Tag: Indus Treaty

  • India Alerts Pakistan: ‘মানবিক মুখ’ ভারতের, পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিল নয়াদিল্লি

    India Alerts Pakistan: ‘মানবিক মুখ’ ভারতের, পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিল নয়াদিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একবার তামাম বিশ্ব দেখল ভারতের ‘মানবিক মুখ’ (India Alerts Pakistan)। যে দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অহি-নকুলের, সেই দেশকেই বন্যার ব্যাপারে আগাম সতর্ক করল নরেন্দ্র মোদির ভারত (Indus Treaty Abeyance)। ফেরা যাক খবরে। প্রবল বর্ষণের জেরে জম্মুর তাওয়ি নদীতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। স্বাভাবিকভাবেই বিপদ বাড়ছে পাকিস্তানেরও। নদী তীরবর্তী অঞ্চলের পাক নাগরিকরা যাতে ভয়াল বন্যার কবলে না পড়েন, তাই আগেভাগেই পাকিস্তানের আধিকারিকদের বন্যা পরিস্থিতি সম্পর্কে সম্যক অবহিত করল ভারত। সূত্রের খবর, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনার মঙ্গলবার সকালে এই সতর্কবার্তার বিষয়ে পাক আধিকারিকদের জানান।

    জলস্তর বৃদ্ধি তাওয়ি নদীর (India Alerts Pakistan)

    প্রসঙ্গত, গত কয়েকদিনে জম্মু ও তাওয়ি নদীর উৎপত্তিস্থলে প্রবল বৃষ্টির জেরে দ্রুত জলস্তর বৃদ্ধি পাচ্ছে (India Alerts Pakistan) ওই নদীর। তার পরেই পাক কর্তাদের এ ব্যাপারে অবহিত করেন ভারতীয় আধিকারিকরা। জানা গিয়েছে, ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার পরেই বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তান। সতর্ক থাকতে বলা হয়েছে জনগণকে। স্থানান্তরিত করা হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের (Indus Treaty Abeyance)। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার জেরে ওই মাসেই সিন্ধু জলচুক্তি স্থায়ীভাবে স্থগিত করে দেয় ভারত। স্বাভাবিকভাবেই এর পর আর ভারত পাকিস্তানকে জলপ্রবাহের তথ্য এবং প্রযুক্তিগত তথ্য দিতে বাধ্য নয়।

    সিন্ধু জলচুক্তি

    প্রসঙ্গত, ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু জলচুক্তি (India Alerts Pakistan)। তার পর থেকে এতদিনেও একবারও ছেদ পড়েনি এই চুক্তিতে। তবে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ইতি পড়েছে এই চুক্তিতে। অথচ, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার আগে দু’পক্ষই জলপ্রবাহের বিষয়ে একে অপরকে অবহিত করত। চুক্তি স্থগিত হওয়ায় তা আর করতে বাধ্য নয় ভারত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিল, “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন (India Alerts Pakistan)!”

    যদিও সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, “সিন্ধু জলচুক্তি অন্যায্য, ওই জল ভারত ও তার কৃষকদের। রক্ত ও জল এক সঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারত আর পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবে না। তাই ভারত এই চুক্তি মেনে নেবে না।” প্রসঙ্গত, গত সপ্তাহেই এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সিন্ধু জলচুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি বলেছিলেন, “নেহরু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন (Indus Treaty Abeyance)। সংসদে আলোচনা ছাড়াই একতরফাভাবে ওই চুক্তি করা হয়েছিল (India Alerts Pakistan)।”

  • Indus Treaty: সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে জবাব! আন্তর্জাতিক সালিশি আদালতের অস্তিত্বই মানল না ভারত

    Indus Treaty: সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে জবাব! আন্তর্জাতিক সালিশি আদালতের অস্তিত্বই মানল না ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতের অস্তিত্বই অস্বীকার করল নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি বা (Indus Treaty) তিলের ফলে গভীর সঙ্কটের মুখে পাকিস্তান। পরিস্থিতি পাল্টাতে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হয়েছিল ইসলামাবাদ। এ প্রসঙ্গে ভারত জানিয়েছে, ওই আদালত অবৈধ। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাতলে ও কিষেনগঙ্গায় ভারতের জলবিদ্যুৎ প্রকল্প ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তির অন্তর্গত। এই নিয়ে আপত্তি করেছে পাকিস্তান। এবার এই বিষয়ে মামলা শুনবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, তারা তা বিচার করবে।

