Tag: International importance

International importance

  • Ramsar list: চিনের সমান! রামসার সাইটের তালিকায় আরও ১০টি নতুন জলাভূমি যোগ করল ভারত

    Ramsar list: চিনের সমান! রামসার সাইটের তালিকায় আরও ১০টি নতুন জলাভূমি যোগ করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত সরকার। নতুন তথ্যে জানা গিয়েছে, ভারতের আরও দশটি জলাভূমিকে রামসার সাইটে (Ramsar site) অন্তর্ভুক্ত করা হল। এর ফলে দেশে মোট ৬৪টি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব (Bhupender Yadav) ট্যুুইটে এই বিষয় জানিয়েছেন।

    জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৭১ সালে ইরানের রামসার শহরে বিভিন্ন দেশ মিলে কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে, যেটি রামসার কনভেনশন নামে পরিচিত। রামসার কনভেনশন হল সারা বিশ্বে জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। এই কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়। আন্তর্জাতিক এই তালিকায় চিনেও রামসার সাইটের সংখ্যা ৬৪টি। রামসার কনভেনশনের অধীনে  ভারতে দশটি নতুন রামসর সাইট মনোনীত হওয়ায় পরিবেশ সুরক্ষার নিরিখে আন্তর্জাতিক ক্ষেত্রে চিনের সঙ্গে এক সারিতে উঠে এল ভারত। 

    গাছপালা হ্রাস, অত্যধিক বন্যা, জল দূষণ, শিল্পায়ন, ঘরবাড়ি, রাস্তা, সেতু নির্মাণ প্রভৃতি দেশের জলাভূমিকে ক্ষতিগ্রস্ত করে। জলাভূমিগুলো সংরক্ষণের জন্যই আন্তর্জাতিক স্তরে এই চুক্তি করা হয়। এর ফলে  জলাভূমিগুলোর আশেপাশে কোনও শিল্প তৈরি করা যাবে না। ভারত সরকার এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রক। এই জলাভূমিগুলি বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খরা-বন্যা রোধ করতে, জলের জোগান দিতে জলাভুমির গুরুত্ব অপরিসীম।

    আরও পড়ুন: জাতীয় পতাকা উত্তোলনের সঠিক নিয়ম জানেন তো? মাথায় রাখুন এই বিষয়গুলি

    ভারতের ১০টি নতুন রামসার সাইটগুলির মধ্যে তামিলনাড়ুতে ছয়টি, ওড়িশা, গোয়া, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের একটি করে রয়েছে। ভারতের রামসার সাইটগুলি এখন মোট 12,50,361 হেক্টর এলাকা জুড়ে রয়েছে। ভারতে প্রথম রামসার সাইটই হল ওড়িশার চিল্কা হ্রদ। ভারতের সবচেয়ে বড় রামসার সাইট হল সুন্দরবন। সবচেয়ে ছোট হল হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ। এই তালিকা ক্রম পরিবর্তনশীল। স্বাধীনতার ৭৫ বছর চলছে। এই বছরেই দেশে রামসার সাইটের সংখ্যা ৭৫-এ নিয়ে যেতে চায় ভারত।

LinkedIn
Share