Tag: Indian Railways

Indian Railways

  • Sealdah Station: মোদি জমানায় ভোল বদলে যাচ্ছে শিয়ালদহ সমেত রাজ্যের ৩৬ রেল স্টেশনের

    Sealdah Station: মোদি জমানায় ভোল বদলে যাচ্ছে শিয়ালদহ সমেত রাজ্যের ৩৬ রেল স্টেশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুনভাবে সেজে উঠতে চলেছে শিয়ালদহ স্টেশন (Sealdah Station)। ভোল পাল্টে শিয়ালদহ স্টেশনের নতুন রূপ দেখে নাকি আমজনতা চমকে যাবে, এমনটাই বলছে অনেকে। নতুনভাবে সাজার পরে শিয়ালদহ স্টেশন এবং সংলগ্ন এলাকার কে দেখতে ঠিক কেমন লাগবে তার একটি ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে ভারতীয় রেল। ব্যস্ততম এই রেলওয়ে স্টেশনকে ঘিরে নিঃসন্দেহে বাঙালির অনেক ইতিহাস জড়িত রয়েছে। দেশভাগের সময় হিন্দু শরণার্থীদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই স্টেশন। এবার এই স্টেশনকে এই নতুন ভাবে সংস্কার করতে উদ্যোগে নিল মোদি সরকারের রেল। রবিবার অমৃত স্টেশন হিসাবে দেশজুড়ে ৫০৮টি স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে শিয়ালদহও (Sealdah Station) রয়েছে। রাজ্য থেকে মোট ৩৭টি স্টেশন রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি স্টেশনকেই আধুনিক মানের গড়ে তোলা হবে।

    বাঙালির মিলনক্ষেত্র শিয়ালদহ স্টেশন (Sealdah Station) 

    শিয়ালদহ স্টেশন (Sealdah Station) যেন বাঙালির এক মিলন ক্ষেত্র। সারা রাজ্যের মানুষ এখানে এসে মিলিত হন। এবং নিজে নিজের গন্তব্যে পৌঁছান। শিয়ালদহ স্টেশনের ব্যস্ততা স্থান পেয়েছে সিনেমাতেও। ৮:০৮ বনগাঁ লোকাল যার মধ্যে উল্লেখযোগ্য। ভোল বদলে শিয়ালদহ স্টেশন নতুন চেহারা কবে পাবে সেটা অবশ্য এখনও সঠিকভাবে জানাতে পারেনি ভারতীয় রেল। প্রসঙ্গত, অমৃত ভারত প্রকল্পে বাংলার অনেক স্টেশনেরই চেহারা পাল্টে যেতে চলেছে। রবিবারে ভার্চুয়াল মাধ্যমে এই গোটা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শুক্রবার শিয়ালদহ (Sealdah Station) স্টেশনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার  এপি দ্বিবেদি শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেন এবং তিনি বলেন ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা অনুযায়ী পূর্ব রেলের ২৮টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনগুলিতে।’’ স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শৌচাগার কিংবা বিশ্রামকক্ষ সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগবে। শিয়ালদহ স্টেশনে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ২৭ কোটি টাকা।

    চলতি বছরেই ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

    শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) যাত্রীদের কাছ থেকে নিয়মিত অভিযোগ আসে যে অত্যন্ত ভিড়ের কারণে ব্যস্ত সময়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। শিয়ালদা স্টেশনে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে অমৃত ভারত রেল প্রকল্পের মাধ্যমে। অন্যদিকে চলতি বছরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে। এটা চালু হলে শিয়ালদহ স্টেশনেও এর প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। এবং প্রতি ঘন্টায় ৫০ হাজার অতিরিক্ত যাত্রীর চাপ নিতে হবে শিয়ালদহ স্টেশনকে (Sealdah Station), এমনটাই জানিয়েছেন রেলের আধিকারিকরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: চতুর্থ বন্দে ভারত পেল রাজ্য! অগাস্টেই গড়াবে চাকা, ছুটবে কোন রুটে?

