Tag: Instagram

Instagram

  • Whatsapp New Feature: এবার হোয়াটসঅ্যাপেই খোলা যাবে ইনস্টাগ্রাম-ফেসবুকের লিঙ্ক! কীভাবে?

    Whatsapp New Feature: এবার হোয়াটসঅ্যাপেই খোলা যাবে ইনস্টাগ্রাম-ফেসবুকের লিঙ্ক! কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াট্সঅ্যাপের (Whatsapp New Feature) সঙ্গে এবার যুক্ত হল ইনস্টাগ্রাম ও ফেসবুক। এ বার একই হোয়াট্‌সঅ্যাপ প্রোফাইল থেকে খোলা যাবে ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিঙ্ক। একইসঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস চাইলে যে কেউ নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও সরাসরি পোস্ট করতে পারবে। মেটার তরফ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের (WhatsApp) বিটা সংস্করণেই আপাতত এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে, শীঘ্রই জনসাধারণের জন্যেও খুলে দেওয়া হবে এই পরিষেবা।

    হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক যোগ করা যাবে

    হোয়াটসঅ্যাপবিটাইনফো (ডব্লিউএবিটাইনফো)-র সূত্র থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের (Whatsapp New Feature) প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক যোগ করা যাবে। এর পাশাপাশি, বিটার সবচেয়ে আপডেটেড সংস্করণ থেকে ফেসবুক ও থ্রেডের লিঙ্কও খোলা যাবে। তবে সবার জন্য মিলবে না এমন সুবিধা। এর জন্য বিটার নতুন সংস্করণকে আপডেট করতে হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস ইনস্টাগ্রাম ও ফেসবুকেও শেয়ার করতে পারবেন। চাইলে যেকোনও কাউকে ট্যাগও করতে পারবেন বলে জানিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এরফলে নিজেদের প্রোফাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিঙ্কও শেয়ার করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টের সঙ্গেও যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর নাম, পরিচয় গোপন রাখার ব্যবস্থাও করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp New Feature)।

    একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখা যাবে (Whatsapp New Feature)

    অন্যদিকে, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সনে আসতে চলেছে নতুন ফিচারের সাপোর্ট। জানা গিয়েছে, আইফোন ইউজাররা একটি আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা পাবেন। সুইচ অ্যাকাউন্ট অপশনের মধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখা যাবে। তবে কবে এই ফিচার সমস্ত আইওএস ইউজারদের জন্য চালু হবে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, অনেক ব্যবহারকারী কাজের জন্য কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। এর পাশাপাশি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হলে আইফোন ব্যবহারকারীরা একটি ফোনেই দুটো হোয়াটসঅ্যাপ (Whatsapp New Feature) অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, দুটো আলাদা নম্বর থেকে। একটি পেশাদার কাজে, অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে দুটো আলাদা ডিভাইসের অর্থাৎ ফোনে প্রয়োজন হবে না।

  • Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু মাঠে নয় সোশ্যাল সাইটেও বন্ধু থেকে প্রতিপক্ষ সকলকেই কয়েক ডজন গোল দিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্র তিনি। তাই তাঁর স্থান সবার আগে। দেশকে বিশ্বকাপ দিয়ে শুধু খেলার মাঠে নয় সমাজমাধ্যমের লড়াইয়েও পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে বেশি লাইক ও শেয়ার হয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে মেসি যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তা ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোর ছবিকেও।

    মেসির পোস্ট

    বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লিখেছিলেন, “বিশ্বের চ্যাম্পিয়ন”। মেসির এই পোস্ট ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে কোনও স্পোর্টস পার্সনের করা পোস্টে এটাই সর্বাধিক লাইক। মেসির এই পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপের আগে লিওনেল মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন রোনাল্ডো, যেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১.৯ মিলিয়ান লাইক পেয়েছে।

    আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    প্রসঙ্গত, গত রবিবার দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ভাগে খেলা থেকেই হারিয়ে যায় আর্জেন্টিনা। ফলস্বরূপ, পর পর দু’টি গোল করে সমতা ফেরায় এমবাপের দেশ। তার পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয়। অতঃপর শুরু হয় পেনাল্টি শুটআউট। তাতেই বাজিমাত করে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন মেসি। ট্রফি হাতে মেসি সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘোরেন। সেই ছবিই দেন নিজের ইনস্টার পাতায়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বিশ্বকাপ হাতে পোস্টে লিখেছেন, “বহু বার এর স্বপ্ন আমি দেখেছি, বিরাট ভাবে আমি এটাকে চেয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না… অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে, তাদের সকলকে যাঁরা আমায় সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে যাঁরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত মেরিটের থেকেও বেশি এই দলের মেরিট। প্রত্যেকেই একটা স্বপ্নকে সফল করার জন্য লড়াই করেছে। আমরা এটা করতে পেরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তি যেমন দ্রুত এগোচ্ছে, একই ভাবে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। সোশ্যাল মিডিয়ার যেমন বাড়বাড়ন্ত, একইভাবে বাড়ছে হ্যাকিংও। আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম? বিশেষ করে যাঁরা বিজনেস ইনস্টাগ্রামের (Instagram hacking) মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন ও ইনস্টাগ্রাম থেকে বহু ট্রাফিক পান, তাঁদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে অ্যাকাউন্ট হ্যাক। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সঠিকভাবে সেট আপ করা না থাকলে কয়েক মিনিটেই আপনার সাধের অ্যাকাউন্টটি চলে যেতে পারে দুর্বৃত্তদের হাতে।   

    প্রধানত, এই তিনটি উপায়ে অ্যাকাউন্টের দখল নেয় হ্যাকাররা। প্রথমত, আপনার লগ ইন তথ্য ব্যবহার করে এবং দ্বিতীয়ত, ফিংশিয়ের মাধ্যমে। এই পদ্ধতিতে হ্যাকার আপনাকে এমন লিঙ্ক ইমেলের মাধ্যমে পাঠাবে, যা হুবহু ইনস্টাগ্রামের মতো দেখতে। আর সেখানে লগ ইনের চেষ্টা করলেই আপনার অজান্তেই ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। তাই ইমেলে এই ধরনের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। তৃতীয়ত, থার্ড পার্টি অ্যাপ থেকে। এমন কোনও থার্ড পার্টি অ্যাপকে আপনি অথরাইজেশন দেবেন না। 

    আরও পড়ুন: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে     

    আপনার যদি মনে হয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব, পদক্ষেপ (Recovery) নেওয়া খুব জরুরি। নিজের অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে এই উপায়গুলি অনুসরণ করুন।

    দেখে নিন কীভাবে রিকভার করবেন অ্যাকাউন্ট:   

    • ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন করে লগ ইন পেজে Forgot Password থেকে অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করতে পারেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট লগ ইন করে, প্রথমেই ইউজারনেম ও পাসওয়ার্ড বদল করে দেয় হ্যাকাররা। দেরি করলে এই উপায় কাজে নাও আসতে পারে। 
    • আপনার Username বদল হয়ে গেলে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির হ্যাক রিপোর্ট করুন – যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওয়েবসাইটে একটি ফর্মে নিজের পেজের বিভিন্ন তথ্য দিতে হবে। এর পরে ‘My account was hacked’ সিলেক্ট করে ‘Request Support’ অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে কিছু প্রশ্ন করবে।  
    • আপনাকে সাইট থেকে সরাসরি একটি কোড পাঠানো হবে। এই কোড একটি কাগজে লিখে নিজের সামনে রেখে একটি সেলফি তুলতে হবে। অ্যাকাউন্ট ব্যবহারের সময় ব্যবহৃত ইমেল ও ফোন নম্বরও জানাতে হবে। এর পরেই আপনার ছবির সঙ্গে অ্যাকাউন্টের ছবি মিলিয়ে, আপনার পরিচয় নিশ্চিত করবে ইনস্টাগ্রাম। এই ভাবে আপনি অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে পারেন।
    • অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেলে সেটিংস- এ গিয়ে লগ ইন অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এর ফলে কোনও সন্দেহজনক লগ ইন হলে জানা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।         

