Tag: Indian Hockey Team

Indian Hockey Team

  • Junior Asia Cup Hockey 2024: পঞ্চম বার খেতাব জয়! পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত

    Junior Asia Cup Hockey 2024: পঞ্চম বার খেতাব জয়! পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: হকির টার্ফে পাকিস্তানকে হারিয়ে ফের একবার এশিয়া চ্যাম্পিয়ন ভারতের ছোটরা (Junior Asia Cup Hockey 2024)। বুধবার, জুনিয়র এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারাল ভারত। এই টুর্নামেন্টে জয়ের ফলে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারতের জুনিয়র হকি দল।

    একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই

    অরিজিত সিং হুন্ডাই জয়ের নায়ক। চার-চারটি গোল করেন তিনি। দিলরাজ সিং করেন অপর গোল। পাকিস্তানের (India beats Pakistan) হয়ে সুফিয়ান খান দুটি  এবং হান্নান শাহিদ একটি গোল করেন। প্রায় গোটা ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হল দু’দলের মধ্যে। ম্যাচের শেষ ১০ মিনিট আগ্রাসী খেলে এক তরফা ভাবে ম্যাচ বের করে নেয় ভারত। 

    তবে ভারত পাঁচ-পাঁচটি গোল দিলেও ফাইনালের শুরুটা ভাল করতে পারেনি। ম্যাচের ৪ মিনিটে হান্নান শহিদের গোলে এগিয়ে যায় পাকিস্তান। যদিও তারা বেশি ক্ষণ লিড ধরে রাখতে পারেনি। গোল খাওয়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ভারত। ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান অরিজিত। কিন্তু গোল হজম করার এক মিনিটের মধ্যেই ভারত ম্যাচে ফিরে আসে দুর্দান্ত ভাবে। কিছুক্ষণের মধ্যেই ভারত ব্যবধান বাড়িয়ে করে ফেলে ৩-১। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। ভারতের রক্ষণকে ব্যস্ত রাখার চেষ্টা করেন পাকিস্তানের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। শুরু হয় কিছুটা গা জোয়ারি হকি। এ সময় দু’দলের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারে ম্যাজিক দেখান অরিজিৎ সিং। দুটি গোল করে কাপ নিয়ে আসেন নিজেদের সাজঘরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: এল ব্রোঞ্জ পদক, প্যারিস অলিম্পিক্সে পুনর্জন্ম ভারতীয় হকির, কোন পথে সাফল্য?

    Paris Olympics 2024: এল ব্রোঞ্জ পদক, প্যারিস অলিম্পিক্সে পুনর্জন্ম ভারতীয় হকির, কোন পথে সাফল্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে ফের বাজিমাত। প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) হকিতে ব্রোঞ্জ আনল ভারতীয় পুরুষ দল। এ দিন ব্রোঞ্জের ম্যাচে স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে যায় ভারত। এর আগে টোকিও অলিম্পিক্সেও ব্রোঞ্জ এসেছিল ভারতীয় হকি দলের (Indian Hockey Team) ঝুলিতে। এবার প্যারিসও ব্রোঞ্জ এল। একই সঙ্গে এবারের অলিম্পিক্সে চতুর্থ পদক জিতে নিল ভারত। হকিতে অলিম্পিক্সের মঞ্চে এই নিয়ে ১৩তম পদক জিতে নিল ভারতীয় হকি দল। ১৯৬৮ ও ১৯৭২ পরপর দুবার অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত।  এর পর ৫২ বছর পর ফের টানা দুটো অলিম্পিক্সে পদক জিতল টিম ইন্ডিয়া। 

    পুনর্জন্ম ভারতীয় হকির (Indian Hockey Team) 

    স্বাধীনতার আগে এবং পরে হকিতে ভারতের অভূতপূর্ব সাফল্য নজর এড়ায়নি কারওরই। বেশির ভাগ খেলার মতো এটিও ব্রিটিশদের থেকেই শিখেছিল ভারত। তবে ভারতীয়েরা এটি রপ্ত করে নিয়েছিলেন নিজের মতো করে। অলিম্পিক্সে কোনও খেলাধুলোয় ভারতের সর্বাধিক সাফল্য বলতে গেলে সবার আগে আসবে হকির নাম। ক্রিকেট নয়, ভারতকে সর্বপ্রথম গোটা বিশ্বে পরিচিতি দিয়েছিল যে খেলা, তা হকি। তবে এই খেলায় একচ্ছত্র আধিপত্য দেখানোর পর সত্তরের দশক থেকে ভারত হকিতে দুর্বল হতে শুরু করে। ১৯৮০ সালে শেষ বার সোনা। তারপরে ৪১ বছরের খরা কাটিয়ে টোকিয়োয় পদক জয়। আর এবার প্যারিসের সাফল্য প্রমাণ করল, ভারতীয় হকি আবার ঠিক দিকেই এগোচ্ছে। খেলাধুলোর টেকনিক্যাল দিকগুলির কথা বাদ দিলে বলতে হয়, আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই ভারতের সাফল্যের অন্যতম কারণ। 

