Tag: IPL 2024 Auction

IPL 2024 Auction

  • IPL 2024: স্বাগত নয় চিনা কোম্পানি! আইপিএলের স্পনসরশিপে একগুচ্ছ সিদ্ধান্ত বিসিসিআই-এর

    IPL 2024: স্বাগত নয় চিনা কোম্পানি! আইপিএলের স্পনসরশিপে একগুচ্ছ সিদ্ধান্ত বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন আইপিএল (IPL 2024) টুর্নামেন্টের জন্য টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই। সূত্রের খবর, আবেদনকারীদের জন্য শর্ত বেশ কড়া রেখেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। তার মধ্যে আবার চিনভিত্তিক সংস্থাগুলোকে স্পনসরশিপ দেওয়া নিয়ে দ্বিধা রয়েছে বিসিসিআইয়ের। ভারত-বিরোধী কোনও দেশের, কোনও সংস্থার সঙ্গে যুক্ত হতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শোনা যাচ্ছে, আইপিএলের চিনা স্পনসরদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিতে চলেছে জয় শাহরা।

    কেন ব্রাত্য চিন

    বিগত কয়েকবছর ধরে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভালো নয়। ইতিপূর্বে চিনের ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো আইপিএল (IPL 2024) টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল। কিন্তু সীমান্তে দুই দেশের মধ্যে পারদ চড়তেই ভিভোকে পাঁচ বছরের চুক্তি কেটে বেরিয়ে যেতে হয়। সেই সময় টাটা গ্রুপ আইপিএল আয়োজকদের পাশে থাকায় বিপদের সময়ে সমস্যা থেকে রক্ষা পায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই কারণেই এবার নিলামে অংশগ্রহণের শর্তে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই এমন কোনও অঞ্চলের সংস্থার আবেদন এই নিলামে গ্রাহ্য হবে না। 

    আরও পড়ুন: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    নিলামে অংশ নিলে মানতে হবে নানা শর্ত

    সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, বিসিসিআই আইপিএল (IPL 2024) টুর্নামেন্টে টাইটেল স্পনসরের জন্য একটা টেন্ডার বের করেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যে সকল দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, তাদের এই টেন্ডার নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই। এবার আইপিএল-এ স্পনসরশিপ পেতে হলে  নিলামে অংশগ্রহণকারী সংস্থাকে বিস্তারিত জানাতে হবে। অংশগ্রহণকারী সংস্থার মূল কোম্পানি কী, শেয়ার হোল্ডার কারা, সংস্থার সুবিধাভোগী কারা- সবই বিস্তারিত জানাতে হবে। শুধু তাতেই হবে না। অংশগ্রহণকারী সংস্থা কোনও অ্যাপভিত্তিক খেলা, খেলার পোশাক তৈরি, ক্রিপটোকারেন্সি, বেটিং, জুয়া, মদ প্রস্তুতের সঙ্গে যুক্ত থাকলে নিলামে বাতিল ঘোষিত হবে। বিসিসিআই চাইছে পাঁচ বছরের জন্য, ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তি করতে। নিলাম প্রক্রিয়া চলবে জানুয়ারির মাঝামাঝি, ১৩-১৪ তারিখ পর্যন্ত। নিলামে আমন্ত্রণপত্র ৮ জানুয়ারি পর্যন্ত কেনা যাবে। টাইটেল স্পনসরশিপের বেস প্রাইস প্রতি বছরে ৩৬০ কোটি টাকা। এরপর যে সংস্থা যতটা ভালো দর হাঁকতে পারবে, তারাই শেষ পর্যন্ত এই টেন্ডারের দাবিদার হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: সামনে লোকসভা ভোট, কবে থেকে শুরু আইপিএল? সম্ভাব্য দিন জানাল বোর্ড

    IPL 2024: সামনে লোকসভা ভোট, কবে থেকে শুরু আইপিএল? সম্ভাব্য দিন জানাল বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুক্ষণের মধ্যে বসবে আইপিএল মিনি নিলামের আসর। তার আগেই পরের বছরের প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাব্য দিন জানা গেল। সব ঠিকঠাক থাকলে ২২ মার্চের পর যে কোনও দিন থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাসের শেষ পর্যন্ত। এই মর্মে চিঠি পাঠিয়ে সব দলগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। আগামী বছর লোকসভা নির্বাচন। শুধু তাই নয়, জুন মাসে টি২০ বিশ্বকাপও আছে। সবকিছু মাথায় রেখেই আইপিএল সূচি তৈরি করতে হবে বিসিসিআইকে।

