tata iPhone) কাছে কারখানা বিক্রির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উইস্ট্রনের বোর্ড। টাটা গ্রুপের তরফে এই ডিল সারবে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এই চুক্তির মাধ্যমে উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের একশো শতাংশ শেয়ারই চলে আসবে টাটাদের হাতে।

    দক্ষিণ ভারতে অনেক দিন ধরেই আইফোন অ্যাসেম্বল করছে উইস্ট্রন। তাদের এই কারখানাটিই অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রুপ। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই উইস্ট্রনের কর্নাটকের প্ল্যান্টে আইফোন তৈরি করতে শুরু করবে টাটা। ফোনের পিছনে লেখা থাকবে, ‘মেড ইন ইন্ডিয়া’। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারত ছেড়ে চলে যাবে তাইওয়ানের এই ইলেকট্রনিক্স কোম্পানিটি। আইফোন উৎপাদনের জন্য ইতিমধ্যেই কর্মী নিয়োগ শুরু করেছে টাটা। সংস্থা সূত্রে খবর, আইফোন (Tata iPhone) উৎপাদনের জন্য ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। অদূর ভবিষ্যতে ভারতে ১০০টি অ্যাপল অনুমোদিত স্টোর চালু করবে বলেও জানিয়েছে টাটা গ্রুপ।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র বাড়ির পরিচারকও কোম্পানির ডিরেক্টর! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Israel Hamas War: উল্লেখ নেই হামাসের, রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত ভারত, যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইজরায়েলেরও

    Israel Hamas War: উল্লেখ নেই হামাসের, রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত ভারত, যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইজরায়েলেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘে গাজা সংক্রান্ত (Israel Hamas War) প্রস্তাবে ভোটদানে বিরত রইল ভারত। এই প্রস্তাবে হামাসের উল্লেখ ছিল না। কূটনৈতিক মহলের একাংশের দাবি, সেই কারণেই ভোটদানে বিরত রইল নয়াদিল্লি। তবে রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১২০টি দেশের প্রতিনিধিরা ভোট দেওয়ায় সাধারণ সভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাবটি। ঘটনাটিকে ‘মানবতার কালো অধ্যায়’ বলে অভিহিত করেছে ইজরায়েল।

    ইজরায়েলে হামলা হামাসের

    ২৪ দিন আগে ইহুদিদের দেশ ইজরায়েলে হামালা চালায় মুসলমানদের দেশ প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের জঙ্গি গোষ্ঠী হামাস। হামাসের নৃশংস আক্রমণে অকালে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের বহু মানুষ। তার পরেই প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। গাজা স্ট্রিপের জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত হানে তেল আভিভ। জঙ্গিদের উচিত শিক্ষা দিতে গাজা স্ট্রিপ সীমান্তে অবরোধ করে ইজরায়েল। তার জেরে ওষুধ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রস্তাবটি আনে জর্ডন। প্রস্তাবে হামাসের উল্লেখ না থাকায় ভারত ভোটদানের বিরত ছিল বলে ধারণা আন্তর্জাতিক মহলের একাংশের। কেবল ভারত নয়, এই প্রস্তাবে ভোট দেয়নি ইংল্যান্ড, ইউক্রেন, কানাডা এবং জাপানের মতো ৪৫টি দেশও।

    কানাডার প্রস্তাব

    প্রস্তাব পেশের সময় কানাডা জানায়, প্রস্তাবের একটি অংশে হামাসের হামলার নিন্দা করা হোক। এর পক্ষে মত দেয় ভারত সহ ৮৭টি দেশ। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী, দুই তৃতীয়াংশ সদস্য পক্ষে না থাকলে সংশোধনী প্রস্তাব গৃহীত হয় না। এ ক্ষেত্রে সংশোধনী ছাড়াই পেশ হয় প্রস্তাবটি। এদিকে, রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতির (Israel Hamas War) প্রস্তাব প্রত্যাখ্যান করল ইজরায়েল। তাদের দাবি, ইজরায়েল হামাসকে বিশ্ব থেকে মুছে ফেলতে চায়, যেমনভাবে নাৎসী এবং আইসিসকে খতম করা হয়েছিল।