    কোন পথে এল সাফল্য? (Paris Olympics 2024) 

    প্যারিসে যাওয়ার আগে ভারতীয় দল তিন দিন কাটিয়ে এসেছে আল্পস পর্বতে। বিখ্যাত অভিযাত্রী মাইক হর্নের অনুপ্রেরণা শুনেছেন মনপ্রীত সিংরা। জীবনের কঠিনতম সময়েও কী ভাবে বেঁচে থাকা যায়, সেই গল্প তিরের মতো গেঁথে যায় প্রত্যেকের হৃদয়ে। সঙ্গে ছিলেন মনোবিদ প্যাডি আপটন। দু’জনেই অতীতে ভারতীয় ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন। হকিতে এই জুটি ভারতীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসই বদলে দিয়েছে। 

    আরও পড়ুন: জীবনের সেরা থ্রো করেও অধরা সোনা, রুপো জয়ের পর নীরজকে শুভেচ্ছা মোদির

    প্রধানমন্ত্রীর ফোন 

    পদক (Paris Olympics 2024) জয়ের পরই নরেন্দ্র মোদি ফোনে কথা বলেন ভারতীয় হকি টিমের সঙ্গে। হরমনপ্রীতকে ফোনে প্রধানমন্ত্রী বলেন, ‘কাপ্তান সাহাব’, শুরুতেই এই কথা শুনে মুখে গর্বের হাসি খেলে যায় হরমনপ্রীত সিংয়ের। সতীর্থরাও হেসে ওঠেন। ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং মোদির এ কথাতে যেন একটু লজ্জাও পেলেন। প্রধানমন্ত্রী এদিন আরও যোগ করেন, ”আপনার নেতৃত্ব এবং পুরো টিমের চেষ্টাতেই পদক এসেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, হকিতে আমাদের যে সোনালি অধ্যায় ছিল, তা আবারও আপনারা ফেরাতে চলেছেন।” 

    খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কার ঘোষণা 

    উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতীয় খেলোয়াড়দের ব্রোঞ্জ পদক জয়ের স্বীকৃতিস্বরূপ পুরুষ হকি দলের খেলোয়াড়ের জন্য ১৫ লাখ টাকা এবং সাপোর্ট স্টাফেদের প্রতিটি সদস্যের জন্য ৭.৫ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। এ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং বলেছেন, “ভারতীয় পুরুষ হকি দল আবারও প্যারিসে তাদের অসাধারণ কৃতিত্বের মাধ্যমে দেশকে গর্বিত করেছে। দলের একতা, দক্ষতা এবং অধ্যবসায় সারা দেশের লাখ লাখ হকি ভক্তদের জন্য আনন্দ নিয়ে এসেছে। আমি ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, কিংবদন্তী পিআর শ্রীজেশ এবং পুরো হকি স্কোয়াডকে তাদের ঐতিহাসিক কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই। ভারতে হকির আরও উন্নতির জন্য আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asia Cup Hockey 2022: ১৬-০! ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ হকির ‘সুপার ৪’-এ ভারত

    Asia Cup Hockey 2022: ১৬-০! ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ হকির ‘সুপার ৪’-এ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey 2022) ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল জয়লাভ করল ভারত (India)। অবিশ্বাস্য ১৬ গোল করে সুপার ফোরে জায়গা করে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)।

    শুধু ইন্দোনেশিয়াকে হারানোই নয়, বরং ১৬-০ গোল ব্যবধানে হারিয়ে একটি বড় লক্ষ্য অর্জন করতে পেরেছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু তাদের লক্ষ্য অর্জনই করেনি বরং ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে মহাদেশীয় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে। 

    গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন জাপানের কাছে ২-৫ হারার পর ভারতীয় দলের কাছে পরের পর্বে যাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়েছিল।

    ভারতের সামনে একমাত্র এই একটিই সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার জন্য। অন্যদিকে ইন্দোনেশিয়া জাপানের কাছে ০-৯ এবং পাকিস্তানের কাছে ০-১৩ ব্যবধানে পরাজিত হয়েছে। ভারতীয় দল অনভিজ্ঞ এবং চাপের মধ্যে থাকলেও বীরেন্দ্র লাকরার নেতৃত্বে দলটি ভারতীয় দল রেকর্ড জয় হাসিল করেছে।

    ভারতীয় হকি দলের কোচ সর্দার সিং বলেন, “সমস্ত কৃতিত্ব খেলোয়াড়দের। তারা বুঝতে পেরেছিল যে আমাদের কী করা দরকার এবং তাই করেছে। সকলেই তরুণ, তাই তাঁদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। আমাদের নিজেদের সেরাটা খেলতে হয়েছিল এবং প্রত্যেকেই তাদের ১০০ শতাংশ দিয়ে তাই করেছে।”

    ভারতের জয়ের ফলে, প্রতিবেশী দেশ পাকিস্তানকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের ২০২৩ বিশ্বকাপে যাওয়ার আশাও শেষ করে দিয়েছে ভারত। জাপান ৯ পয়েন্ট নিয়ে পুলে শীর্ষে রয়েছে। এশিয়া কাপ একটি বিশ্বকাপ বাছাইপর্ব হওয়ার কারণে শীর্ষ- তিন দল, আগামী বছর ওড়িশায় হকি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে।

    জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া সুপার ৪-এ পৌঁছেছে এবং ভারত ইতিমধ্যে আয়োজক হিসাবে যোগ্যতা অর্জন করেছে। ইতিহাসে এটি দ্বিতীয়বার যে পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, ২০১৪ তেও ব্যর্থ হয়েছিল তারা। রিও ২০১৬ এবং টোকিও ২০২০-এর শেষ দুটি অলিম্পিকে যেতেও ব্যর্থ হয়েছিল তারা।

    মঙ্গলবার জাপানের বিরুদ্ধে ভারত পেনাল্টি কর্নার পাওয়ার জন্য লড়াই করেছিল, মাত্র দুটি অর্জন করেছিল। কিন্তু বৃহস্পতিবার দিনটি অন্যরকম ছিল, কারণ লাকরা নেতৃত্বাধীন দল ২১টি শর্ট কর্নার অর্জন করেছিল। গোলকিপার জুলিয়াস রুমারোপেন এবং আলম ফাজার ছিলেন টার্ফের সবচেয়ে শক্ত খেলোয়াড়, নিয়মিত ভারতের প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভারত জয়লাভ করতে পেরেছে।

    ডিপসান টিরকে হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করেন। হ্যাটট্রিক করেন সুদেব বেলিমাজ্ঞা। একটি গোল করেন সেলভাম কার্থি। এস ভি সুনীলও দু’টি গোল করেন। নীলম সঞ্জীপ একটি গোল পেয়েছেন। উত্তম সিংও করেছেন একটি গোল। গোল পেয়েছেন পবন রাজভার। হ্যাটট্রিক করেছেন তিনিও। ভারতের হয়ে প্রথম গোল তাঁরই। তিনি প্রথম কোয়ার্টারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুটি গোল করেছেন। ম্যাচের পর রাজভার বলেন, “জিততে পেরে খুব ভালো লাগছে। এটি আমাদের জন্য একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জয় ছিল।”

    আগামী শনিবার সুপার ৪-এর প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। সর্দার বলেন, “বড় ম্যাচ হতে চলেছে এবং অনেক জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।”

  • Asia Cup Hockey 2022: মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করেও এশিয়া কাপ হকি ফাইনালের দোরগোড়ায় ভারত

    Asia Cup Hockey 2022: মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করেও এশিয়া কাপ হকি ফাইনালের দোরগোড়ায় ভারত

    নিউজ মাধ্যম ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2022) হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে (Ind vs Mas) ৩-৩ ব্যবধানে ম্যাচ ড্র করল ভারত (India)। এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে আটকে গেল ভারত। অল্পের জন্য সরাসরি ফাইনালে পৌঁছতে পারল না টিম ইন্ডিয়া।

