Tag: Indian actress

Indian actress

  • Sharmila Tagore: প্রথম ছবিতে শর্মিলা ঠাকুর কত পারিশ্রমিক পেয়েছিলেন সত্যজিৎ রায়ের কাছ থেকে?

    Sharmila Tagore: প্রথম ছবিতে শর্মিলা ঠাকুর কত পারিশ্রমিক পেয়েছিলেন সত্যজিৎ রায়ের কাছ থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আশির দশক থেকে শুরু করে নব্বই-এর দশক পর্যন্ত বাংলা সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। তাঁর অভিনয় জগতের হতেখড়ি কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরেই। সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’ ছিল শর্মিলা ঠাকুরের কেরিয়ারের প্রথম ছবি। সেই সময় তাঁর কাছে থেকে কত পারিশ্রমিক পেয়েছিলেন, কোথায় সেই টাকা খরচ করেছিলেন, সম্প্রতি সমস্তটাই তিনি জানিয়েছেন। তাছাড়াও তৎকালীন দ্রব্যমূল্য সম্পর্কেও অনেক তথ্য দিয়েছেন তিনি।

    কী জানিয়েছেন শর্মিলা ঠাকুর? (Sharmila Tagore)

    শর্মিলা ঠাকুরের কেরিয়ারের প্রথম ছবি শুরু হয় ‘অপুর সংসার’-এর হাত ধরে। আর এই ছবিতে অভিনয় করা বাবদ তিনি সত্যজিৎ রায়ের তরফ থেকে  ৫ হাজার টাকা পারিশ্রমিক পান। আর সেই টাকা তিনি কীভাবে খরচ করেন, সেটিও তিনি সবাইকে জানিয়েছেন। শর্মিলা বলেন, “আমি অনেক অল্প বয়স থেকেই রোজগার শুরু করি, তখন এখনকার মতো পারিশ্রমিক না পেলেও এটা সত্যি যে তখনকার দ্রব্যমূল্য এখনকার দ্রব্যমূল্যের সমান ছিল না। আমাকে সত্যজিৎ রায় শুধু টাকা নয়, একটি শাড়ি এবং ঘড়ি উপহার দিয়েছিলেন। যেহেতু আমি বাঙালি, তাই একজন বাঙালি হিসাবে আমি সেই টাকা নিয়ে সোনার দোকানে গিয়ে হাজির হই (Sharmila Tagore)। আমি হাতের বালা, নেকলেস ও কানের দুল কিনেছিলাম। বর্তমান সময়ের হিসাবে এই টাকার মূল্য অনেক কম হলেও সেই সময় এই টাকার মূল্য ছিল অনেক। আর সেই সময় জিনিসপত্রের দামও খুব কম ছিল।”

    নিজের বাড়ি কিনলেন কবে? (Sharmila Tagore)

    তিনি আরও বলেন, “এরপর যখন আমি হিন্দি ছবি করার জন্য মুম্বইয়ে পা রাখি, তখন আমার কাছে কোনও বাড়ি ছিল না। শুরুর কয়েকটি বছর আমি মুম্বইয়ের তাজমহল হোটেলে থাকতাম। কয়েক বছর পর আমি তিন লাখ টাকা বিনিয়োগে একটি নিজের বাড়ি কিনি (Sharmila Tagore)। কিন্তু সেই টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল আমাকে। কারণ তখন আমাদের বিপুল হারে কর জমা দিতে হত, টাকা জমানো ছিল খুবই কঠিন ব্যাপার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

    Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্যতম ধনকুবের ব্যবসায়ী রাজ কুন্দ্র যাঁকে ২০০৯ সালে বিবাহ করেন, বলিউডের সেই তারকা অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) পূর্ণ করেছেন বিবাহ জীবনের ১৪ টা বছর। বর্তমানে দুই সন্তানের মা-বাবা তাঁরা। এখন তাঁদের সুখের সংসার হলেও এক সময় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রতিনিয়ত। ২০২২ সালে পর্ণগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। তার পরিপেক্ষিতে অনেক দিন হাজতবাসও করেন তিনি। পরবর্তীতে জামিন পেলে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছেন তাঁরা। শুধু এই ধরনের সমালোচনা নয়, বিয়ের প্রথম থেকেই নানান সমালোচনার মধ্যেই ছিলেন শিল্পা-রাজ। যেমন বিয়ের প্রথম থেকে গুঞ্জন ওঠে, রাজের টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী শিল্পা।

