Tag: Indian Student

Indian Student

  • Indian Student: লন্ডনে ট্রাকের ধাক্কায় ভারতীয় পিএইচডি ছাত্রীর মৃত্যু! 

    Indian Student: লন্ডনে ট্রাকের ধাক্কায় ভারতীয় পিএইচডি ছাত্রীর মৃত্যু! 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়ার (Indian Student) মৃত্যু। লন্ডনে সাইকেলে করে নিজের ঘরে ফেরার সময় ট্রাকের ধাক্কায় ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ছাত্রীর নাম চেস্থা কোছার। বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। চেস্থা আগে দিল্লি বিশ্ববিদ্যালয়, অশোকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছিলেন। ঘটনার কথা আজ প্রকাশিত হলেও গত সপ্তাহেই এই মৃত্যু ঘটেছিল বলে জানা গিয়েছে।

    গতকালই আবার আমেরিকার পেনসিলভ্যানিয়ায় একটি দুর্ঘটনায় মৃত্যু হয় ২১ বছরের এক ভারতীয় তরুণীর। নিহত তরুণীর নাম হল আর্শিয়া জোশি। এই বিষয়ে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণীর দেহ যত দ্রুত সম্ভব ভারতে ফেরানো হবে। সূত্রে জানা গিয়েছে ওই তরুণী নিজে দিল্লির বাসিন্দা ছিলেন। ঘটনায় পরিবারে ব্যাপক শোকের ছায়া। 

    নীতি আয়োগ দফতরের কর্মী ছিলেন চেস্থা (Indian Student)

    গবেষক ছাত্রী (Indian Student) চেস্থা কেন্দ্র সরকারের নীতি আয়োগ দফতরের কর্মী ছিলেন। ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত এই দফতরে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বিহেভিয়ারল সায়েন্স নিয়ে গবেষণা করছিলেন তিনি। এই কাজের সূত্রেই লন্ডনে থাকছিলেন। তাঁর বাবা ছিলেন অবসর প্রাাপ্ত লেফটন্যান্ট জেনারেল ডক্টর এস পি কোছার। প্রসঙ্গত উল্লেখ্য, সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মহানির্দেশক ছিলেন লেফটেন্যান্ট কোছার। তিনি অবশ্য প্রথমে সামাজিক মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান।

    ১৯ মার্চ ঘটেছিল দুর্ঘটনা

    কোছারের একটি পোস্ট থেকে জানা যায়, গত ১৯ মার্চ একটি দুর্ঘটনা ঘটেছিল। সাইকেল করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। লেফটেন্যান্ট কোছার এখন লন্ডনে রয়েছেন। মেয়ের (Indian Student) মৃতদেহ ফিরে পাওয়ার প্রশাসনিক কাজ শেষ হলে ভারতে ফিরবেন বলে জানা গিয়েছে। অপরদিকে লন্ডন পুলিশ জানিয়েছে ফেরিংডন ও ক্লার্কেনওয়েলের মাঝে দুর্ঘটনা ঘটে রাত সাড়ে আটটা নাগাদ। ঘটনায় গুরুতর আঘাত পান চেস্থা। হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়নি।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ বছর বয়সী সিডনিতে পাঠরত ভারতীয় পড়ুয়াকে (Indian Student) ১১ বার ছুরি দিয়ে আঘাত করেছে অস্ট্রেলিয়ার দুই আততায়ী। আইআইটি মাদ্রাজের প্রাক্তন এই পড়ূয়া শুভম গর্গ (Shubham Garg) গত ১ সেপ্টেম্বর সিডনিতে গিয়েছেন। সেখানে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন শুভম। পরিবারের অভিযোগ, জাতিগত বিদ্বেষের জন্যই এই প্রানঘাতী আক্রমণ।তাদের আরও অভিযোগ, ৬ সেপ্টেম্বর সিডনির লোয়ার শোর এলাকায় শুভমের উপর আক্রমণের ঘটনা জানার পর পরিবার থেকে দ্রুত ভিসার আবেদন করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভিসার অনুমতি পায়নি তাঁরা। তবে স্থানীয় প্রশাসনের সাহায্যে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে সেই পরিবার। ওই পরিবারকে কেন দ্রুত ভিসা দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনও সদুওর মেলেনি অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে।