    তবে শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে জাপানকে পরাজিত করে ভারত।জাপানের কাছে একবার পরাজিত হওয়ার পর সুপার ফোরের প্রথম ম্যাচে তাদের থেকে জয় ছিনিয়ে নিয়ে যেন হারের যোগ্য জবাব দেন ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে আটকে গেল ভারত।

    এদিন ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত ভারত লিডে ছিল। কিন্তু মালয়েশিয়ার প্লেয়ার রাজি রহিম শেষ মুহূর্তে গোল করে ভারতের সঙ্গে ম্যাচ ড্র করে। প্রথম কোয়ার্টার থেকেই ভারত পিছিয়েছিল। কোনও গোলই করতে পারেনি ভারত। অন্যদিকে ১২ মিনিটে গোল করেন রহিম। ছ’মিনিটে একটি পেনাল্টি কর্নার পেয়েছিল মালয়েশিয়া। রহিম ১২, ২১ ও ৫৬ মিনিটে পেনাল্টি কর্ণার পেয়েছিল। অন্যদিকে ভারত দুটি গোল খেয়ে যায়।

    আরও পড়ুন: ১৬-০! ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ হকির ‘সুপার ৪’-এ ভারত

    দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফের গোল করে মালয়েশিয়া। এবারও পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন রহিম। ভারত দ্বিতীয় কোয়ার্টারেও গোল করতে পারেনি। পেনাল্টি কর্ণার পেলেও তা কাজে লাগাতে পারেনি ভারত।

    এরপর তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে বিষ্ণুকান্ত সিংহের গোলে এগিয়ে আসে ভারতীয় দল। এরপর ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল মিস করে ভারত। তৃতীয় কোয়ার্টারের শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত।

    এরপর চতুর্থ কোয়ার্টারে এসভি সুনীল ৫৩ মিনিটে গোল করেন। ২ মিনিট পর নিলাম সঞ্জীপ ৫৫ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে, খেলা শেষের ঠিক তিন মিনিট আগে গোল করে ভারতের বিরুদ্ধে সমতা ফেরায় মালয়েশিয়া।

    আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

    মঙ্গলবার সুপার ফোরের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে।প্রসঙ্গত, সুপার ফোরের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া জাপানকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে এবং প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ার সাথে ২-২ এ ড্র করেছে। বেশি গোলের জন্য দক্ষিণ কোরিয়া সুপার ফোর তালিকার শীর্ষে অবস্থান করছে।

  • Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকিতে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের

    Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকিতে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার জাকার্তায় জাপানকে ১-০ গোলে হারিয়ে এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey 2022) ব্রোঞ্জ পদক জিতে নিল ভারতীয় হকি দল (Indian Hockey team)। মঙ্গলবার সুপার ফোরে দক্ষিণ কোরিয়ার সাথে ৪-৪ ড্রয়ের পরে জাপানকে পরাজিত করে গতবারের চ্যাম্পিয়নরা।

    সাত মিনিটের শুরুতেই রাজকুমার পালের হাত ধরেই ম্যাচের প্রথম গোল আসে। এদিন ম্যাচের শুরু থেকেই ভারতীয় খেলোয়াড়দের আক্রমণাত্মকভাবে খেলতে দেখা যায়। উত্তম সিং, রাজকুমার পালের জন্য সুযোগ করে দিতে জাপানের গোলরক্ষক তাকাশি ইয়োশিকাওয়াকে সুন্দরভাবে ঠেলে দিয়েছিলেন।তারপর তিন মিনিট পরে, ভারতীয়রা দুটি পরপর পেনাল্টি কর্নার পায় কিন্তু গোলে পরিণত করতে ব্যর্থ হয়।

    প্রথম কোয়ার্টারের শেষের সাত মিনিটে জাপান সমতায় আসার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতীয় দল লিডে থাকতে পেরেছিল। একটি গোলে পিছিয়ে থেকেও জাপান আক্রমণ চালিয়ে যায় এবং ২০তম মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে জাপান এবং ভারত উভয়েরই আরও কয়েকটি সুযোগ ছিল কিন্তু উভয় দলই ব্যর্থ হয়।

    জাপান পরে আক্রমণ করতে এসেছিল এবং দ্রুত পরপর আরও দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল জাপান, কিন্তু ভারতীয়দের প্রতিরোধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় জাপান। এরপরে ভারতের কাছেও গোলের সংখ্যা বাড়ানোর সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু রাজকুমার, এসভি সুনীলের ক্লোজ কোয়ার্টার থেকে শট করলে তা ব্যর্থ যায়।

