Tag: Indian Athletes

Indian Athletes

  • Neeraj Chopra: “সবচেয়ে বড় সমস্যা ডোপিং” নতুন প্রজন্মের অ্যাথলিটদের সতর্কবার্তা নীরজের

    Neeraj Chopra: “সবচেয়ে বড় সমস্যা ডোপিং” নতুন প্রজন্মের অ্যাথলিটদের সতর্কবার্তা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট থেকে হকি, খেলাধুলোয় বিশ্বের দরবারে দাপট দেখাচ্ছে ভারত। তবে অনেক খেলার ক্ষেত্রেই আরও উন্নতির অবকাশ রয়েছে। কিন্তু সেই উন্নতিতে বাধা দিচ্ছে ডোপিং যা বর্তমানে ভারতীয় ক্রীড়া জগতে একটি বড় সমস্যা, এমনই দাবি করলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের তারকা জ্যাভলিন প্লেয়ারের কথায়, “আজকাল ভারতের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ডোপিং। একবার এই অভ্যাস তৈরি হলে ভবিষ্যতে সেটা থেকে বেরোনো খুবই কঠিন হয়ে যায়।” 

    ভারতে ডোপিং পজিটিভের হার বেশি

    ২০২৪ সালের ওয়াডা রিপোর্ট অনুযায়ী, ভারতের ডোপিং পজিটিভের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ২০২২ সালে, নাডা ১২৫টি পজিটিভ রিপোর্ট করেছে, যা মোট নমুনার ৩.২ শতাংশ। ২০২১ সালেও ভারত এই তালিকায় শীর্ষে ছিল, যেখানে ২.৩ শতাংশ নমুনা পজিটিভ এসেছিল। ডোপিংয়ের সমস্যা ভারতীয় ক্রীড়াজগতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে,বলে জানান নীরজ (Neeraj Chopra)। তাঁর কথায়,  “আমি চাই ক্রীড়াবিদরা জানুক, একবার ডোপিং মাথায় ঢুকলে ভবিষ্যতে এর প্রভাব পড়ে। তারা আর সেই পর্যায়ে খেলতে পারে না। তারা ভাবতে শুরু করে যে শুধু ডোপিংয়ের মাধ্যমে তারা ভালো ফল পাবে, কিন্তু সেটা সত্যি নয়। এটা হল কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কোচের সঠিক নির্দেশনা যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে।”

    নাডার কড়া নজর

    দেশের খেলোয়াড়দের মধ্যে ডোপ করার বা নিষিদ্ধ শক্তিবর্ধক ব্যবহারের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অ্যাথলেটিক্স, ভারত্তোলন, কুস্তির মতো খেলায় পরিস্থিতি উদ্বেগজনক। নাডার নজর থেকে বাদ পড়েননি ক্রিকেটারেরাও। ২০২২-২৩ মরসুমে মোট ২৭ জন ক্রিকেটারের ডোপ পরীক্ষা হয়েছে। পরিচিতদের মধ্যে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আয়ার, ইশান কিশন, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানারা ছিলেন সেই তালিকায়। ২০২২-২৩ মরসুমে মোট ৪৩৪২ জন খেলোয়াড়ের ডোপ পরীক্ষা হয়েছে। প্রতিযোগিতা চলার সময় পরীক্ষা হয়েছে ২৫৯৬ জনের। অন্য সময় পরীক্ষা হয়েছে ১৭৪৬ জনের। ব্যর্থ খেলোয়াড়দের মধ্যে সংখ্যায় সব থেকে বেশি অ্যাথলিটেরা। মোট ৪৯ জন অ্যাথলিটের শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে। ২২ জন ভারত্তোলক, ১৭ জন কুস্তিগির এবং ১৩ জন পাওয়ার লিফটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। ৮০ জন খেলোয়াড়ের শরীরে পাওয়া গিয়েছে পারফরম্যান্স বর্ধক ওষুধ ব্যবহারের প্রমাণ।

    কঠোর পরিশ্রমই সাফল্যের রসায়ন

    ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডার রিপোর্ট অনুযায়ী, ২০২০ ভারতের স্থান ছিল দ্বিতীয়। রাশিয়ার পর এ দেশের সব থেকে বেশি খেলোয়াড় ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। কিন্তু গত কয়েক বছরে ভারতে অ্যাথলিটদের মধ্যে ডোপিং-এর হার সবচেয়ে বেশি। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় তারকা নীরজ। তিনি বলেন, “ডোপ করলেই খেলোয়াড়রা মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে। নিষিদ্ধ ড্রাগ ছাড়া তারা মনে করে আগের মতো খেলতে পারছে না এবং শুধুমাত্র ডোপিংই তাদের আগের ফর্মে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এটা একদমই সত্যি নয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, এবং কোচের পরামর্শেই উন্নতি সম্ভব।” 

