Tag: iPhone

iPhone

  • Apple: মাথায় হাত চিনের! ভারতে তৈরি ৬০০ কোটি মার্কিন ডলারের আইফোন রফতানি করল অ্যাপল

    Apple: মাথায় হাত চিনের! ভারতে তৈরি ৬০০ কোটি মার্কিন ডলারের আইফোন রফতানি করল অ্যাপল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত থেকে ৬ বিলিয়ন (৬০০ কোটি) মার্কিন ডলার মূল্যের আইফোন (IPhone) রফতানি করল আমেরিকান কোম্পানি অ্যাপল (Apple)। সেপ্টেম্বর মাস পর্যন্ত ছ’মাসে রফতানি বৃদ্ধি পেয়েছে এক তৃতীয়াংশ। মার্কিন এই কোম্পানি যে ক্রমেই চিনের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে, এই ঘটনাই তার সব চেয়ে বড় প্রমাণ। এতে বার্ষিক রফতানি ২০২৪ অর্থবর্ষে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলারের চৌকাঠ পার হতে চলেছে বলে খবর।

    অ্যাপলের কৌশল (Apple)

    মার্কিন কোম্পানি অ্যাপল ভারতে উৎপাদন নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করছে। স্থানীয় ভর্তুকি, দক্ষ শ্রমিক এবং দেশীয় প্রযুক্তিগত দক্ষতার উন্নতির সুযোগ নিচ্ছে এই কোম্পানি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারতে উৎপাদন বৃদ্ধি করা আদতে চিনের ওপর নির্ভরশীলতা কমানোর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বেজিংয়ের সঙ্গে হোয়াইট হাউসের উত্তেজনার কারণেই এই কৌশল।

    বাড়ছে অ্যাপলের রফতানির পরিমাণ 

    অ্যাপল (Apple) ভারতের স্মার্টফোন বাজারের প্রায় ৭ শতাংশ দখল করে রেখেছে। এই কোম্পানির তিনটি সরবরাহকারী সংস্থা – তাইওয়ানের ফক্সকন টেকনোলজি গ্রুপ এবং পেগাট্রন কর্প এবং দেশীয় টাটা ইলেকট্রনিক্স – ভারতের দক্ষিণাঞ্চলে আইফোন অ্যাসেম্বল করে। চেন্নাইয়ের শহরতলিতে অবস্থিত ফক্সকনের স্থানীয় ইউনিটটি ভারতের শীর্ষ সরবরাহকারী কোম্পানি। দেশের মোট আইফোনের সিংহভাগ রফতানি করে এরাই। টাটা গ্রুপের ইলেকট্রনিক্স উৎপাদন শাখাটি গত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কর্নাটকের কারখানা থেকে প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার মূল্যের আইফোন রফতানি করেছে বলে সূত্রের খবর (Apple)। টাটা গত বছর উইস্ট্রন কর্পের কাছ থেকে এই ইউনিটটি অধিগ্রহণ করে। এটাই অ্যাপলের সর্বাধিক বিক্রিত পণ্য অ্যাসেম্বল করা প্রথম ভারতীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে।  

    আরও পড়ুন: আর চিনা সামগ্রী নয়, দীপাবলিতে অযোধ্যার রাম মন্দির সেজে উঠেছে শুধুই মাটির প্রদীপে

    ভারত ক্রমেই বেশি বেশি করে আইফোন উৎপাদন করছে। চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ রফতানির জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। এর মূল্য ২.৮৮ বিলিয়ন মার্কিন ডলার। পাঁচ বছর আগে, যখন অ্যাপল ভারতে উৎপাদন শুরু করেনি, তখন আমেরিকায় ভারতের বার্ষিক স্মার্টফোন রফতানির পরিমাণ ছিল মাত্র ৫২০ কোটি মার্কিন ডলার (Apple)। এখন সেটাই এক লপ্তে বেড়ে গিয়েছে অনেকখানি (IPhone)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বিশ্বেমঞ্চে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার, সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    PM Modi: বিশ্বেমঞ্চে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার, সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মেক ইন ইন্ডিয়া’র (Make In India) আওয়াজ তুলেছিলেন তিনিই। তারপর যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সাফল্যের মুখ দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ। আন্তর্জাতিক মঞ্চেও ভারতীয় অর্থনীতির জয়গাথা গাইছে এই ‘মেক ইন ইন্ডিয়া’। প্রত্যাশিতভাবেই যারপরনাই খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তাঁর একটি পোস্ট রিপোস্ট করেছে ‘মাইগভইন্ডিয়া’। তাতে বলা হয়েছে, কীভাবে ভারতে তৈরি হস্তশিল্প প্রভাব ফেলছে তামাম বিশ্বে।