    Vande Bharat: চতুর্থ বন্দে ভারত পেল রাজ্য! অগাস্টেই গড়াবে চাকা, ছুটবে কোন রুটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের রেল মানচিত্রে জুড়তে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। জানা গিয়েছে রাজ্যের চতুর্থ এক্সপ্রেস হিসেবে অগাস্ট মাসেই গড়াবে বন্দে ভারতের চাকা। এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) চাকা গড়িয়েছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত ছুটবে হাওড়া থেকে পাটনার মধ্যে। কলকাতা এবং পাটনার মধ্যে দ্রুততম সংযোগ স্থাপন করবে চতুর্থ বন্দে ভারত। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কখন ছাড়বে হাওড়া থেকে এবং পাটনা থেকেই বা কখন রওনা দেবে? সে নিয়ে আলোচনা চলছে। ভাড়া নিয়ে চিন্তাভাবনা চলছে।

    হাওড়া-পাটনা বন্দে ভারতের ভাড়া কত হবে?

    পাটনা থেকে হাওড়া রেলপথে দূরত্ব হল ৫৩৫ কিলোমিটার। জানা গিয়েছে এই দূরত্ব অতিক্রম করতে বন্দে ভারত সময় নেবে ৭ ঘণ্টা। সেমি হাই স্পিডের এই ট্রেন ছুটবে ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাটনা-হাওড়া বন্দে ভারতের (Vande Bharat) ভাড়া নিয়ে এখনও পর্যন্ত রেল কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞরা  বিভিন্ন রুটে বন্দে ভারতের ভাড়া বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে হাওড়া থেকে পাটনা যেতে, এসি এক্সিকিউটিভের বন্দে ভারতের ভাড়া হতে পারে ২৬৫০ টাকা। অপরদিকে, এসি চেয়ারকারের জন্য ১,৪৫০ টাকা ভাড়া হতে পারে। হাওড়া থেকে পাটনা পর্যন্ত বন্দে ভারতের (Vande Bharat) স্টপেজ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলেই জানা গিয়েছে।

    পুজোয় বন্দে ভারতে থাকছে স্পেশাল মেনু

    পুজোর আর খুব বেশিদিন দেরি নেই। ভ্রমণপ্রিয় বাঙালি পুজোর সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। সে কথাকে মাথায় রেখে বন্দে ভারত এক্সপ্রেসেও (Vande Bharat) আসতে চলেছে পুজোর স্বাদ। লুচি, আলুর দম, বাসন্তী পোলাও এইসব দিয়েই দুর্গাপুজোর স্পেশাল মেনু বানানোর পরিকল্পনা করেছে বন্দে ভারত। রসগোল্লা এবং মিষ্টি দইও থাকছে সঙ্গে। এমনটাই জানাচ্ছেন রেল আধিকারিকরা।  প্রসঙ্গত জানুয়ারি মাসেই বাংলা পেয়েছে প্রথম বন্দে ভারত (Vande Bharat)। তাই সেমি হাইস্পিডের এই ট্রেন রাজ্যে প্রথমবার দুর্গাপুজো দেখবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Indian Railways: ট্রেনের টিকিটের ৫ অঙ্কের নম্বরে লুকিয়ে কোন অজানা রহস্য?

    Indian Railways: ট্রেনের টিকিটের ৫ অঙ্কের নম্বরে লুকিয়ে কোন অজানা রহস্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেনে চড়তে কে না ভালোবাসে? আট থেকে আশি, সবারই ট্রেনের (Indian Railways) প্রতি এক অগাধ ভালোবাসা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতে সব থেকে আরামদায়ক ও দ্রুততম মাধ্যমও হল ট্রেন। আর এই পরিষেবা ভারতীয়রা ১৭০ বছর ধরে পেয়ে আসছেন। এর মধ্যেই ঘটে গিয়েছে অনেক বিবর্তন, কয়লার ইঞ্জিন থেকে ডিজেল চালিত ইঞ্জিন আর এখন ইলেকট্রিক ইঞ্জিন। এই ভারতীয় রেলের এমন কিছু নিয়মবিধি আছে, যেগুলি হয়তো অনেকেরই অজানা। আসলে সাধারণ মানুষ সেগুলি নিয়ে ভাবার কথা মাথায়ও আনতে পারেন না। কিন্তু সেগুলি জানলে অবাকই হবেন। আজ আমরা এই প্রতিবেদনে এমনই অজানা তথ্য জানব ভারতীয় রেলের টিকিটের সম্বন্ধে। টিকিটের গায়ে থাকে একটি ৫ অঙ্কের নম্বর, যার মধ্যে লুকিয়ে থাকে অসংখ্য তথ্য।

    ট্রেনের (Indian Railways) টিকিটের নম্বরের মধ্যে কী তথ্য লুকিয়ে থাকে?