    কবে থেকে শুরু আইপিএল

    সূত্রের খবর, ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের পরবর্তী সংস্করণ। আর ফাইনাল হবে মে-র শেষ দিকে। আইপিএলের চূড়ান্ত সূচি স্থির হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই। এর আগে যে তিন বার লোকসভা নির্বাচনের মধ্যে আইপিএল পড়েছে, তার মধ্যে দু’বারই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রতিযোগিতা। ২০০৯ সালে গোটা আইপিএলই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। পরের পর্ব হয় ভারতে। তবে ২০১৯ সালে পুরো প্রতিযোগিতাই ভারতে আয়োজিত হয়। আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ইতিমধ্যেই ১০ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে তারা সেই তারিখ মাথায় রেখে নিজেদের পরিকল্পনা স্থির করতে পারে। পাশাপাশি, কোন ক্রিকেটারকে কত দিনের জন্য পাওয়া যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে আইপিএলের গভর্নিং বডির তরফে। 

    আরও পড়ুন: ক্রিকেটে বিনিয়োগ করলেন বিগ-বি! টেনসি বলের প্রতিযোগিতায় মুম্বই দলের মালিক অমিতাভ

    আইপিএল নিলাম

    আজ, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ১ থেকে দুবাইয়ে শুরু হবে আইপিএলের মিনি নিলাম। আইপিএলের নিলাম পর্ব টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়। এবারের নিলামে মোট ৩৩৩ জন প্লেয়ার তাঁর নাম দিয়েছেন। সেখান থেকে মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে ১০টি দল। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে চেন্নাইয় সুপারকিংসের (Chenai Super Kings) কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২৮.৯৫ কোটি, গুজরাট টাইটান্সের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা, কেকেআরের হাতে ৩২.৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের ১৩.১৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ১৭.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের রয়েছে ২৯.১ কোটি টাকা, আরসিবির হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা। এছাড়া রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর (KKR)। বেগুনি জার্সিতে আবার নেতা হয়ে ফিরছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স খেলতে না পারায় নাইটদের ব্যাটন ছিল নীতীশ রানার হাতে। 

    নাইট-নেতা শ্রেয়স

    বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। তিনি জানান, শ্রেয়স আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024)  খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

    গম্ভীর-শ্রেয়স আলোচনা

    ২০২২ সালের আইপিএল (IPL) মরসুমে শ্রেয়সকেই নেতা করা হয়েছিল। কিন্তু গত মরসুমে চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার শ্রেয়স ফিরতে তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। গম্ভীর মেন্টর হয়ে আসার পর শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও করেছেন। কীভাবে সাজানো হবে টিম, নিলামে কাদের দিকে নজর রাখা হবে, এই সমস্ত সিদ্ধান্তই শ্রেয়সকে সঙ্গে নিয়েই গৌতম নিয়েছেন। গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফির আলোয় ফেরানো। আর সেটা যে শ্রেয়সের মতো অভিজ্ঞ এবং পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনই করতে পারেন, ভালোই জানেন কেকেআর মেন্টর।

    আরও পড়ুন: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে?

    শ্রেয়সের লক্ষ্য

    আইপিএলের মঞ্চে ফিরতে পেরে খুশি শ্রেয়স। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। নাইট (KKR) অধিপতি শ্রেয়স বলেছেন, ‘গত মরসুমে আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের কারণে আমার ছিটকে যাওয়া তার মধ্যে একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। শুধু তাই নয়, সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছিল। ওকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ায় আমি যথেষ্ট খুশি। এতে আখেরে আমাদের টিমেরই লাভ হল। আমাদের এই জুটি আগামী মরশুমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2024:  ক’জন ভারতীয়! আইপিএল নিলামে নাম জমা পড়ল ১১৬৬ জন ক্রিকেটারের

    IPL 2024: ক’জন ভারতীয়! আইপিএল নিলামে নাম জমা পড়ল ১১৬৬ জন ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের (IPL 2024)নিলাম। তার জন্য নাম লেখালেন ১১৬৬ জন ক্রিকেটার। কিন্তু খুব বেশি হলে মাত্র ৭৭ জন ক্রিকেটার দল পাবেন আইপিএলের নিলামে (IPL Auction)। তার মধ্যে আবার ৩০ জনের বেশি ক্রিকেটারকে নেওয়া যাবে না। অর্থাৎ নিলামে নাম লেখালেও ২০২৪ আইপিএলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হবেন অনেকেই। আসলে বিগত কয়েক বছরে কোটিপতি লিগের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। আর তাতে আকর্ষিত হয়েছেন দেশ বিদেশের ক্রিকেটাররা। সকলেই আইপিএলে খেলতে চান। কিন্তু এবারের নিলামে কাদের ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই দেখার।