    কোচদের সতর্ক থাকার পরমার্শ

    সত্যি বলতে, একবার ডোপিংয়ের পর টেস্টে ধরা পড়লে ২-৪ বছরের জন্য খেলতেই পারে না ক্রীড়াবিদরা যা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ। তাই ভালো পর্যায়ে খেলতে চাইলে ক্রীড়াবিদদের মানসিকতা বদলাতে হবে, বলে জানান নীরজ। কোচেদের এই বিষয়ে কড়া নজর রাখার এবং প্লেয়ারদের ডোপিং থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন নীরজ। তিনি বলেন, “কোচদের অনুরোধ করছি, আপনারা প্লেয়ারদের বোঝান যে ডোপিং কোনওভাবেই তাঁদের সাহায্য করবে না। আমি মনে করি ডোপিংয়ের প্রবণতা কমলে ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি হবে ভারতের। এখন কোনও বাচ্চা ছেলে ছোটো থেকে খেলাধুলায় ভালো হলেও, একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পরই ডোপিং শুরু করে। এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা যত দ্রুত সম্ভব আমাদের দূর করতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে অন্য দেশের হয়ে নামছেন ৫ ভারতীয় বংশোদ্ভূত, তাঁরা কারা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে অন্য দেশের হয়ে নামছেন ৫ ভারতীয় বংশোদ্ভূত, তাঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার পর সরকারিভাবে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। এবারের অলিম্পিক্সে মোট ১০,৫০০ অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর মধ্যে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশ নেবেন। এবারের অলিম্পিক্সে থাকছে একাধিক চমক। জানা গিয়েছে, এবার ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন অ্যাথলিট প্যারিসে প্রতিনিধিত্ব করবেন অন্য দেশের হয়ে, একনজরে দেখে নেওয়া যাক সেই সকল ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিটদের (Athletes of Indian heriatge) তালিকা৷

    যে সকল ভারতীয় বংশোদ্ভূত প্যারিস গেমসে বিভিন্ন দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন

    রাজীব রাম (টেনিস, মার্কিন যুক্তরাষ্ট্র)- (Paris Olympics 2024)

    টেনিস সার্কিটে অতি পরিচিত নাম রাজীব রাম। ৪০ বছর বয়সি এই টেনিস প্লেয়ারের বাবা, মা বেঙ্গালুরু থেকে গিয়ে বাসা বেঁধেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ রাজীবের জন্ম যুক্তরাষ্ট্রের ডেনভারে। উচ্চশিক্ষিত রামের মা সুষমা একজন বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ৷ তাঁর বাবা রাঘব বোটানিস্ট ২০১৯ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তবে ছোট থেকেই রামের ঝোঁক ছিল টেনিসের প্রতি৷ বাবা মারা যাওয়ার পর ৩৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ইন্দো-আমেরিকান রাজীব রামের৷ এরপর তিনি আরও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন৷ একক ও ডাবলসে মোট ৯টি জাতীয় জুনিয়র শিরোপা জিতেছেন৷ তিনি কারমেলে হাইস্কুল টেনিসও খেলেছেন, অল-স্টেট সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে৷

    পৃথিকা পাভদে (টেবিল টেনিস, ফ্রান্স)-  

     ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্ম নেন পৃথিকা। পৃথিকার বাবার জন্ম ও বেড়ে ওঠা পুদুচেরিতে হলেও ২০০৩ সালে, তিনি বিয়ের পর প্যারিসে চলে যান তিনি। অর্থাৎ এবছর পৃথিকা আয়োজক দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আসন্ন অলিম্পিক্সে৷ ৬ বছর বয়সে বাবার হাত ধরেই টেবিল টেনিসের দুনিয়ায় আসা পৃথিকার৷ মাত্র ১৬ বছর বয়সে টোকিয়োয় প্রথম অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে ১৯ বছর বয়সী পৃথিকা রসায়ন এবং পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন৷ এবার অলিম্পিক্সে (Paris Olympics 2024) তিনি মহিলাদের সিঙ্গলসের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলসে অংশগ্রহণ করবেন৷   

    কনক ঝা (টেবিল টেনিস, কানাডা)- 

    এবারের প্যারিস অলিম্পিক্সে আরও এক ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিট মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাডলার কনক ঝা। তাঁর মা করুণা জন্মসূত্রে মুম্বইয়ের৷ বাবা অরুণ কলকাতা ও প্রয়াগরাজে বেড়ে উঠেছেন। দু’জনেই আইটিতে কর্মরত৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের ইন্ডিয়া কমিউনিটি সেন্টারে টেবিল টেনিসের প্রতি তাঁর ঝোঁক বেড়ে ওঠে। তাঁর দিদিও একজন টিটি প্লেয়ার৷ এবার প্যারিসে টেবিল টেনিসে (Paris Olympics 2024) কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

    আরও পড়ুন: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    শান্তি পেরেরা (অ্যাথলেটিক্স, সিঙ্গাপুর)- 