    [tw]


    [/tw] 

    অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর টাকা নিয়ে ফেরার সময় শুভমের (Indian Student) কাছ থেকে টাকা দাবি করে আততায়ীরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রানঘাতি হামলা চালানো হয় শুভমের উপর। পুলিশ এই ঘটনায় ড্যানিয়েল নরউড এবং ২৭ বছর বয়সী দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছ। তবে পুলিশ জাতি বিদ্বেষের অভিযোগ খারিজ করেছে।

    শুভম (Indian Student) রক্তাক্ত অবস্থায় কোনও মতে পাশের এক বাড়িতে গিয়ে সাহায্য চান। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, শুভমের পেটে ও বুকে গুরুতর চোট রয়েছে। শুভমের বাবা রামনিবাস গর্গ বলেন, ‘‘কোনও মতে ওঁর প্রাণরক্ষা হয়েছে। ৮ অক্টোবর ওঁকে ফোন করে পাইনি। এর পরেই ওঁর বন্ধুকে ফোন করে সব জানতে পারি। ওঁর পেটে ১১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। আমার ছেলের চিকিৎসায় ভারত সরকারের সাহায্য চাইছি। আমার ছোট ছেলেকে দ্রুত অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করছি।’’

    [tw]


    [/tw]

    অস্ট্রেলিয়া হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, সিডনিতে ভারতীয় কনস্যুলেট ওই যুবককে সাহায্য করছে। আহতের পরিবারের সদস্যের যতো তাড়াতাড়ি সম্ভব ভিসার ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া হাই কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Parachuri Abhijit: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র, জঙ্গলে উদ্ধার দেহ

    Parachuri Abhijit: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র, জঙ্গলে উদ্ধার দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকায় ফের এক ভারতীয় ছাত্রের (Indian Student Death In US) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান, তাঁকে খুন করা হয়েছে। একটি জঙ্গলে গাড়ির ভিতর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার নাম পারাচুরি অভিজিৎ (Parachuri Abhijit)। বছর কুড়ির এই  ছাত্র অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরেই মোট আট ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার হল আমেরিকায়। 

    ঘন জঙ্গল থেকে মিলল দেহ

    পুলিশ সূত্রে খবর, আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন অভিজিৎ (Parachuri Abhijit)। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, টাকা এবং ল্যাপটপের জন্য অভিজিৎকে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ, টাকাপয়সা নিয়ে কারও সঙ্গে ঝামেলা হয়ে থাকতে পারে অভিজিতের (Indian Student Death In US)। তার জেরে খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। অভিজিতের মৃতদেহ ক্যাম্পাসের মধ্যে ঘন জঙ্গলে পাওয়া গিয়েছে। তাঁর দেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করছে আমেরিকা প্রশাসন। 

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    শোকাহত পরিবার

    পরিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন অভিজিৎ (Indian Student Death In US)। অভিজিতের বাবা পারাচুরি চক্রধর জানিয়েছেন, পুত্র বিদেশে পড়তে যেতে চাইলেও তাঁর মায়ের ইচ্ছা ছিল না। কিন্তু তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁরা রাজি হয়েছিলেন। বস্টন বিশ্ববিদ্যালয় যথেষ্ট নামকরা। এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, অনেকেই অনুমান করছেন যে অভিজিতের (Parachuri Abhijit) সঙ্গে কিছু পড়ুয়ার মতবিরোধ হতে পারে। এই প্রথম নয়, এর আগেও আমেরিকায় গিয়ে খুন হতে হয়েছে ভারতীয় পড়ুয়াদের। তা-ও আবার কয়েক মাসের মধ্যেই আট জনের দেহ উদ্ধার হয়েছে জো বাইডেনের দেশ থেকে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে এক নৃত্যশিল্পী খুন হন ওয়াশিংটনে। বছর চৌত্রিশের অমরনাথ নৃত্যে স্নাতকোত্তর করতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share