    ট্রেনের টিকিট লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে অসংখ্য নম্বর। প্রত্যেকটি নম্বরের অনেক তাৎপর্য আছে। আপনার ভ্রমণ ও ট্রেন সংক্রান্ত প্রায় সমস্ত নথি এই টিকিটের মধ্যেই থাকে। তার মধ্যে যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, সেটি ৫ অঙ্কের একটি নম্বর। এই সংখ্যাটি আপনার গন্তব্যের সমস্ত খুঁটিনাটি বলে দিতে পারে। জেনে নেওয়া যাক এই রকমই কিছু লুকিয়ে থাকা তথ্য। 

    ট্রেনের (Indian Railways) টিকিটের মধ্যে থাকা 0 থেকে 9 নম্বরগুলির বিশেষ তাৎপর্য রয়েছে। যদি আপনার টিকিটের প্রথমে 0 নম্বরটি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে সেটি কোনও স্পেশাল ট্রেন, অর্থাৎ এই ট্রেনটি কোনও হলিডে স্পেশাল বা গ্রীষ্মকালীন স্পেশাল বা অন্যান্য কোনও স্পেশাল ট্রেন হতে পারে। 
    আবার অপরদিকে আপনার টিকিটের প্রথম সংখ্যাটা যদি 1 অথবা 2 হয়, তাহলে আপনাকে বুঝতে হবে এই ট্রেনটি দীর্ঘ পথ যাত্রা করে। আবার এই দুটি সংখ্যা থাকলে আপনাকে বুঝতে হবে এটি শতাব্দী, রাজধানী,গরিব রথ, দূরন্তর মতো বিশেষ শ্রেণির ট্রেন।

    আরও কিছু নম্বরের উদাহরণ, যা বিশেষ মানে বহন করে

    টিকিটের প্রথম সংখ্যাটি যদি 3 হয়, তবে জানতে হবে এই ট্রেনটি কলকাতা শহরতলির একটি ট্রেন (Indian Railways)। আবার মেট্রো শহর যেমন নয়াদিল্লি সেকেন্দ্রাবাদ, চেন্নাই ইত্যাদি শহরের শহরতলির ট্রেন হলে এতে টিকিটের প্রথম সংখ্যা 4 দিয়ে শুরু হবে। প্রথমে যদি 5 থাকে, তাহলে জানতে হবে এটি একটি যাত্রীবাহী ট্রেন। 6 ও 7 থাকলে সেটি যথাক্রমে MEMU ও DEMU ট্রেন। আর কিছু সংরক্ষিত ট্রেনের জন্য টিকিট নম্বর 8 দিয়ে শুরু হয়। আর মুম্বই সাবারবান ট্রেনের জন্য প্রথম সংখ্যাটি থাকে 9।

    দ্বিতীয় সংখ্যাটিরও বিশেষ অর্থ থাকে, কী সেটি?

    দ্বিতীয় সংখ্যাটি রেলের বিভাগ সম্বন্ধে আমাদের জানান দেয়। যদি কোনও রেলের (Indian Railways) প্রথম সংখ্যাটি 0, 1 অথবা 2 দিয়ে শুরু হয়, তাহলে বাকি 4 টি সংখ্যা রেলের জোন ও বিভাগ সমন্ধে আমাদের জানান দেয়। 
    সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের জন্য দ্বিতীয় সংখ্যাটি থাকবে 0।
    পূর্ব মধ্য রেলওয়ে এবং পূর্ব রেলের জন্য থাকবে 3।
    উত্তর-উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য রেলওয়ের জন্য থাকে 4 নম্বর।
    জাতীয় পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলের জন্য থাকে 5 নম্বর।
    দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম রেলওয়ের জন্য থাকে 6।
    দক্ষিণ-মধ্য এবং দক্ষিণ-পশ্চিম রেলওয়ের জন্য 7।
    সাউদার্ন ইস্টার্ন এবং ইস্ট কোস্ট রেলওয়ের জন্য থাকে 8।
    উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য রেলওয়েতে থাকে 9।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah Railway Station: নয়া শিরোপা, হাওড়া স্টেশন এখন থেকে গ্রিন রেলওয়ে স্টেশন

