Tag: Indian Goods

  • Donald Trump: ট্রাম্পের ‘শুল্ক-চাপ’, ভারতের অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়বে?

    Donald Trump: ট্রাম্পের ‘শুল্ক-চাপ’, ভারতের অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় পণ্যের (Indian Goods) ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ভারতকে চাপে রাখতে চেয়েছিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে তাতে যে ভারতের খুব একটা বড়সড় সমস্যা হবে না, তা জানিয়ে দিল সরকারি বিভিন্ন সূত্র। তাদের বক্তব্য, দেশের অর্থনীতির ওপর এর ‘অত্যন্ত সামান্য’ প্রভাব পড়বে। সূত্রের খবর, জিডিপিতে এর প্রভাব ০.২ শতাংশের বেশি হবে না।

    অর্থনীতিবিদের বক্তব্য (Donald Trump)

    উল্লেখ্য, দিন কয়েক আগে ভারতীয় এক অর্থনীতিবিদও বলেছিলেন, জিডিপি হয়তো ০.৩ শতাংশ পর্যন্ত স্লো হবে। ওই সূত্র এও জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে সরকার দামের দিক থেকে সংবেদনশীল কৃষি ও দুগ্ধ বাজার খুলে দেবে না। গোমাংস বা ‘নন-ভেজ মিল্ক’ (অর্থাৎ যেসব গরুকে পশু-ভিত্তিক খাবার যেমন হাড়গুঁড়া খাওয়ানো হয়, সেই গরুর দুধ) আমদানি করার অনুমতিও দেবে না। এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। সরকার জাতীয় স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ করবে এবং কৃষক, উদ্যোক্তা ও ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প গোষ্ঠীর কল্যাণেও দায়বদ্ধ থাকবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকার কৃষকদের স্বার্থে কোনও আপস করবে না। আর তাই জিএম ফসল আমদানি করার অনুমতিও দেয়নি।

    কী চায় মার্কিন যুক্তরাষ্ট্র

    প্রসঙ্গত, ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এমন একটা সময়ে যখন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত হয়ে রয়েছে। এই আলোচনা বন্ধ হয়ে গিয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় তাদের কৃষক ও দুগ্ধ উৎপাদকরা যেন ভারতে পণ্য বিক্রি করতে পারে। ভারত বারবার বলেছে, এই বাজার খুলে দেওয়া সম্ভব নয়। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি ভারতের জিডিপিতে ২০ শতাংশেরও কম অবদান রাখে। তবে দেশের ১৪৪ কোটির প্রায় অর্ধেক জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতে নিয়োজিত (Donald Trump)।

    কী বলেছিলেন ট্রাম্প

    এটি এত বড় ভোট ব্যাংক যে, কোনও সরকারই তাদের বিরুদ্ধাচরণ করার ঝুঁকি নিতে পারে না। এই বাস্তব বিষয়টি আরও স্পষ্ট হয়েছে ২০২১ সালে যখন তীব্র প্রতিবাদের মুখে বিজেপি সরকারকে তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এই বিষয়ে মতপার্থক্য ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে বলে খবর। ২৫ শতাংশ শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, “ভারত আমাদের ভালো বন্ধু। কিন্তু ওরা প্রায় সব দেশের চেয়ে বেশি শুল্ক ধার্য করেছে। এটা আর চলতে পারে না (Indian Goods)।”

    ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার আমেরিকা

    সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এবং গত চার বছর ধরেই এমনটি রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩২ বিলিয়ন ডলার। গত অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬.৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। তার আগের বছরে (২০২২-২৩) এর পরিমাণ ছিল ৭৭.৫২ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে, আমদানি বেড়ে হয়েছে ৪৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ৪২.২ বিলিয়ন মার্কিন ডলার (Donald Trump)।

    দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

    সূত্রের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক পথেই রয়েছে এবং ইতিবাচকভাবেই এগোচ্ছে। এই আলোচনার সূচনা হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। এই আলোচনাই এখনও চলছে। ওই সূত্রেরই খবর, চূড়ান্ত চুক্তির পর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা পুনর্বিবেচনা ও তা কমানোর বিষয়ে আলোচনা হবে। গত সপ্তাহে ভারতের একটি সংবাদ সংস্থাকে জানানো হয়, ভারত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। আশা করা হচ্ছে, এই চুক্তি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ঘোষণা করা হতে পারে। এর আগে অনুমান করা হয়েছিল, ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার (আগামী ৭ আগস্ট) আগেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু এখনই সেটি সম্ভব বলে মনে হচ্ছে না (Donald Trump)।

    জানা গিয়েছে, চলতি মাসেই আলোচনার জন্য ভারত সফরে আসতে পারেন মার্কিন কর্তারা। তাই দিল্লি তার আস্তিনে রেখে দিয়েছে তুরুপের তাসটি। ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, উভয় পক্ষ ভারতে অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষস্থানীয় (Indian Goods) সরবরাহকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য মার্কিন বাণিজ্য চুক্তিতে জ্বালানি কেনার বিষয়টি স্থান পেয়েছে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ দর কষাকষি হতে পারে (Donald Trump)।

  • Pakistan: বন্ধ দুই দেশের বাণিজ্য, চাহিদার কারণে অতিরিক্ত কর দিয়ে ঘুরপথে ভারতীয় পণ্য কিনছে পাকিস্তান!

    Pakistan: বন্ধ দুই দেশের বাণিজ্য, চাহিদার কারণে অতিরিক্ত কর দিয়ে ঘুরপথে ভারতীয় পণ্য কিনছে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলোপ সাধন করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এই ঘটনাকে পাকিস্তান (Pakistan) প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করে। এরপরেই ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ঘোষণা করে তারা। সেসময় পাকিস্তান সরকার জানায়, পরবর্তীকালে যদি পরিস্থিতির উন্নতি হয়, তখনই আবার পুনরায় বাণিজ্য শুরু হবে। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেই পুলওয়ামার ভয়ঙ্কর হামলা ঘটে। ঠিক তার দিন কয়েক আগেই মোস্ট ফেভারড নেশনসের তালিকা থেকে ভারত বাদ দিয়ে দেয় পাকিস্তানকে। এমএফএন-র মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি এরপরে ভারত বেশিরভাগ পাকিস্তানি পণ্যের (Pakistan) ওপরে ২০০ শতাংশ শুল্ক আরোপ করে। ভারতের এমন সিদ্ধান্ত ছিল পাকিস্তানের প্রতি একটি শাস্তিমূলক পদক্ষেপ। এরপরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে একেবারে ভাটা পড়ে যায়।

    ২০১৮-১৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিপাক্ষিক বাণিজ্য ছিল ২.৫৬ বিলিয়ন ডলারের

    মোদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে ভারতীয় বাজারে পাকিস্তানি (Pakistan) পণ্যের দাম খুবই বেশি হয়ে যায়। এর ফলে এই সমস্ত পণ্যগুলোর চাহিদা অনেকটাই কমে যায় ভারতের বাজারে। পরিসংখ্যান বলছে ২০১৮-১৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিপাক্ষিক বাণিজ্য ছিল ২.৫৬ বিলিয়ন ডলারের। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য কমেনি বরং বেড়েই যাচ্ছিল এখানে বেশি লাভ ভারতেরই হচ্ছিল। তার কারণ এই মোট বাণিজ্যের দুই বিলিয়ন ডলারেরও বেশি পণ্য বা পরিষেবা ভারত থেকে রফতানি করা হত। অন্যদিকে, পাকিস্তান থেকে আমদানি করা হত এমন পণ্য (Indian Goods) ছিল ৫০০ মিলিয়ন ডলারেরও কম। পাকিস্তান থেকে আমদানি করা হত মূলত সিমেন্ট এবং ফলমূল। জানা যাচ্ছে, ৬০টিরও বেশি জীবনদায়ী ভারতীয় ওষুধ পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় ছিল। সমগ্র পাকিস্তানে এগুলো বহুল ব্যবহৃত হত।

    বাণিজ্যের বদলে সন্ত্রাসবাদকে প্রশয় দিয়েছে পাকিস্তান (Pakistan)

