Tag: Indian Cricket Team

Indian Cricket Team

  • FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্নপূরণ। এটিই ছিল মেসির শেষ বিশ্বকাপ। ফলে আর্জেন্টিনার সমর্থকরা চেয়েছিলেন মেসির হাত ধরেই আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জেতে। আর অবশেষে ঠিক সেটাই হয়েছে। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। মেসির হাত ধরেই দিয়াগো মারাদোনার দেশ বিশ্বকাপ পেল। ফলে পুরো বিশ্বের মেসি ভক্তরা আনন্দে মেতে ওঠে। এর পাশাপাশি ক্রিকেট জগতের খেলোয়াড়রাও এদিন ফুটবলেই মজে ছিলেন। ভারতীয় ক্রিকেট টিম বর্তমানে রয়েছে বাংলাদেশে। ফলে সেখানেই সবাই বসে পড়েছিলেন ফ্রান্স-আর্জেন্টিনার হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে (FIFA World Cup Final)।

    ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্যস্ত

    বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ভারতীয় দল এখন হালকা, ফুরফুরে মেজাজে। রবিবার, সকালে ৫০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২২ ডিসেম্বর। ফলে রাতে একসঙ্গে খেলা দেখতে বসে পড়লেন বিরাট কোহলি, লোকেশ, রাহুলরা। রবিবার ১৮৮ রানে বাংলাদেশকে হারায় ভারত। সহজেই ম্যাচ জিতে নেন রাহুলরা। আর সেদিনই ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলে বিরাট, রাহুলরা বসে পড়েছিলেন মেসি ও এমবাপেকে দেখতে। আর সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই (FIFA World Cup Final)।

    ক্রীড়াজগতের খেলোয়াড়দের ট্যুইট

    ম্যাচ চলাকালীন কুলদ্বীপ যাদবকে ট্যুইট করতে দেখা যায়। এরপর ম্যাচ শেষে মেসির ছবি শেয়ার করে ‘সর্বকালের সেরা’ লিখে পোস্ট করেছেন তিনি।

    মহম্মদ শামিও ভারতে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ও ম্যাচ শেষে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    অন্যদিকে শেহবাগকে দেখা যায় ট্যুইটারে অন্য এক ব্যক্তির পোস্ট ট্যুইট করতে, যেই পোস্টে ইউজার ভবিষ্যতবাণী করে লিখেছিলেন, ২০২২ সালে মেসিই বিশ্বকাপ জিতবেন। এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও শেহবাগও এটি শেয়ার করেছেন।

    আর্জেন্টিনার কাপ জয়ের পরে মাস্টার ব্লাস্টার ট্যুইট করে অভিনন্দন জানান ফুটবলের রাজপুত্রকে। অভিনন্দন জানান আর্জেন্টিনাকে। সচীন লেখেন, “মেসির জন্য কাপ জেতায় অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে। অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল। মার্টিনেজের ওই দুরন্ত সেভটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।”

    ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ট্যুইট করে লিখেছেন, “আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। ১২০ মিনিট জুড়ে আবেগের বিস্ফোরণ দেখলাম। তার পরে সবটাই নির্ধারিত হল স্পট থেকে। হোয়াট আ শো। হোয়াট আ স্পোর্ট। লিওনেল মেসি।”

    ক্রিকেটার শুভমন গিলের ট্যুইট, ‘মেসিই সর্বকালের সেরা। কুর্নিশ’।

    মাঠে গিয়ে খেলা দেখেছেন রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেন, ‘অবিশ্বাস্য। মেসি ও এমবাপের লড়াই অনবদ্য’।

  • BCCI: বিশ্বকাপে ব্যর্থ ভারত, চেতন শর্মা সহ গোটা নির্বাচক কমিটিকে ছাঁটল বোর্ড

    BCCI: বিশ্বকাপে ব্যর্থ ভারত, চেতন শর্মা সহ গোটা নির্বাচক কমিটিকে ছাঁটল বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: পেশাদারি দুনিয়ায় ব্যর্থ হলে তার দায় নিতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। তেমনি নিয়ম বোধহয় এবার চালু হয়ে গেল ভারতীয় ক্রিকেটেও! টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার দায় নির্বাচকদের ঘাড়ে চাপিয়ে গোটা নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড, সংক্ষেপে বিসিসিআই (BCCI)। শুক্রবার বিকেলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরাসরি ছেঁটে ফেলার কথা বলা হয়নি। তবে বোর্ডের ওয়েবসাইটে নয়া নির্বাচক হওয়ার জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।

    বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি…

    শুক্রবার বিকেলে বোর্ডের (BCCI) ওয়েবসাইটে জাতীয় নির্বাচক চেয়ে জারি করা হয় বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচজন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতার মানদণ্ড ধার্য করা হয়েছে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এরকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। নয়া বিজ্ঞপ্তি জারি হওয়ার অর্থ নির্দিষ্ট সময় পূরণ করার আগেই চেতন শর্মাদের ছেঁটে ফেলল বোর্ড।

    আরও পড়ুন: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    সিনিয়র নির্বাচক কমিটিতে চারজন সদস্য ছিলেন। এঁরা হলেন, চেতন শর্মা। তিনি উত্তরাঞ্চলের প্রতিনিধি। ছিলেন হরবিন্দর সিং। তিনি ছিলেন মধ্যাঞ্চলের প্রতিনিধি। দক্ষিণাঞ্চলের প্রতিনিধি ছিলেন সুনীল যোশী। আর পূর্বাঞ্চলের প্রতিনিধি ছিলেন দেবাশিস মোহান্তি। পশ্চিমাঞ্চলের কোনও প্রতিনিধি ছিলেন না। কারণ আবে কুরুভিল্লার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর কাউকেই ওই পদে বসানো হয়নি। প্রসঙ্গত, বিসিসিআই যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানেও পাঁচজনই চাওয়া হয়েছে। জানা গিয়েছে, নির্বাচকদের মেয়াদ চার বছরের। বোর্ড (BCCI) চাইলে তার পরেও মেয়াদ বাড়ানো যায়। এই সময়সীমা পূরণ হওয়ার আগেই সরে যেতে হচ্ছে চেতন শর্মাদের। সাম্প্রতিক অতীতে যা দেখা যায়নি বলেই মত ক্রীড়াবিদদের একাংশের।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • T-20 World Cup: দক্ষিণ আফ্রিকার হার বদলে দিল সমীকরণ! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    T-20 World Cup: দক্ষিণ আফ্রিকার হার বদলে দিল সমীকরণ! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ফের অপ্রত্যাশিত হার। নেদারল্যান্ডসের কাছে সুপার ১২-এর শেষ ম্যাচ হেরে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এর ফলে সেমি-ফাইনালে উঠে এল ভারত। ডাচদের হারালেই শেষ চার নিশ্চিত হত টেম্বা বাভুমার দলের। ফলে প্রোটিয়াদের অপ্রত্যাশিত পরাজয়ে আজ জিম্বাবোয়ে ম্যাচ খেলতে নামার আগেই ভারত চলে গেল সেমি-ফাইনালে। এরপর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কে জিতে সেমিফাইনালে পৌঁছয় , সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

    আজকের দক্ষিণ আফ্রিকার নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই পরাজয়ে আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠল। দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দল যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। ২০২২ টি-২০ বিশ্বকাপে রবিবারের আগে খুব একটা খারাপ পারফরম্যান্স কিন্তু করেনি টেম্বা বাভুমার দল। শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে তাদের হারতে হয়েছিল। কিন্তু, নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়াদের এই পরাজয় বিশ্বকাপের পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল। আজ, রবিবার সকালের রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়ে দেয় টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া ডাচরা (NED vs SA)। নিজেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও নিয়ে গেল তারা।

    রবিবার বিশ্বকাপের ( T-20 World Cup)  ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ৪ উইকেটে ১৫৮ রান। ডাচদের প্রথম চার ব্যাটারই ভাল পারফর্ম করেন। তবে অকারম্যানের পারফরমেন্স নজরে আসার মত ছিল। মাত্র ২৬ বলে ৪১ করেন তিনি। তবেএর উত্তর দিতে এসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। চাপের মুখে কোনও প্রোটিয়া ব্যাটারই তেমনভাবে নজর কাড়তে পারেননি। এর ফলে দক্ষিণ আফ্রিকা হারে ১৩ রানে।