    Howrah Railway Station: নয়া শিরোপা, হাওড়া স্টেশন এখন থেকে গ্রিন রেলওয়ে স্টেশন

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া স্টেশন এতদিন ছিল সিলভার রেটিং পাওয়া স্টেশন। বুধবার থেকে হাওড়া স্টেশনকে (Howrah Railway Station) গোল্ড রেটিং স্টেশনের শিরোপা দেওয়া হল। হাওড়া রেলওয়ে স্টেশনকে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল, গ্রিন রেলওয়ে স্টেশন হিসাবে ঘোষণা করল। তাদের রেটিং সিস্টেমের অধীনে সিআইআই-আইজিবিসি গোল্ড রেটিং দেওয়া হয়েছে। বুধবার হাওড়া স্টেশন এক অনুষ্ঠানে, পুর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী অমরপ্রকাশ দ্বিবেদীর হাতে গোল্ড ফলক এবং গোল্ড রেটিং সার্টিফিকেট তুলে দেন গ্রিন বিল্ডিং কাউন্সিলের কোর কমিটির সদস্য জি এম কাপুর। হাওড়া স্টেশনের টেকসই পরিচালন ব্যবস্থা ও পরিবেশ বান্ধব পরিষেবার জন্য এই পুরস্কার তুলে দেওয়া হয়।

    কী কী কাজের জন্য মিলল এই সম্মান?

    হাওড়া রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মের সংখ্যার দিক থেকে দেশের বৃহত্তম। প্রতিদিন এই স্টেশন (Howrah Railway Station) দিয়ে প্রায় সাড়ে ৬ লক্ষ যাত্রী চলাচল করেন। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে রূপ বদলেছে হাওড়া স্টেশনের। হাওড়া স্টেশনের ফুড প্লাজার কাছে গেলে দেখা যাবে আধুনিকতার উজ্জ্বল মুখ। এই অনুষ্ঠানে নতুন ডিআরএম নিযুক্ত হলেন সঞ্জীব কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল আধিকারিক মণীষ জৈন। গ্রিন রেটিং দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব ভবন এবং যাত্রী-বান্ধব বৈশিষ্ট্য যেমন স্টেশনের ছাদের ইনস্টলেশন, জলের ব্যবস্থাপনা, যান্ত্রিক পদ্ধতিতে স্টেশন পরিষ্কার রাখা, দিনের বেলায় কোনও কৃত্রিম আলো ব্যবহার না করে সুর্যের আলো ব্যবহার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, তাজা বাতাস চলাচল সহ নানা বৈশিষ্ট্যের জন্য। অমর প্রকাশ দ্বিবেদী এই সাফল্যের জন্যে স্টেশন পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।

    খুশি রেলযাত্রীরা (Howrah Railway Station)

    হাওড়া স্টেশনের এই শিরোপা অর্জনে খুশি সাধারণ মানুষ থেকে রেল যাত্রীরা (Howrah Railway Station)। তাঁরা জানান,  অন্যান্য স্টেশনের তুলনায় হাওড়া স্টেশনের পরিষেবা অনেকটাই ভালো। যাত্রী সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভারতীয় রেলের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ।  তাই এই পুরস্কার পাওয়া উচিত ছিল বলে তাঁরা মনে করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railways: হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল

    Indian Railways: হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল-শক্তিগড় বিভাগের আদিসপ্তগ্রাম স্টেশনের উপর উড়ালপুল তৈরি হবে। তার জন্য আগামী ২০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত ওই শাখায় বিঘ্নিত হবে রেল (Indian Railways) পরিষেবা। এর জন্য বেশ কিছু সময়ের জন্য ওই দুই স্টেশনের মাঝে থাকা লেভেল ক্রসিংগুলি খোলা থাকবে। কোনও কোনও ক্ষেত্রে ট্রেনের পাওয়ার ব্লকও করা হবে। এ জন্য এক মাসেরও বেশি সময় ধরে বেশ কিছু লোকাল এবং কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে বলে পুর্ব রেল সূত্রে জানানো হয়েছে। দূরপাল্লার কোনও কোনও ট্রেনকে বিকল্প পথে নিয়ে যাওয়া হবে। কিছু দূরপাল্লার ট্রেনের গতি যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হতে পারে। কোন ট্রেন কবে কোন সময়ে বাতিল থাকবে, তা আগাম বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রেল। ২০ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

