Tag: Indian Coast Guard

Indian Coast Guard

  • Indian Coast Guard Day: ১ ফেব্রুয়ারি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ৪৬ তম প্রতিষ্ঠা দিবস

    Indian Coast Guard Day: ১ ফেব্রুয়ারি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ৪৬ তম প্রতিষ্ঠা দিবস

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর প্রায় ২৭৯ জনকে বাঁচিয়েছে ভারতের উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard Day)। এমনটাই জানালেন বাহিনীর আইজি ইকবাল সিং চৌহান। এও জানিয়ে রাখলেন, শুধু মানব-জীবন রক্ষাই নয়, পরিবেশ রক্ষার বিষয়েও সজাগ তাঁরা।

    আগামীকাল, অর্থাৎ ১ ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ডের ৪৬তম প্রতিষ্ঠা দিবস (Indian Coast Guard Day)। দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালন করা হবে উপকূলরক্ষী বাহিনীর এই বিশেষ দিনটি। সেই উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ডার বলেন, ২০২২ সালে ২৭৯ জনকে বাঁচিয়েছে উপকূলরক্ষী বাহিনী। এখনও পর্যন্ত প্রায় ১২ হাজার জীবন বাঁচিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। 

    সদা-সতর্ক ইন্ডিয়ান কোস্ট গার্ড

    দেশের পশ্চিম ও দক্ষিণ উপকূলের তুলনায় পূর্ব ও উত্তর-পূর্ব ক্ষেত্রের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও শান্ত বলে উল্লেখ করেও চৌহান মনে করিয়ে দেন, উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard Day) সদা-সতর্ক রয়েছে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই প্রেক্ষিতেই তিনি বলেন, উত্তর-পূর্ব অঞ্চলের অন্তর্গত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই আওতায় সম্প্রতি পশ্চিমবঙ্গের সাগর এবং ওড়িশার গোপালপুর ও পারাদ্বীপে রেডার স্টেশন কার্যকর করা হয়েছে। আরও কয়েকটি রেডার স্টেশন শীঘ্রই নির্মাণ হবে। তবে, সেগুলি কোথায় বসবে, সে বিষয়ে তিনি খোলসা করেননি।

    বর্তমান শক্তি…

    চৌহান জানান, ভবিষ্যতের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিচার করে শক্তি বৃদ্ধির পথে ক্রমশ এগিয়ে চলেছে উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard Day)। তিনি জানান, এই মুহূর্তে ২০০টি জাহাজ ও ১০০টি বিমানের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বাহিনী। বর্তমানে ছোট-মাঝারি-বড় মিলিয়ে রয়েছে ১৫৮টি জাহাজ। দ্রুতগামী প্যাট্রল ভেসেলের সংখ্যা প্রায় ৫০। ১১৫ মিটার বা তার বেশি লম্বা জাহাজ রয়েছে ২৭টি। এছাড়াও বাকি সব মিলিয়ে রয়েছে প্রায় ৬৭টি জাহাজ। ১২টি জাহাজ নির্মাণপর্বে রয়েছে। 

    বাহিনীর ইতিহাস

    কোস্ট গার্ড আইনের মাধ্যমে ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard Day)। তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই ১৯৭৮ সালের ১৯ অগাস্ট উপকূলরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সেই সময় বাহিনীর হাতে ছিল মাত্র সাতটি জাহাজ। সেই থেকেই নির্ভিকভাবে ভারতের সুদীর্ঘ উপকূলের নিরন্তর রক্ষা করে চলেছে উপকূলরক্ষী বাহিনী।

  • Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সরকারি চাকরির অপেক্ষায় যারা বসে রয়েছেন, তাদের জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। নাবিক, যান্ত্রিক পদে নেওয়া হবে কর্মী। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in – এ দেখে নিতে পারেন।

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। আবেদন শেষের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২। অনলাইনে করতে হবে আবেদন।
     
    শূন্যপদ

    নাবিক (জেনারাল ডিউটি) – ৫০ 
    যান্ত্রিক – ২০
    আইন – ১
    মোট – ৭১

    শিক্ষাগত যোগ্যতা

    আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

    নাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কাউন্সিল (COBSE) দ্বারা স্বীকৃত একটি বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পাশ করতে হবে। 

    যান্ত্রিক: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত ৩-৪ বছর মেয়াদের ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।

    আইন: আইনের পদে যারা আবেদন করতে চান তাঁদের থাকতে হবে ল-এ স্নাতক ডিগ্রি এবং তাতে থাকতে হবে ৬০% নম্বর। 

    আরও পড়ুন: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন? 

    বয়সসীমা 

    এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে|

    নির্বাচনের পদ্ধতি

    লিখিত পরীক্ষা, তথ্য যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।  

    আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

    বেতনক্রম

    ৫৬,১০০ টাকা (লেভেল ১০) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share