Tag: Indian High Commission

Indian High Commission

  • Khalistani Protests: লন্ডনেও ভারত-বিরোধী বিক্ষোভ খালিস্তানপন্থীদের, কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের

    Khalistani Protests: লন্ডনেও ভারত-বিরোধী বিক্ষোভ খালিস্তানপন্থীদের, কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী নেতা নিজ্জর খুনের রেশ গড়াল ‘ফাইভ আইজ অ্যালায়েন্স’-এর আর এক সদস্য রাষ্ট্রে। সোমবার লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে জড়ো হয় কয়েকশো খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী। সেখানে নিজ্জর খুনের প্রতিবাদ জানানোর (Khalistani Protests) পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম খালিস্তানের দাবি তোলে তারা। লন্ডন পুলিশের তৎপরতার কারণেই বিক্ষোভকারীরা ভারতীয় হাই কমিশনে হামলা চালাতে পারেনি। তবে, এই ঘটনার জেরে ব্রিটেনে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত সমাজে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

    স্কটল্যান্ডে ভারতীয় হাই কমিশনারের ওপর হামলা

    এর আগে, শনিবার ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীকে স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে ঢুকতে বাধা দিয়েছিল খালিস্তানপন্থীরা। এবার বিক্ষোভ দেখানো হল ইন্ডিয়া হাউসের সামনে। এই বিক্ষোভের নেপথ্যে ভারতে নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র সমর্থকরা (Khalistani Protests) জড়িত বলে অনুমান। 

    ভারতীয় হাই কমিশনের বিবৃতি

    এদিকে, লন্ডনের ভারতীয় হাই কমিশনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কট্টরপন্থীরা ইচ্ছাকৃতভাবে গুরুদ্বার কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনায় বাধা দেয়। তাঁদের মধ্যে একজন জোর করে হাই কমিশনার ও কনসাল জেনারেল বিক্রম দোরাইস্বামীর গাড়ির দরজা খোলার চেষ্টা করে। গুরুদ্বার কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। ওই গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করার কথা ছিল।

    ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে, “যেভাবে দোরাইস্বামীর গাড়ির দরজা ধরে টানাটানি করা হয়েছে, তাতে বড় বিপদের আশঙ্কা ছিল। দরজা খুলে গেলে অবশ্যই তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হত। বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। বিষয়টি ব্রিটিশ পুলিশের গুরুত্ব দিয়ে দেখা উচিত।” ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বিষয়টি ভারতীয় দূতাবাস জানিয়েছে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসকে।

    আরও পড়ুুন: ‘৪০ জন কূটনীতিককে সরাও, নাহলে…’, সংঘাতের আবহে কানাডাকে বলল ভারত

    এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন গুরুদ্বার কর্তৃপক্ষ। অভিযুক্তদের (Khalistani Protests) বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে ব্রিটেনের ঋষি সুনকের সরকার। তার পরেই গুরুদ্বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন স্কটল্যান্ড পুলিশের তদন্তকারীরা। গুরুদ্বারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকেও অভিযুক্তদের চিহ্নিত করতে চাইছেন তাঁরা। স্কটল্যান্ড পুলিশের মুখপাত্র জানান, “২৯ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ গ্লাসগোর অ্যালবার্ট ড্রাইভ থেকে অশান্তির খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে বাহিনী পাঠানো হয়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ঘটনার গুরুত্ব বুঝে নিয়ে সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে। আশা করছি, আমরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছব।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Geetika Srivastava: এই প্রথম মহিলা প্রধান! পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের নেতৃত্বে গীতিকা শ্রীবাস্তব

    Geetika Srivastava: এই প্রথম মহিলা প্রধান! পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের নেতৃত্বে গীতিকা শ্রীবাস্তব

