Tag: International news

International news

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, ইতিহাস গড়লেন মনু ভাকের, সঙ্গী সরবজ্যোৎ

    Paris Olympics 2024: অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, ইতিহাস গড়লেন মনু ভাকের, সঙ্গী সরবজ্যোৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: একই অলিম্পিক্সে (Paris Olympics 2024) দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় মনু ভাকেরের। এবারে তাঁর সঙ্গী সরবজ্যোৎ সিং। ব্যক্তিগত বিভাগের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ স্কোরে হারিয়ে দিলেন মনু ও সরবজ্যোৎ। উল্লেখ্য, চলতি অলিম্পিক্সেই ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। আবার সেই মনু ভাকেরের (Manu Bhaker) হাত ধরেই পদক পেল ভারত। 

    রেকর্ড গড়লেন মনু ভাকের (Manu Bhaker) 

    স্বাধীনতার আগে ভারতের হয়ে নরমান প্রিচার্ড একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন। ১৯০০ সালের অলিম্পিক্সে সেই নজির গড়েছিলেন তিনি। উল্লেখ্য, সেটিও ছিল প্যারিস অলিম্পিক্স। অ্যাথলেটিক্সে রুপো জিতেছিলেন তিনি। প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। তার ১২৪ বছর পর স্বাধীন ভারতে প্রথমবার অলিম্পিক্সে দুটি পদক জিতলেন এক ভারতীয়। সেই অনন্য নজির গড়লেন মনু ভাকের। গত রবিবার প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিং থেকে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। এরপর মঙ্গলবার মিক্সড ইভেন্টে (Paris Olympics 2024) সরবজ্যোতের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন তাঁরা। 

    আরও পড়ুন: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

    মনু ভাকেরকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর   

    ভারত দ্বিতীয় পদক জেতার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরআগে মনু ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার পরেও তাঁকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অলিম্পিক্সে (Paris Olympics 2024)  দ্বিতীয় পদক জয়ের পর সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের শুটাররা আবার দেশকে গর্বিত করলেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংকে। দুজনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছেন। ভারত আপনাদের নিয়ে উল্লসিত। মনু পর পর দুটি পদক জিতলেন। খুব ভাল ধারাবাহিকতা দেখালেন তিনি।” 

    প্রসঙ্গত, অলিম্পিক্সে (Paris Olympics 2024) এখনও মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট বাকি আছে। সেখানেও লড়বেন মনু। এর আগে টোকিও অলিম্পিক্সে আশা জাগিয়েও পিস্তলের যান্ত্রিক ত্রুটির জন্য তেমন কিছু করতে পারেননি তিনি। তবে এবারের অলিম্পিক্সে মনুর একের পর এক সাফল্যে আশায় বুক বাঁধছেন প্রতিটি ভারতীয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

    Paris Olympics 2024: প্যারিসে ইতিহাস মনিকা বাত্রার, এমন কী কীর্তি করলেন এই ভারতীয় প্যাডলার?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) আরেকটি পদক জয়য়ের আশা দেখছে ভারত। দেশের প্রাক্তন এক নম্বর টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা (Manika Batra) পৌঁছেছেন সিঙ্গেলসের প্রি-কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ ৩২ ম্যাচে তিনি হারিয়েছেন ফ্রান্সের ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় পৃথিকা পাভাদেকে। ভারতের প্রথম মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে মনিকা জায়গা করে নিলেন শেষ ১৬য়। খেলার ফলাফল মনিকার পক্ষে দাঁড়ায় ৪-০।

    মনিকার বক্তব্য (Paris Olympics 2024)

    ম্যাচ প্রসঙ্গে মনিকা (Manika Batra) বলেন, “আমি কোচের সঙ্গে আলোচনা করে ফোরহ্যান্ডে খেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমি ব্যাকহ্যান্ডে পয়েন্ট পাচ্ছিলাম। তাই আমি কৌশল পরিবর্তন করিনি। আমি ফোরহ্যান্ডেও কয়েকটি শট খেলেছি। আমি চাইনি সে ভাবুক যে আমি কেবল ব্যাকহ্যান্ডে খেলছি। এটি একটি কঠিন ম্যাচ ছিল। সামনের ম্যাচেও আমি আমার সেরাটা দেব।”

    খেলার ফলাফল (Manika Batra)

    মনিকা এদিন জয় ছিনিয়ে নেন ৩৭ মিনিটে। ১৯ বছরের কৃতিকাকে তিনি হারান ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে। শেষ আটে ওঠার লড়াইয়ে মনিকার (Manika Batra) প্রতিপক্ষ হবেন হংকংয়ের ঝু চেংজু ও জাপানের মিউ হিরানোর মধ্যে দ্বৈরথে বিজয়ী। ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মহিলা খেলোয়াড় অলিম্পিক্সের (Paris Olympics 2024) কোয়ার্টার ফাইনালে উঠলেন। মনিকার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য আরও একটি পদকের আশা জাগিয়েছে।

