Tag: Indian Captain

Indian Captain

  • Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুড়ো আঙুলে চোটের কারণে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে গেলো। রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

    দলে বাংলার ঈশ্বরণ

    বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই ভারতীয় দল ঘোষণা হয়েছিল। রোহিত (Rohit Sharma) চোট পাওয়ায় নতুন করে দল সাজাতে হয়েছে নির্বাচকদের। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন রোহিত। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। তাঁর আঙুলের চিকিৎসা চলছে। রোহিতের জায়গায় স্কোয়াডে এসেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। ভারতীয় এ দলের হয়ে তিনি দারুণ পারফর্ম করেছেন। দুটি সেঞ্চুরিও রয়েছে। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে প্রচুর রান করেছিলেন অভিমন্যু। অনেক দিন ধরেই ভারতের সিনিয়র দলে তাঁকে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। রোহিতের চোট সেই সুযোগ এনে দিলো অভিমন্যুকে।

    আরও পড়ুন: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

    তবে বাংলাদেশ সফর ভালো যাচ্ছে না ভারতের। এক দিনের সিরিজে ১-২ ব্যবধানে হারতে হয়েছে দ্রাবিড়ের দলকে। প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পান রোহিত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তাঁর পক্ষে আর হয়তো ব্যাট করা সম্ভব নয়। তবে রোহিত স্ক্যান করিয়ে মাঠে ফিরে এসেছিলেন। দলের কঠিন সময়ে নেমেছিলেন ব্যাট করতে। ২১ বলে ৫১ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ভারতীয় দলে চোট সমস্যা ক্রমশ গভীর হচ্ছে। এই সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা। এখন দেখার যাবতীয় বাধা অতিক্রম করে ভারতীয় দল টেস্ট সিরিজে বাংলাদেশকে হারাতে পারে কি না?

    ভারতীয় টেস্ট দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা ( সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শর্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরণ, নবদিপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

LinkedIn
Share