    ‘মাইগভইন্ডিয়া’র পোস্ট (PM Modi)

    বিভিন্ন সংবাদ প্রতিবেদন তুলে ধরে ‘মাইগভইন্ডিয়া’র পোস্টে লেখা হয়েছে, “ফ্রম লোকাল ক্র্যাফ্ট টু গ্লোবাল ইমপ্যাক্ট: দ্য মেড ইন ইন্ডিয়া সাকসেস স্টোরি। মেড ইন ইন্ডিয়ার উদ্যোগ দেখিয়ে দিচ্ছে ভারতে তৈরি বিভিন্ন প্রোডাক্টের ব্যাপক সাফল্য। ভারতীয় সাইকেল থেকে ডিজিটাল পেমেন্ট, ভারত তার প্রোডাক্ট দিয়ে বিশ্বে ঝড় তুলেছে। মেড ইন্ডিয়ার যাত্রা সম্পর্কে জানুন। কারণ এটি আন্তর্জাতিক বাজার ধরে ফেলেছে, আকর্ষণ করেছে বিশ্বের নজর।”

    আমূলের জনপ্রিয়তা

    সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে ‘মাইগভইন্ডিয়া’ জানাচ্ছে, রাশিয়ান সৈনরা ব্যবহার করছেন মেড ইন্ডিয়া বুট। বিশ্বে (PM Modi) কাশ্মীরি উইলো ব্যাটের কী বিপুল জনপ্রিয়তা, তারও উল্লেখ করা হয়েছে। ভারতের প্রথম কো-অপারেটিভ সোশ্যাইটি কীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তা-ও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আমূল ভারতের ইউনিক ফ্লেভার তুলে ধরেছে বিশ্বে। তারা আমেরিকায়ও প্রোডাক্ট লঞ্চ করছে। এই যে আন্তর্জাতিক প্রসার, এটা প্রমাণ করে ভারতীয় ডেয়ারি প্রোডাক্টের বিশ্বজনীন আবেদন। বিশ্বজুড়ে ভারতের স্বাদ ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে আমূল।’

    আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়কুল, কেন জানেন?

    ইউনিফায়েড পেমেন্ট সিস্টেমেরও জয়গান গাওয়া হয়েছে। বলা হয়েছে, ‘ইউপিআই সিস্টেম বর্তমানে একটি বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটি ব্যবহার করে বিভিন্ন দেশে চলছে ডিজিটাল লেনদেন।’ প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর লঞ্চ হয় মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। বিনিয়োগ, আবিষ্কার, উন্নত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং, ডিজাইন এবং ইননোভেশন হাবে পরিণত করাই ছিল এর উদ্দেশ্য।

    ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্যগাথার কথা শোনা গিয়েছিল মার্কিন সংস্থা ব্লুমবার্গ নিউজেও। তারা জানিয়েছিল, মার্কিন কোম্পানি অ্যাপলের প্রতি সাতটা আইফোনের মধ্যে একটি তৈরি হচ্ছে ভারতেই (Make In India)। উল্লেখ্য যে, বর্তমানে অ্যাপলের আইফোন ১২ থেকে আইফোন ১৫ মডেল তৈরি হচ্ছে ভারতেই (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রের মদতে তাঁদের আইফোন হ্যাক (iPhone Hacking) করার চেষ্টা চলছে। মঙ্গলবার অ্যাপেলের পক্ষ থেকে এই মর্মে সতর্কবার্তা পেয়েছেন বসলে অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি বিরোধী সাংসদ ও নেতার। সেই বার্তা কেন পাঠানো হল, তা জানতে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র।

    কেন্দ্রের বক্তব্য 

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত সরকার নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই বিজ্ঞপ্তিগুলির শেষ দেখতে তদন্ত করা হবে।” অ্যাপলের সতর্কবার্তা ভুয়ো বলেও দাবি মন্ত্রীর। অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল যে কেবল ভারতেই এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ওই সংস্থার পক্ষ থেকে ১৫০টি দেশে জারি করা হয়েছে এই সতর্কবার্তা। তিনি বলেন, “কেন ওই সতর্কবার্তা এল, তা জানতে বিশদ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যাঁরা ওই সতর্কবার্তা পেয়েছেন, তাঁরা যেন তদন্তে সহযোগিতা করেন।” 