    সামনে কঠিন প্রতিপক্ষ

    টানা দুটি সেট হারার পর ফরাসি খেলোয়াড় ফিরে আসার চেষ্টা করেন এবং মনিকার (Manika Batra) বিরুদ্ধে চতুর্থ গেমে পয়েন্ট বাঁচান। মনিকা বিরতি নেন এবং তারপর সেট জিতে আবার ফিরে আসেন। পুরো ম্যাচে মনিকার আক্রমণাত্মক খেলার জবাব দিতে পারেননি প্রতিপক্ষ খেলোয়াড় পৃথিকা পাভাদে। মনিকা এর আগে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন এবং এবার অলিম্পিক্সে তাঁর পদকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। মনিকা পদক জিতবেনই, এমনই আশা করছে ভারতবাসী।

    আরও পড়ুন: প্রথম রাউন্ডের জয় বাতিল, অলিম্পিক্সে লড়াই কঠিন হল লক্ষ্য সেনের

    তবে পদক জিততে হলে তাঁকে এখনও (Paris Olympics 2024) অনেকটা পথ যেতে হবে এবং সেই পথ খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Sri Lanka: গুরু গম্ভীরের প্রথম সিরিজ জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তেও জয়ী ভারত

    India vs Sri Lanka: গুরু গম্ভীরের প্রথম সিরিজ জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তেও জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি (India vs Sri Lanka) সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নিল ভারত। শনিবার, প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়ে দিয়েছিল সূর্যবাহিনী। রবিবার দ্বিতীয় ম্যাচেও আধিপত্য বজায় রেখে জিতে নেয় নতুন টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৬১ রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় ৮ ওভারে ৭৮ রান। ফলে সহজেই তা করে নেয় ভারত। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই তিনম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত (India Beats Sri Lanka)। দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই জয়ের স্বাদ পেলেন গুরু গম্ভীরও।

    শুরুটা ভালো করলেন সূর্যকুমার (India vs Sri Lanka)

    রবিবার,  ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬১ রান তুলেছিল শ্রীলঙ্কা৷  শেষ ৩১ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা৷ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন বিষ্ণোই৷ অক্ষর ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন৷ বৃষ্টির জন্য ভারতীয় ইনিংস অনেক দেরিতে শুরু হয় ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য সূর্যকুমারদের লক্ষ্যমাত্রা হয় ৮ ওভারে ৭৮৷ কিন্তু, মাত্র ৬.৩ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া৷ যশস্বী ১৫ বলে ৩০ রান করেন। ১২ বলে ২৬ রান করেন সূর্যকুমার। হার্দিক ৯ বলে ২২ রান করেন। এর আগে, শনিবার, সিরিজের প্রথম ম্যাচে (India vs Sri Lanka) ভারতীয় দল করেছিল ২১৩/৭। জবাবে, ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।  ৪৩ রানে জিতে যায় ভারত (India Beats Sri Lanka)।

    আরও পড়ুন: মলদ্বীপের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ভারতকে ধন্যবাদ মুইজ্জুর

    এশিয়া কাপ ফাইনালে হার ভারতের 

    তবে টি-টোয়েন্টি সিরিজে (India vs Sri Lanka) প্রথম দুটি ম্যাচ ভারত জিতলেও মহিলা এশিয়া কাপের ফাইনালে এসে থমকে যায় ভারতের বিজয়রথের চাকা। আয়োজক দেশ শ্রীলঙ্কার কাছে ফাইনালে আট উইকেটে হেরে (Women Asia Cup 2024 Final) রানার্স হয়ে দেশে ফিরছেন হরমনপ্রীতরা। সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে গুঁড়িয়ে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানার ওপেনিং জুটিতে ৬.২ ওভারে এসেছিল ৪৪ রান। তবে ১৯ বলে ১৬ রান করে আউট হয়ে যান শেফালি। এরপরেও স্মৃতি একটা প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো এদিন কাউকে সেভাবে পাওয়া গেল না। শেষমেশ আট বল হাতে রেখে ম্যাচ শেষ করে শ্রীলঙ্কা। এরইসঙ্গে টি-২০ ক্রিকেটে জিতে শ্রীলঙ্কা পেল প্রথম মেয়েদের এশিয়া কাপ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maldives: মলদ্বীপের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ভারতকে ধন্যবাদ মুইজ্জুর

