Tag: Indian team to assemble in delhi

Indian team to assemble in delhi

  • India South Africa T20: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    India South Africa T20: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ। এবার ফোকাস ফিরল আন্তর্জাতিক ক্রিকেটের দিকে। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত সিরিজের জন্য দিল্লিতে মিলিত হচ্ছে ভারতীয় দল (Team India)। ৯ জুন শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি-২০ সিরিজ। সেই কারণেই ভারতীয় দলকে ৫ জুন দিল্লিতে আসতে বলা হয়েছে। 

    আরও পড়ুন : মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করেও এশিয়া কাপ হকি ফাইনালের দোরগোড়ায় ভারত

    বিসিসিআই ইতিমধ্যেই কেএল রাহুলকে অধিনায়ক এবং ঋষভ পন্থকে সহ-অধিনায়ক করে ১৮ সদস্যের একটি দল ঘোষণা করেছে। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ খেলবে মেন ই ব্লু।  সিরিজের প্রথম ম্যাচ হবে দিল্লিতে ৯ জুন। সিরিজের বাকি ম্য়াচগুলি হবে ১২ জুন (কটক), ১৪ জুন (ভিশাখাপত্তনম), ১৭ জুন (রাজকোট) এবং ১৯ জুন (বেঙ্গালুরু)।

    ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়েছে, টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া দল, যার মধ্যে আইপিএল বিজয়ী দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারও রয়েছেন, দিল্লি পৌঁছবে ২ জুন।

    অন্যদিকে, ভারতীয় রোহিত শর্মার নেতৃত্বাধীন টেস্ট দল আগামী ১৬ জুন ইংল্যান্ডে রওনা হবে। আবার, আয়ারল্যান্ডে ২টি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই দল জুন মাসের ২৩-২৪ তারিখ রওনা দেবে। প্রসঙ্গত, কেএল রাহুল, ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার  ইংল্যান্ড ও আয়ারল্যান্ড — উভয় দলেই রয়েছেন। ১৯ জুন ফাইনাল খেলার পরে এই ত্রয়ী  রওনা দেবেন ব্রিটেনের উদ্দেশ্যে।

    আরও পড়ুন : ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

    বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, দ্রাবিড়ের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডগামী দলের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তবে দ্রাবিড় পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ পরিচালনা করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এবার দেখে নেওয়া যাক, কোন স্কোয়াডে কারা রয়েছেন।

    ভারত স্কোয়াড: কেএল রাহুল, রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, দিনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব,  অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল,  আভেশ খান, আরশদীপ সিং এবং ওমরান মালিক।

    দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম,  ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, ওয়েন পার্নেল,  ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ত্রিব্রেস্তান শামসি, ডের ডুসেন এবং মার্কো জানসেন।

     

LinkedIn
Share