Tag: Indian Bank

Indian Bank

  • RBI: দেশে আরও নয়া ব্যাঙ্কের আত্মপ্রকাশ জরুরি, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক?

    RBI: দেশে আরও নয়া ব্যাঙ্কের আত্মপ্রকাশ জরুরি, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে আত্মপ্রকাশ করতে চলেছে আরও বেশ কয়েকটি ব্যাংক (Regular bank) । ফলে দেশে বেড়ে যাবে ব্যাংকের সংখ্যা। এমনই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক(RBI)। দেশের স্মল ফিনান্স ব্যাংক গুলিকে (Small Finance Bank) বড় সংগঠিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়েছে আরবিআই। শুক্রবার দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এ বিষয়ে আবেদন কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্কের  আবেদন গ্রহন করেছে। বড় কোন সমস্যা না তৈরি হলে নিয়মিত ব্যাংকের তকমা পাবে এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইকুইটাস ফিনান্স ব্যাঙ্ক এবং উজ্জীবন ফিনান্স ব্যাঙ্ক।

    সাধারণ ব্যাংকের তকমা পেতে গেলে কী থাকতে হবে (RBI)?

    ২০১৪ সালের রিজার্ভ ব্যাংকের (RBI) পক্ষ থেকে স্মল ফিনান্স ব্যাঙ্ককে সাধারণ ব্যাঙ্কে পরিণত করার লক্ষ্যে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। দেশের কেন্দ্রীয় ব্যাংকের আইন মোতাবেক নিয়মিত ব্যাংকের মর্যাদা পেতে গেলে মল ফিন্যান্স ব্যাংকগুলির বাজার মূল্য ১০০০ কোটি টাকা কমপক্ষে হতে হবে। এই হিসেব করা হয় শেষ ত্রৈমাসিক পরিসংখ্যান হিসেবে। এছাড়াও এই ব্যাংকে শেয়ার ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে। শুধু তাই নয় লাভজনক অবস্থায় থাকতে হবে স্মল ফিনান্স ব্যাঙ্ককে। এনপিএ থাকতে হবে তিন শতাংশের কম এবং নেট এনপিকে শেষ দুই অর্থবর্ষে ১ শতাংশ কম হতে হবে। পাঁচ বছরের একটা ভালো ট্রাক রেকর্ড থাকলে স্মল ফিনান্স ব্যাংক নিয়মিত বা সর্বজনীন ব্যাংকের আবেদন করতে পারবে।

    আইন কী বলছে?

    ২০১৯ সালে আরবিআই (RBI) একটি রুল জারি করে। সমস্ত ছোট স্মল ফিনান্স ব্যাংক গুলির যিনি প্রতিষ্ঠাতা তিনি সর্বজনীন ব্যাংক হওয়ার পর ওই ব্যাংকের প্রতিষ্ঠাতা হবেন। অর্থাৎ প্রতিষ্ঠাতা কিংবা সিইও বদলে ফেলার অনুমোদন দেয় না আরবিআই। সর্বজনীন ব্যাংক হিসেবে গঠনের সময় যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদের ওপর কোন লক ইন পিরিয়ড রাখা হয়নি। অর্থাৎ এত দিক বিচার করার পরই একটি স্মল ফিনান্স ব্যাঙ্ক সর্বজনীন ব্যাংকের মর্যাদা পাওয়ার অধিকারী বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাংক।

    আরও পড়ুন: “আমি আর শুভেন্দু অস্ত্র রেখেছিলাম, কুণাল লুকিয়ে দেখছিল”, কেন বললেন সুকান্ত?