    শেষ দুটো কোয়ার্টারে জাপান ভারতের সমতায় আসার প্রাণপণ চেষ্টা করলেও বীরেন্দ্র লাকরার দল প্রবল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল। ৪৮তম মিনিটে জাপান পরপর তিনটি পেনাল্টি কর্নার পায় কিন্তু ভারতীয় ব্যাকলাইন লঙ্ঘন করতে পারেনি তারা। ৫১তম মিনিটে জাপান আরেকটি পেনাল্টি কর্নার অর্জন করে, কিন্তু ভারতীয়রা আবারও সেই সুযোগ ব্যর্থ করে দেয়। বাকি ম্যাচে জাপান কঠোরভাবে চাপ দিলেও ভারতীয়রা তাদের এক গোলের লিড সফলভাবে রক্ষা করতে সক্ষম হয়। পরের ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।

  • Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

    Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে ইন্দোনেশিয়ার জার্কাতায় (Jakarta) শুরু হতে চলেছে এশিয়া কাপ হকির (Asia Cup Hockey 2022) প্রতিযোগিতা। প্রথম দিনেই ভারতীয় দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। কার্যত টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

    জাকার্তার এশিয়ান গেমস ২০১৮ (Asian Games 2018) যেখানে অনুষ্ঠিত হয়েছিল, সেই একই জায়গা, জিবিকে এরিনা-তেই অনুষ্ঠিত হয়েছে এবছরের এশিয়া কাপ হকি। এশিয়ান গেমসের পুল এ-তে ভারতের (India) সঙ্গে রয়েছে জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। 

    প্রতিযোগিতার প্রথম দিনেই মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে ওমানকে। আবার গ্রুপ বি-এর বাংলাদেশ-এর বিরুদ্ধে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফির বিজয়ী দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমস চ্যাম্পিয়ানস জয়ী জাপান খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ঢাকায় কন্টিনেন্টাল টুর্নামেন্টে ভারত মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। ভারত ও পাকিস্তান উভয় দেশই টুর্নামেন্টে তিনবার জয়লাভ করেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া চারবারের বিজয়ী।

    আরও পড়ুন: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    কব্জির চোটের জেরে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় দলের অধিনায়ক রুপিন্দর পাল সিংকে। তাঁর জায়গায় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র লাকরা। লাকরাকে প্রাথমিকভাবে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তিনি অধিনায়ক হওয়ায়, সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল এসভি সুনীলকে।

    টোকিও অলিম্পিক্সে অসাধারণ খেলা সিমরানজিৎ সিং দীর্ঘ অসুস্থতার পর ফিরে এসেছেন তাঁর দলে। ভারতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয় দ্বিতীয়বারের জন্য অলিম্পিক্স বিজয়ী ও প্রাক্তন অধিনায়ক সর্দার সিং।
    সুনীল বলেন “পাকিস্তানের বিরুদ্ধে খেলায় সবসময়ই চাপ থাকে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও প্রতিযোগিতাই চিত্তাকর্ষক। একজন প্রবীণ খেলেয়াড় হওয়ায় কখনওই আমরা বেশি উত্তেজিত হতে পারি না, নয়তো নবীন খেলেয়াড়রাও চাপের মধ্যে খেলবে। সুতরাং আমাদের এটিকে সাধারণ খেলার মতই নেওয়া উচিত।”

    লাকরা বলেন, “দুটো দলই নবীন। আমাদের ম্যাচ অনুযায়ী খেলা উচিত। যদি পারফরমেন্স ভালো হয়, তবে তার ফলও ভাল হবে। যদি আমরা ভাল খেলি, কনফিডেন্সও বেড়ে যাবে। সুনীল আরও বলেন, “কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া যাবে না। প্রত্যেকটি দল এখানে পরের বছরের ওয়ার্ল্ড কাপে জায়গা করতে এসেছে, তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রধান বিষয় হল আমাদের খেলাকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া।”

    ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ কত তারিখে খেলা হবে?

    সোমবার, ২৩ মে।

    ম্যাচটি কোথায় হবে?

    ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্পোর্টস কমপ্লেক্সে।

    খেলা শুরু কখন?

    খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৫টা।

    কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে?

    ভারতে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস

    লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

    ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে

LinkedIn
Share