    শুক্রবার ইউএনএর তরফে যুদ্ধ বিরতির পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্স হ্যান্ডেল থেকে রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রসংঘে ইজরায়েলের পক্ষ থেকে স্থায়ী সদস্য জানান, এই সভায় সত্যের কোনও গুরুত্ব নেই। আজকের অধিকাংশ সম্প্রদায়ই দেখিয়ে দিয়েছে যে তারা আইন মেনে চলা ইজরায়েলকে নয়, বরং নাৎসী বাহিনীর সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। যারা সত্যিকারের হিংসা রুখতে আগ্রহী তারা যেন এই সিদ্ধান্তকে সমর্থন না জানায়। তিনি জানান, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য হামাসকে (Israel Hamas War) নির্মূল করা হবে।

    আরও পড়ুুন: সময় দেওয়া হল মহুয়াকে, তবে ২ নভেম্বর হাজিরার চিঠি ধরাল এথিক্স কমিটি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Bharat: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

    Bharat: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর আগে। এখনও গায়ে লেগে রয়েছে ঔপনিবেসিকতার তকমা। দেশের নাম রয়ে গিয়েছে ‘ইন্ডিয়া’। দেশের গা থেকে ঔপনিবেসিকতার তকমা ঝেড়ে ফেলতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদির সরকার। তাই নয়াদিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয় হিসেবে লেখা ছিল ‘ভারত’ (Bharat)। শুধু তাই নয়, ওই সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেজন্য রাষ্ট্রপতি ভবনের তরফে পাঠানো হয়েছিল আমন্ত্রণপত্র। সেখানেও ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’।  

    ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম ‘ভারত’

    এসব নিয়ে বিতর্ক কম হয়নি। তবে ‘ইন্ডিয়া’র পরিবর্তে মোদি সরকার যে দেশের নাম ‘ভারত’ই (Bharat) চাইছেন, তার প্রমাণ মিলেছিল সেদিনই। আগামিদিনেও যে দেশের নাম ‘ভারত’ চাইছে মোদি সরকার, ফের প্রমাণ মিলল তার। রেলের ‘ভারত’ নামের প্রস্তাবের ওপর সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দিন কয়েক আগে রেলের তরফে সরকারের কাছে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। শুক্রবার তাতেই সিলমোহর দেয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, এভাবেই ধাপে ধাপে ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম ‘ভারত’ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

    সরকার পক্ষের যুক্তি 

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। বিরোধীদের অভিযোগ, সেই কারণেই দেশের নাম ‘ভারত’ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীদের মতে, এটা মোদি সরকারের কাছে শাঁখের করাতের মতো। কারণ দেশের নাম ‘ইন্ডিয়া’, আবার বিরোধী জোটের নামও ‘ইন্ডিয়া’। তাই দেশের নাম ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ করার তোড়জোড়। তাঁদের কটাক্ষ, জোটের নাম ‘ভারত’ করা হলে দেশের নাম ‘ইন্ডিয়া’ করা হবে। যদিও সরকার পক্ষের পাল্টা যুক্তি, সংবিধানে বলা হয়েছে, ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ একই। তাই মন্ত্রিসভায় পেশ করা প্রস্তাবনার ইংরেজি নথিতে ‘ভারত’ থাকায় কোনও ত্রুটি নেই।

    আরও পড়ুুন: “তৃণমূলের ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে, খুন হতে পারেন বালু”, আশঙ্কা দিলীপের

    বাদ-বিসম্বাদের এই আবহে স্কুলের পাঠ্যবই থেকে ‘ইন্ডিয়া’কে মুছে ফেলে তার জায়গায় ‘ভারত’ (Bharat) করার সুপারিশ করেছে এনসিইআরটি। সেই চর্চা চলতে চলতেই রেলের নথি থেকে থেকে মুছে গেল ‘ইন্ডিয়া’। নয়া নাম হল ‘ভারত’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল ভারতের রেকর্ড। বুধবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজির গড়ল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে (Australia vs Netherlands) রেকর্ড রানের ব্যবধানে হারাল অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ২১ ওভারে ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল ক্যাঙারু বাহিনী। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠল অজিরা।