    আজ যদি দক্ষিণ আফ্রিকা জিতে যেত তবে, সেমিফাইনালে নিশ্চিত চলে যেত। সেক্ষেত্রে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিততে হত। আবার পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশ (Bangladesh) কার্যত ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরে পুরোটাই বদলে দিল প্রোটিয়ারা। এই একই স্টেডিয়ামে আপাতত শুরু হয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। তবে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। 

  • T-20 World Cup 2022: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    T-20 World Cup 2022: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। আইসিসি’র (ICC) এই মেগা ইভেন্টে ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই মহাম্যাচ ঘিরে পারদ ক্রমশ চড়ছে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে বহুদিন দাপট অব্যাহত রেখেছিল টিম ইন্ডিয়া (Team India)। সম্প্রতি সেই গর্বের ইতিহাস কিছুটা ফিকে হয়েছে। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে বশ মেনেছিল ভারত। এশিয়া কাপেও সুপার ফোরের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল পাকিস্তান। তাই ডনের দেশে টি-২০ বিশ্বকাপ অভিযানের আগে রোহিত শর্মারা কিছুটা চাপে। বোলিং সমস্যা কিছুটা ব্যাকফুটে রেখেছে ভারতকে।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    বিশ্বকাপের আগে ভারতীয় শিবির খুব একটা স্বস্তিতে নেই। কোচ রাহুল দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বোলিং। কারণ, ১৫ জনের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। পুরানো চোটে তিনি কাবু। তাঁর মতো পেসারের অভাব পূরণ করা সহজ ব্যাপার নয়। তাই বুমরাহর পরিবর্ত খুঁজতে হিমশিম খাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খুব সম্ভবত মহম্মদ সামিকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও সামি দীর্ঘদিন মাঠের বাইরে। করোনা থেকে সেরে উঠলেও ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছিল, দীপক চাহারকে স্ট্যান্ডবাই থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে। কিন্তু চাহারও চোটের কবলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দেখে নিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচকরা। আপাতত সেই সম্ভাবনা বিশ বাঁও জলে। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন পেসারটি। তাই বিশ্বকাপ দলে ঢোকারও সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    হাতে যাঁরা রয়েছেন, তাঁদেরকে দিয়েই কাজ চালাতে হবে কোচ দ্রাবিড়কে। তবে হার্শল প্যাটেল, ভুবনেশ্বর কুমাররা যদি দ্রুত ফর্মে ফেরেন, তাহলে চিন্তার কালো মেঘ ধীরে ধীরে কাটবে। অর্শদীপ সিংয়ের মতো বাঁহাতি তরুণ পেসার এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে হাদির্ক পান্ডিয়াকেও। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি চমক দিতে পারেন। ২০০৭ সালের পর টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ‘মেন ইন ব্লু’। রোহিত শর্মার নেতৃত্বে সেই আক্ষেপ মিটবে কিনা সময় বলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ফের টেস্ট সিরিজ খেলা হবে! সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে এই দুই দেশের মধ্যে খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    ১৪ বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট সিরিজ খেলা হয়েছিল। ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ শেষবার খেলা হয়েছিল ২০০৮ সালে। যেই সিরিজটি ভারত জিতেছিল। ২০১৩ সালের পর থেকে কোনও ফরম্যাটেই এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এরপর থেকেই প্রতিবেশি দেশ পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কারণে, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখনও পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল আছে ভারত। কিন্তু এরই মধ্যে ভারত বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ড বোর্ড থেকে প্রস্তাব দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো পাকিস্তানে চলতি টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। গত বছর পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছিল ইসিবি। এবার ভারতের সঙ্গে পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে পিসিবির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে ইসিবি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    জানা গিয়েছে, পাকিস্তানও ভারতের সঙ্গে খেলতে চায় কিন্তু এই মুহূর্তে প্রস্তাব মেনে নিতে পারবে না। অন্যদিকে মনে করা হয়েছে, ভারতকে এর জন্য রাজি করানো কঠিন। বিসিসিআই এই প্রস্তাবে সম্মতি জানায়নি। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়টি নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে, পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত।

    অন্যদিকে, ইংল্যান্ডের টি২০ দলের অধিনায়ক মঈন আলি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ যদি চালু হয় তা দুই দেশের পক্ষেই দারুণ ব্যাপার হবে। ফলে এই দুই দেশ টেস্টে মুখোমুখি হলে ক্রিকেটপ্রেমীরাও তাতে খুশি হবে।