    ধ্বংসাত্মক রাজনীতি

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বলেন, “বিরোধীরা সমালোচনার অজুহাত খুঁজতে থাকেন। কেন্দ্রকে আক্রমণ করার কোনও বড় কারণ না পেয়ে এখন হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা।” তিনি বলেন, “অ্যাপলের পাঠানো ই-মেইল থেকে বোঝা যায়, তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। তারা অনুমানের ভিত্তিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে। এটা ভুয়ো। অ্যাপল সাফ জানিয়েছে, সমালোচনার জন্য যারা সমালোচনা করছেন, তাঁদের অভিযোগ সত্য নয়। যাঁরা দেশের উন্নয়ন চান না, তাঁরাই এই ধ্বংসাত্মক রাজনীতি করছেন।”

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেন, “পুরোটা স্পষ্ট করে বলা সম্ভব অ্যাপল সংস্থার পক্ষেই। বিরোধী নেতাদের কোনও সমস্যা হলে এফআইআর করা উচিত। ওঁদের তো কেউ আটকায়নি!” তিনি বলেন, “পেগাসাস বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত কমিটির সামনে তাঁর আইফোনটি জমা দিতে অস্বীকার করেছিলেন। আজকের অভিযোগ নিয়ে হইচই করার আগে ওই বিষয়টি একবার ভেবে দেখবেন।”

    সাফাই দিল অ্যাপল-ও

    হ্যাকিংয়ের ব্যাপারে নিজেদের টেকনিক্যাল সাপোর্ট পেজে বিবৃতি দিয়ে অ্যাপল জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত হামলাকারীরা সাধারণত আর্থিকভাবে পুষ্ট ও অত্যাধুনিক হয়। গোয়েন্দাদের হুঁশিয়ারির ওপর নির্ভর করে এ ধরনের হামলা ধরতে গেলে দেখা যায়, তা অনেক সময়ই ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কিছু নোটিফিকেশন অনেক সময়ই মিথ্যে সঙ্কেত হতে পারে। আবার অনেক হামলা ধরাই পড়ে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tata iPhone: এবার ভারতেই আইফোন তৈরি করবে টাটা, কবে থেকে জানেন?  

    Tata iPhone: এবার ভারতেই আইফোন তৈরি করবে টাটা, কবে থেকে জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আর আইফোনের জন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বিদেশের। খুব শীঘ্রই ভারতেই আইফোন তৈরি করবে টাটা গ্রুপ (Tata iPhone)। টাটা গ্রুপের সঙ্গে আইফোন প্রস্তুতকারক উইস্ট্রন কারখানা অধিগ্রহণের চুক্তি অনুমোদিত হয়েছে।

    কী জানালেন মন্ত্রী?

    কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, আগামী আড়াই বছরের মধ্যে দেশীয় ও বিশ্ব বিজারের জন্য ভারতে আইফোন তৈরি শুরু করবে টাটা গ্রুপ। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, “পিএলআই স্কিমের অধীনে স্মার্টফোন উৎপাদন ও রফতানির ক্ষেত্রে ভারতকে একটি বিশ্বস্ত ও প্রধান কেন্দ্রে পরিণত করেছে। আগামী দু থেকে আড়াই বছরের মধ্যে ভারতে আইফোন তৈরি করা শুরু করবে টাটা গ্রুপ।” চন্দ্রশেখর লিখেছেন, “উইস্ট্রনের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। ভারত থেকে একটি বিশ্বব্যাপী সাপ্লাই চেইন তৈরির ক্ষেত্রে অ্যাপলের জন্য এটি খুব ভাল পদক্ষেপ।”

    কারখানার মূল্য

    উন্নত প্রযুক্তির এই ফোন ভারতে তৈরি হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান হবে, তেমনি অন্য দিকে ফোনের দামও চলে আসবে ব্যবহারকারীদের নাগালের মধ্যে। জানা গিয়েছে, ১০৪০ কোটি টাকায় টাটা গ্রুপের (Tata iPhone) কাছে কারখানা বিক্রির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উইস্ট্রনের বোর্ড। টাটা গ্রুপের তরফে এই ডিল সারবে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এই চুক্তির মাধ্যমে উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের একশো শতাংশ শেয়ারই চলে আসবে টাটাদের হাতে।