    ২০১৮ সালে বিশ্ব ব্যাঙ্কের একটি প্রতিবেদন বের হয় এবং সেখানে বলা হয় যে ভারত-পাকিস্তানের মধ্যে যদি অবাধ বাণিজ্য চলতে থাকে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই এর পরিমাণ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কিন্তু আদতে দেখা যায় পাকিস্তান ব্যবসার চেয়ে বেশি উৎসাহিত হয় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতেই এবং ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ করতে। এ কারণেই ভারতকে ঘোষণা করতে হয়, বাণিজ্য ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।

    ঘুরপথে পণ্য যাচ্ছে পাকিস্তানে

    বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে পাকিস্তান সরকার আসলে নিজেদের নাকই কেটেছে। তার কারণ হল পাকিস্তানে বর্তমানে ভারতীয় পণ্যের চাহিদা বিপুল রয়েছে। ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্য না হলেও পাকিস্তানে ভারতের পণ্য দুবাই, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা হয়ে ঘুর পথে ঢুকছে। এর জন্য পাকিস্তানকে অতিরিক্ত পঁচিশ শতাংশ বেশি দামে জিনিস কিনতে হচ্ছে। গত সপ্তাহে এমনই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে ফ্রাইডে টাইমস নামের একটি জার্নাল। বেশিরভাগ পাকিস্তানি বিশ্লেষকই মনে করছেন, পাকিস্তানেরই ভালো হত যদি ভারতের সাথে বাণিজ্য বন্ধ না হত।

    কী বলছে পরিসংখ্যান

    খুব সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে। ওই তথ্যে উঠে এসেছে, ২০২৫ সালের মার্চে ঘুর পথে পাকিস্তান ২৬.৮ মিলিয়ন ডলার মূল্যের ভারতীয় পণ্য আমদানি করেছে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে এই পরিমাণ বেড়ে হয়েছিল ২০.৯৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরেই পণ্য আমদানি বেড়েছে ২৮ শতাংশ। এতেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান সরাসরি বাণিজ্য বন্ধ করলেও সে দেশে ভারতের ব্যবসা বন্ধ হয়নি এবং উত্তরোত্তর তা বৃদ্ধি পেয়েই চলেছে।

    সরাসরি চিনি আমদানি করতে চেয়েছিলেন ইমরান, হয়নি কার্যকর

    ভারতীয় পণ্যের চাহিদার কারণে বিগত কয়েক বছর ধরে পাকিস্তান অনেক চেষ্টাই চালাচ্ছে যাতে আবার বাণিজ্য শুরু করা যায়। কিন্তু ভারত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। ২০২৪ সালে লন্ডনে বসে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিদেশ মন্ত্রী ইশাক ডর এবং তাঁর রাজনৈতিক গুরু নওয়াজ শরিফ ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্য যাতে শুরু হয়, তার পক্ষে সওয়াল করেন। এর আগে ২০২১ সালে তৎকালীন পাকিস্তান এ প্রধানমন্ত্রী ইমরান খানও পরিকল্পনা করেছিলেন ভারত থেকে চিনি আমদানি করার। কিন্তু যাই হোক এগুলো কোনওটাই কার্যকরী হয়নি।

    কী বলছেন ইসলামাবাদের অর্থনৈতিক বিশ্লেষক

    ইসলামাবাদের একজন অর্থনৈতিক বিশ্লেষক কুরেশি জানাচ্ছেন, ভারতীয় পণ্য জাহাজের মাধ্যমে পাকিস্তানের ঢুকছে। দুবাই, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কা হয়ে। এটি অনেকটাই ব্যয়বহুল। এর জন্য ১৫ থেকে ২৫ শতাংশ অতিরিক্ত কর দিতে হচ্ছে। কিন্তু ভারতীয় পণ্যের চাহিদা একেবারেই কমেনি পাকিস্তানে। প্রসঙ্গত গত মার্চ মাসেই অর্থনৈতিক বিশ্লেষক কুরেশি নিজের এক্স মাধ্যমে এটি পোস্টও করেছেন।

LinkedIn
Share