    Maldives: মলদ্বীপের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ভারতকে ধন্যবাদ মুইজ্জুর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ছিল মলদ্বীপের (Maldives) ৫৯তম স্বাধীনতা দিবস। এদিনই মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁর ভাষণে দ্বীপ রাষ্ট্রের ঋণ পরিশোধ সহজ করার জন্য ভারতের (Modi government) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মলদ্বীপের ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য তিনি ভারত ও চিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই দ্বীপের ক্রমবর্ধমান ঋণ সংকট মোকাবিলায় এবং এর ভবিষ্যৎ উন্নয়নে দুই দেশের গুরুত্ব তুলে ধরেছেন। একইসঙ্গে তিনি পররাষ্ট্র নীতির প্রশংসা করে ঋণ পরিশোধ সহজ করার জন্য উভয় দেশকেই ধন্যবাদ জানান এবং বলেন যে অর্থনৈতিক সার্বভৌমত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

    মহম্মদ মুইজ্জুর মন্তব্য (Maldives) 

    এ প্রসঙ্গে মলদ্বীপের প্রেসিডেন্ট বলেন, “মলদ্বীপের জনগণের স্বার্থে, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিশ্চিত করার এই প্রচেষ্টায় সহযোগিতার জন্য আমি মলদ্বীপের জনগণের পক্ষ থেকে চিন সরকার এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই।” প্রসঙ্গত, ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় বারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন মলদ্বীপ প্রেসিডেন্ট। 

    আরও পড়ুন: পাহাড়ি লবণ বিক্রি করেই কোটিপতি! ব্যবসায় নতুন দিশা দেখাচ্ছেন তিন বন্ধু

    ভারত-মলদ্বীপ সম্পর্ক   

    উল্লেখ্য, গত নভেম্বরে মলদ্বীপে (Maldives) ক্ষমতায় এসেছেন মুইজ্জু। মলদ্বীপে ক্ষমতায় আসার পর থেকে মুইজ্জুর গলায় শোনা গিয়েছিল ‘ভারত-বিরোধী’ সুর। সে দেশ থেকে সেনা সরানোর জন্য ভারতকে সরকারি ভাবে জানিয়েও ছিলেন তিনি। এরপর গত ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লিতে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। যদিও এরপর বরফ গলেছিল। ‘চিন-ঘনিষ্ঠ’ মলদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর গলাতেই শোনা গিয়েছিল নরম সুর। সে সময় নয়াদিল্লির কাছে (Modi government) ঋণ মকুবের আর্জি জানিয়ে তিনি বলেছিলেন ভারত মলদ্বীপের ‘ঘনিষ্ঠ সহযোগী’-ই থাকবে। প্রসঙ্গত, গত বছরের শেষে ভারত থেকে প্রায় ৪০০.৯ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল মলদ্বীপ। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। এবার সেই ঋণ পরিশোধই সহজ করল ভারত। 
    আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পরেই মলদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজ্জুর দলের একাধিক নেতা। তার পরই নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’ (Maldives)। সেই থেকেই পর্যটক কমতে শুরু করেছে দ্বীপরাষ্ট্রটিতে। বলে রাখা ভালো, ভারতের সঙ্গে সংঘাতের জেরে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়েছেন মুইজ্জু। এরপরেই দেশকে ঋণ মুক্ত করতে ঋণ মকুবের আর্জি জানান প্রেসিডেন্ট মুইজ্জু। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: আয়োজক শহর থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে হবে অলিম্পিক্সের এই ইভেন্ট! জানেন কেন?

    Paris Olympics 2024: আয়োজক শহর থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে হবে অলিম্পিক্সের এই ইভেন্ট! জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টেডিয়ামের পরিবর্তে নদীপথে প্রথমবারের মতো শুরু হল ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো ভাবে উদ্বোধন হল ২০২৪ অলিম্পিক্সের (Paris Olympics 2024)। হাজার হাজার ক্রীড়াবিদের স্যেন নদীতে প্যারেডের পাশাপাশি ব্রিজ ও নদীতীর থেকে লাইভ পারফরম্যান্সে হয়ে গেল দর্শনীয় ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। নিয়ম অনুযায়ী এক এক ভেন্যুতে এক এক ইভেন্টের খেলা হয়। জানা গিয়েছে, এবছর গ্রেটেস্ট শো অন দ্য আর্থে সার্ফিং ইভেন্টে (Surfing Competition) অংশ নিতে চলা অ্যাথলিটরা এক বিশেষ সুবিধা পাবেন। প্যারিস থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে পলিনেসিয়ায় এক লাক্সারি জাহাজে থাকবেন ওই অ্যাথলিটরা। অর্থাৎ প্যারিস অলিম্পিক্সে সার্ফিংয়ে অংশ নিতে চলা মোট ৪৮ জন অ্যাথলিটের আগামী কয়েকদিনের ঠিকানা ওই ভাসমান ভিলেজ। 