    নিলামে কতজন ভারতীয়

    আইপিএলের নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি ৮৩০ জন। তালিকায় বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ৩৬৬। তার মধ্যে আবার আনক্যাপড অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচ এখনও খেলেনি এমন ক্রিকেটারের সংখ্যা ৯০৯। যা থেকে স্পষ্ট, তরুণ ক্রিকেটাররা অনেক বেশি আইপিএলে খেলতে আগ্রহী। ভারতীয় ক্রিকেটারের মধ্যে ১৮ জন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই তালিকায় রয়েছেন মণীশ পান্ডে, হার্ষল প্যাটেল, চেতন সাকারিয়া, মনদীপ সিং, বরিন্দর স্রান, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, হনুমা বিহারী, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদব, বরুণ অ্যারন, কেএস ভরত, কেদার যাদব, সিদ্ধার্থ কৌল, ধবল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ নদিম, করুণ নায়ার।

    কোন কোন বিদেশি ক্রিকেটারদের ভালো দর 

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য এবার নিলামে অংশ নিচ্ছে। তবে ফাইনালের নায়ক ট্রাভিস হেডের দর কত টাকা ওঠে, সেটাই দেখার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোশ হেজেলউডকে নিয়ে নিলামে টানাটানি চলতে পারে। তাঁদের বেস প্রাইস ২ কোটি টাকা। এছাড়া নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্রকে নিয়েও লড়াই হবে।

    আরও পড়ুন: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের

    ভারতীয়দের মধ্যে কাদের দর বেশি

    ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে হার্ষল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। বাকি ১৪ জন রয়েছেন ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের তালিকায়।

    নজরে ইংল্যান্ডের ক্রিকেটাররাও

    ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে একটি চিঠিতে বোর্ড জানিয়েছে, নিলামে ওঠার তালিকায় নেই এমন ক্রিকেটারের নাম দলগুলি চাইলে পাঠাতে পারে। তাঁরা যদি যোগ্য হন তা হলে নিলামের তালিকায় নাম তোলা হবে। জিওফ্রে আর্চার কেন নিলামে অংশ নিচ্ছেন না তার কোনও কারণ জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে অনেকেরই ধারণা, চোট থাকার কারণেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন। তবে ইংল্যান্ড থেকে অনেকে রয়েছেন তালিকায়। আদিল রশিদ, হ্যারি ব্রুক, দাউইদ মালান, রেহান আহমেদ, বেন ডাকেট, টম কারেন, ব্রাইডন কার্স, স্যাম বিলিংসেরা রয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shubman Gill: দায়িত্ব পেয়ে খুশি! গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল

    Shubman Gill: দায়িত্ব পেয়ে খুশি! গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, রশিদ খানদের পিছনে ফেলে ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিলের হাতেই দলের ব্যাটন তুলে দিল গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। তারুণ্যের উপরই ভরসা রাখল গুজরাট। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়ে দেওয়া হল শুভমান গিলের নাম। আইপিএলের মত বড় মঞ্চে বড় দায়িত্ব পেয়ে খুশি শুভমানও।

    কী বলছেন গিল

    গিলের প্রশংসা করে গুজরাট কর্তা বিক্রম সোলাঙ্কি বলেন, “শুভমান প্রতিভাবান। দলের সকলের সঙ্গে ওর ভাল যোগ রয়েছে।” নতুন দায়িত্ব পাওয়ার পর শুভমান বলেন,”গুজরাটের মতো দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। একটা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। সকলকে সঙ্গে নিয়ে ও আমি আমার সেরাটা দিয়ে দলকে সাফল্য় এনে দেওয়ার চেষ্টা করব।” দলের আবির্ভাবের প্রথম বছর, ২০২২ সাল থেকে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন শুভমান গিল। ২০২২ সালে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়ার বছরে ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন শুভমান গিল। ঝুলিতে ছিল ৪টি অর্ধশতরান। এছাড়া ২০২৩ সালে রানার্স হয় গুজরাত। গত বছরও ১৭ ম্যাচে ৮৯০ রান করেছিলেন গিল। ৩টি শতরান ও ৪টি অর্ধশতরান এসেছিল গিলের ব্যাট থেকে।

    তবে শুভমানের উপর আস্থা রেখেও প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে নিজের এক্স হ্যান্ডেলে ‘আমি মনে করি শুভমানের জীবন খুব দ্রুতগতিতে এগোচ্ছে। ব্যাটার হিসেবে দারুণ একটা বছর কাটিয়েছে গিল। আগামী কয়েক মাসে ওকে বেশ বড় একটা পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ আফ্রিকাতে ভারতের হয়ে ওকে টেস্ট সিরিজ খেলতে হবে। রয়েছে টি-২০ বিশ্বকাপও। এইসব টুর্নামেন্টে কিন্তু ওকে নিজের জায়গার জন্য লড়াই করতে হবে। আমার মতে গুজরাট টাইটানসে একটা বছর গিল উইলিয়ামসনের অধিনায়কত্বে খেললে ভালো হতো। ২০২৫ আইপিএলে গিল গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব নিলে ভালো হতো।’ আইপিএলের মঞ্চে গুজরাটের নেতৃত্ব গিলের উপর চাপ ফেলতে পারে বলে অনুমান হর্ষের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share