    দক্ষিণ ভারতে অনেক দিন ধরেই আইফোন অ্যাসেম্বল করছে উইস্ট্রন। তাদের এই কারখানাটিই অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রুপ। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই উইস্ট্রনের কর্নাটকের প্ল্যান্টে আইফোন তৈরি করতে শুরু করবে টাটা। ফোনের পিছনে লেখা থাকবে, ‘মেড ইন ইন্ডিয়া’। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারত ছেড়ে চলে যাবে তাইওয়ানের এই ইলেকট্রনিক্স কোম্পানিটি। আইফোন উৎপাদনের জন্য ইতিমধ্যেই কর্মী নিয়োগ শুরু করেছে টাটা। সংস্থা সূত্রে খবর, আইফোন (Tata iPhone) উৎপাদনের জন্য ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। অদূর ভবিষ্যতে ভারতে ১০০টি অ্যাপল অনুমোদিত স্টোর চালু করবে বলেও জানিয়েছে টাটা গ্রুপ।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র বাড়ির পরিচারকও কোম্পানির ডিরেক্টর! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • iPhone Factory India: বেঙ্গালুরুতে তৈরি হবে আইফোন, হবে ৬০,০০০ কর্মী নিয়োগ!

    iPhone Factory India: বেঙ্গালুরুতে তৈরি হবে আইফোন, হবে ৬০,০০০ কর্মী নিয়োগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব থেকে বড় আইফোন উৎপাদক ইউনিট (iPhone Factory India) বেঙ্গালুরুর হুসুরে ৬০,০০০ কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখনও বিশ্বব্যাপী সব আইফোনের বেশিরভাগ উৎপাদন হয় চিনেই। যদিও বিগত কয়েক মাস ধরেই সে দেশে একের পর এক কারণে উৎপাদনে ধাক্কা খেয়েছে মার্কিন সংস্থাটি। এই পরিস্থিতিতে ক্রমশ চিনের উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে অ্যাপেল। আর সেই কারণেই চিনের বাইরে বিভিন্ন দেশে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই সুযোগে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা রেখেছে টাটারা। ভারতে আইফোন উৎপাদক সংস্থাগুলি হল ফক্সকন, উইস্টন এবং পেগাট্রন। জানা গিয়েছে ফক্সকন ভারতে উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে চায়। চিনে শূন্য কোভিড নীতির পরে যখন আইফোনের সব থেকে বড় উৎপাদক ইউনিটে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, তখনই এই সিদ্ধান্ত নেয় ফক্সকন। দক্ষিণ ভারতে ৫৩,০০০ কর্মী নিয়োগ করে কর্মী সংখ্যা ৭০,০০০ করতে চাইছে ফক্সকন।  

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? 

    গতকালই বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী পালন করেছে গোটা দেশ। আর সেই দিনই কেন্দ্রীয় মন্ত্রী আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার কথা ঘোষণা করলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বেঙ্গালুরুর হুসুরে দেশের সব থেকে বড় আইফোন উৎপাদক ইউনিট তৈরি হয়েছে। সেখানে ৬০,০০০ কর্মী কাজ করছে। সেখানে কমপক্ষে ৬,০০০ জন রাঁচি এবং হাজারিবাগের আদিবাসী মহিলা কাজ করেন। তাঁদের আইফোন তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।” 

     



    প্রসঙ্গত, চিনের বিভিন্ন প্রান্তে বার বার কোভিড লকডাউনের কারণে ব্যহত হচ্ছে আইফোন উৎপাদন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই জন্য চিনে আইফোন উৎপাদন ৩০ শতাংশ কমতে পারে। আর চিনে মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার এই সুবিধা নিতে মরিয়া ভারত। প্রায় ৫০০ একর জমির উপরে তামিলনাড়ুর হসুরে রয়েছে টাটাদের কারখানা। চলতি বছর সেপ্টেম্বরেই সেখানে ৫,০০০ মহিলা কর্মী নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে অনেকেই স্থানীয় আদিবাসী।  

    আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  

    হসুরে টাটাদের কারখানার মহিলা কর্মীরা মাসে ১৬,০০০ টাকা বেতন পান। যা এই কাজে অন্যান্য কোম্পানির কর্মীদের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। কোম্পানির তরফে কারখানা চত্ত্বরে কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে। এছাড়াও কর্মীদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্বও নেয় সংস্থাটি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।



  • iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজ (iPhone-14)। এতদিন অ্যাপেলের (Apple) প্রায় সমস্ত ডিভাইস চিনেই তৈরি করা হত। কিন্তু এবারে চিনের থেকে মুখ সরিয়ে নিচ্ছে মার্কিন সংস্থা। তাই আইফোন ১৪ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপেল চিন ছেড়ে এবার ভারতে আইফোন ১৪ তৈরির পরিকল্পনা করতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে চিনে আইফোন তৈরি করে আসছে অ্যাপেল। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে মার্কিন সরকারের একাধিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি চিনে গোটা দেশ জুড়ে যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল। এর ফলেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না অ্যাপেল। এই সমস্ত বিষয় আলোচনা করেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারত-কে।