     
     
  • Instagram Down: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে

    Instagram Down: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্কছ: আচমকাই বন্ধ হয়ে গেল জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (Social Networking Site) ইনস্টাগ্রামের (Instagram Down) পরিষেবা। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা নতুন ফিড দেখতে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে গিয়েছিল মেসেজ পরিষেবাও। ভারতীয় সময় রাত্রি ৯টা ৪৭ মিনিট থেকে ১১টা ৪৭ মিনিট পর্যন্ত ইনস্টাগ্রামের পরিষেবায় সমস্যা দেখা যায়। ঘটনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, সার্ভারে হঠাৎ লোড বেড়ে যাওয়ায় অ্যাপটির ৬৬ শতাংশ ক্র্যাশ করে গিয়েছিল। তার জেরে ইনস্টাগ্রামের পরিষেবা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল।

    আরও পড়ুন: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে উত্তাল ইরান

    সোশ্যাল নেটওয়ার্ক সাইটটি ডাউন থাকায় সারা বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় মিম ব্যবহার করে সমস্যার বিষয়টি জানাতে থাকে। ট্যুইটারে (Twitter) ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম ডাউন (#Instragram Down)। 

    একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করছি যে ইনস্টাগ্রাম কাজ করছে কি না। কিন্তু যখন ট্যুইটারে ট্যুইট করার পরেও যখন আমি রিট্যুইট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে ট্যুইটারও ডাউন।

    আরেক ট্যুইটার ব্যবহারকারী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, যখন ইনস্টাগ্রাম ডাউন থাকে তখন ইনস্টাগ্রাম থেকে ট্যুইটারে চলে যাই।

    নেটিজেনদের (Netizen) এই মজার মজার ট্যুইট (Tweet) পাওয়ার পরেই ইনস্টাগ্রাম কতৃপক্ষ ট্যুইট করে জানান, কোনও এক অজ্ঞাত কারণে এই সমস্যা হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    এর কিছু সময় পরেই ইনস্টাগ্রাম পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। কোম্পানি ফের তাদের ট্যুইটার হ্যান্ডেলে লেখে যে, আমরা ফিরে এসেছি! আজকের বিভ্রাটের কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Instagram: ইনস্টাগ্রামের ‘মেকওভার’! লোগো পরিবর্তন! জেনে নিন কী কী পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামে..

    Instagram: ইনস্টাগ্রামের ‘মেকওভার’! লোগো পরিবর্তন! জেনে নিন কী কী পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামে..

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন রূপে ইনস্টাগ্রাম। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার অধীনস্থ এই জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপে একাধিক পরিবর্তন করা হয়েছে। আরও আকর্ষণীয় করে তুলতে যোগ করা হয়েছে একগুচ্ছ ফিচার। 

    ইনস্টাগ্রামের চেহারাকে সত্যিই এক নতুন রূপ দেওয়া হয়েছে, এক কথায় বলতে গেলে এর ‘ভিজুয়াল রিফ্রেশ’ (Visual refresh) করা হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন যে, অ্যাপের রঙ আগের থেকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে, এমনকি ইনস্টাগ্রাম স্টোরির রিং-এর রঙগুলোও আগের থেকে অনেক বেশী উজ্জ্বল। তবে এসব ছাড়াও অনেক নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। ইনস্টাগ্রামে কী কী পরিবর্তন নিয়ে এসেছে মেটা, তার একটি সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হল-

    ইনস্টাগ্রাম গ্রেডিয়েন্ট (Gradient): ইনস্টাগ্রামের লোগোতে বিভিন্ন রঙ তো ছিলই কিন্তু এখন সেগুলিকে আরও বেশি উজ্জ্বল করা হয়েছে। লোগো-কে আরও বেশি করে প্রাণবন্ত করার জন্যই উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে। এই অ্যাপের গ্রেডিয়েন্টকে আরও জীবন্ত করতে থ্রিডি মডেলিং প্রক্রিয়াও ব্যবহার করা হবে। এই গ্রেডিয়েন্টকে স্টোরি রিং -এও ব্যবহার করা হয়েছে।

