Tag: Indian Hockey

Indian Hockey

  • Asian Champions Trophy: হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারাল ভারত

    Asian Champions Trophy: হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) লিগ পর্বে অপরাজিতই রইল ভারতীয় হকি দল। পিছিয়ে পড়েও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতরা। শনিবার পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারাল তারা। ক্রিকেটের ২২ গজ হোক বা হকির অ্যাস্ট্রোটার্ফ, ভারত-পাকিস্তান (India Beats Pakistan) মানেই হাড্ডাহাড্ডি লড়াই। চিন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টানা সহজ জয়ের পরও পাকিস্তানের বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে লড়াই করতে হল ভারতীয় হকি দলকে।

    দুরন্ত ভারত 

    এদিন হরমনপ্রীতদের চাপ বাড়িয়ে দেয় ৮ মিনিটে পাকিস্তানের গোল। মাঝমাঠ থেকে শাহিদ ‘ডি’র মধ্যে বল দেন আহমেদ নাদিমকে। গোল করতে ভুল করেননি তিনি। এর আগে ৫ মিনিটেও গোলের সহজ সুযোগ পেয়েছিল পাকিস্তান। বল দখলের লড়াইয়ে হরমনপ্রীতকে পরাস্ত করেও গোল করতে পারেননি শাকিল। প্যারিস অলিম্পিক্সের পদকজয়ীরা পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি। পাল্টা আক্রমণ করে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় ভারত। দলকে জেতালেও অল্পের জন্য পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা হল না হরমনপ্রীতের। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার পায় ভারত। নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকেই দলকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং (Asian Champions Trophy)। 

    ছন্দে হরমনপ্রীত

    সদ্য সমাপ্ত অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল হরমনপ্রীতের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Asian Champions Trophy) সেই ধারা বজায় রাখলেন এই তারকা হকি খেলোয়াড়। পাকিস্তানের বিরুদ্ধে দলকে শুধু সমতায় ফেরালেনই না, দ্বিতীয় গোল করে এগিয়েও দিলেন সেই হরমনপ্রীতই। দ্বিতীয় কোয়ার্টারে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও ভারতের হয়ে গোল করে যান স্ট্রাইকার হরমনপ্রীত সিং। অলিম্পিক্সে ভারতের গোল মেশিন ছিলেন তিনি। প্রতিযোগিতা বদলালেও তিনি যে নিজের ছন্দ বজায় রেখেছেন সেটা পাক গোলরক্ষককে দ্বিতীয়বার পরাস্ত করে বুঝিয়ে দিলেন ২৮ বছর বয়সি এই পঞ্জাব তনয়। প্রথম ম্যাচে চিনকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারায় হরমনপ্রীত সিংয়ের দল। তৃতীয় ম্যাচে মালেশিয়াকে ৮-১ এবং চতর্থ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। পাকিস্তানের (India Beats Pakistan) বিরুদ্ধেও ভারতের জয়ের ধারা অব্যাহত রইল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indian Hockey: পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলতে ভ্যালেন্সিয়া গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল

    Indian Hockey: পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলতে ভ্যালেন্সিয়া গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলতে ভ্যালেন্সিয়া গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় আরও চারটি দল হল স্পেন, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম। এই টুর্নামেন্ট চলবে ১৫ থেকে ২২ ডিসেম্বর। ভারতের দুই দলই তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ তারিখ স্পেনের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে আন্তর্জাতিক ক্রম তালিকায় নিজেদের স্থান উপরে নিয়ে যাওয়াই লক্ষ্য হরমনপ্রীতের ছেলেদের। অন্যদিকে মহিলা হকি দল অলিম্পিকের যোগ্যতা নির্ধারণী পর্বে খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায়। 

    ভারতীয় দল তাঁদের দ্বিতীয় ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ ডিসেম্বর। চলতি মাসের ১৯ তারিখ খেলবে জার্মানির বিপক্ষে। ২০ ও ২১ তারিখ যথাক্রমে ছেলে ও মেয়েরা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। 

    জুনিয়র হকি বিশ্বকাপ

    জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের সফর শেষ হল ভারতীয় মহিলা দলের। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে ম্যাচ জিতল ভারত। ফলে নবম স্থানে শেষ করল ভারতীয় দল। মালয়েশিয়ায় আয়োজিত হকি মেন্স জুনিয়র বিশ্বকাপে (Mens Jounior World Cup Hockey) কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। পুল সি-তে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করল জুনিয়র ভারতীয় হকি দল। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমসে জোড়া পদকের সামনে বাংলার মেয়ে প্রণতি! হকিতে ১৬ গোল ভারতের