    কেন এই সিদ্ধান্ত? (Paris Olympics 2024)   

    জানা গিয়েছে, ৬৮ বছরে প্রথমবারের মতো আয়োজক শহর থেকে ১৫,৭১৫ কিলোমিটার (৯,৭৬৫ মাইল) দূরে অলিম্পিক্সের এই ইভেন্টটি পরিচালিত হচ্ছে। কারণ, পলিনেসিয়া দ্বীপের একটি ছোট গ্রাম তেহুপোর উপকূল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী তরঙ্গের জন্য পরিচিত। জানা গিয়েছে, সমুদ্রের এই অঞ্চলে ঢেউ-এর উচ্চতা ২০ ফুট যেতে পারে। ফলে সার্ফাররা তাহিতির দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই এলাকা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  
    জানা গিয়েছে, সার্ফিং প্রতিযোগিতার সময়, বিচারক এবং প্রশিক্ষক একটি ছোট টাওয়ারে অবস্থান করবেন। সাংবাদিক এবং ফটোগ্রাফাররা কাছাকাছি নৌকায় থাকবেন৷ তবে জনসাধারণের জন্য বন্ধ থাকায় দর্শকদের টিভিতে দেখতে হবে অলিম্পিক্সের (Paris Olympics 2024) এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকের জন্য তাহিতির তাহুপোতে প্রশিক্ষণ নিচ্ছেন সার্ফাররা৷

    সার্ফিং প্রতিযোগিতার পদ্ধতি (Surfing Competition)

    সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৮ জন অ্যাথলিটের মধ্যে ২৪ জন পুরুষ এবং ২৪ জন মহিলা রয়েছেন। পুরো খেলাটি আটটি ‘হিট’-এ বিভক্ত হবে, প্রতিটি ভাগে তিনজন অ্যাথলিট থাকবেন৷ প্রথম রাউন্ডের বিজয়ীরা ১৬-এর রাউন্ডে পৌঁছাবেন এবং পরাজিতরা হেড-টু-হেড এলিমিনেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর বিজয়ীরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং তারপর ফাইনালে উঠবেন। তবে, সেমিফাইনালে পরাজিতরা ব্রোঞ্জ পদকের জন্য একে অপরের সঙ্গে লড়বেন (Paris Olympics 2024)।

    আরও পড়ুন: ‘২৪ কোটি জনগণের দেশ থেকে মাত্র ৭ জন অ্যাথলিট?’ লাইভ টিভিতে লজ্জার মুখে পাকিস্তান

    উল্লেখ্য, সার্ফিংয়ের পাশাপাশি, প্যারিস থেকে দূরে মার্সেইলেস এবং বোর্দোতে যথাক্রমে বোট ইভেন্ট এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বোট ইভেন্ট এবং ফুটবল ম্যাচের দুটি ভেন্যু আয়োজক শহর থেকে কয়েকশ কিলোমিটার দূরে থাকলেও সার্ফিং ইভেন্টটি (Surfing Competition) এখনও পর্যন্ত ফ্রান্সের রাজধানী থেকে সবচেয়ে দূরে অবস্থিত। 
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: ‘২৪ কোটি জনগণের দেশ থেকে মাত্র ৭ জন অ্যাথলিট?’ লাইভ টিভিতে লজ্জার মুখে পাকিস্তান

    Paris Olympics 2024: ‘২৪ কোটি জনগণের দেশ থেকে মাত্র ৭ জন অ্যাথলিট?’ লাইভ টিভিতে লজ্জার মুখে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স টুর্নামেন্ট (Paris Olympics 2024)। শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্যারিসের স্যেন নদীতে কার্যত চাঁদের হাট বসেছিল। এই নদীর বুকে প্রত্যেকটা দেশের প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অন্যান্য দেশের সঙ্গে এই প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল পাকিস্তানও (Pakistan)। তবে অনুষ্ঠান চলাকালীন লাইভ টেলিভিশনে ধারাভাষ্যকারের মন্তব্যে লজ্জায় পড়ে যায় পাকিস্তান। 

    ঠিক কী ঘটেছিল? (Paris Olympics 2024) 

    এ যেন কার্যত কাটা ঘায়ে নুনের ছিটে। এদিনের অনুষ্ঠান চলাকালীন এক ধারাভাষ্যকার লাইভ টেলিভিশনে বলে ফেলেন যে, ”পাকিস্তানে মোট ২৪ কোটি মানুষজন বসবাস করেন। কিন্তু, অলিম্পিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন মাত্র ৭ জন অ্যাথলিট!” আর তাঁর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। আসলে এ বছর প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের ১৮ সদস্যের একটি দল যোগ দিয়েছে। আর এই দলে মাত্র ৭ জন অ্যাথলিট রয়েছেন। বাকি ১১ জন রয়েছেন অফিশিয়াল। ফলে ঠিক এই কারণেই এমন মন্তব্য করে বসেন সেই ধারাভাষ্যকার। ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক সাংবাদিক উদ্বোধনী অনুষ্ঠানের সেই ভিডিওটি শেয়ার করেছেন। 

    ৭ অ্যাথলিটের তালিকায় কারা? 