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবারের জন্য পাকিস্তানে ভারতীয় মিশনের নেতৃত্ব দিতে চলেছেন একজন মহিলা কূটনীতিক। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের পরবর্তী প্রধান (চার্জে দ্য’ফেয়ার) হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব (Geetika Srivastava)। সোমবার বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে। ২০০৫ সালের আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) ব্যাচের আধিকারিক গীতিকা বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) পদে রয়েছেন।

    প্রথম গীতিকা 

    সরকারি সূত্রের খবর, ইসলামাবাদের বর্তমান ভারতীয় ‘চার্জে দ্য’ফেয়ার’ অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত সুরেশ কুমার শীঘ্রই দিল্লিতে ফিরে আসবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন গীতিকা। উল্লেখ্য, পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনও হাইকমিশনার নেই। এই আবহে হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ‘চার্জে দ্য’ফেয়ার’ গীতিকা। এই প্রথম কোনও মহিলাকে এই পদে নিযুক্ত করা হচ্ছে। ২০১৯ সালের অগাস্ট থেকেই দিল্লি পাক হাইকমিশন এবং ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কোনও হাই কমিশনার নেই। জম্মু ও কাশ্মীরের থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরই ভারতের সঙ্গে কূটনৈতিক স্টেটাস নামিয়ে এনেছিল পাকিস্তান। 

    আরও পড়ুন: ‘‘চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন’’! মমতার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

    কে এই গীতিকা শ্রীবাস্তব?

    গীতিকা বর্তমানে বিদেশ মন্ত্রকের (MEA) সদর দফতরে যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ইন্দো-প্যাসিফিক বিভাগের দেখাশোনার দায়িত্বে রয়েছেন। বিদেশি ভাষা প্রশিক্ষণের অংশ হিসাবে ম্যান্ডারিন শিখেছিলেন গীতিকা। সেই কারণেই ২০০৭-২০০৯ সাল পর্যন্ত বেজিংয়ে ভারতীয় দূতাবাসে কাজ করেছেন এই আইএফএস অফিসার। তিনি কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং বিদেশ মন্ত্রকে ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক হিসাবেও কাজ করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি নয়াদিল্লির পাক হাই কমিশনের দায়িত্বে সলমন শরিফের বদলে এসেছেন সাদ ওয়ারিচ। তিনি পাক বিদেশ মন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং তুরস্ক ডেস্কের পরিচালক পদে ছিলেন। ১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার হিসেবে কোনও মহিলাকে দায়িত্ব দেয়নি ভারত। সেই রেকর্ড ভাঙলেন গীতিকা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Indian Flag: লন্ডনে ভারতীয় দূতাবাস থেকে তিরঙ্গা নামাল খালিস্তানপন্থীরা, কড়া প্রতিক্রিয়া ভারতের  

    Indian Flag: লন্ডনে ভারতীয় দূতাবাস থেকে তিরঙ্গা নামাল খালিস্তানপন্থীরা, কড়া প্রতিক্রিয়া ভারতের  

    মাধ্যম নিউজ ডেস্ক: লন্ডনে ভারতীয় দূতাবাস থেকে ভারতের জাতীয় পতাকা (Indian Flag) টেনে নামিয়ে দিল খালিস্তানপন্থীরা (Khalistanis)। রবিবারের ওই ঘটনার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত (India)। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস যেহেতু এই মুহূর্তে দিল্লিতে নেই, তাই তলব করা হয়েছে ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে। খালিস্তানপন্থীরা কীভাবে নিরাপত্তার ফাঁক গলে ভারতীয় দূতাবাসে গিয়ে জাতীয় পাতাকা নামিয়ে দিয়েছিল, তার কৈফিয়ত তলব করা হয়েছে।