    বড় ব্যবধানে জয়

    এদিন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় গড়ে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতে ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরান

    দিল্লির মাঠেই বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। ১৮ দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করলেন শতরান। প্রথম ২০ বলে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি।

    বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লজ্জার নজির গড়লেন নেদারল্যান্ডসের জোরে বোলার বাস ডি লিড। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি। তাঁকে মোট ১৯ বার মাঠের বাইরে পাঠিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটারেরা। তাঁর বলে হয়েছে ১৩টি চার এবং ৬টি ছক্কা। একটি করে ওয়াইড এবং নো বল করেছেন লিড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • India vs Bangladesh: কোহলির শতরানে চারে চার! অষ্টমীতে পাঁচে-পাঁচ করার অপেক্ষা

    India vs Bangladesh: কোহলির শতরানে চারে চার! অষ্টমীতে পাঁচে-পাঁচ করার অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। টানা চার ম্যাচ জিতল রোহিত ব্রিগেড। এদিন শাকিব আল হাসানের অভাব বোধ করল বাংলাদেশ। রোহিত, শুভমন, বিরাটদের রুখতে ব্যর্থ প্রতিপক্ষের অনভিজ্ঞ বোলিং। ২৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪১.৩ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বিরাট শতরান, গিল অর্ধশতরান করেন। রোহিত করেন ৪৮। 

    বিরাট-শতরান

    চলতি বিশ্বকাপে বিরাট কোহলি এদিন প্রথম শতরান করলেন। ছক্কা হাঁকিয়ে একশোয় পৌঁছন কোহলি। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত বিরাট। কিছু দিন আগে শতরানের সুযোগ এসেছিল খোদ রাহুলের সামনে। তিনিও হিসাব কষে খেলেছিলেন। নিজের দোষে শেষ মুহূর্তে নিশ্চিত শতরান হাতছাড়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার কোহলির ক্ষেত্রে সেটা হতে দিতে চাননি। সে কারণেই কোহলি চাইলেও রাহুল খুচরো রান নিতে অস্বীকার করেন। ফিরিয়ে দেন কোহলিকে। শেষ বলে রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন কোহলি। শেষে ভারতের জয়ের জন্য দরকার ছুল ১ রান। আর কোহলির শতরানে দরকার ৩ রান। অবশেষে ছয় মেরে দলকে জেতালেন বিরাট।

    দুরন্ত ভারত

    এদিন পুনেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শাকিবের বদলে আজ দলকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু তারকা অলরাউন্ডারের অনুপস্থিতে ভারতের তাবড় তাবড় ব্যাটারদের আউট করতে হিমশিম যায় ওপার বাংলার বোলাররা। তবে শুরুটা ভালই করে বাংলাদেশ। প্রথম উইকেটে ৯৩ রান যোগ করে তানজিদ হাসান এবং লিটন দাস। বিশ্বকাপের ইতিহাসে প্রথম উইকেটে তাঁদের সর্বোচ্চ পার্টনারশিপ। দু’জনেই অর্ধশতরান করেন। ৩টি ছয়, ৫টি চারের সাহায্যে ৪৩ বলে ৫১ রান করেন তানজিদ। ৮২ বলে ৬৬ রান করে আউট হয়। ইনিংসে ছিল ৭টি চার। ওপেনিং জুটি ভাঙতে যথেষ্ট কসরত করতে হয় ভারতীয় বোলারদের। শেষপর্যন্ত জুটি ভাঙেন কুলদীপ যাদব। ভাল বল করে জোড়া উইকেট তুলে নেন জাদেজাও। বাংলাদেশের মিডল অর্ডার ব্যর্থ হয়। 