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জন্য ফ্রান্সে যাওয়া পাকিস্তানের (Pakistan) ৭ জন অ্যাথলিটের মধ্যে রয়েছেন, জ্যাভলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম, শুটার গোলাম মোস্তফা বশির, গুলফাম জোসেফ (১০ মিটার এয়ার পিস্তল), কিশমালা তালাত, ফাইকা রিয়াজ, মোহাম্মদ আহমেদ দুররানি এবং জাহানারা নবী।  

    আরও পড়ুন: অলিম্পিক্সে আজ ৭টি খেলায় নামছে ভারত, জেনে নিন কখন-কোন খেলা

    প্রসঙ্গত, এবছর প্যারিসের (Paris Olympics 2024) ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। শান্ত, ভালোবাসার শহরে হয়েছে সন্ত্রাসবাদী হামলাও। কিন্তু ভালোবাসা কেড়ে নেওয়া যায়নি। সেটা দেখা গেল সাত ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে। স্যেন নদীতে আলোর ফোয়ারায় ভেসে গেল খেলার দুনিয়া। ৯৪টি নৌকা করে এলেন ২১১টি দেশের খেলোয়াড়েরা। ছোট, বড় নৌকা করে নিয়ে আসা হল তাঁদের। আর নদীর পাড়ে হল বিভিন্ন অনুষ্ঠান। কখনও গাইলেন লেডি গাগা, কখনও পরিচয় করানো হল প্যারিসের সংস্কৃতির সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জল দিয়ে বিশেষ পর্দা তৈরি করা হয়েছিল। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এল গ্রিস। তারপর একে একে সব নৌকা।
    প্যারেডের শেষ তিন দেশ হিসেবে পর পর এল অস্ট্রেলিয়া (২০৩২ অলিম্পিক্সের আয়োজক), আমেরিকা (২০২৮ অলিম্পিক্সের আয়োজক) এবং ফ্রান্স (এ বারের আয়োজক)। ফ্রান্সের নৌকাটি বাকি সকলের থেকে আলাদা। অনুষ্ঠানের শেষ দিকে ঘোড়ায় চড়ে এক ব্যক্তি নিয়ে এলেন অলিম্পিক্সের পতাকা। আইফেল টাওয়ারের নীচে বিরাট সংখ্যক দর্শক তখন অপেক্ষা করছেন। তাঁদের সামনে উড়ল অলিম্পিক্সের পতাকা, গাওয়া হল এই প্রতিযোগিতার অ্যান্থেম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁ-এর হাত ধরে সূচনা হল প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সের উদ্বোধনের আগের রাতে একাধিক ট্রেনে আগুন! নাশকতা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সের উদ্বোধনের আগের রাতে একাধিক ট্রেনে আগুন! নাশকতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্স (Paris Olympics 2024) উপলক্ষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্যারিস। কিন্তু এরই মধ্যে উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ঘটে গেল বিপত্তি৷ দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত ফ্রান্সের ট্রেন পরিষেবা (France train lines) ব্যবস্থা। জানা গিয়েছে, অলিম্পিক্সের আগের রাতে বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফ্রান্সের রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্ষয়ক্ষতি সামলে স্বাভাবিক পরিষেবা শুরু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। এমন ঘটনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাশকতার আশঙ্কাও।

    কী জানিয়েছে ফরাসি রেল কর্তৃপক্ষ? (Paris Olympics 2024) 

    এ ঘটনায় ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ধ্বংসের চেষ্টা চালানো হয়েছে গোটা রেল পরিষেবায়। একাধিক জায়গায় আগুন লাগিয়ে নষ্ট করা হয়েছে রেলের সম্পত্তি। আগুন ধরিয়ে দেওয়ার ফলে দ্রুতগতির ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ ফলে প্রায় আট লক্ষ মানুষ সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বিপদ এড়াতে সাধারণ মানুষকে আগামী কয়েক দিন ট্রেন পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, একই সময়ে একাধিক এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ফ্রান্স রেলের অ্যাটলান্টিক, নর্দার্ন এবং ইস্টার্ন শাখা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার (France train lines) পিছনে কারা রয়েছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফলে অলিম্পিকের উদ্বোধনের ঠিক আগে এই ঘটনা বাড়িয়েছে উদ্বেগ ও আতঙ্ক।