    আরও পড়ুন: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    আরও জানা গিয়েছে, চিনে তৈরি আইফোনের শিপিং শুরু হলেই তার ঠিক দু মাস বাদেই ভারতে আইফোন ১৪ তৈরি করা শুরু করবে অ্যাপেল। গত মঙ্গলবারে প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, সংস্থাটি ভারতে উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। আবার অ্যাপেলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী সংস্থা ফক্সকন (Foxconn), চিন থেকে আইফোনের শিপিং এবং চেন্নাইয়ের বাইরে তার প্লান্টে আইফোন ১৪ আনার প্রক্রিয়া  খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভারতে আইফোন ১৩ সিরিজ এবং অন্যান্য একাধিক পণ্য উৎপাদনের জন্য চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে ফক্সকন। ফক্সকন হল আইফোন তৈরির সংস্থা।

    রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত থেকে প্রথম আইফোন ১৪-এর উৎপাদন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেল সংস্থাটি ইতিমধ্যেই চিনের পরিবর্তে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশকে আইফোন তৈরির জন্য বেছে নিতে শুরু করেছে। তবে আশা করা হচ্ছে, আগামী দিনে আইফোন উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতে আরও ম্যানুফ্যাকচারিং সেটআপ গড়ে তুলতে পারে অ্যাপেল।

    আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Apple iPhone 2007: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    Apple iPhone 2007: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনারা তো আইফোন বলতেই পাগল। তবে আপনি কী অ্যাপেলের ফাস্ট ভার্সনের আইফোন এখন কিনতে ইচ্ছুক? সম্প্রতি এই আইফোন কেনার ঘটনাই জানা গেল। তবে এই ফোনটি হাজার হাজার টাকায় কেনা হয়নি। কেনা হয়েছে লক্ষ লক্ষ টাকায়। জানা গিয়েছে, অ্যাপেল আইফোনের (Apple IPhone) ফার্স্ট জেনারেশন ২০০৭-এর একটি সিলড প্যাক ৩৫ হাজার ডলারে বিক্রি করা হল আমেরিকার একটি নিলামে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লাখ।

    ২০০৭ সালের ৯ই জানুয়ারি, সান ফ্রান্সিসকোতে অ্যাপলের সিইও স্টিভ জোবস, এই টাচ স্ক্রিন মোবাইল ফোনটির উদ্বোধন করেছিলেন। এই ফোনটিতে টাচ স্ক্রিন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিসুয়াল ভয়েস মেল ও একটি ওয়েব ব্রাউজার ছিল। ২০০৭ সালে আমেরিকাতে এই মোবাইলটি লঞ্চ করা হয়েছিল। তখন ৪ জিবির এই ফোনটির দাম ছিল ৪৯৯ ডলার অর্থাৎ প্রায় ৪০ হাজার ও ৮জিবি মেমরির এই ফোনের দাম ছিল ৫৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার।

    আরও পড়ুন: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    জেডডি নেটের (ZDNet) সূত্র অনুযায়ী জানা গেছে, ওই ফোনের ৮জিবি মেমোরির মডেলটি ৩৫,৪১৪ ডলারে বিক্রি হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ ২৯ হাজার ৪৭৯ টাকা। নিলাম কর্তৃপক্ষ, আরআর অকশন (RR Auction) থেকে বলা হয়েছে, ফোনের বাক্সে অনেক বড় করে ফোনটির একটি ছবি আছে এবং ১২টা আইকনেরও ছবি দেওয়া আছে।

    এই নিলামে কম্পিউটার হার্ডওয়ারের নিলাম ছিল, যার মধ্যে প্রায় ৭০টি জিনিস বিক্রি হয়েছে। ১৮ অগাস্ট নিলাম বন্ধ হয়েছে। এর পাশাপাশি এই নিলামে একটি অ্যাপল ওয়ান সার্কিট বোর্ডও দেখানো হয়েছিল, যেটি ৬৭৭,১৯৬ ডলারে বিক্রি হয়েছে। একটি অব্যবহৃত প্রথম জেনারেশনের ৫ জিবির অ্যাপল আইপডও  ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। প্রসঙ্গত, ৭ই সেপ্টেম্বর অ্যাপেল আরেকটি ফোন অ্যাপেল ১৪ লঞ্চ করতে চলেছে। 

    আরও পড়ুন: হ্যাক হতে পারে অ্যাপল ওয়াচ, টিভি এবং ম্যাক! সতর্কবার্তা জারি কেন্দ্রীয় সংস্থার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share