    ছন্দে গিল

    বাংলাদেশের রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন রোহিত-গিল। এদিন ৭টি চার এবং ২টি ছয় মেরে বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখানোর পর ফিরে যান রোহিত। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় হাসান মাহমুদের বলে আউট হন তিনি। ৫টি চার এবং ২টি ছক্কা মেরে অর্ধশতরান করেন গিল। এরপর পুরোটাই বিরাট-ধাক্কা বাংলাদেশের কাছে। কোহলির শতরানে সহজ জয় পায় ভারত। এবার লক্ষ্য ধর্মশালা। রবিবার, অষ্টমীর দিন ভারতের সামনে নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় এখনও অপরাজেয় ব্ল্যাক ক্যাপসরাও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Bangladesh: হার্দিকের চোট, বল হাতে বিরাট! টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

    India vs Bangladesh: হার্দিকের চোট, বল হাতে বিরাট! টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুটা বেশ ভালোই হয়েছে ভারতের। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেননি বিরাট কোহলিরা। জয়ের হ্যাটট্রিকের সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করে ফেলেছে ভারত। বাংলাদেশকে হারিয়ে ৪-৪ করলেই আবার পয়েন্ট তালিকায় শীর্ষে চলে যাবে ভারত। তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ (India vs Bangladesh)। আজ জিততেই হবে বেঙ্গল টাইগারদের। 

    বড় রানের লক্ষ্যে বাংলাদেশ

    এদিন চোটের কারণে মাঠে নামতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালই করেন তানজিদ হাসান ও লিটন দাস। ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন কুলদীপ। তানজিদকে ফেরান তিনি। এরপর রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ নাজমুল হোসেন শান্ত (১৭ বলে ৮ রান)। ২০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১০/২।

    আরও পড়ুন: অবাক বিশ্বকাপ! শুধু আফগান বা ডাচ নয়, ২২ গজের বিশ্বযুদ্ধে অঘটন ঘটেছে বারবার

    ৬ বছর পর বল বিরাটের

    এদিন, নবম ওভারে প্রথম ৩ বল করেই খোঁড়াতে থাকেন হার্দিক। প্রথম তিন বলে তাঁকে ২টি চার হাঁকিয়েছিলেন লিটন। হার্দিক খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লে, বাকি তিন বল করতে আসেন কোহলি। একেবারে নতুন ভূমিকায় দেখা যায় কোহলিকে। বাকি ৩ বল করে ২ রান দেন কোহলি। ৬ বছর পর বল হাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তিনি বল হাতে নিতেই গোটা স্টেডিয়াম ফেটে পড়েছে কোহলি কোহলি ধ্বনিতে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: ভারতে হবে অলিম্পিক! কবে? কী বললেন প্রধানমন্ত্রী?

    PM Modi: ভারতে হবে অলিম্পিক! কবে? কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিকের আয়োজন করতে চায় ভারত। তবে এখনই নয়, ২০৩৬ সালে। শনিবার মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৯ সালে রয়েছে যুব অলিম্পিক। ভারত এই অলিম্পিকের আয়োজনও করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    অলিম্পিকের আয়োজক দেশ

    প্রসঙ্গত, ২০২৪ সালের অলিম্পিক হওয়ার কথা ফ্রান্সের প্যারিসে। তার পরের অলিম্পিকের আয়োজক দেশ আমেরিকা, হবে লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালের অলিম্পিক হওয়ার কথা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ২০৩৬ সালের অলিম্পিক কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। তাই ওই বছর ভারত যে অলিম্পিক আয়োজনে উন্মুখ, তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “অলিম্পিকের আয়োজন করতে ভারত খুব আগ্রহী। ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করার প্রচেষ্টায় ভারত কোনও ত্রুটি রাখবে না। এটা ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। আইওসির সহায়তায় আমরা এই স্বপ্ন পূরণ করতে চাই।” তিনি বলেন, “খেলাধূলা কেবল পদক জয়ের জন্য নয়, এটি হৃদয় জয় করারও সেরা উপায়। এটি কেবল চ্যাম্পিয়নদের জন্ম দেয় না, শান্তিরও প্রচার করে।”

