Tag: Intranasal Vaccine

Intranasal Vaccine

  • Nasal Vaccine: ডিসিজিআই- এর আপৎকালীন অনুমোদন পেল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন

    Nasal Vaccine: ডিসিজিআই- এর আপৎকালীন অনুমোদন পেল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) তরফ থেকে ব্যবহারের আপৎকালীন অনুমতি পেল ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন (Intranasal Vaccine)। এই টিকা কোভিডের বিরুদ্ধে যুদ্ধে ‘বিগ বুস্ট’ বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Manviya)। এই প্রথম কোনও ন্যাজাল-ভ্যাকসিনের প্রয়োগে ছাড়পত্র মিলল ভারতে। 

    আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

    একটি ট্যুইট করে তিনি বলেন, “কোভিড যুদ্ধের বিরুদ্ধে ভারতের বড় সাফল্য। ডিসিজিএ- র অনুমোদনপ্রাপ্ত ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল টিকা ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের কোভিড ১৯- এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা হবে এই টিকা।” 

    তিনি আরও বলেন, “এর ফলে মহামারীর বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়বে দেশের। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজ্ঞানে অনেক উন্নতি করেছে ভারত। বিজ্ঞান দিয়েই আমরা মহামারীকে আটকাবো।”

    আরও পড়ুন: শেষ হল নেজাল ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল, শীঘ্রই মিলবে ছাড়পত্র?

    তিনি আরও বলেন, “বিজ্ঞানের সঙ্গে প্রয়োজন দেশের মানুষের সদিচ্ছা। একমাত্র তাহলেই করোনা মহামারিকে হারানো সম্ভব। 

     

    ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে যে, কোভিডের প্রধান সংক্রমণের জায়গা নাক, যেহেতু নাক দিয়েই এই ভাইরাস মূলত শরীরে প্রবেশ করে। এই নাকের টিকা নাকে প্রতিরোধ শক্তিকে উদ্দীপ্ত করে এবং কোভিডের সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে। তারা আরও জানিয়েছে যে, এই টিকা খুব সহজে নিজে থেকেই নাকের মাধ্যমে নেওয়া যেতে পারে। তাই আলাদা করে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা কর্মীদের প্রয়োজন হবে না বলেও সংস্থার আধিকারিকরা জানিয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share