Tag: interim budget

interim budget

  • Interim budget 2024: লক্ষ্মীবারে অন্তর্বর্তীকালীন বাজেট, কী আশা করবেন, কী করবেন না

    Interim budget 2024: লক্ষ্মীবারে অন্তর্বর্তীকালীন বাজেট, কী আশা করবেন, কী করবেন না

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারই শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। আজ, বৃহস্পতিবার লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্য এপ্রিলে লোকসভা নির্বাচন হওয়ার কথা। তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেট (Interim budget 2024)।

    অধীর আগ্রহে অপেক্ষা

    বাজেটে সাধারণ বিভিন্ন বিষয়ে ঘোষণা করা হয়। তাই কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশার পারদ চড়তে থাকে আমজনতার মধ্যেও। অন্তর্বর্তীকালীন বাজেটে অবশ্য সে সুযোগ থাকে না। তা সত্ত্বেও এবার ভোট অন অ্যাকাউন্ট নিয়ে প্রত্যাশার খামতি নেই সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি কর্পোরেট হাউসগুলিও অধীর আগ্রহে অপেক্ষা করছে সরকার কী কী বিষয়ে কী ঘোষণা করে, সে দিকে। এবছর এমন একটা সময়ে বাজেট (Interim budget 2024) পেশ হতে চলেছে, যখন বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে ভারতীয় অর্থনীতিকে। আত্মমর্যাদা ও আত্মনির্ভর অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে দেশীয় অর্থনীতি। অন্তর্বর্তীকালীন বাজেটে নির্বাচন-পর্ব পর্যন্ত অর্থনীতির একটি প্রাথমিক রোডম্যাপ তৈরি করা হয়।

    ইমিডিয়েট এক্সপেন্ডিচারের রূপরেখা

    নয়া সরকার গঠিত হলে, নতুন করে বাজেট পেশ করবে সেই সরকারের অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে বিরাট কিছু আশা না করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটে দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক স্ট্র্যাটেজির বদলে ইমিডিয়েট এক্সপেন্ডিচারের রূপরেখা মিলবে। কর ছাড়ের বিষয়েও সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। তবে সেজন্যও দেশবাসীকে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্ব মেটা পর্যন্ত। বড় কোনও জনকল্যাণমূলক প্রকল্পের কথাও অন্তর্বর্তীকালীন বাজেটে থাকবে না। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তখনই এ বিষয়ে বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে সরকার।

    আরও পড়ুুন: ‘‘মন্দির কোনও পিকনিক স্পট নয়’’, প্রবেশ নিষেধ অহিন্দুদের, জানাল মাদ্রাজ হাইকোর্ট

    যদিও ঘাটতি শূন্য বাজেট পেশ করাই লক্ষ্য সরকারের, তবে তা হবে না অন্তর্বর্তীকালীন বাজেটে (Interim budget 2024)। সেজন্যও অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বাজেট পর্যন্ত। ফিনান্সিয়াল রেগুলেশনে পরিবর্তনের ছাপও পড়বে না অন্তর্বর্তী বাজেটে। এজন্যও অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়া পর্যন্ত। জানা গিয়েছে, পিএম কিষান খাতে বরাদ্দ বাড়ানো হতে পারে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বরাদ্দ ৫ লাখ থেকে বাড়িয়ে করা হতে পারে ১০ লাখ (Interim budget 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share