    খেলা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    আইওসির প্রেসিডেন্ট থমাস বাচের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, “আমি নিশ্চিত যে আইওসি ভারতকে সমর্থন জানাবে।” তিনি বলেন, “গত কয়েক বছরে দেশ ক্রীড়া মহাশক্তিগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হতে চলেছে। ভারত কখনও অলিম্পক গেমসের আয়োজন করেনি। ভারত শেষবার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ২০১০ সালে। আমরা আপনাদের সহযোগিতা ও সমর্থন দিয়ে এই স্বপ্নটি বাস্তবায়ন করতে চাই। আমি নিশ্চিত যে ভারত আইওসির সমর্থন পাবে।” প্রসঙ্গত, ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করার দাবি জানিয়েছে পোল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মোক্সিকোও।

    আরও পড়ুুন: পুরীর পর বৈষ্ণোদেবী, অশালীন পোশাক পরে প্রবেশ নিষেধ মন্দিরে

    সম্প্রতি এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষাও বলেছিলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য অবশ্যই দাবি জানাতে হবে। আমি নিশ্চিত, টোকিওর তুলনায় প্যারিস গেমসে আমরা আরও বেশি পদক পাব। আর সেই পারফরম্যান্সের ভিত্তিতে আমরা ২০৩৬ অলিম্পিকের আয়োজন করতেই পারি (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিতদের। পরপর দুই ম্যাচে জিতে মনোবল তুঙ্গে মেন-ইন-ব্লু-এর। বুধবার রোহিতের শতরান, বুমরার পেস-অ্যাটাকে বিদ্ধ আফগানরা। এদিন হেলায় আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। রেকর্ডের বন্যা বইল রোহিতের ব্যাটে। ফর্মে ফিরল ইন্ডিয়ার টপ অর্ডার। ভারত-পাকিস্তান ম্যাচের আগে যা স্বস্তি দেবে কোচ দ্রাবিড়কে।

    রোহিতের ঝড়ো ইনিংস

    ৬৩ বলে ঝোড়ো সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। সেই সঙ্গে ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত। সেই সঙ্গে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন। তেন্ডুলকর ১৯৯২ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন এবং ছ’টি সেঞ্চুরি করেছেন। শেষ বার সচিন তাঁর ৪১তম ইনিংসে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করেছিলেন। রোহিত বিশ্বকাপে শুধুমাত্র ১৯তম ইনিংসেই তাঁর সপ্তম সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ইনিংসের দিক থেকে যেমন তিনি সচিনকে ছাপিয়ে গিয়েছেন, তেমনই বিশ্বকাপে করা মোট শতরানের বিচারেও তিনি সচিনকে ছাপিয়ে গেলেন। দ্রুততম সর্বাধিক সেঞ্চুরির নজিরও গড়েন রোহিত। তিনি পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফারুকিকে ছক্কা মেরে বিশ্বকাপের দ্রুততম হাজার রান করেন। ১৯টি ইনিংস খেলে বিশ্বকাপে হাজার রান করলেন রোহিত। এই নজির রয়েছে ডেভিড ওয়ার্নারেরও। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ছন্দে ভারতের ব্যাটিং

    দিল্লিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে। ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলি নিলেন উইনিং শট। ঘরের মাঠে ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। বিরাট নামার আগেই ম্যাচ ভারতের পকেটে চলে গিয়েছিল। এদিন রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। তিনিও আজ সফল। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঈশান কিষাণ।  ঝড়ো ১৩১ রান করে রশিদ খানের বলেই বোল্ড হন রোহিত। 