    সিঙ্গাপুরের স্প্রিন্ট কুইন নামে পরিচিত ভেরোনিকা শান্তি পেরেরা৷ তবে তাঁর শিকড় রয়েছে কেরলে। তাঁর দাদু-ঠাকুমারা তিরুঅনন্তপুরমের ভেট্টুকাডের বাসিন্দা। কিন্তু চাকরি পাওয়ার পর পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুরে চলে যান তাঁর দাদু৷ ৪৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ এশিয়ান গেমস-এ শান্তির হাত ধরে পদক আসে সিঙ্গাপুরে৷ মহিলাদের ১০০ মিটারে রুপো জিতেছিলেন তিনি। সিঙ্গাপুর স্পোর্টস অ্যাওয়ার্ডে ‘বর্ষসেরা স্পোর্টসওম্যান’ এর পুরস্কারও পেয়েছেন তিনি৷ এবার প্যারিসে (Paris Olympics 2024) মহিলাদের ১০০ মিটার দৌড়ে সিঙ্গাপুরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

    অমর ধেসি (কুস্তি, কানাডা)-

    কানাডার পশ্চিম উপকূলের একটি ছোট প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার সারেতে অমরবীর ধেসি জন্মগ্রহণ করেন (Athletes of Indian heriatge)। তাঁর বাবা বলবীর ধেসি, পঞ্জাবের জলন্ধর জেলার সাংঘওয়াল গ্রামের বাসিন্দা ও প্রাক্তন গ্রেকো রোমান জাতীয় চ্যাম্পিয়ন৷ অমর নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে প্রশিক্ষণ নিয়েছিলেন, এমনকী পঞ্জাব পুলিশে চাকরিও পেয়েছিলেন ৷ কিন্তু ১৯৭৯ সালে কানাডায় চলে যান৷ এবার প্যারিসে (Paris Olympics 2024) কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 
      
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষদের ট্রিপল জাম্পে ভারতের ইতিহাস। এই প্রথম এই বিভাগে সোনা এল ঘরে। ১৭.০৩ মিটার লাফ দিয়ে সোনা জিতলেন এলধোস পল। এই বিভাগেই রুপো জিতলেন আবদুল্লা আবুবকার। তিনি লাফিয়েছেন ১৭,০২ মিটার। এলধোস আবদুল্লার মতো এদিন মাঠ কাঁপিয়েছেন সন্দীপ কুমারও। ১০ কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। বক্সিংয়ে সোনা জিতেছেন অমিত পাঙ্গল ও নীতু গঙ্গা। জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ জিতেছেন অন্নু রানি।  ব্রোঞ্জ জিতেছে ভারতীয় মহিলা হকি দল। সবমিলিয়ে কমনওয়েলথের দশম দিনে জয়জয়কার ভারতের।

    টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচন্ত শরথ কমল (Achanta Sharath Kamal)। ব‌্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। এর পাশাপাশি ফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল, মহিলা ক্রিকেট টিম। ব্যাডমিন্টনে পুরুষদের ফাইনালে পৌঁছে গেছেন লক্ষ্য সেন। দশম দিনে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ৪৭টি পদক। ১৬টি সোনা, ১২টি রুপো আর ১৯টি ব্রোঞ্জ।

    শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) নবমতম দিন ছিল। আর এই নবম দিন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছিল মোট ৪০ টি পদক। গতকাল মোট ১৪টি পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা। এদিন স্বর্ণপদক পেয়েছেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya), ভিনেশ ফোগাট, নবীন। এই তিনজনই কুস্তিতে সোনার পদক পেয়েছেন। এছাড়াও ভাবিনা হাসমুখভাই প্যাটেল প্যারা টেবিল টেনিসে সোনা পেয়েছেন। অন্যদিকে এদিন ভারতীয় অ্যাথলিটরা স্বর্ণপদকের পাশাপাশি তিনটি রুপো ও সাতটি ব্রোঞ্জ ভারতকে এনে দেয়।  

    রবি কুমার দাহিয়ার হাত ধরেই কমনওয়েলথ গেমসের দশম সোনা জেতে ভারত। কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি হারালেন নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে। একাদশতম সোনা এনে দেয় ভিনেশ ফোগাট। ভিনেশের পর ভারতের হয়ে দ্বাদশ সোনাটি জেতেন নবীন। আবার প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami), অবিনাশ সাবলে (Avinash Sable) পেয়েছে রুপো। পুরুষদের লন বল ফোরসেও রুপো পেল ভারতের পুরুষ দল। বক্সিং-এ ব্রোঞ্জ জিতেছেন ভারতের জ্যাসমিন লাম্বোরিয়া (Jasmine Lamboria), মোহাম্মদ  (Mohammad Hussamuddin), রোহিত টোকাস (Rohit Tokas)। এছাড়াও ব্রোঞ্জ পেয়েছে পূজা গেহলট, দীপক, সোনালবেন প্রমুখ অ্যাথলিটরা।

     

     

     

LinkedIn
Share