    ট্রেনের (Indian Railways) সময়সূচি পরিবর্তন, কিছু ট্রেন বাতিল

    নির্দিষ্ট কিছু সময়ের জন্য হাওড়া-মোকামা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ২০ মিনিটের বদলে রাত পৌনে ১২ টায় ছাড়বে। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে যাতায়াত করবে। ওই সময়ে শিয়ালদহ-মালদা গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে। একই সময়ে মোকামা-হাওড়া এক্সপ্রেস হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। তাছাড়া, আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের (Indian Railways) গতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে।
    জুলাই মাসের ২০, ২২, ২৭, ২৯ এবং‌ অগাস্ট মাসের ৩, ৫ বাতিল থাকছে ০৩০৫২ ডাউন বর্ধমান লোকাল। ওই দিনগুলির জন্য বাতিল থাকছে ৩৭৮৫৭ আপ বর্ধমান লোকালও। জুলাই মাসের ২১, ২৬, ২৮ এবং অগাস্ট মাসের ২, ৪, ৬ তারিখ বাতিল থাকছে ০৩০৫১ আপ বর্ধমান লোকাল, ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল।
    জুলাই মাসের ২৩, ২৪, ২৫, ৩০, ৩১ এবং অগাস্ট মাসের ১ তারিখ বাতিল থাকছে ০৩০৫১ এবং ৩৭৮৫৭ আপ বর্ধমান লোকাল, ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল, ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল। ২০ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত বাতিল থাকছে ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস।

    আরও পরিবর্তন

    উড়ালপুলের কাজ চলার কারণে জুলাই মাসের ২০, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯, ৩০, ৩১ এবং অগাস্ট মাসের ১, ৩, ৫ তারিখ ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস (Indian Railways) হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ২০ মিনিটের বদলে ১১ টা ৪৫ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড শাখা দিয়ে যাবে। উপরোক্ত দিনগুলিতে ১৩১৫৩ শিয়ালদহ-মালদহ গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে এবং যাত্রাপথে ট্রেনটি অম্বিকা কালনা, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ এবং জঙ্গিপুর স্টেশনে দাঁড়াবে। ১৩১৫৪ ডাউন মালদহ-শিয়ালদহ ডাউন গৌড় এক্সপ্রেসও এই বিকল্প পথ দিয়ে যাবে এবং ওই স্টেশনগুলিতে দাঁড়াবে। ওই দিনগুলির জন্যই ১৩০৩০ মোকামা-হাওড়়া এক্সপ্রেস হাওড়া-বর্ধমান কর্ড শাখা দিয়ে যাবে।

    ট্রেনের (Indian Railways) গতি নিয়ন্ত্রণ

    তাছাড়াও রেলের তরফে জানা গিয়েছে, আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, জয়নগর-কলকাতা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে। সে ক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে দেরি হতে পারে ট্রেনগুলির (Indian Railways)। রেলের উড়ালপুল তৈরির কাজ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই কাজ শেষ হলে ব্যান্ডেল অঞ্চলের স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vande Bharat: ‘নীল-সাদা’ নয়! এবার ছুটবে ‘গেরুয়া’ বন্দে ভারত

    Vande Bharat: ‘নীল-সাদা’ নয়! এবার ছুটবে ‘গেরুয়া’ বন্দে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিকতা, গ্ল্যামার, বিশ্বমানের সুবিধা, সব কিছুই মেলে বন্দে ভারতে (Vande Bharat)। এই ট্রেন নিয়ে যাত্রীদের উৎসাহও চোখে পড়ার মতো। সরকারি তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে ২৫টি রুটে ছুটছে বন্দে ভারত। নীল-সাদা রঙের যে ট্রেন দেখতে অভ্যস্ত দেশবাসী, তা এবার বদলে হচ্ছে ‘গেরুয়া’, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, দেশে প্রথম বন্দে ভারত ছোটে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