    আরও পড়ুন: অবশেষে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ঠাঁই পেল ‘অসমের পিরামিড’ মৈদাম 

    পরিস্থিতি সামাল দিতে হাজির ভারতের আধাসামরিক বাহিনী 

    প্রসঙ্গত, শুক্রবার ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে অলিম্পিক্সের বর্ণাঢ্য অনুষ্ঠান। সে কারনেই সেজে উঠেছে গোটা প্যারিস। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু, অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনের আগেই ফ্রান্সের রেল পরিষেবার এই হামলার ঘটনায় বিচলিত হয়ে পড়েছেন আয়োজকরা। যদিও প্যারিস অলিম্পিক্সে নাশকতামূলক ঘটনার আশঙ্কা আগে থেকেই ছিল। সে জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল অলিম্পিক্সের শহরকে। কিন্তু তা সত্ত্বেও রোখা গেল না এই অতর্কিত হামলা। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার জন্য প্যারিসে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভারতের আধাসামরিক বাহিনীর একটি বিশেষ দলও। প্যারিসে স্যেন নদীর তীরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারাও।  
    এ প্রসঙ্গে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামিলি কাস্তেরা বলেছেন, ”এই ঘটনায় যারা দায়ী, তাদের চিহ্নিত করা হবে। দেশে যখন অলিম্পিক্স, তখন এমন ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের দেশ বিরোধী বলেই ধরে নেওয়া হচ্ছে। পরিস্থিতি যত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। অলিম্পিক্স (Paris Olympics 2024) দেখতে যাঁরা আসছেন, যে অ্যাথলিটরা অংশগ্রহণ করছেন, তাঁদের যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কাজ আমরা শুরু করে দিয়েছি।”
      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam Moidam: অবশেষে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ঠাঁই পেল ‘অসমের পিরামিড’ মৈদাম

    Assam Moidam: অবশেষে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ঠাঁই পেল ‘অসমের পিরামিড’ মৈদাম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হল অসমের অহম রাজবংশের কবরের ঢিবি ‘মৈদাম’ (Assam Moidam)৷ ফলে ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যক্ষেত্র’-এর  (UNESCO World Heritage Site) তালিকায় এ বার ঠাঁই পেল উত্তর-পূর্ব ভারত। প্রসঙ্গত, মৈদাম সমাধিক্ষেত্রকে গত বছর ‘বিশ্ব ঐতিহ্যক্ষেত্র’ হিসাবে মর্যাদা দেওয়ার জন্য ইউনেস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬তম অধিবেশনে সেই প্রস্তাব গৃহীত হয়েছিল। 

    কী এই ‘মৈদাম’? (Assam Maidams) 

    অনেকটা পিরামিডের মতই আকার। এটি আসলে অহম রাজপরিবারের সমাধিস্থল। অসমে প্রায় ৬০০ বছর শাসন করেছিল অহম রাজবংশ। আজকের অসম আগে পরিচিত ছিল অহম হিসাবে। এবার সেই অহম রাজপরিবারের ‘কবরস্থান’ বা ‘মৈদাম’ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থান (UNESCO World Heritage Site) তকমা পেল। অনেকে এটিকে আবার ‘অসমের পিরামিড’-ও বলে। বিশেষত ইট, পাথর বা মাটি দিয়ে তৈরি ফাঁপা খিলানের উপরে একটি ঢিবি তৈরি করে এই অষ্টভুজাকার সমাধিস্থলগুলি তৈরি করা হত। ভিতরে ঢোকার জন্য সুড়ঙ্গের মতো প্রবেশপথ থাকত। প্রাথমিকভাবে  অসমের ছাড়াইদেও জেলায় এই সমাধিস্থলগুলি দেখা যায়। জানা গিয়েছে, ছাড়াইদেওতে  ৯০ টিরও বেশি রাজকীয় সমাধির ঢিবির রয়েছে।

    আরও পড়ুন: ছাত্রদের সংস্কৃত ‘শ্লোক’ পাঠে বাধা! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দায়ের এফআইআর 

    এক দশক পরে ফলপ্রসূ হল উদ্যোগ

    উল্লেখ্য, ২০১৪ সালে ছাড়াইদেও জেলায়, অহম সাম্রাজ্যের ‘ঢিপি সমাধি ব্যবস্থা’ ( mound burial system) ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থানে তকমা পাওয়ার জন্য প্রথম তালিকাভুক্ত হয়। সেসময় মৈদামগুলি (Assam Moidam) ইউনেস্কো হেরিটেজ ক্ষেত্রের তালিকায় ঢোকানোর চেষ্টা শুরু করেছিল অসমের তৎকালীন কংগ্রেস সরকার। শেষ পর্যন্ত এক দশক পরে ফলপ্রসূ হল সেই উদ্যোগ। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী এই পদক্ষেপের জন্য ইউনেস্কোকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ‘‘এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’’ 

    কী বললেন হেমন্ত বিশ্ব শর্মা?  

    এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে, ”মৈদাম ইউনেস্কোর সাংস্কৃতিক সম্পত্তি বিভাগের অধীনে, বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এটি অসমের জন্য একটি দারুণ সাফল্য। কারণ, প্রথমবারের মতো উত্তর-পূর্ব থেকে কোনও স্থাপত্য (Assam Moidam) ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থানের তকমা পেল। কাজিরাঙ্গা ও মানস জাতীয় উদ্যানের পর এটি অসমের তৃতীয় বিশ্ব ইতিহ্যবাহী স্থান”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে অন্য দেশের হয়ে নামছেন ৫ ভারতীয় বংশোদ্ভূত, তাঁরা কারা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে অন্য দেশের হয়ে নামছেন ৫ ভারতীয় বংশোদ্ভূত, তাঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার পর সরকারিভাবে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। এবারের অলিম্পিক্সে মোট ১০,৫০০ অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর মধ্যে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশ নেবেন। এবারের অলিম্পিক্সে থাকছে একাধিক চমক। জানা গিয়েছে, এবার ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন অ্যাথলিট প্যারিসে প্রতিনিধিত্ব করবেন অন্য দেশের হয়ে, একনজরে দেখে নেওয়া যাক সেই সকল ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিটদের (Athletes of Indian heriatge) তালিকা৷

    যে সকল ভারতীয় বংশোদ্ভূত প্যারিস গেমসে বিভিন্ন দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন

    রাজীব রাম (টেনিস, মার্কিন যুক্তরাষ্ট্র)- (Paris Olympics 2024)

    টেনিস সার্কিটে অতি পরিচিত নাম রাজীব রাম। ৪০ বছর বয়সি এই টেনিস প্লেয়ারের বাবা, মা বেঙ্গালুরু থেকে গিয়ে বাসা বেঁধেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ রাজীবের জন্ম যুক্তরাষ্ট্রের ডেনভারে। উচ্চশিক্ষিত রামের মা সুষমা একজন বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ৷ তাঁর বাবা রাঘব বোটানিস্ট ২০১৯ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তবে ছোট থেকেই রামের ঝোঁক ছিল টেনিসের প্রতি৷ বাবা মারা যাওয়ার পর ৩৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ইন্দো-আমেরিকান রাজীব রামের৷ এরপর তিনি আরও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন৷ একক ও ডাবলসে মোট ৯টি জাতীয় জুনিয়র শিরোপা জিতেছেন৷ তিনি কারমেলে হাইস্কুল টেনিসও খেলেছেন, অল-স্টেট সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে৷

    পৃথিকা পাভদে (টেবিল টেনিস, ফ্রান্স)-  

     ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্ম নেন পৃথিকা। পৃথিকার বাবার জন্ম ও বেড়ে ওঠা পুদুচেরিতে হলেও ২০০৩ সালে, তিনি বিয়ের পর প্যারিসে চলে যান তিনি। অর্থাৎ এবছর পৃথিকা আয়োজক দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আসন্ন অলিম্পিক্সে৷ ৬ বছর বয়সে বাবার হাত ধরেই টেবিল টেনিসের দুনিয়ায় আসা পৃথিকার৷ মাত্র ১৬ বছর বয়সে টোকিয়োয় প্রথম অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে ১৯ বছর বয়সী পৃথিকা রসায়ন এবং পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন৷ এবার অলিম্পিক্সে (Paris Olympics 2024) তিনি মহিলাদের সিঙ্গলসের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলসে অংশগ্রহণ করবেন৷   

    কনক ঝা (টেবিল টেনিস, কানাডা)- 

    এবারের প্যারিস অলিম্পিক্সে আরও এক ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিট মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাডলার কনক ঝা। তাঁর মা করুণা জন্মসূত্রে মুম্বইয়ের৷ বাবা অরুণ কলকাতা ও প্রয়াগরাজে বেড়ে উঠেছেন। দু’জনেই আইটিতে কর্মরত৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের ইন্ডিয়া কমিউনিটি সেন্টারে টেবিল টেনিসের প্রতি তাঁর ঝোঁক বেড়ে ওঠে। তাঁর দিদিও একজন টিটি প্লেয়ার৷ এবার প্যারিসে টেবিল টেনিসে (Paris Olympics 2024) কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

