Tag: IPL

IPL

  • IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলেই (IPL 2024) ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক। ভারতীয় দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এবার দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএলে অভিষেকের পর পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। নিজের গতিকে নিজেই পিছনে ফেলছেন তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবির (RCB vs LSG) ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। লোকেশ রাহুলদের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল বিরাটদের।

    গতির পূজারী মায়াঙ্ক

    মঙ্গলবার কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম। গতিতে ছাপিয়ে গেলেন নিজেকেই। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছিলেন। এদিনও সেরা। পাতিদার, ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বেঙ্গালুরু।

    ম্যাচ আপডেট

    জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বেঙ্গালুরু। ওপেন করে কোহলি করলেন ১৬ বলে ২২। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসির অবদান ১৩ বলে ১৯। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রজত পাতিদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তার পর গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), ক্যামেরন গ্রিন (৯), অনুজ রাওয়াত (১১), দীনেশ কার্তিকেরা (৪) মিডল অর্ডারকে ভরসা দিতে পারলেন না।

    এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। কিন্তু রাহুল এদিনও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২টি ছয়ের হাত ধরে ১৪ বলে ২০ করে সাজঘরে ফেরেন কেএল। তিনে ব্যাট করতে নেমে, এদিন ফের ব্যর্থ হন দেবদূত পাডিক্কালও। স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি’কক। মার্কাস স্টোইনিসের সঙ্গে যখন তিনি ভালো পার্টনারশিপ করার পথে, সেই সময়ে ফের ধাক্কা খায় লখনউ। ২টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৫ বলে ২৪ করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ডি কক। এদিন আইপিএলে (IPL 2024) ৩০০০ রান পূরণ করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2024)। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হল সোমবার। লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন হবে সাত দফায়। এই সময়ই খেলা হবে আইপিএলেরও। বিদেশ নয়, খেলা হবে দেশেই। সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে, চেন্নাইয়ে।

    ক্রীড়াসূচি (IPL 2024)

    কোয়ালিফায়ার ১ হবে ২১ মে এবং এলিমিনেটর হবে তার পরের দিন। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ হবে চেন্নাইয়ে। প্রথম পর্বের মতো (IPL 2024) দ্বিতীয় পর্বও শুরু হবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। খেলা হবে রাতে, চিপকেতে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। লোকসভা নির্বাচনের সময় আইপিএল হয়েছিল আগেও। সেটা ২০০৯ সাল। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পরের লোকসভা নির্বাচনের সময় আইপিএলের অর্ধেক ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। উনিশের আইপিএলের সবকটি খেলাই হয়েছিল ভারতভূমে। এবারও সেটাই হবে। তবে ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যখন দেশের যে অংশে নির্বাচন হবে, সেই অংশে তখন ম্যাচ হবে না।

    দ্বিতীয় দফার সূচি

    দ্বিতীয় দফার সূচিতে (IPL 2024) দুটি ম্যাচ হবে ধর্মশালায়। চেন্নাই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ দুটি খেলবে পঞ্জাব কিংস, হোম ম্যাচ হিসেবে। খেলা হবে মে মাসের ৫ ও ৯ তারিখে। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত গুয়াহাটিতেও হবে দুটি ম্যাচ। সেখানে তারাও খেলবে দুটি ম্যাচ। একটিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব, অন্যটিতে কলকাতা। খেলা হবে মে মাসের ১৫ ও ১৯ তারিখে। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ মে। ২২ মে থেকে শুরু হবে প্লে অফের খেলা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে ফাইনাল খেলাও হবে চেন্নাইতেই। উদ্বোধনী ম্যাচে সম্মুখ সমরে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়ের মাধ্যমে শুরু হয়েছিল টুর্নামেন্ট (IPL 2024)।

    আরও পড়ুুন: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • IPL: মোহালির পরে এবার মাল্লানপুর! পাঞ্জাবের নতুন মাঠে হবে আইপিএলের ম্যাচ?