    ইনস্টাগ্রাম টাইপফেস : ‘Instagram Sans’ নামে একটি নতুন টাইপফেস অন্তর্ভুক্ত করা হয়েছে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম থেকে বলা হয়েছে, ইনস্টাগ্রাম টাইপফেস পরিবর্তন করা হয়ছে যাতে সমস্ত ভাষার মানুষেরা এটিকে ব্যবহার করতে পারেন। অ্যাপে বিভিন্ন ভাষা যেমন- আরবি, জাপানি, থাই ইত্যাদি অন্তর্ভুক্ত করার জন্য ভাষা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হচ্ছে। ইনস্টাগ্রামের লোগোটি ক্যামের দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছিল এবং এই নতুন টাইপফেসটিও এর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে। এই টাইপফেসটির তিন রকমের প্রকার আছে। এই নতুন টাইপফেসটি ইনস্টাগ্রাম স্টোরি ও রিলেও ব্যবহার করা হবে।

    ইনস্টাগ্রাম ডিজাইন: মেটা  এবারের ইনস্টাগ্রাম লেআউট এবং ডিজাইনে এক অভিনব পদ্ধতির সাহায্যে পরিবর্তন আনতে চলেছে এবং মোবাইল ফোনের জন্য এই বিশেষ পরিবর্তন করা হয়েছে। ব্যবহারকারীরা যাতে খুব সহজেই এটি ব্যবহার করতে পারে সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে। 

  • Twitter Circle: ট্যুইটারে আসতে চলেছে এই নতুন ফিচার! জানেন কি?

    Twitter Circle: ট্যুইটারে আসতে চলেছে এই নতুন ফিচার! জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম নামেই বেশি পরিচিত ট্যুইটার (Twitter)। তবে এর মধ্যেই ট্যুইটারে নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ট্যুইটার সার্কেল (Twitter Circle)।

    তবে এই বৈশিষ্ট্যটি নিয়ে এখনও পরীক্ষা করা হচ্ছে। এই বৈশিষ্ট্যটি অনেকটা ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ড (Instagram’s Close Friends) -এর বৈশিষ্ট্যের মত করা হয়েছে, যেখানে আপনার পছন্দের মত আপনার কাছের বন্ধুদের নিয়ে একটি সার্কেল তৈরি করতে পারবেন এবং শুধুমাত্র তাঁরাই আপনার সেই পোস্টটি দেখতে পারবেন। সুতরাং কারা আপনার সেই ব্যক্তিগত পোস্টটি দেখতে পারবেন তা আপনি বাছাই করে একটি সার্কেল তৈরি করে নিতে পারবেন। যদিও এই বৈশিষ্ট্যটি সমস্ত ট্যুইটার ব্যবহারকারীদের কাছে পৌঁছতে পারেনি।

    ট্যুইটার কোম্পানির স্পিকার জোসেফ নুনেজ (Joseph Nunez) জানিয়েছেন, এই ফিচারটিকে নিয়ে এখনও পরীক্ষা করা হচ্ছে, সকল ব্যবহারকারীদের কাছে এখনও এই ফিচারটি ট্যুইটার আনেনি। অ্যানড্রয়েড (Android), আইওএস (IOS), ওয়েব সাইটে এই ফিচারটিকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে ও ট্যুইটার ব্যবহারকারীদের থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে।

    এই ফিচারটিকে আপনার ট্যুইটারে পেতে গেলে প্রথমে আপনার ট্যুইটার আপডেট করুন, তারপর একটি নতুন ট্যুইট লিখুন এবং এটি পোস্ট করার সময় ‘Everyone’ বলে অপশন আসলে ‘Circle Option’ –এ ক্লিক করুন। এখানে আপনার Circle Option –এ এডিটের অপশনও রয়েছে, ফলে আপনি আপনার পোস্ট অনুযায়ী  Contacts পরিবর্তন করতে পারবেন।