    সমালোচনার বিরুদ্ধে কী বললেন শিল্পা? (Shilpa Shetty)

    ৪০ বছরের অভিনেত্রী, দুই সন্তানের মা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি এখনও তাঁর তারুণ্য ধরে রেখেছেন। রাজকে বিয়ে করার পর থেকেই তিনি অভিনয় কমিয়ে দিয়েছেন। তবুও কিছু ছোট পর্দার রিয়েলিটি শো-তে শিল্পাকে (Shilpa Shetty) দেখা গিয়েছে। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৪ বছর সংসার করছেন রাজ-শিল্পা। কিন্তু শিল্পাকে পেতে গিয়েছে “গোল্ডডিগারের” তকমা। রাজের সম্পত্তি, টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। সম্প্রতি এক সাক্ষাকারে শিল্পা এই বিষয়ে মুখ খোলেন এবং বলেন, “হ্যাঁ, রাজ অনেক বড়লোক, রাজের সাথে বিয়ে হওয়ার আগে তাঁর থেকেও অনেক বড়লোক মানুষের সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার। কিন্তু আমি রাজকেই বিয়ে করেছি, দীর্ঘ সময় পাশে থেকেছি। আমি যখন রাজকে বিবাহ করি তখন আমি নিজেও অনেক ধনী ছিলাম আর এখনও আছি। তার পরিপেক্ষিতে আমি ভারত সরকারকে নিজের উপার্জিত টাকা থেকে ট্যাক্স, জিএসটি প্রদান করি। রাজের থেকে অনেক ধনী আমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ ছিল না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট পরিবারে আবার খুশির খবর। ইতিমধ্যে গোটা বিশ্ব জানে, ক্যারিয়ারের মাঝ পথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুষ্কা-বিরাট। আর কয়েক বছর পরেই কোল আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান ভামিকা। আবার কয়েক বছর পরেই অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। আর খুশির খবর এটাই যে গত ১৫ই ফেব্রুয়ারি আবার জন্ম দেন তাঁদের পুত্রসন্তান অকায়ের। বর্তমানে চারজনকে নিয়ে পরিপূর্ণ সংসার বিরাট-অনুষ্কার (Virat-Anushka)। আর এসবের মাঝে অনুষ্কা জানান, আর খুব বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি। তাহলে কি তিনি এবার সংসারের দিকেই বেশি মন দেবেন? আস্তে আস্তে কি তাহলে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেবেন তিনি?

    অভিনয় কি সত্যি কমিয়ে দেবেন অনুষ্কা? (Virat-Anushka)

    ব্যক্তিগত সংসারিক জীবন এবং কর্মজীবনকে একসাথে মানিয়ে চলা সহজ কাজ নয়। এটি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। অনুষ্কাও প্রথম মা হওয়ার পর থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। মা হওয়ার পর তাঁর প্রথম ছবি ছিল ‘চাকদহ এক্সপ্রেস’ যেখানে তাঁকে ঝুলন গোস্বামীর জীবন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যে ছবি ২০২৪ এই মুক্তি পাবে বলে ধরা হয়েছে। গত দু’বছর হল নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন অনুষ্কা (Virat-Anushka)। অভিনয় কমিয়ে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি আর বেশি সিনেমাতে অভিনয় করবেন কিনা, তা নিয়ে সবার মধ্যে সংশয় রয়েছে।

    এক সাক্ষাৎকারে তিনি কী বলেছিলেন? (Virat-Anushka)

    কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, মা হওয়ার পর থেকে তিনি হাতে গোনা কয়েকটি মাত্র ছবিতেই অভিনয় করবেন। মেয়ে ভামিকার পাশে থাকা অনুষ্কার কর্তব্য বলেও তিনি জানান। অনুষ্কার পাশাপাশি বাবা হিসেবে বিরাটের ভূমিকাও বিশাল বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি আরও জানান, মেয়ের নাকি মাকে ছাড়া এক মুহূর্তও চলে না। সেই কারণেই অভিনয় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুষ্কার। আর এখন তাঁদের নতুন পুত্রসন্তান অকায়ের (Virat-Anushka) দেখাশোনার  দায়িত্বও অনুষ্কার। তবে তিনি আবার অভিনয় জগতে ফিরবেন বলেই আশাবাদী সকলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share