    জাতীয় পতাকার (Indian Flag) অবমাননা…

    রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে একজন খালিস্তানপন্থী জাতীয় পতাকা (Indian Flag) নামিয়ে দিচ্ছে। এই ভিডিওর প্রেক্ষিতেই তলব করা হয়েছে ক্রিস্টিনাকে। ভারত সরকারের তরফে এও জানতে চাওয়া হয়েছে, লন্ডনের পুলিশ প্রশাসন ও নিরাপত্তারক্ষীরা সেই সময় কোথায় ছিল? ভারত বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী গতিবিধি রোধ করতে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ করছে, তাও জানতে চাওয়া হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনে ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ ও কর্মীদের নিরাপত্তার বিষয়ে ব্রিটিশ সরকারের উদাসীনতাকে অগ্রহণযোগ্য মনে করছে ভারত সরকার।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করি, আজকের ঘটনার সঙ্গে জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করবে ব্রিটিশ সরকার। দোষীদের বিচারের জন্য অবিলম্বে পদক্ষেপ করা হবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি আমরা। ঘটনার নিন্দা করেছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসও। রবিবারের ঘটনার (Indian Flag) প্রেক্ষিতে এক ট্যুইট-বার্তায় তিনি লেখেন, লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ও কর্মীদের সঙ্গে আজ যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই আমি। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

    আরও পড়ুুন: নিজের মাতৃভাষা কখনও ভুলোনা, তরুণদের বার্তা অমিত শাহের

    প্রসঙ্গত, খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের গ্রেফতারিকে কেন্দ্র করে শিখ ফর জাস্টিস নামের একটি সংগঠন বিদেশের মাটিতে শুরু করেছে অনৈতিক কার্যকলাপ। তবে বিদেশের মাটিতে খালিস্তানপন্থীদের কার্যকলাপের উদাহরণ এই প্রথম নয়। এর আগেও কানাডার একাধিক মন্দিরে হামলা চালিয়েছে খালিস্তানিরা। মন্দির গাত্রে লিখে দেওয়া হয়েছে ভারত বিরোধী স্লোগান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Hindu Temple Attacked in UK: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

    Hindu Temple Attacked in UK: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: লেস্টারে (Leicester) ভারতীয় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা করল ব্রিটেনে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian High Commission)। ঘটনার সঙ্গে অভিযুক্তদের দ্রুত কড়া শাস্তি দাবি করেছে হাই কমিশন। রবিবার লেস্টারের একটি হিন্দু মন্দিরে  ভাঙচুর (Hindu temple vandalized) চালায় জেহাদিরা। মন্দিরের চূড়ার পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে। 

    ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে বলা হয়েছে, “লেস্টারে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ হিন্দু প্রতীকের অবমাননা করা হয়েছে এবং সংশ্লিষ্ট হিন্দু মন্দিরটি ভাঙচুর চালানো হয়েছে৷ আমরা সেই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছি ৷ আমরা বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলব৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ আমরা আমাদের এই দাবি প্রশাসনকে জানাব৷ দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেই আবেদনও রাখব ৷ যাঁরা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, প্রশাসনকে বলব, তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক৷” 

    আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

    জানা গিয়েছে অগাস্ট মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত হয়। ক্রিকেট ম্যাচ ঘিরে পূর্ব ইংল্যান্ডের এই শহরে হঠাতই উত্তেজনা ছড়ায়। এই সময়ও এলাকায় বসবাসকারী ভারতীয়দের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। তাতে দেখা গিয়েছে, লেস্টারের পুলিশ দুই গোষ্ঠীর লোককে আটকানোর চেষ্টা করছে। দুই পক্ষকেই একে অপরের দিকে কাঁচের বোতল ছুঁড়তে দেখা যায় সেই ভিডিওতে। এছাড়া কিছু লোককে লাঠি হাতেও দেখা যায়।  

    তখনকার মতো অশান্তি খানিকটা ঠাণ্ডা হলেও, কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্টকে কেন্দ্র করে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে, গত শনিবার সন্ধে থেকে অশান্তি আবার মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। রবিবার রাতে লেস্টারে বসবাসকারী পাকিস্তানি জনগোষ্ঠীর কিছু মানুষ বেলগ্রেভ রোডের ওই মন্দিরের উপর হামলা চালায় বলে অভিযোগ। 

