Tag: Indian Shooters Strike Gold

Indian Shooters Strike Gold

  • Asian Games 2023: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের

    Asian Games 2023: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে একই ইভেন্টে জোড়া পদক এল ভারতের ঘরে। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। সোনা জিতলেন সিফট কৌর সামরা। তাও একেবারে বিশ্বরেকর্ড গড়ে। আর ব্রোঞ্জ জিতলেন অশি চৌকসে। একটুর জন্য় রুপো হাতছাড়া হয় অশির। তিনি প্রথম থেকে ভালো খেলেও শেষ শটটা খারাপ খেলেন। ফলে রুপো জেতে চিন।

    তবে, লক্ষ্যভেদে কোনও ভুল করেননি সিফট। সকালে টিম ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল। কিন্তু, নিজে দুরন্ত ফর্মে ছিলেন। ব্যক্তিগত ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা ছিনিয়ে নিলেন তিনি। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন সিফট। শেষ শটে অবিশ্বাস্য ১০.২ পয়েন্ট নেন তিনি। এর আগে বিশ্বরেকর্ড ছিল সেওনেড ম্যাকিনটোশের দখলে। চলতি বছর আজারবাইজানের বাকুতে ৪৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন গ্রেট ব্রিটেনের শ্যুটার। সামরার সাফল্যে ভারত এ নিয়ে পঞ্চম সোনা জিতল।

    চতুর্থ দিনে চতুর্থ সোনা জয়

    এর আগে দিনের শুরুতে চতুর্থ সোনা জয় করে ভারতের মহিলা শ্যুটাররা। আসে জোড়া পদক। একই ইভেন্টে জোড়া পদক। চমহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতল ভারত। মনু ভাকের, এশা সিং ও রিদম সাংওয়ানের ত্রয়ী গর্বের মুহূর্ত উপহার দিলেন দেশবাসীকে। এদিন এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে রুপো জিতল ভারত। 

    শ্যুটিংয়ে জয় জয়কার 

    ভারতের এই সাফল্যে খুশির জোয়ার। ভারতের ঝুলিতে এখন মোট ১৮টি পদক,  যার মধ্যে ৫টি সোনা, ৫টি রুপো, ৮টি ব্রোঞ্জ। চিনের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জয়ের ধারা অব্যাহত। এদিন সকালেই শ্যুটিংয়ের দুই বিভাগে সোনা এবং রুপো জিতে নেয় মহিলা দল। মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন মনু ভাকের, এশা সিং ও রিদম সাংওয়ান। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। তাদের দলগত পয়েন্ট ১৭৫৬।

    মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে এল রুপো। ভারতের ত্রয়ী সিফট কৌর সামরা, আশি চোক্সি ও মানিনি কৌশিক মোট ১৭৬৪ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন। সোনা জিতেছে চিন। মঙ্গলবারই  ৪১ বছর পর অশ্বারোহণে এশিয়াডে সোনা জেতে ভারত। বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

     

     

LinkedIn
Share