    Asian Games 2023: এশিয়ান গেমসে জোড়া পদকের সামনে বাংলার মেয়ে প্রণতি! হকিতে ১৬ গোল ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) জোড়া পদকের সামনে বাংলার মেয়ে প্রণতি নায়েক। ২৭ সেপ্টেম্বর প্রণতি আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অলরাউন্ডের ফাইনালে এবং ২৮ সেপ্টেম্বর তিনি ভল্টের ফাইনালে নামবেন। এবারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে তিনিই ভারতের একমাত্র প্রতিযোগী। সোমবারের দিনটা চলতি এশিয়ান গেমসে চিনের হাংঝাউতে বেশ ভালোই কেটেছে ভারতের। মাল্টি স্পোর্টস ইভেন্টের প্রথম দিন ভারতে এসেছিল ৫টি পদক। এশিয়াডের দ্বিতীয় দিন আসে আরও ৬টি পদক। যার মধ্যে এসেছে শ্যুটিং ও ক্রিকেটে সোনা। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শেষে পদক তালিকায় ৬ নম্বরে রয়েছে ভারত। ২টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ এসেছে। 

    হকিতে দাপটে জয়

    মঙ্গলবারও শুরুটা ভাল হয়েছে ভারতের। সিঙ্গাপুরকে ১৬ গোল দিয়েছে ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬ গোল। ফল হয়েছিল ১৬-০। দ্বিতীয় ম্যাচে ফল ১৬-১। এই সামান্য পরিবর্তন না থাকলে মনে হত যেন গত ম্যাচের রিপিট টেলিকাস্ট দেখছেন। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) দাপট দেখিয়ে জয় যেন ভারতীয় পুরুষ হকি দলের এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। মঙ্গলবার পুল এ ম্যাচে সিঙ্গাপুরকে দাঁড়াতেই দেননি হরমনপ্রীত সিং, বিবেক প্রসাদ, মনপ্রীত সিং, ললিত উপাধ্যায়রা। ভারতীয় পুরুষ হকি দল আগামী বৃহস্পতিবার ডিফেন্ডিং এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে খেলবে।

    প্রণতির সাফল্য

    ২৩ সেপ্টেম্বর নিজের অভিযান শুরু করেছিলেন প্রণতি নায়েক। আর ২৫ সেপ্টেম্বর তা পূর্ণতা পেল ফাইনালে পৌছানোর মধ্যে দিয়ে। সাবডিভিশন ৩-এ প্রণতি সেরা আট জনের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে ভল্টের ফাইনালে ওঠেন। তাঁর মোট পয়েন্ট ১২.৭১৬। অল রাউন্ড বিভাগে যে ১৮ জন ফাইনালে উঠেছেন, তাঁদের মধ্যেও জায়গা করে নেন প্রণতি। ফাইনাল আগামী বুধবার। ভল্টে প্রথম বারে ১২.৮৬৬ স্কোর করেন প্রণতি। পরের বারে তাঁর পয়েন্ট হয় ১২.৫৬৬। এর ফলে ১২.৭১৬ গড় করে তিনি ফাইনালে ওঠেন।

    মেয়ের সাফল্যে খুশি প্রণতির পরিবার। গরিব ঘরের মেয়ে। প্রতিদিন ঠিকমতো খাওয়ারও জোটেনি। তবু লক্ষ্যে অবিচল থেকে এই সাফল্য। ইতিমধ্যেই মেয়ে ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানান প্রণতির বাবা শ্রীমন্ত।

    আরও পড়ুন: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের

    আজকের খেলা

    ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ তৃতীয় দিন। আজ এশিয়াডের তৃতীয় দিনে মোট ১৫টি খেলায় দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। তার মধ্যে ১০৯ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে। সাঁতার, বক্সিং, দাবা, সাইক্লিং, ইস্পোর্টস, ইকুস্ট্রিয়ান, ফেন্সিং, হকি, জুডো, সেইলিং, শুটিং, স্কোয়াশ, টেনিস, উসু ও ভলিবলে পারফর্ম করবেন ভারতের একাধিক অ্যাথলিট। এছাড়া আজ মেয়েদের স্কোয়াশে ও পুরুষদের ভলিবলে মুখোমুখি ভারত ও পাকিস্তান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share