    ঘটনায় ইতিমধ্যে ৪৭ জনকে আটক করেছে লেস্টার পুলিশ। এদের মধ্যে ২০ বছর বয়সী এক যুককে ১০ মাসের জেলের সাজা দেওয়া হয়েছে। লেস্টার আদালতে আত্মসমর্পন করেন আমোস নরোনহা নামের ওই যুবক। তাঁর কাছে অস্ত্র ছিল বলেও স্বীকার করেছেন তিনি। 

    আরও পড়ুন: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Smoking Kali Controversy: ‘স্মোকিং কালী’ পোস্টার বিতর্ক, চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এফআইআর দিল্লি, ইউপি পুলিশের

    Smoking Kali Controversy: ‘স্মোকিং কালী’ পোস্টার বিতর্ক, চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এফআইআর দিল্লি, ইউপি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: লীনা মণিমেকালাই (Leena Manimekalai)- এর ডক্যুন্টারি ফিল্ম ‘কালী’র পোস্টার নিয়ে ইতমধ্যেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ২ জুলাই ছবিটির পোস্টার মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে দেবী কালীকে ধূমপান (Smoking Kali) করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, তাঁর এক হাতে ত্রিশূল এবং অন্য হাতে এলজিবিটি সম্প্রদায়ের রঙিন পতাকা। এ দুটি বিষয় নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। পোস্টারটি মুক্তি পেতেই  সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। লীনা মণিমেকালাইয়ের গ্রেফতারির দাবিও করেছেন অনেকে। 

    আরও পড়ুন: মোদির উপহারে দেশীয় শিল্পের ছোঁয়া! অভিভূত রাষ্ট্রনেতারা

    [tw]


     [/tw]

    #arrestleenamanimekalai ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। নির্মাতারা পোস্টারে দেবী কালীকে অপমান করেছেন বলে অভিযোগ রয়েছে। লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

    আরও পড়ুন: দুই বন্ধুর চায়ে পে চর্চা! জি-৭ বৈঠকে আলাপচারিতায় মোদি-মাক্রঁ  

    লীনা মণিমেকালাই তাঁর তথ্যচিত্রের পোস্টারটি শেয়ার করে বলেছিলেন যে ছবিটি কানাডা চলচ্চিত্র উৎসবে (কানাডা রিদমস) মুক্তি পেয়েছে। এবার এই বিতর্কিত পোস্টারের বিষয়ে বিবৃতি জারি করল কানাডায় অবস্থিত ভারতীয় হাই কমিশন। কানাডা প্রশাসনকে বিষয়টির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়। 

    [tw]


    [/tw]

    বিবৃতিতে জানানো হয়, কানাডার হিন্দু সম্প্রদায়ের নেতাদের কাছ থেকে অভিযোগ এসেছে। হিন্দু সম্প্রদায়গুলিকে জানানো হয়েছে যে, হাই কমিশনের তরফ থেকে কানাডা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। এছাড়াও কানাডা চলচ্চিত্র উৎসব কমিটিকেও ছবিটি তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

    ছবির নির্দেশক লীনা মণিমেকালাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইউপি পুলিশ। ইচ্ছাকৃত ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ায় আইপিসির 120-B, 153-B, 295, 295-A, 298, 504, 505(1)(b), 505(2), 66 এবং 67 ধারায় মামলা রুজু করা হয়েছে।

    রাজনীতিবিদরাও বিষয়টিতে সরব হয়েছেন। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা বিনীত গোয়েঙ্কা (Vinit Goenka)। ট্যুইটে ট্যুইটার কর্তৃপক্ষকে ট্যাগ করে লেখেন, “যারা মা কালীকে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করেন তাঁদের জন্যে এই ট্যুইটটি অপমানজনক। এইভাবে মা কালীকে প্রদর্শন করা শুধু হিন্দু নয় সব ভারতীয়দের অপমান। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এই ট্যুইট। আমি অবাক হয়ে যাচ্ছি এখনও কেন এই ট্যুইট তুলে নেওয়া হয়নি!” 