    IPL: মোহালির পরে এবার মাল্লানপুর! পাঞ্জাবের নতুন মাঠে হবে আইপিএলের ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছরই আইপিএল (IPL) পেতে পারে একটি নতুন স্টেডিয়াম। জানা গিয়েছে, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাল্লানপুরে একটি নতুন স্টেডিয়াম তৈরি করেছে। পাঞ্জাবের কিংস ইলেভেন সেই মাঠে (IPL) নিজেদের হোম ম্যাচও খেলতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা ওই মাঠটি পর্যবেক্ষণও করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমে এ বিষয়ে তাঁরা কোনও বিবৃতি দেননি।

    প্রসঙ্গত, পাঞ্জাবের ঘরের মাঠ (IPL) বলতে এখন শুধুমাত্র মোহালি রয়েছে। মাল্লানপুরের মাঠে ম্যাচ শুরু হলে তা নবতম সংযোজন হবে। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছিল এবং সেখানেই বলা হচ্ছিল ভারত বনাম আফগানিস্তানের একটি টি-টোয়েন্টি ম্যাচ নাকি মাল্লানপুরে (IPL) হতে চলেছে। পরে অবশ্য তা হয়নি। এ নিয়ে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জানিয়েছেন, এখনও বেশ কিছু অংশে কাজ বাকি রয়েছে মাঠে। তাই আফগানিস্তানের ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মাঠের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে

    ইতিমধ্যে পাঞ্জাব কিংস ইলেভেনের তরফে মাল্লানপুর স্টেডিয়ামের একটি ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে স্টেডিয়ামটি আইপিএলের (IPL) আগেই একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা দিলশের খান্না সাংবাদিকদেরও স্টেডিয়ামটি ঘুরে দেখিয়েছেন।

    ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন

    ওই স্টেডিয়াম ঘুরে দেখার পরে সাংবাদিকরা জানিয়েছেন, মাল্লানপুর স্টেডিয়ামের আসন সংখ্যা ৩০ হাজার। অর্থাৎ ভালো সংখ্যক দর্শকই একসঙ্গে বসে ম্যাচ (IPL) দেখতে পারবেন। অন্যদিকে স্টেডিয়ামের আশেপাশে ১,৮০০ গাড়ি পার্কিং করা যাবে। বারোটি পিচ রয়েছে স্টেডিয়ামে। দর্শকদের ঢোকার রাস্তা অবশ্য এক নম্বর গেট দিয়েই বন্দোবস্ত করা হয়েছে। এর পাশেই  ক্রিকেটাররা নেট প্রাকটিসও করতে পারবেন। এছাড়া ক্রিকেটারদের জন্য দুটি ড্রেসিংরুমও রয়েছে। বুফে, শাওয়ার, বডি ম্যাসাজের জায়গাও রাখা হয়েছে স্টেডিয়ামে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

    IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলাধুলার প্রতি সৌদি আরবের আগ্রহ নতুন কিছু নয়। ফুটবল, গলফ এ সমস্ত খেলায় কোটি কোটি টাকা ঢালতে দেখা গিয়েছে সৌদি আরবকে। ফুটবল জগতে রোনাল্ডোর মতো তারকাকেও নিয়ে এসেছেন তাঁরা ঘরের মাঠে। এবার সৌদি আরবের নজরে আইপিএল-এ। প্রসঙ্গত, আইপিএল (IPL) হল বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট প্রতিযোগিতা। সেখানেই বিনিয়োগ করবেন সৌদির রাজা প্রিন্স মহম্মদ বিন সলমন। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) একটা বড় অংশীদারিত্ব নেওয়ার ভাবনাচিন্তাও তাঁর রয়েছে বলে জানা গিয়েছে। 

    ভারত সরকারের সঙ্গে কথা সৌদির রাজার

    এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও বলেছে সৌদি আরব। আইপিএলকে (IPL) তারা একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চায়। যার বাজার মূল্য হবে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি আইপিএলের ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতেও রাজি সে দেশের সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারত সফরে এসেছিলেন প্রিন্স সলমন। সূত্রের খবর সেখানেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথা হয়। জানা গিয়েছে, আইপিএলকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা রয়েছে সৌদি আরবের। তবে এখনও বিসিসিআইয়ের তরফ থেকে এ নিয়ে কোনও বিশেষ বার্তা তারা পায়নি।