    এর আরেকটি সুবিধা হল ট্যুইটার সার্কেলে কাউকে Add করার পর কারোর কাছে কোনও নোটিফিকেশন যায় না। আরেকটি বিষয় হল আপনার সেই পোস্টে ‘Circle Only’ এই ট্যাগটি থাকবে। এখনও পর্যন্ত কোনও একটি ট্যুইটার সার্কেলে আপনি আপনার বন্ধুদের মধ্যে মাত্র ১৫০ জনকে রাখতে পারবেন।

    বর্তমানে ট্যুইটারে অনেক রকমের বৈশিষ্ট্যই অন্তর্ভুক্ত করতে দেখা যাচ্ছে। এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই অনেক রকমের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। ভবিষ্যতে ট্যুইটারে আর কী কী পরিবর্তন আসতে চলেছে সেটিই এখন দেখার।

  • Instagram New Feature: এবার ইনস্টাগ্রাম রিলস হবে আরও মজাদার, আসতে চলেছে একাধিক নতুন ফিচার

    Instagram New Feature: এবার ইনস্টাগ্রাম রিলস হবে আরও মজাদার, আসতে চলেছে একাধিক নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছবি এবং ভিডিও শেয়ারের জন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম (Instagram)। আর যতদিন যাচ্ছে ততদিন ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার এই সোশ্যাল মিডিয়া অ্যাপের (Social Media) একটি ফিচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হল ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। চিনা অ্যাপ টিকটক ব্যানের পর থেকেই এই তরুণ প্রজন্ম ইনস্টাগ্রামের রিলসেই মেতে উঠেছেন। এবার তাই এই রিলসকে আর বেশি আকর্ষণীয় করে তুলতে নতুর ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম। রিলস পোস্টের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা, এমনটাই জানানো হয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে।

    আরও পড়ুন: ইনস্টাগ্রামের ‘মেকওভার’! লোগো পরিবর্তন! জেনে নিন কী কী পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামে..

    এবারে কোনও ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পাবলিক হয়, তবে সেই পাবলিক অ্যাকাউন্টের ছবি অন্য কোনও ব্যক্তি তাঁর রিলসে ব্যবহার করতে পারবেন। রিলস রিমিক্স করার জন্য সেটি ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র ছবি নয়, পাবলিক অ্যাকাউন্টের ভিডিও অন্য কেউ তাঁর রিলসে ব্যবহার করতে পারবে। ফলে একজনের রিলসের সঙ্গে অন্যজনের রিলসের রিমিক্স করা সহজ হবে। তবে, এই রিলসের ক্ষেত্রে এই পরিবর্তন অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সুতরাং যারা এই নতুন ফিচারে খুশী নন, তাঁদের জন্যও রয়েছে সুখবর। কারণ আপনি যদি না চান যে আপনার ছবি বা ভিডিও অন্য কেউ ব্যবহার করুক, তার জন্য আপনি অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে রিমিক্স করার অপশনটি বন্ধ করে রাখতে পারেন। ফলে আপনার ইচ্ছে ছাড়া কেউই আপনার কোনও ছবি বা রিলস অন্য কেউ ব্যবহার করতে পারবে না।

    আরও পড়ুন: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

    তবে এখানেই শেষ নয়, আরও একটি ফিচার আসতে চলেছে ইনস্টাগ্রামে। সেটি হল, এখন থেকে ১৫ মিনিটের কম সময়ের যেকোনও ভিডিও ইনস্টাগ্রামে রিলস হিসেবে আপলোড করা যাবে। খুব শীঘ্রই এই নতুন পরিবর্তন ইনস্টাগ্রামে দেখা যাবে বলে জানা গিয়েছে। সাধারণত বর্তমানে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রিলস হিসেবে আপলোড করা যায় এই প্ল্যাটফর্মে। কিন্তু এবার এই অ্যাপটির তরফে জানানো হয়েছে, ১৫ মিনিটের কম যে সমস্ত ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, তা এবার সরাসরি শেয়ার করা যাবে রিলসেও। ব্যবহারকারীদের আকর্ষণ করতে এরকমই অনেক নতুন নতুন ফিচার ইনস্টাগ্রাম রিলসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

    [tw]


    [/tw]

     