    ২৮ তম বন্দে ভারত হতে চলেছে গেরুয়া

    ২৭ তম বন্দে ভারত পর্যন্ত রং ছিল নীলন-সাদা। এবার গেরুয়া রং ‘গায়ে মাখবে’ দেশের ২৮ তম বন্দে ভারত। ইতিমধ্যে সামনে এসেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ট্যুইট করা নতুন বন্দে ভারতের ছবি। সেই ছবিতেই দেখা যাচ্ছে গেরুয়া পোশাকে বন্দে ভারতকে। তবে আগামী দিনে সব বন্দে ভারতকেই ‘গেরুয়া’ করা হরে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। প্রসঙ্গত, শুক্রবারই প্রধানমন্ত্রী মোদি দুটি নতুন বন্দে ভারতের (Vande Bharat) উদ্বোধন করেন। একটি গোরখপুর থেকে লক্ষ্ণৌ এবং অপরটি সবরমতী থেকে যোধপুর।

    হঠাৎ কেন গেরুয়া হচ্ছে বন্দে ভারত (Vande Bharat)?

    এ প্রসঙ্গে রেলমন্ত্রীর বক্তব্য, দেশের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বন্দে ভারতের রং বদলে গেরুয়া করা হচ্ছে। জানা গিয়েছে, পরীক্ষামূলক ভাবে এই রং বদলানো হচ্ছে। শনিবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) পরিদর্শনে যান রেলমন্ত্রী। শুধু রং বদল নয়, বন্দে ভারতে বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। নিরাপত্তার বিষয়েও বেশ কিছু বদল আনা হচ্ছে বলে জানা গিয়েছে। বন্দে ভারত এবং অন্যান্য ট্রেনেও এই নিরাপত্তা পদ্ধতি থাকবে বলে জানিয়েছেন তিনি।

    কী বলছেন রেলমন্ত্রী?

    রেলমন্ত্রী এদিন বলেন, ‘‘বন্দে ভারত (Vande Bharat) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতের ইঞ্জিনিয়াররা তা তৈরি করেছেন। বন্দে ভারতের সুরক্ষার কথা ভেবে বেশ কিছু সুরক্ষার পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান্টি ক্লাইম্বিং ডিভাইস। বন্দে ভারত চালুর পর থেকে আমরা এসি, টয়লেট ইত্যাদি বিষয়ে যে সমস্ত ফিডব্যাক পেয়েছি, তা কার্যকর করা হচ্ছে। ’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railway: ভাড়া কমছে এসি চেয়ার কার, বন্দে ভারত-সহ সকল এগজিকিউটিভ শ্রেণির ট্রেনে!

    Indian Railway: ভাড়া কমছে এসি চেয়ার কার, বন্দে ভারত-সহ সকল এগজিকিউটিভ শ্রেণির ট্রেনে!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলযাত্রীদের জন্য সুখবর! এখন এগজিকিউটিভ ক্লাস ট্রেনগুলির (Indian Railway) ভাড়া পকেট সাশ্রয়ী হতে চলেছে, এমনটাই খবর রয়েছে ভারতীয় রেল সূত্রে। জানা গিয়েছে, ভাড়া কমছে বন্দে ভারত-সহ দেশের সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন, ভিস্তাডোম এবং এসি চেয়ার কার ট্রেনের। রেল জানিয়েছে, সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ভাড়া। ভাড়া কত কমবে সেটা কীভাবে স্থির করা হবে? রেল বলছে, ওই ট্রেনগুলির টিকিট বিক্রির পরিমাণের ওপর নির্ভর করবে ভাড়া কত কমবে।  শনিবারই ভারতীয় রেলের তরফে এই বিজ্ঞপ্তি সামনে এসেছে।

    কী বলছে রেল?

    রেলওয়ে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেনে এই ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’ রেল (Indian Railway) এও জানিয়েছে, গত এক মাসে যে ট্রেনগুলির মোট সিটের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি, সেগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করা হবে। তবে ট্রেনের ভাড়া কত কমবে, তা এবার ঠিক করবেন রেলের বিভিন্ন জোনের আধিকারিকরা। কেন্দ্রীয়ভাবে শুধু রেলবোর্ড সিদ্ধান্ত নেবেনা।