    দুরন্ত বোলিং বুমরাহর

    এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান (Afghanistan)। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। দলের ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান যখন চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ে হাল ধরেন শাহিদি এবং ওমরজাই। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ১২৮ বলে ১২১ রানের জুটি। এই জুটিতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ওমরজাই করেন ৬৯ বলে ৬২ রান। ৮৮ বলে ৮০ করেন শাহিদি। মারেন ১টি ছয়, ৮টি চার। ইনিংসে আর কোনও উল্লেখযোগ্য জুটি নেই বললেই চলে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭২ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরাহ। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন> বার্থডে বয় হার্দিকের ঝুলিতে রয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট শার্দুল এবং কুলদীপের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistani Threat: ‘‘হামাসের ধাঁচে হামলা ভারতে’’! যুদ্ধের আবহে হাওয়া গরমের চেষ্টা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    Khalistani Threat: ‘‘হামাসের ধাঁচে হামলা ভারতে’’! যুদ্ধের আবহে হাওয়া গরমের চেষ্টা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বাতাসে গোলা-বারুদের গন্ধ। যুদ্ধ চলেছ পৃথিবীর দুই পকেটে। একটি প্রাচ্যে – ইজরায়েল-হামাসের, অন্যটি পাশ্চাত্যে – রাশিয়া-ইউক্রেনে। যুদ্ধের এই আবহে চোখ রাঙাচ্ছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Threat)। ভারত থেকে পলাতক মোস্ট ওয়ান্টেড এই বিচ্ছিন্নতাবাদীরা বিদেশি শক্তির সমর্থন জোগাড় করে হুমকি দিচ্ছে ভারতকে।

    পান্নুনের হুমকি মোদিকে

    হামাস যেভাবে হামলা চালিয়েছে ইজরায়েলে, তেমনিভাবে ভারতের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতওয়ান্ত সিং পান্নুন। ‘শিখ ফর জাস্টিস’ নামে নিষিদ্ধ এক সংগঠনের নেতা পান্নুন। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় পান্নুনকে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতকে হুমকি দিতে। যে সময় সে হুমকি দিচ্ছে ভারতকে, সেই সময় স্ক্রিনে ইজরায়েলে হামাসের হামলার ভিডিও চলছিল।

    কী বলছে পান্নুন?

    পান্নুনকে (Khalistani Threat) বলতে শোনা যায়, “প্যালেস্তাইনের মতো পঞ্জাবের বাসিন্দারাও প্রত্যুত্তর দেবে। ভারতের এটা মনে রাখা দরকার, হিংসা কেবলই হিংসার জন্ম দেয়। বহু পঞ্জাবী কর্মসূত্রে প্যালেস্তাইনে রয়েছেন। তাঁরা এবার উত্তর দেবেন। ভারত যদি পঞ্জাবকে দখল করে রাখে, তাহলে প্রত্যাঘাত আসবেই। এজন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” ভিডিওর শেষের দিকে খালিস্তানপন্থী এই বিচ্ছিন্নতাবাদীকে বলতে শোনা যায়, “শিখ ফর জাস্টিস ব্যালটে বিশ্বাস করে। নির্বাচনে বিশ্বাস করে। পঞ্জাবের মুক্তির দিন আসতে চলেছে। এবার ভারতকে বেছে নিতে হবে কোনটা চায় তারা – ব্যালট বা বুলেট।”

    বিশ্বকাপ শুরু হওয়ার আগেও একবার হুমকি দিয়েছিল পান্নুন। ৫ অক্টোবর শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। তার আগে দিল্লির বহু জায়গায় খালিস্তানপন্থী স্লোগান এবং ছবি দেওয়া পোস্টার দেখা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে পান্নুনের সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ। এছাড়া বহু ভারতবাসীর কাছে ব্রিটেনের একটি নম্বর থেকে ফোন আসছে। তাতে শোনানো হচ্ছে রেকর্ড করা বার্তা। এই বার্তা পাঠানোর অভিযোগও উঠেছে পান্নুনের সংগঠনের বিরুদ্ধে।

    আরও পড়ুুন: আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি, কবে জানেন?

    ২০ জুন কানাডার কলম্বিয়া প্রদেশে (Khalistani Threat) প্রকাশ্যে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী। অভিযোগ অস্বীকার করে ভারত। তার পর থেকেই বিশ্বজুড়ে বাড়বাড়ন্ত দেখা গিয়েছে খালিস্তানপন্থীদের। জনসমর্থন জোগাড় করতে ভারত-বিরোধী স্লোগান দিচ্ছে তারা। হামলা চালাচ্ছে মন্দিরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share