  • Arshdeep Singh: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    Arshdeep Singh: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিংয়ের উইকিপিডিয়া পেজের নিরাপত্তা বাড়াল সংস্থা। উইকিপিডিয়ার তরফে অর্শদীপের পেজ সেমি প্রোটেকটেড করে দেওয়া হল। এর ফলে বিশ্বস্ত এবং নির্ভর যোগ্য লোকেরা ছাড়া আর কেউ অর্শদীপের উইকিপিডিয়া পেজে এডিট করতে পারবে না। রবিবার চলছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ১৮ ওভারে আসিফ আলির সহজ ক্যাচ মিস করে খলনায়ক অর্শদীপ সিং। উইকিপিডিয়ায় তাঁর প্রোফাইল এডিট করে দেওয়া হয় ‘খালিস্তানি’ তকমা। ভারত সরকার এই বিষয়ে সক্রিয় হয়। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে উইকিপিডিয়াকে এই নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। আইটি মন্ত্রক সূত্রে খবর, অর্শদীপ সিং-এর উইকিপিডিয়া পেজে খালিস্তান সমর্থক বলে দাবি করা হলে ভারতের পরিবেশ যেমন নষ্ট হতে পারে, তেমনি অর্শদীপের পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। মনে করা হয়েছিল, এর পিছনে পাকিস্তানের যোগ থাকতে পারে। কেন্দ্রের চিঠি পাওয়ার পরই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় উইকিপিডিয়া।

    উইকিপিডিয়ার তরফে বলা হয়েছে, তারা এ বিষয়ে সতর্ক থাকবে। পরবর্তী সময়ে যাতে কেউ এই পেজ ব্যবহার করে প্ররোচনামূলক কিছু ছড়াতে না পারে তাই জন্যই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়িয়ে পেজটিকে সেমি প্রোটেকটেড করে দেওয়া হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচের ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন অর্শদীপ। যদিও শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৭ রান। ম্যাচে উত্তেজনার রসদ আমদানি করে আসিফ আলিকেই লেগ বিফোর করে ফেরত পাঠান অর্শদীপ। শেষ দু-বলে জয়ের সমীকরণ নেমে আসে ২ রানে। এক বল বাকি থাকতে জয় সম্পন্ন করেন পাক ব্যাটাররা। তারপরই হঠাতই নেট দুনিয়ায় অর্শদীপকে ভিলেন বানিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে অর্শদীপের বাবা দর্শন সিং ছেলের পাশে দাঁড়িয়ে বলেন,”ক্যাচ মিস খেলার অঙ্গ। এ নিয়ে ভাবার কিছু নেই। আর সমালোচনা। সবাইকেই সমালোচিত হতে হয়। এটাকেও স্বাভাবিক ভাবেই নিতে হবে। একটা সাফল্য পেলে সমর্থকরা আবার প্রশংসায় ভরিয়ে দেবে।”

    আরও পড়ুন: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    ঘরের ছেলের পাশে দাঁড়ান পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমীত সিং মীত হেয়ার। অর্শদীপের মা বলজিৎ কৌরের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। জানান, পাঞ্জাব এবং গোটা দেশ অর্শদীপকে নিয়ে গর্ব করে। বলজিৎ বলেন,”সমর্থকরা সবসময় দেশকে জিততে দেখতে চায়। তাঁরা ভালবাসেন। তাই হতাশা থেকে এমন বলেছেন। অর্শদীপ বা আমরা এসব নিয়ে চিন্তিত নই। নিজের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করতে চান অর্শদীপ।”

    ভারত-বিরোধী শিখ জঙ্গি সংগঠনের সঙ্গে অর্শদীপকে জড়িয়ে দেওয়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। হরভজন সিং ট্রোলারদের একহাত নিয়ে বলেন, “তরুণ অর্শদীপ সিংয়ের সমালোচনা বন্ধ হোক। কেউই ইচ্ছা করে ক্যাচ মিস করে না। ছেলেদের জন্য আমরা গর্বিত। পাকিস্তান এদিন অনেক ভালো খেলেছে। যাঁরা এভাবে আমাদের ছেলেদের এরকম সস্তা কমেন্ট করে দলকে নামিয়ে দিচ্ছেন তাদের জন্য লজ্জা হচ্ছে। অর্শ সোনার ছেলে।”