    প্রথমবারের জন্য আইপিএল-এর নিলাম দুবাইয়ে

    প্রথমবারের জন্যই আইপিএলে (IPL) নিলাম হতে চলেছে বিদেশে। শুক্রবারে বিসিসিআই-এর তরফে জানানো হয় যে দুবাইয়ে আইপিএলের নিলাম হবে আগামী বছরের ১৯ ডিসেম্বর।  জানা গিয়েছে, ইতিমধ্যে দুবাইয়ের মিনি নিলামের বিষয়ে আইপিএলের দশটি ফ্রাঞ্চাইজিসকে চিঠি পাঠানো হয়েছে বিসিসিআই এর তরফে। ওই চিঠি অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে ফ্রাঞ্চাইজিসগুলিকে। এর আগে ক্রিকেটারদের ছাড়ার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। তা ১১ দিন বাড়ানো হল। প্রতিটি ফ্রাঞ্চাইজিসের কাছে ১০০ কোটি টাকা থাকবে ক্রিকেটারদের কেনার জন্য। প্রসঙ্গত, গত বছর ইস্তানবুলে নিলামের আয়োজন করার কথা ভেবেছিল বিসিসিআই। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL: দোকানের আড়ালে চলছে আইপিএলের বেটিং চক্র! কারা জড়িত জানেন?

    IPL: দোকানের আড়ালে চলছে আইপিএলের বেটিং চক্র! কারা জড়িত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে ফের আইপিএল (IPL) বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার দুই যুবক। মুদিখানার, সোনার দোকানের পর এবার ধরা পড়লো  মাংসের দোকানের মালিক। এই দোকানের আড়ালে  অনলাইনে আইপিএল বেটিং চলত বলে অভিযোগ। পরপর এভাবে দোকানের আড়ালে বেটিং চালানোর ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে।

    জাল ছড়িয়েছে গোটা শহরে

    গোপন সূত্রের খবরের ভিত্তিতে ১৮ মে রাতে পুলিশ শিলিগুড়ি শহরের  বাগড়াকোট এলাকায় একটি মাংসের দোকানে অভিযান চালায়। সেখানে হাতেনাতে ধরা পড়ে দুই যুবক। পুলিশ জানিয়েছে,  ধৃতদের নাম মহম্মদ সরফরাজ ও মহম্মদ নাফিস আলম। দু’জনেরই বাড়ি বাগরাকোটে।  ধৃতদের  দুটি মোবাইল ফোন এবং নগদ কয়েক হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত ১২ মে রাতে শিলিগুড়ির মাটিগাড়ায় সিটি সেন্টারে শপিংমলে একটি সোনার দোকানে হানা দিয়ে আইপিএল (IPL) বেটিং চালানোর অভিযোগে হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ব্যক্তির কাছ থেকে নগদ ৯৮ হাজার টাকা উদ্ধার হয়েছিল। তারও দুদিন আগে শিলিগুড়ি পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে আইপিএল বেটিং চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল। সেই ব্যক্তি নিজের মুদিখানার দোকানের আড়ালে আইপিএল (IPL) বেটিং চক্র চালাচ্ছিল। তার কাছ থেকে নগদ ৬ হাজার ৯০০ টাকা ও দুটি মোবাইল ফোন পেয়েছিল পুলিশ।

    বেটিং চক্র নিয়ে কী বললেন পুলিশ আধিকারিক?