    শেষ কবে নয়া ব্যাঙ্কের আত্মপ্রকাশ

    ২০১৫ সালে বন্ধন ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক IDFC First Bank একটি সম্পূর্ণ ব্যাংকের মর্যাদা পেয়েছিল। এই দুটি ব্যাংক স্মল ফাইনান্স ব্যাঙ্ক Small Finance Bank থেকে নিয়মিত ব্যাংকের অনুমোদন পেয়েছিল শেষবারের মত। তারপর থেকে আজ কোন অবধি স্মল ফিন্যান্স ব্যাংক নিয়মিত ব্যাংকের অনুমোদন পায়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আরও আরবিআই (RBI) আরও কয়েকটি ব্যাংক আত্মপ্রকাশ করতে চলেছে। কয়েক বছর আগে ভারতে কয়েকটি ব্যাংককে মিলিয়ে (Bank Merger) দেওয়ায় দেশে নিয়মিত সংখ্যা কমে গিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Note Exchange: আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া! জেনে নিন নানা নিয়ম

    Note Exchange: আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া! জেনে নিন নানা নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল ২০০০ টাকার নোট বদলের (Note Exchange) প্রক্রিয়া। আজ, মঙ্গলবার থেকে বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চে বদলে দেওয়া হবে ২০০০ টাকার নোট। কোনও ফর্ম পূরণ করতে হবে না রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টভাবে বলেছে যে ২ হাজার টাকার নোট বিনিময়ের জন্য ব্যাঙ্কে কোনও ফর্ম পূরণ করতে হবে না বা কোনও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। আপনি একবারে ২ হাজার টাকার ১০টি নোট পরিবর্তন করতে পারেন। 

    নোট বদল করতেই হবে

    ২০০০ টাকার নোট বাতিলের (Note Exchange) ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরে ২ হাজার টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। আরবিআই গভর্নর জনসাধারণকে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। তিনি জানিয়েছেন, এবার প্রায় ৪ মাস সময় আছে মানুষের হাতে তাই কোনও চিন্তা করার দরকার নেই।

    কীভাবে নোট বদল 

    আজ অর্থাৎ ২৩ মে থেকে ২০০০ টাকার নোট (Note Exchange) ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে। গ্রাহকরা তাঁদের নিকটতম ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন। সেখানে নিজের অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিয়ে ২০০০ টাকার নোট জমা কিংবা বদল করে নিতে পারেন। ব্যাঙ্কগুলি আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ দিতে পারে। সেগুলি গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। সেই স্লিপে নাম, কত টাকা বদল করতে চান, কতগুলি নোট রয়েছে ইত্যাদি উল্লেখ করতে হতে পারে। এছাড়া, গ্রাহকদের বিনিময়ের স্থান এবং তারিখও উল্লেখ করতে হবে। তারপরে গ্রাহকরা তাঁদের ২০০০ টাকার নোট সহ ব্যাঙ্কের দেওয়া ফর্মটিতে সই করে তা জমা দেবেন।

    বিভিন্ন ব্যাঙ্কে ভিন্ন নিয়ম

    বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের মোট ৯০০০ শাখা এবং আরবিআই-এর আঞ্চলিক শাখায় ২০০০ টাকার নোট বদলানো (Note Exchange) যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নোট বদলের জন্য কোনও পরিচয়পত্র লাগবে না। অন্যান্য যেকোনও ব্যাঙ্কের শাখাতেও নোট বদলের জন্য কোনও নথির প্রয়োজন নেই বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় পুকুরচুরি! ‘প্রমাণ’ দিলেন শুভেন্দু

    প্রয়োজনে আলাদা কাউন্টার

    আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে, প্রয়োজনে ২০০০ টাকার নোট বদলের (Note Exchange) জন্য পৃথক কাউন্টার খোলা যেতে পারে। তবে তা প্রয়োজনের ভিত্তিতেই খোলা হবে। যদি কোনও শাখা মনে করে যে তাদের এখানে ২০০০ টাকার নোট বদলের জন্য সেভাবে ভিড় হচ্ছে না, তাহলে সাধারণ কাউন্টারেই সেই লেনদেন হতে পারে। এদিকে কোনও ব্যাঙ্কের শাখায় আপনার অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে ২০০০ টাকার নোট বদল করতে পারবেন আপনি। এদিকে যদি ২০০০ টাকার নোট বদল না করে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চান, তাহলে তার ওপর কোনও বাধ্যবাধকতা নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share