    সতীর্থের সমর্থনে মুখ খুলেছেন বিরাট কোহলিও। তিনি সরাসরি জানিয়েছেন, “চাপের মুখে যে কেউ ভুল করতে পারে। এরকম বড় ম্যাচে পরিস্থিতি বেশ শক্ত ছিল। মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্ৰথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে শাহিদ আফ্রিদির বলে বাজে এক শটে আউট হয়ে যাই। সেই রাতে ঘুমোতে পারিনি। ভোর পাঁচটা পর্যন্ত সিলিংয়ের দিকে চেয়ে বসেছিলাম।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli:  এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    Virat Kohli: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে রাজার মত ফিরলেন বিরাট (Virat Kohli)। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। সমালোচকদের মুখ বন্ধ করে নিজের ছন্দে ফিরে এলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই সেঞ্চুরি আনতে বিরাট কোহলির সময় লেগে গেল ১০১৯ দিন! শেষ শতরান করেছিলেন ২০২০ সালের ২৩ নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই বিরাট অনুরাগীরা তাঁর ব্যাটে শতরান দেখার জন্য অপেক্ষায় বসেছিলেন।

    অবশেষে বিরাট অনুরাগীদের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২তে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ১০০ রান করলেন বিরাট কোহলি। ফলে তাঁকে নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। বিরাট অনুরাগীদের মুখে এখন একটাই কথা, এবার হয়তো বিরাট সমালোচকরা তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। চলতি এশিয়া কাপে বিরাট কোহলি একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রান পাননি। এছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন।

    তবে এদিন শুধু তিনি শতরানই করেননি, কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। সেই রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিলেন তিনি। এছাড়াও এদিন এক সেঞ্চুরিতে তিনি কী কী রেকর্ড গড়লেন, জেনে নিন।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় তম স্থানে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তবে গতকালের বিরাটের এই সেঞ্চুরি করায়, বর্তমানে দুজনেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন শুধু প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।

    সবচেয়ে কম ইনিংসে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৫২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ৫২৩টি ইনিংসে ৭১টি সেঞ্চুরি করেন। ফলে এই ক্ষেত্রে বিরাট সচিনকেও ছাপিয়ে গিয়েছেন।

    আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তারকা ব্যাটার তাঁর ৫২২তম ইনিংসে এটি অর্জন করেছেন। তিনি সচিনের ৫৪৩ ইনিংসের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

    সুরেশ রায়না, রোহিত এবং রাহুলের পর কোহলি এখন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি প্রতিটি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আবার রোহিত, রাহুল, রায়না, সূর্যকুমার যাদব এবং দীপক হুডার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছেছেন।

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১২২। এই রেকর্ড আগে ছিল রোহিত শর্মার। তিনি ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।

    আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন ছাপিয়ে যান বিরাট।

  • Commonwealth Games: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    Commonwealth Games: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহাম যাওয়াই হচ্ছিল না। শেষ সময়ে আদালতের হস্তক্ষেপে কমনওয়েলথের ছাড়পত্র মেলে। আর সেখান থেকেই ইতিহাস। অ্যাথলেটিক্সে ভারতের হয়ে খাতা খুললেন তেজস্বীন শঙ্কর (Tejashwin Shankar)। পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন জাতীয় রেকর্ডধারী এই অ্যাথলিট। এই প্রথমবার হাই জাম্পে পদক জিতল ভারত।ভারতের কোনও অ্যাথলিট কোনওদিন যা পারেননি, তাই করে দেখালেন তেজস্বীন। ২.২২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পান তিনি। শঙ্কর অবশ্য রুপো জয়েরও চেষ্টা করেছিলেন। তৃতীয় তথা শেষ প্রচেষ্টায় তিনি ২.২৮ মিটার লাফানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় অ্যাথলিটকে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    একটা সময় বার্মিংহাম যাওয়াই ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন নির্ধারিত যোগ্যতামান পেরলেও তাঁকে কমনওয়েলথের দলে রাখা হয়নি। শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের রায়ে নড়েচড়ে বসেন ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তারা। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা আদালতে জানায় যে, ৪ X ৪০০ মিটার রিলে দলের আরোকিয়া রাজীবের পরিবর্তে শঙ্করকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরই ভারতীয় অলিম্পিক সংস্থা কমনওয়েলথ গেমস উদ্যোক্তাদের আবেদন জানায়। কিন্তু দেরিতে আবেদন করায় শঙ্করকে প্রথমে অংশগ্রহণের অনুমতি দেননি উদ্যোক্তারা। পরে কমনওয়েলথ গেমস উদ্যোক্তারা ডেলিগেট রেজিস্ট্রেশন মিটিংয়ের পর জানিয়ে দেন, শঙ্করের আবেদন গ্রহণ করা হয়েছে। শেষ মুহূর্তে ২২ জুলাই কমনওয়েলথে নামার অনুমতি পান শঙ্কর। 

