Tag: IPL Point Table

IPL Point Table

  • IPL 2024: প্রথম দুইয়ে নিশ্চিত নাইটরা, চলতি আইপিএলে প্লে অফের আগেই বিদায় গুজরাটের 

    IPL 2024: প্রথম দুইয়ে নিশ্চিত নাইটরা, চলতি আইপিএলে প্লে অফের আগেই বিদায় গুজরাটের 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল (IPL 2024) টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে প্রথম দুই স্পট নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স।  কেকেআরের পয়েন্ট ছিল ১৮। বৃষ্টিতে সোমবার গুজরাট-কলকাতা ম্যাচ ভেস্তে যাওয়ায় কেকেআর পৌঁছল ১৯ পয়েন্টে। রাজস্থান রয়্যালস ছাড়া এই পয়েন্টে পৌঁছনো বা ছাপিয়ে যাওয়া আর কারও পক্ষে সম্ভব নয়। ফলে কেকেআরের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। যার অর্থ, ফাইনালে ওঠার জন্য় দুটো সুযোগ থাকবে কেকেআরের সামনে। 

    ছিটকে গেল গুজরাট

    এদিন ঘরের মাঠে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় গুজরাট টাইটান্সের যাবতীয় প্রত্যাশাও থেমে গেল। এই ম্যাচ বাতিল হওয়ার কারণে কলকাতা এবং গুজরাটের ঝুলিতে একটি করে পয়েন্ট এসেছ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য গুজরাট টাইটান্সের ২ পয়েন্টস দরকার ছিল। কিন্তু, ম্যাচ ভেস্তে যাওয়ায় তারা ১ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গুজরাটের কাছে আপাতত ১৩ ম্যাচে ১১ পয়েন্টস রয়েছে। এই দলটি পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে। যদি গুজরাট ওই ম্যাচটা জিততে পারে, তাহলে তারা সর্বাধিক ১৩ পয়েন্টসেই পৌঁছতে পারবে। বর্তমান আইপিএল পয়েন্টস টেবিলে চারটে দল ১৪ কিংবা তার বেশি পয়েন্টসে দাঁড়িয়ে রয়েছে। এদিন ম্যাচ বাতিল হলেও গুজরাট টাইটান্স দলের ক্রিকেটাররা গোটা মাঠ জুড়ে ল্যাপ অফ অনার দেয়। মাঠের চারদিক প্রদক্ষিণ করে সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়।

    প্লে-অফের নয়া সমীকরণ

    চলতি আইপিএলে (IPL 2024) প্লে অফ নিশ্চিত করে ফেলেছে একমাত্র কলকাতা। বাকি তিনটি স্পটের দৌড়ে রয়েছে ছ’টি দল। সরকারি ভাবে বিদায় হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের।  যে দলগুলোর মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে তারা হল – রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। আজ, মঙ্গলবার কঠিন অঙ্কের সামনে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়েন্টস। দিল্লির ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। আজ লখনউকে হারালে ১৪ পয়েন্টে পৌঁছে অপেক্ষায় থাকতে হবে সৌরভের দলকে। হারলে অবশ্য অঙ্ক থেমে যাবে রাজধানীর।

    আরও পড়ুন: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের দুটি করে ম্যাচ বাকি। লখনউ দুটি ম্যাচেই জিতলে হবে ১৬ পয়েন্ট। সানরাইজার্স দুটি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট। সেক্ষেত্রে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায় নিশ্চিত। চেন্নাইকেও প্লে-অফে যেতে শেষ ম্যাচে আরসিবিকে হারাতেই হবে। লখনউ ও সানরাইজার্স একটি করে হারলে রানরেট ফ্যাক্টর কাজ করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হারল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার ঘরের মাঠে। রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৯ রানে হেরে চলতি আইপিএলে (IPL 2023) পয়েন্ট তালিকায় আট নম্বরেই রইল কেকেআর (KKR)। আর এই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল।

    ম্যাচ আপডেট

    টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে তোলে ২৩৫ রান। যা এবারের আইপিএলে সর্বাধিক রান। অজিঙ্কা রাহানে, শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেকেআরের বোলাররা। রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুবের সংগ্রহ ২১ বলে ৫০। হাফ-সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। জবাবে নাইটরা তেমন কোনও লড়াই ছুড়ে দিতে পারেনি। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫১ রান করলেও বাকিরা এক কথায় ব্যর্থ। তার ফলে ৮ উইকেটে ১৮৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    গ্যালারি ছিল ধোনির পক্ষে

    ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড হলেও রবিবার রাতে বিপুল সমর্থন ছিল ধোনির পক্ষে। গ্যালারি জুড়ে দাপিয়ে বেড়াল হলুদ জার্সিধারীরা। আসলে অনেকেই ভেবেছেন, ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেনে। ম্যাচ শেষে মাহি বলেন, ‘ইডেনের দর্শকদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে। আশা করব, পরের ম্যাচে নাইটদের পক্ষে এমনভাবেই দর্শকরা গলা ফাটাবে।’ ম্যাচের নায়ক অজিঙ্কা রাহানের গলায় শোনা গেল ক্ষোভের সুর। কারণ, গত বছর তিনি কেকেআর দলে ছিলেন। কিন্তু নিয়মিত তাঁকে খেলানো হত না। পরে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ লুফে নেয় চেন্নাই। অল্প টাকায় রাহানেকে দলে নিয়ে বড় ডিভিডেন্ট ঘরে তুলছে সিএসকে। দুরন্ত ছন্দে রাহানে।

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    গুজরাট টাইটান্স ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    মুম্বই ইন্ডিয়ান্স ৬  ০৬
    কলকাতা নাইট রাইডার্স ৭   ৫ ০৪
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share