Tag: Indian Oil Recruitment

Indian Oil Recruitment

  • Indian Oil Recruitment: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা

    Indian Oil Recruitment: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনিয়র ল অফিসার এবং ল অফিসার পদে কর্মী নিয়োগের (Indian Oil Recruitment 2022) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল (Indian Oil)। শূন্যপদের সংখ্যা ১৮। বেতনক্রম ৬০,০০০-১,৮০,০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২০২২ সালের ১৪ অগাস্ট। আবেদন করতে কোনও টাকা দিতে হবে না। গ্রেড এ পদের জন্যে আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে সর্বোচ্চ ৩০ হতে হবে এবং গ্রেড এ১ পদের জন্যে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩। 

    আরও পড়ুন: স্টক মার্কেটে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করলে ফলবে সোনা, জানুন কীভাবে

    জেনে নিন এ বিষয়ক কিছু তথ্য

    পদের নাম: সিনিয়র ল অফিসার 

    গ্রেড: এ১ 

    বেতনক্রম: ৬০,০০০-১,৮০,০০০ টাকা 

    শূন্যপদ: ৯টি

    পদের নাম: ল অফিসার 

    গ্রেড:

    বেতনক্রম: ৫০,০০০-১,৬০,০০০ টাকা 

    শূন্যপদ: ৯টি

    যোগ্যতা: 

    • এআইসিটিই বা ইউজিসির অনুমোদনপ্রাপ্ত কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফুল টাইম রেগুলর কোর্সের ডিগ্রি থাকতে হবে।
    • যেকোনও বিষয়ের স্নাতক ডিগ্রির সঙ্গে সঙ্গে ল- এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    • অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি-র ডিগ্রি থাকতে হবে।
    • গ্রেড এ১ -এর জন্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    • গ্রেড এ- এর জন্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

    বয়স সীমা:  গ্রেড এ পদের জন্যে আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে সর্বোচ্চ ৩০ হতে হবে এবং গ্রেড এ১ পদের জন্যে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩।

    আরও পড়ুন: ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন

    আবেদনের শেষ তারিখ:  ১৪ অগাস্ট, ২০২২

    কী করে আবেদন করবেন?

    • www.iocl.com – এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। 
    • প্রথমে ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে পোর্টালটিতে রেজিস্ট্রেশন করতে হবে। 
    • এই দুটি তথ্যকেই আবেদনের দিন থেকে অন্তত এক বছর সচল থাকতে হবে।
    • এবার ‘Latest Job’- এই লিঙ্কে গিয়ে সব সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।
    • আবেদনকারীকে স্ক্যান করে তথ্য দিতে হবে।
    • পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। যা ২০২২ সালের জানুয়ারির থেকে পুরোনো হওয়া যাবে না। 

     

     

     

LinkedIn
Share