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ১৮ টি পদক! জেনে নিন আজ কার খেলা কখন

    এদিকে ভারত্তোলনে পুরুষ বিভাগে গুরদীপ সিং ব্রোঞ্জ পেয়েছেন।  ১০৯ কেজি বিভাগে তিনি মোট ওজন তোলেন ৩৯০ কেজি। ভারোত্তোলনে ভারতের ঘরে এটি দশম পদক। তারমধ্যে সোনা ও রুপো রয়েছে তিনটে করে। এর আগে জুডোতে রুপোর পদক এনেছেন তুলিকা মান। মেয়েদের বক্সিংয়ে নিখাত জারিন কোয়ার্টার ফাইনালে একপ্রকার উড়িয়ে দিয়েছেন ওয়েলসের হেলেন জোনসকে। ৫-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন নিখাত (Nikhat Zarin)। তারমানে ভারতের ঘরে আরও একটা পদক আসা নিশ্চিত হয়ে গেল। এদিন ভারতকে বক্সিংয়ে আরও দু’টি পদক নিশ্চিত হয়েছে। হুসামুদ্দিন ৫৪-৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন নামিবিয়ার তিয়াগেন মর্ণিংকে। ৪৫-৪৮ কেজি বিভাগে নীতু সেমিফাইনালে উঠেছেন।

    আরও পড়ুন: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    এদিকে ক্রিকেটে অখ্যাত বার্বাডোজকে ১০০ রানে উড়িয়ে দিয়েছে ভারতের মেয়েরা। বুধবার রাতে বার্বাডোজের বিরুদ্ধে আগে ব্যাট করে ১৬৬ রান করে ভারত। জবাবে বার্বাডোজ মাত্র ৬২ রানে আটকে যায়। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। এছাড়াও ভারতীয় মহিলা হকি দল কানাডাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে, ভারতের পুরুষ হকি দলও পুল বি-তে কানাডাকে ৮-০ গোলে হারিয়েছে। তবে এদিন খানিকটা হতাশ করেছেন বক্সার লভলিনা বরগোঁহাই। কোয়ার্টার ফাইনালে হেরে পদক জয়ের লড়াই থেকে ছিটকে গিয়েছেন অলিম্পিক পদকজয়ী বক্সার।

  • Jasprit Bumrah: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    Jasprit Bumrah: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত (India)। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডক হারিয়ে চতুর্থবার বিলেতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুযোগ কোহলিদের সামনে। তবে রোহিত শর্মা (Rohit Sharma) করোনায় (Covid-19) আক্রান্ত। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাই ভারতকে নেতৃত্ব দেবেন পেসার যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মাত্র চার বছর আগে টেস্টে অভিষেক হয়েছিল ভারতীয় বোলারটির। তার মধ্যেই পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। কালের নিয়মেই বুমরাহর মুকুটে যোগ হলো আরও একটি পালক। নেতা হিসেবে দলকে বুমরাহ সাফল্য এনে দিতে পারবেন কি না তা সময় বলবে। তবে পরিসংখ্যান বলছে, ১৯৮৭ সালে কপিল দেব (Kapil Dev) শেষবার কোনও পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। অনেক সময়ই বলা হয়, ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা। সেই ধারা বজায় থেকেছে ভারতীয় দলের অধিনায়ক চয়নের ক্ষেত্রেও। তবে কখনও কখনও বোলরারও দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন।

    ফিরে দেখা:

    কপিল দেব: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন কপিল দেব। শুধু তাই নয়, দেশের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে অধিনাকত্ব করে নজির গড়েছিলেন তিনি। যদিও তাঁর ক্যাপ্টেন্সিতে ৩৪ ম্যাচের মধ্যে ভারত জিতেছিল মাত্র চারটিতে। ড্র হয়েছিল ২২টি ম্যাচ। পরাজয়ের সংখ্যা ৭। তবে কপিলের নেতৃত্বেই ১৯৮৩ তে প্রথম বিশ্বকাপ জেতে ভারত।

    আরও পড়ুন: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    অনিল কুম্বলে: টেস্ট (Test) এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ODI) মিলিয়ে ভারতের সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে। ২০০৭-০৮ মরশুমে তিনি ভারতের অধিনায়ক হয়েছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ১৪টি টেস্টে ভারত জিতেছিল তিনটিতে।

    বিষেণ সিং বেদি: চার বছর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন বেদি। নেতৃত্ব দিয়েছিলেন ২২টি টেস্টে। তার মধ্যে ভারত জয়ী হয়েছিল ছ’টি ম্যাচে। 

    এস বেঙ্কটরাঘবন: ১৯৭৪-৭৯, এই সময় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন প্রাক্তন স্পিনার এস বেঙ্কটরাঘবন। তাঁর নেতৃত্বে ভারতীয় দল দু’টি টেস্ট হারলেও, ড্র করেছিল তিনটিতে।

  • Rashid Latif: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন লতিফ

    Rashid Latif: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন লতিফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের থেকে বেশি শক্তিশালী দল পাকিস্তান (Pakistan)। তারাই জিতবে এশিয়া কাপের (Asia Cup) ট্রফি। বহু প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথের আগে এমনই মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। এই মুহূর্তে ক্রিকেট মাঠে একে অপরের সঙ্গে দেখা হয় না এই দুই প্রতিবেশী দেশের। রাজনৈতিক চাপানউতোরের কারণে এখন শুধু বহুদেশীয় টুর্নামেন্টগুলিই খেলে এই দুই দেশ। তাই ২৭ অগাস্টের ভারত-পাক দ্বৈরথের দিকে তাকিয়ে আছে দুই দেশ তথা গোটা বিশ্ব। তার আগে নিজের দেশের দলকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী লতিফ।   

    পাকিস্তানকে এগিয়ে রাখলেও ভারতকে খাটো করে দেখছেন না কিংবদন্তি ক্রিকেটার। রশিদ বলেন, “নিঃসন্দেহে অন্যান্য দলগুলোও প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে ২০২২ এশিয়া কাপের মূল প্রতিযোগিতা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। আমি আশাবাদী পাকিস্তান আসন্ন এশিয়া কাপ জিতবে।”

    আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    লতিফ আরও বলেন, “গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাকিস্তান দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এবং রিজওয়ানের মতো বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড়, আইসিসি যাদের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিয়েছে।”

    আরও পড়ুন: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের     

    তবে এবার ভেতর ভেতর বদলার আগুনে ফুঁসছে ভারতও। শেষ হার ভোলেনি ভারত। ক্রিকেট সমালোচকরা অনেকেই পাকিস্তানের থেকে ভারতকে এগিয়ে রাখছেন। 

    কিন্তু একদম উল্টো সুরেই কথা বলছেন লতিফ। পূর্ব অভিজ্ঞতাই তাঁর এই আত্মবিশ্বাসের কারণ বলে মনে করছেন অনেকে। দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত বেশি ম্যাচ জিতেছে পাকিস্তান। 

    তবে বিশ্ব আসরের হিসাব বলছে অন্য কথা। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।   

    গত ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানদের কল্যাণে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। রশিদের বিশ্বাস, সে ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আসন্ন এশিয়া কাপে দারুণ কিছু করবে পাকিস্তান।   

    চার বছর পর এবার এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এবার টুর্নামেন্ট হবে টি টোয়েন্টি ফরম্যাটে। ২২ গজে ঠিক কতটা আক্রমনাত্মক হতে পারে পাকিস্তান সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে ভারতের। তবে ‘বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী’ ছাড়তে এক্কেবারে রাজি নয় ‘মেন ইন ব্লু’। তাই এবার লড়াই  সেয়ানে সেয়ানে। 

     

LinkedIn
Share