Tag: indian film industry

indian film industry

  • Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেক মানুষেরই নিজস্ব প্রিয় পেশা বেছে নেওয়ার একটা ইচ্ছে থাকে। কারও সেই স্বপ্ন পূরণ হয়, আবার কারও হয়ে ওঠে না। তেমনই জানা গেল, কালজয়ী স্বর্ণযুগের অভিনেত্রী জয়া বচ্চন প্রথমে সিনেমা জগতে আসতে চাননি। বরং তাঁর (Jaya Bachchan) ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগদান করার। কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসে তিনি এমনটাই জানালেন সবার সামনে।

    কী জানিয়েছেন তিনি? (Jaya Bachchan)

    বচ্চন-নাতনি নভ্যা নন্দার ভিডিও পডকাস্টের নতুন এপিসোড মুক্তি পেয়েছে। সেখানেই গেস্ট হিসেবে তাঁর মা শ্বেতা নন্দা ও দিদা জয়া বচ্চনের সাথে যোগ দিয়েছিলেন অগস্ত নন্দা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অগস্ত। এই পডকাস্ট অনুষ্ঠানে এসে নানা লিঙ্গ বৈষম্য নিয়ে কথা উঠতেই জয়া বচ্চন বলেন, “আমাদের সময় কলেজে কিছু কোর্স ছিল, যেগুলো শুধু ছেলেদের জন্য, আবার মেয়েদের জন্য আলাদা কিছু কোর্স ছিল। সেই সময় যদি কোনও ছেলেকে সরিয়ে কোনও মেয়ে ড্রাইভ করত, তাহলে সেটা খারাপ চোখে দেখা হত। অন্তত আজকের দুনিয়াটা আগের মতো নেই, মানসিকতা অনেকটা এগিয়েছে।’ এই প্রসঙ্গে কথা হতেই তিনি (Jaya Bachchan) আরও বলেন, “প্রথমে আমার অভিনয় করার কোনও ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম সেনাবাহিনীতে যোগদান করতে। কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। কারণ তখন সেনাবাহিনীতে মহিলাদের কেবল নার্স হিসেবেই নেওয়া হত, সেনা হিসেবে নয়।’

    জয়া বচ্চনের অভিনয় জীবনের শুরু (Jaya Bachchan)

    অনেক ছোট বয়স থেকেই জয়া বচ্চন অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে  প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁকে (Jaya Bachchan) প্রথম ‘গুড্ডি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।  আবার সম্প্রতি ২০২৩ সালে তাঁকে ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ তে অভিনয় করতে দেখা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই যাঁর ক্যারিয়ারের শুরু, সেই বাংলা থেকেই বিগত কয়েক বছর ধরে দূরে সরে গিয়েছেন তিনি। আর এবার সব দূরত্ব কাটিয়ে আবার বাংলা সিনেমাতে দীর্ঘ ১৪ বছর পর ফিরে আসছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। আর শর্মিলা ঠাকুরের বাংলাতে প্রত্যাবর্তনের পিছনে যাঁর উদ্যোগ সবচেয়ে বেশি, তিনি আর কেউ না, ঋতুপর্ণা সেনগুপ্ত। গত শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ছবির নাম ঠিক করা হয়েছে ‘পুরাতন’। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। আর ছবিটি প্রযোজনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকেও।

    শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) কী জানিয়েছেন এই ছবি সম্পর্কে?

    বাংলা সিনেমায় প্রত্যাবর্তনে খুবই যে খুশি শর্মিলা ঠাকুর, অনুষ্ঠানের দিনই তাঁর বক্তব্যে সেটি প্রকাশ পায়। বাংলাতে তার শেষ ছবি ‘অন্তহীন’, সেখানেও তিনি অসাধারণ অভিনয় করেন। তারপরই হঠাৎ বাংলা সিনেমা থেকে অনেক দূরে সরে যান তিনি। তিনি (Sharmila Tagore) এই প্রত্যাবর্তন নিয়ে বলেন, “আসলে এখন ভালো ছবি করতে চাই,  আর ঋতুপর্ণার সাথে তো আমার অনেকদিনের ভালো পরিচয়, সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটি ভালো ছবিই উপহার দিতে পারব সবাইকে।”

    শর্মিলার (Sharmila Tagore) এই বাংলা ছবিতে ফিরে আসা নিয়ে কী জানিয়েছেন ঋতুপর্ণা?

    ঋতুপর্ণা জানান, “আসলে সুমনের সঙ্গে আমার শর্মিলা ঠাকুরের বিষয়ে কথা হয়। পরে তিনি এই ছবির চিত্রনাট্য পড়েন এবং আমাদের সম্মতি দেন এই ছবি নিয়ে এগিয়ে যাওয়ার।” 
    অপরদিকে এই ছবির পরিচালক সুমন ‘কাবুলিওয়ালা’ নামক এক ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে ছিলেন। তাই শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। খুব তাড়াতাড়ি এই নতুন ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক থেকে প্রযোজক। বাংলাতে শর্মিলার (Sharmila Tagore) আবার ফিরে আসার খবরে খুশি তাঁর ভক্তমহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share