    [tw]


    [/tw]

    স্রোতের বিপরীতে গা ভাসিয়ে ছবি নির্মাতাকে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন, “আমার কাছে মা কালী মাংসভোজী, মদ পান করা একজন দেবী।”

    [tw]


    [/tw]

     এই ‘স্মোকিং কালী’ বিতর্ক নিয়ে ট্যুইট যুদ্ধে লিপ্ত হয়েছে নেট পাড়াও। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্টারে অমিত শাহ এবং পিএমও-কে ট্যাগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

    [tw]


    [/tw]

    অন্য একজন ব্যবহারকারী লিখেছেন – “লজ্জা, আপনি মা কালীর যে প্রকৃতি দেখিয়েছেন তা আপনার, মা কালীর নয় এবং মা কালী নিজেই এর জন্য আপনাকে শাস্তি দেবেন। এই অপকর্মের জন্য আপনি ক্ষমার অযোগ্য।”

    [tw]


    [/tw]

     

  • Sri Lanka Crisis: কলম্বোয় আক্রান্ত দূতাবাস আধিকারিক, অ্যাডভাইজরি জারি ভারতীয় হাই কমিশনের

    Sri Lanka Crisis: কলম্বোয় আক্রান্ত দূতাবাস আধিকারিক, অ্যাডভাইজরি জারি ভারতীয় হাই কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় ভারতীয় ভিসা সেন্টারের এক উচ্চপদস্থ আধিকারিক কর্মী আক্রান্ত হওয়ার পরই সেদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ অ্যাডভাইজরি জারি করল নয়াদিল্লি।

    রাজনৈতিক টানাপোড়েনে বিপর্যস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। অর্থনৈতিক বিপর্যয়ের জেরে জ্বলছে দ্বীপরাষ্ট্র। জনতার রোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট আশ্রয় নিয়েছেন সিঙ্গাপুরে। এর মধ্যেই আজ বুধবার ভারতের এই প্রতিবেশী দেশে রাষ্ট্রপতি নির্বাচন। সমবারই শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)।    

    আরও পড়ুন: শ্রীলঙ্কা ইস্যুতে আজ সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের

    এদিকে কোনওরকম উস্কানি ছাড়াই শ্রীলঙ্কায় কর্মরত এক ভারতীয় আধিকারিকের ওপর হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ অবস্থায় শ্রীলঙ্কা নিবাসী ভারতীয়দের জন্যে অ্যাডভাইজরি জারি করল ভারতীয় হাইকমিশন। অ্যাডভাইজরিতে বলা হয়, “শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি দেখে ভারতীয়দের অনুরোধ করা হচ্ছে, সমস্তরকম খবরাখবর নিয়ে আপনারা পরবর্তী পরিকল্পনা করুন। প্রয়োজনে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।” 

    আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি ব্যবস্থা জারি রনিল বিক্রমাসিংঘের, সিঙ্গাপুরেও স্বস্তিতে নেই গোতাবায়া 

    [tw]


    [/tw]

    আরও একটি ট্যুইটে জানানো হয়, “ভারতীয় ভিসা সেন্টারের এক আধিকারিক গতকাল রাতে কলম্বোয় বিক্ষোভকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শ্রীলঙ্কা কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বিষয়টি।”

    জ্বালানী ও খাদ্যের অভাবে গত কয়েকমাস ধরেই চরম সংকটে শ্রীলঙ্কা। এই অবস্থায় ভয়ংকর আকার ধারণ করে জনরোষ। রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি আন্দাজ করে রাজপ্রাসাদ ছাড়েন প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন। গত সপ্তাহেই রাষ্ট্রপতি পদ ছাড়েন গোতাবায়া। রাজাপক্ষ পরিবারের একাধিক সদস্য শ্রীলঙ্কার সরকারের বিভিন্ন পদে ছিলেন। 

LinkedIn
Share