    উৎসবের মরসুমে মিলবে না এই সুবিধা

    তবে রেলের তরফে এও বলা হয়েছে, পুজো বা উৎসবের মরশুমে কিন্তু এধরনের ছাড়ের সুবিধা মিলবে না। জানা গিয়েছে, যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ। কারণ, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, ইন্দোর-ভোপাল, জবলপুর-ভোপাল এবং মাদগাঁও-মুম্বইয়ের মতো নতুন রুটে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীসংখ্যা খুবই কম। ওয়াকিবহাল মহল বলছে, তারপরেই ট্রেনের (Indian Railway) ভাড়া কমানোর কথা ভাবনাচিন্তা করে রেল মন্ত্রক। তবে যাত্রার সময় যে কোনও স্ট্রেচে তৎকাল অপশন নিলে এই সুবিধা পাওয়া যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Accident: ধানবাদ ডিভিশনে রেলের ওভারহেড তারে ঝলসে মৃত্যু ৬ জনের!

    Accident: ধানবাদ ডিভিশনে রেলের ওভারহেড তারে ঝলসে মৃত্যু ৬ জনের!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলের ওভারহেড তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের (Accident)। ঘটনাটি ঘটেছে সোমবার, ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেল গেটের কাছে। হাওড়া-নয়াদিল্লি রুটের ধানবাদ এবং গোমোর মাঝামাঝি জায়গা হল নিচিতপুর গেট। এই ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি রুটে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। জানা গেছে, এদিন ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সকাল থেকেই কাজ চলছিল। বিদ্যুৎ কর্মীরা এই কাজ করছিলেন। সেই সময় ওভারহেডে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত (Accident) হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন ওই বিদ্যুৎ কর্মীরা। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ৬ জন। রেল সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর জেরে শুধুমাত্র হাওড়া-নয়াদিল্লি রুটের রেল পরিষেবাই বন্ধ রাখা হয়নি, বিভিন্ন লোকাল ট্রেনও বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে।

    মৃতদের পরিচয়

    জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পোল লাগানোর কাজ করছিলেন বিদ্যুৎ কর্মীরা। তখনই ২৫ হাজার ভোল্টের তারের সংস্পর্শে চলে আসেন (Accident) তাঁরা এবং ৬ জনের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। নিহতরা হলেন সঞ্জয় ভুঁইয়া, গোবিন্দ সিং, সুরেশ মিস্ত্রি, শ্যাম সিং। অন্য দুজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

    কী বলছে রেল?

    ধানবাদ রেলওয়ে ডিভিশনের এক আধিকারিক বলেন, ‘‘ওভারহেড তারে কাজ চলাকালীন এই দুর্ঘটনা (Accident) ঘটেছে এবং তাতে ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ ওই আধিকারিক আরও জানান, এই তদন্ত তিন ভাবে হচ্ছে। পুলিশ তদন্ত করছে, আরপিএফ তদন্ত করছে এবং বিভাগীয় তদন্তও চলছে। আহতদের চিকিৎসার জন্য ধানবাদ ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিক এবং রেলের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ধানবাদ থেকে মেডিক্যাল ভ্যানও নিয়ে আসা হয়েছে।

    আরও পড়ুন: বাংলার তৃতীয়! গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সূচনা মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anji Khad Bridge: দেশের প্রথম কেবল রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়! ভিডিও পোস্ট রেলমন্ত্রীর

    Anji Khad Bridge: দেশের প্রথম কেবল রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়! ভিডিও পোস্ট রেলমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া পালক ভারতীয় রেলের মুকুটে। দেশের প্রথম কেবল রেলসেতু, অঞ্জি খাড় ব্রিজের (Anji Khad Bridge) কাজ সম্পূর্ণ। এবার এই কেবল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা! ইতিমধ্যে সেতুর ভিডিও পোস্ট করে ট্যুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৬৫৩ কিলোমিটার দীর্ঘ কেবল দিয়ে তৈরি রেলসেতুটি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। তাঁর সেই ট্যুইট-ভিডিওটি চমৎকার বলে পাল্টা রি-ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    রেলমন্ত্রীর ট্যুইট