    আন্তর্জাতিক সালিশি আদালতকে অস্বীকার

    এদিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘ভারত কখনও এই তথাকথিত সালিশি আদালতের অস্তিত্বকে আইনত স্বীকৃতি দেয়নি। এবং ভারতের অবস্থান সর্বদাই এই যে এই তথাকথিত সালিশি সংস্থার গঠন নিজেই সিন্ধু জলচুক্তির একটি গুরুতর লঙ্ঘন। ফলস্বরূপ এর দ্বারা গৃহীত কোনও রায় বা সিদ্ধান্তও সেই কারণে অবৈধ এবং স্বতঃস্ফূর্তভাবেই বাতিল।’উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

    ভারতের জল কোথাও যাচ্ছে না

    প্রসঙ্গত, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যদি আমাদের ন্যায্য জল অধিকার না দেয়, তাহলে যুদ্ধ অনিবার্য।’ সেই প্রেক্ষিতেই ভারতের এই প্রতিক্রিয়া। জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেন, ‘পাকিস্তান যতবারই চিঠি পাঠাক না কেন, এটা একরকম ফর্মালিটি ছাড়া আর কিছু নয়। আমাদের অবস্থানে কোনও পরিবর্তন আসবে না।’ তিনি সাফ জানান, ভারতের জল কোথাও যাচ্ছে না। চুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও পরিকল্পনাও নেই।

  • Pakistan: সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, মোদি সরকারকে আর্জি পাকিস্তানের

    Pakistan: সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, মোদি সরকারকে আর্জি পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। তার পর থেকে এ পর্যন্ত মোদি সরকারকে চারবার চিঠি দিল পাকিস্তান। প্রতিটি চিঠিতেই আর্জি জানানো হয়েছে সিদ্ধান্ত (Indus Treaty) পুনর্বিবেচনার। চিঠিগুলি এসেছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তাজার কাছ থেকে। ভারতের জলশক্তি মন্ত্রক চারটি চিঠিই নিয়ে পাঠিয়ে দিয়েছে বিদেশমন্ত্রকে।

    বেছে বেছে ২৭ জন হিন্দু পর্যটককে হত্যা (Pakistan)

    গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৭ জন হিন্দু পর্যটককে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। এর মধ্যেই রয়েছে সিন্ধু জলচুক্তি। ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৬০ সালে, বিশ্বব্যাংকের মধ্যস্থতায়। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত সাফ জানিয়ে দেয়, যতদিন না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে।

    বিপাকে পাকিস্তান

    সিন্ধু ও তার দুটি উপনদী বিতস্তা ও চন্দ্রভাগা পাকিস্তানমুখী। এই তিন নদীর জলের ওপর পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভর করে। সিন্ধুর বাকি তিন উপনদী বিপাশা, শতদ্রু এবং ইরাবতী ভারতের ওপর দিয়েই বইছে। পাকিস্তানের আশঙ্কা, সিন্ধু চুক্তির শর্ত না মানলে পাকিস্তানমুখী নদীগুলির জলপ্রবাহ অনিয়মিত হয়ে পড়বে। ফলে পাকিস্তানজুড়ে দেখা দিতে পারে জলসংকট। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, ভারতকে চিঠি লিখে তারই চেষ্টা করে চলেছে শাহবাজ শরিফের সরকার (Pakistan)।

    প্রসঙ্গত, ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করতেই পাক সেনেটর সইদ আলি জাফর বলেছিলেন, “এই সমস্যার আশু সমাধান চাই। নয়তো আমরা না খেতে পেয়ে মরব। আমাদের প্রয়োজনীয় জলের তিন-চতুর্থাংশই আসে দেশের বাইরে থেকে। সিন্ধু অববাহিকা হল আমাদের জীবনরেখা। ১০ জনের মধ্যে ন’জনের বেঁচে থাকা নির্ভর করে সিন্ধু অববাহিকার জলের (Indus Treaty) ওপর। প্রায় ৯০ শতাংশ ফসলই এর ওপর নির্ভরশীল। আমাদের সব বিদ্যুৎকেন্দ্র ও জলাধারও এখানে রয়েছে। এ যেন এক জলবোমা! এই বোমা আমাদের নিষ্ক্রিয় করতেই হবে (Pakistan)।”

LinkedIn
Share