  • IPL:শ্রেয়সদের হয়ে গলা ফাটিয়ে রাতারাতি জনপ্রিয় নায়িকা

    IPL:শ্রেয়সদের হয়ে গলা ফাটিয়ে রাতারাতি জনপ্রিয় নায়িকা

    IPL:বিভিন্ন ধরনের বাণিজ্যিক বিজ্ঞাপনে (addvertisement) অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নামী ব্যাঙ্কই হোক বা পারফিউম, মিল্ক প্রোডাক্ট বা ক্যাব সবেতেই মুখ দেখিয়ে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রামে (Instagram)খুবই সক্রিয় তিনি। তবে এতদিন পর্যন্ত তাঁর জনপ্রিয়তার পারদ চড়েনি। কেকেআরের(KKR)হয়ে গলা ফাটাতেই এক রাতের মধ্যে বদলে গিয়েছে চিত্র। এখন অনেকেরই হার্ট থ্রব অভিনেত্রী আরতি বেদী (Arati bedi)।
    রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) বনাম দিল্লি ক্যাপিটালসের(delhi capitals)ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামের গ্যালারিতে ওই তরুণীকে দেখা যায়। সাদা রংয়ের টপ পরে থাকা ওই সমর্থককে বার বার দেখাতে থাকে ক্যামেরা। শ্রেয়সদের হয়ে বারবার গলা ফাটাতে দেখা যায় তাঁকে। ম্যাচে তাঁর দল কলকাতা হেরে গেলেও ওই সমর্থক সকলের মন জয় করে নিয়েছেন। এক রাতের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি। ম্যাচের আগে ইনস্টাগ্রামে তাঁর ৩০ হাজার ‘ফলোয়ার’ছিল। ম্যাচের পর তা ৫০ হাজার ছাপিয়ে গিয়েছে। টুইটার, ইনস্টাগ্রাম, সর্বত্র তিনি এখন ভাইরাল। অনেকেই এই তরুণীর নাম জানতে চাইছেন। আরতি পেশায় মডেল। অভিনয় ছাড়া নাচতে খুব ভালবাসেন। ইনস্টাগ্রামে(Instagram)তাঁর নাচের প্রচুর ভিডিও রয়েছে। 
    ঘুরে বেড়ানো আরতির শখ। বিভিন্ন জায়গায় ঘোরার ছবিও তিনি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। ইতিমধ্যেই লন্ডন, তাইল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন ঘুরে ফেলেছেন তিনি। অক্সফোর্ড স্ট্রিট, আইফেল টাওয়ার, ফি আইল্যান্ড, লুম্পিনি পার্কে ঘোরার ছবিও দিয়েছেন। তাঁর একটি পোষ্য বিড়াল রয়েছে। নাম ফাজ। পশুপ্রেমী আরতির কাছে ‘পরিবারের সবচেয়ে সুন্দর সদস্য’হল ফাজ। গরমের দিনে আইসক্রিম তাঁর পছন্দের জিনিস। কয়েক বছর আগে ইটালির জেলাতেরিয়া সান্তা ত্রিনিতা নামে বিখ্যাত আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন আরতি। 
    এর আগেও আইপিএলে বিভিন্ন সময়ে নজর কেড়েছেন বিভিন্ন সমর্থক। গ্যালারিতে প্রিয় দলকে সমর্থন করার ফাঁকেই তাঁদের ধরেছে ক্যামেরা। রাতারাতি টিভির পর্দায় মুখ দেখিয়ে বিখ্যাত হয়ে গিয়েছেন অনেকে। অনেকেরই মনে আছে দীপিকা ঘোষের কথা। হায়দরাবাদ ম্যাচে বেঙ্গালুরুকে সমর্থন করতে আসা দীপিকার উপর থেকে ক্যামেরা সরছিলই না। হঠাৎই তিনি ‘জাতীয় ক্রাশ’হয়ে যান। চেন্নাইয়ের জোরে বোলার দীপক চাহারের বোন মালতি এ ভাবেই দলকে সমর্থন করতে এসে বিখ্যাত হন। হায়দরাবাদের সিইও কাব্য মরানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরতি নয়া সংযোজন। 

     

LinkedIn
Share