    রেলমন্ত্রীর ট্যুইটে অঞ্জি খাড় কেবল রেলসেতুর (Anji Khad Bridge) নিঁখুত বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রতিটি কেবল সেতু প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বাঁধা রয়েছে, সেটিও ভিডিওতে দেখানো হয়েছে। বিভিন্ন দিক, এমনকি উপর ও নীচে থেকেও সেতুটির ছবি তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। অঞ্জি খাড় সেতুর ভিডিও পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিরোনামে লিখেছেন, “১১ মাসে ভারতের প্রথম কেবল রেল সেতু প্রস্তুত। মোট ৯৬টি কেবল রয়েছে অঞ্জি খাড় ব্রিজে (Anji Khad Bridge)। কেবলের মোট দৈর্ঘ্য ৬৫৩ কিলোমিটার।”

    ভূমিকম্পেও ব্রিজের কোনও ক্ষতি হবেনা

    ভারতীয় রেলওয়ের উদমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগ প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অঞ্জি খাড় কেবল সেতুটি নির্মাণ করা হয়েছে। এটিই দেশের প্রথম কেবল রেলসেতু। এটি কাটরা থেকে বানিহালের মধ্যে সংযোগ স্থাপন করেছে। উন্নতমানের প্রযুক্তিতে নির্মিত এই ব্রিজটির উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে এবং ভূমিকম্পেও ব্রিজটির (Anji Khad Bridge) কোনও ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: হাওড়া থেকে আরও একটি রুটে বন্দে ভারত, ৫ থেকে ৬ ঘণ্টাতেই পুরী?

    Vande Bharat: হাওড়া থেকে আরও একটি রুটে বন্দে ভারত, ৫ থেকে ৬ ঘণ্টাতেই পুরী?

    মাধ্যম নিউজ ডেস্ক: শৈলশহর দার্জিলিং, ডুয়ার্স বা গ্যাংটকের পর্যটকদের জন্য মুশকিল আসান হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। বেড়াতে বেরিয়ে পর্যটকদের কাছে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা  বা বনজঙ্গলের মতোই সমান আকর্ষণীয় হয়ে উঠেছে এই বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে চলাচলকারী এই হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি বাংলার নয়া আইকনও বলা চলে। উল্লেখ্য, এটিই হল রাজ্যের প্রথম এবং একমাত্র বন্দে ভারত। পর্যটকদের জন্য আরও একটি উপহার আসতে চলেছে কেন্দ্রের তরফে। শীঘ্রই অন্য একটি রুটে দেখা যাবে বন্দে ভারতকে। সম্ভবত দ্বিতীয় বন্দে ভারতটি চলবে বাঙালির চিরকালের পছন্দের পর্যটন কেন্দ্র পুরী রুটে। সেক্ষেত্রে হয়তো পাঁচ-ছয় ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ ধামে। যদিও অন্য একটি সূত্রে জানা গিয়েছে, নতুন রেকটি হাওড়া থেকে রাঁচি রুটেও চলতে পারে। তবে সামগ্রিকভাবে পুরীর পাল্লাই ভারী।

    সাঁতরাগাছিতে হাজির বন্দে ভারতের নতুন রেক

    বুধবার রাতে সাঁতরাগাছিতে এসে পৌঁছেছে বন্দে ভারতের (Vande Bharat) নতুন একটি রেক। আর তারপরই একে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা বহুগুণ বেড়ে গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, খুব সম্ভবত এই সপ্তাহেই এর ট্রায়াল রান হবে। সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বন্দে ভারত পুরী পৌঁছবে ১২ টা ৩৫ মিনিটে। পুরী থেকে ফের ১ টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে। আপাতত যে সমস্ত জায়গায় ট্রেনটি দাঁড়াবে, তার মধ্যে অবশ্যই থাকবে খড়্গপুর, কটক এবং ভুবনেশ্বর। এই ট্রেনটিতে ১৬ টি কামরা থাকবে এবং ক্যাটারিং-এর সুবিধা পাওয়া যাবে। তবে এই সূচি চূড়ান্ত নয়, যে কোনও সময় পরিবর্তন হতে পারে বলেই জানা গিয়েছে। 

    রুটের কথা খোলসা করল না রেল

    অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, বন্দে ভারতের একটি রেক (Vande Bharat) এসেছে, এ কথা ঠিক। তবে কোন রুটে চলবে, সে ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। তিনি জানান, এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে রেলমন্ত্রক। তারা ওই সংক্রান্ত ঘোষণা করলে তবেই তাঁরা রুটের ব্যাপারে বিশদ জানাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share