Tag: Indian Navy Recruitment 2022

Indian Navy Recruitment 2022

  • Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌসেনায় নিয়োগ, শূন্যপদ ২১২, জানুন বিস্তারিত

    Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌসেনায় নিয়োগ, শূন্যপদ ২১২, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy Recruitment 2022)। এসএসসি অফিসার পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। 

    আবেদন শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে  ৬ নভেম্বর ২০২২। শূন্যপদের সংখ্যা ২০১২। বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের জুনে এই পদগুলিতে নিয়োগ হবে। 

     

    শূন্যপদ: সাধারণ পরিষেবা / হাইড্রো ক্যাডার: ৫৬টি পদ
    এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ৫টি পদ
    নেভাল এয়ার অপারেশনস অফিসার: ১৫টি পদ
    পাইলট: ২৫টি পদ
    লজিস্টিকস: ২০টি পদ
    শিক্ষা: ১২টি পদ 
    ইঞ্জিনিয়ারিং (সাধারণ পরিষেবা): ২৫টি পদ
    বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা): ৪৫টি পদ
    নেভি কনস্ট্রাক্টর: ১৪টি পদ

    আরও পড়ুন: ‘‘সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়…’’, রাজ্য সরকারকে নিশানা সুকান্তর

    যোগ্যতা: এই পদে আবেদনের জন্যে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/ বিটেক/ এমটেক/ সিএসই/ আইটি/ সফটওয়্যার/ সাইবার সিকিউরিটি/ সিস্টেম অ্যাডমিন এবং নেটওয়ার্কিং/ কম্পিউটার সিস্টেম/ নেটওয়ার্কিং/ ডেট অ্যানালিটিক্স/ আর্টিফিশিয়াল সায়েন্স -পাশ হতে হবে। এ ছাড়াও বিসিএ/ বিএসসি -তে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর।  

    বয়সসীমা: যাদের জন্ম ০২ জুলাই ১৯৯৮ থেকে ০১ নভেম্বর ২০০৪-এর মধ্যে তারা ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাবেন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

    নির্বাচন প্রক্রিয়া: ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share