Tag: Indian Women Team

Indian Women Team

  • Olympics 2024 Hockey Qualifier: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

    Olympics 2024 Hockey Qualifier: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকের (Olympics 2024 Hockey Qualifier) দৌড়ে টিকে থাকল ভারতের মহিলা হকি দল। প্যারিস ২০২৪-এর যোগ্যতা অর্জন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। মঙ্গলবার ইতালিকে ৫-১ ব্যবধানে হারাল ভারত। প্রতিযোগিতার সেরা তিন দল প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র পাবে। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান।

    দুরন্ত পারফরম্যান্স

    গেমসের কোয়ালিফায়ারের (Olympics 2024 Hockey Qualifier) শুরুটা ভারতের একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে কিছুটা চাপে পড়ে যায় ভারত। কিন্তু পরের দুটো ম্যাচে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন সঙ্গীতা কুমারী, নিক্কি প্রধান, সালিমা টেটেরা। মঙ্গলবার রাঁচিতে ইতালির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করে মেয়েরা। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। গোল করতে ভুল করেননি উদিতা। রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে ঝড় তোলেন ভারতীয় খেলোয়াড়রা। ভারতের আগ্রাসী হকি গোটা ম্যাচেই চাপে রাখে ইতালিকে। 

    এদিন ইতালির বিরুদ্ধে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হত ভারতের। এমন অবস্থায় তারা বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে। প্রথমেই লিড নেয় ভারত। এরপর দ্বিতীয় কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দীপিকা। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন তিনি। এর চার মিনিট পরেই ভারত ফের তাদের ব্যবধান বাড়ায়। ৪৫ মিনিটে গোল করেন সালিমা টেটে। ৫৩ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন নবনীত কৌর। ভারতীয় দলের আক্রমণের সুনামিতে ততক্ষণে ভেঙে গিয়েছে ইতালির ডিফেন্সের বাঁধ। যার সুযোগ নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় এবং ভারতের পঞ্চম গোলটি ম্যাচের ৫৫ মিনিটে করেন উদিতা। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

    Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের। অথচ ম্যাচে একসময় জয়ের পাল্লা ভারী ছিল ভারতের পক্ষেই। সেই কথা জানিয়ে ট্যুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ‘রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে অভিনন্দন। তবে ওরা হতাশ হয়েই বাড়ি ফিরবে কারণ আজ রাতে ম্যাচটা ওদেরই ছিল।’ প্রাক্তন ভারত অধিনায়কের এই ট্যুইট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। 

    সৌরভের মতো ক্রিকেটার বিসিসিআইয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও মহিলাদের আইপিএল এখনও সম্পূর্ণ রূপে চালু করা যায়নি কেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভারতীয় মহিলা ক্রিকেটের সিস্টেম,পরিকাঠামোও খারাপ, বলে দাবি একাংশের। হরমনপ্রীতদের হারের নেপথ্যে  সৌরভকেই কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।


    প্রসঙ্গত, কমনওয়েলথ ফাইনালে স্নায়ু চাপে জেতা ম্যাচ হেরে এসেছে ভারত।  টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রান করে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। রান তাড়া করার শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রডরিগেজের পার্টনারশিপে তর তর করে এগোচ্ছিল ভারতের ইনিংস। কিন্তু ১১৮ রানে দুই উইকেট থেকে দলের ব্যাটিং বিপর্যয় শুরু হয় এবং শেষ পর্যন্ত ১৫২ রানে অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান হরমনপ্রীতের ৬৫। দলের অন্যান্য ব্যাটাররা একটু বুঝেশুনে খেললে সোনা জিতত ভারতই। 

     

LinkedIn
Share