    আরও পড়ুন: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    শান্তি পেরেরা (অ্যাথলেটিক্স, সিঙ্গাপুর)- 

    সিঙ্গাপুরের স্প্রিন্ট কুইন নামে পরিচিত ভেরোনিকা শান্তি পেরেরা৷ তবে তাঁর শিকড় রয়েছে কেরলে। তাঁর দাদু-ঠাকুমারা তিরুঅনন্তপুরমের ভেট্টুকাডের বাসিন্দা। কিন্তু চাকরি পাওয়ার পর পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুরে চলে যান তাঁর দাদু৷ ৪৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ এশিয়ান গেমস-এ শান্তির হাত ধরে পদক আসে সিঙ্গাপুরে৷ মহিলাদের ১০০ মিটারে রুপো জিতেছিলেন তিনি। সিঙ্গাপুর স্পোর্টস অ্যাওয়ার্ডে ‘বর্ষসেরা স্পোর্টসওম্যান’ এর পুরস্কারও পেয়েছেন তিনি৷ এবার প্যারিসে (Paris Olympics 2024) মহিলাদের ১০০ মিটার দৌড়ে সিঙ্গাপুরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

    অমর ধেসি (কুস্তি, কানাডা)-

    কানাডার পশ্চিম উপকূলের একটি ছোট প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার সারেতে অমরবীর ধেসি জন্মগ্রহণ করেন (Athletes of Indian heriatge)। তাঁর বাবা বলবীর ধেসি, পঞ্জাবের জলন্ধর জেলার সাংঘওয়াল গ্রামের বাসিন্দা ও প্রাক্তন গ্রেকো রোমান জাতীয় চ্যাম্পিয়ন৷ অমর নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে প্রশিক্ষণ নিয়েছিলেন, এমনকী পঞ্জাব পুলিশে চাকরিও পেয়েছিলেন ৷ কিন্তু ১৯৭৯ সালে কানাডায় চলে যান৷ এবার প্যারিসে (Paris Olympics 2024) কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 
      
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ২০০ পার! কেমন আছে বাংলাদেশ?

    Bangladesh Protest: কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ২০০ পার! কেমন আছে বাংলাদেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোটা বিরোধী ছাত্র আন্দোলনের (Bangladesh Protest) জেরে গত কয়েক দিনে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তা এখনও পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে এখনও পুলিশি টহল জারি। মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ান। এই আন্দোলনে এখনও পর্যন্ত মৃতের (Bangladesh Student Death Updates) সংখ্যা ২০০-র গণ্ডি ছাড়িয়েছে। 

    ঢাকায় মৃত্যু হিন্দু ছাত্রীর (Bangladesh Protest)

    রিপোর্ট অনুযায়ী, বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মৃতদের (Bangladesh Student Death Updates) মধ্যে একজন হলেন হিন্দু ছাত্রী। নাম রিয়া গোপ। বয়স মাত্র ১৯ বছর। জানা গিয়েছে, নিজের বাড়ির ছাদে থাকার সময় আচমকাই গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এর আগে গত মঙ্গলবার সাভারের এক হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটেছিল। সূত্রের খবর, বুধবার পর্যন্ত গোটা দেশে অশান্তি ছড়ানোর অভিযোগে ১৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন বিএনপি ও জামাতের বেশ কয়েক জন নেতাও।

    আরও পড়ুন: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    বাংলাদেশে এখনও জারি কার্ফু

    বাংলাদেশে এখনও কার্ফু জারি রয়েছে। তবে তা আংশিক ভাবে শিথিল করা হয়েছে। সার্বিক ভাবে এখন সেদেশে হিংসা কমেছে। অফিস খুলে গিয়েছে বুধবারই। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি ৬০ জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে সরকারি-বেসরকারি সব অফিস। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে এখনও খোলেনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ঢাকায় মোতায়েন রয়েছে সেনা। তবে ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। এই আবহে সেদেশের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে বলে দাবি হাসিনা সরকারের। তবে বিক্ষিপ্ত ভাবে হিংসা জারি (Bangladesh Protest) থাকার জেরে এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরিস্থিতি আরও স্বাভাবিক ছন্দে ফেরার জন্য অপেক্ষা করতে চাইছে হাসিনার সরকার। তারপর পর্যায়ক্রমে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে (Bangladesh Protest) কেন্দ্র করে বাংলাদেশে শুরু হয়েছিল হিংসা। এ অবস্থায় প্রতিবেশী দেশটির সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায়, শুক্রবার রাতে জারি করা হয় কার্ফু। অসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনবাহিনী। এরপর রবিবার থেকে সব ধরনের অফিস ও দোকান-বাজার বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share