    আইপিএল (IPL) শুরু থেকেই  শিলিগুড়িতে বেটিং চক্রের সন্ধান মিলেছে। বিগত বছরগুলিতেও শিলিগুড়িতে রমরমিয়ে আইপিএল বেটিং চলেছে। পুলিশের জালে  অনেকে ধরাও পড়েছে। পুলিশের নজরকে ফাঁকি দিতে এবার  বেটিং চক্র নতুন পন্থা নিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক পদস্থ অফিসার  বলেন, শিলিগুড়ি শহরে  মুদিখানা দোকান, মাংসের দোকান, সোনার দোকানের পাশাপাশি ছোট ছোট রেস্তোরাঁ, ক্যাফেতেও গোপনে বেটিং চক্র চলছে বলে আমাদের কাছে খবর রয়েছে। আমরা সে মতো ধারাবাহিক নজরদারি চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত যারা ধরা পড়েছে তারা  এই বেটিং চক্রের এজেন্ট। এদের পিছনে আরও অনেক বড় মাথা রয়েছে। শুধু  শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয়, এর বাইরেও এই বেটিং চক্রের জাল বিস্তৃত। ধৃত ব্যক্তিরা  মোবাইল অ্যাপের সাহায্যে বিভিন্ন আইডি তৈরি করে আইপিএল বেটিং চালাচ্ছিল। প্রাথমিক তদন্তে এই দিকটি উঠে এসেছে। শিলিগুড়িতে এরকম আরও অনেক এজেন্ট থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তা জানতে ধৃতদের লাগাতার জেরা চলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kohli and Ganguly: ম্যাচের পর করমর্দন সৌরভ-কোহলির! সম্পর্কের বরফ কি আদৌ গলবে? 

    Kohli and Ganguly: ম্যাচের পর করমর্দন সৌরভ-কোহলির! সম্পর্কের বরফ কি আদৌ গলবে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ-কোহলির (Kohli and Ganguly) সম্পর্কের বরফ কি গললো শনিবার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াপ্রেমীদের মনে। শনিবার ফের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও RCB, দিল্লির ঘরের মাঠে। ম্যাচের পর দুই দলের সদস্যরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেই সময় দেখা গেল বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Kohli and Ganguly) একে অপরের সঙ্গে হাসিমুখে হাত মেলালেন। শুধু হাত মেলানোই নয়, কাঁধে হাত দিয়ে কিছু বলতেও দেখা যায়। অর্থাৎ, প্রায় একমাস আগে যে ছবিটা দেখা গিয়েছিল, সেটা এবার বদলে গেল। ক্রীড়াপ্রেমীরা এবার আশাবাদী, গম্ভীরের সঙ্গেও একইভাবে সম্পর্কের উন্নতি হবে কোহলির। তবে কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বারবার সিনিয়রদের সঙ্গে বিতর্কে কেন জড়াচ্ছেন কোহলি? এক্ষেত্রে তাঁরা উদাহরণ দিচ্ছেন কোহলির পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনির। যিনি দেশকে তিন রকমের ক্রিকেটে সাফল্য এনে দিয়েছিলেন। পাশাপাশি কখনও বিতর্কে জড়াননি। প্রসঙ্গত,  ১ মে লখনউয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন, লখনউয়ের একটা করে উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত নানা রকমের অঙ্গভঙ্গি করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেছিলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেছিলেন কোহলিও। তার পরেই সেখানে এসেছিলেন গম্ভীর। তিনি কোহলিকে কিছু একটা বলেছিলেন। তার পরেই বিবাদ বেড়ে গিয়েছিল।  

    চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনা…

    প্রসঙ্গত একমাস আগে ১৫ এপ্রিল চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পর আলোচনায় উঠে আসে ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে সম্পর্ক। দেখা যায় ম্যাচের পর করমর্দনের সময় বিরাট ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Kohli and Ganguly) হাত মেলাননি একে অপরের সঙ্গে। এই নিয়ে শুরু হয় জোর চর্চা। এরপর একে অপরকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করে দেন। তবে শনিবারের পর একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • MS Dhoni: আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে কে এলেন?

    MS Dhoni: আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে কে এলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হচ্ছে ১৭তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অগণিত ক্রিকেট ভক্তের চেন্নাই সুপার কিংস-কে সমর্থনের একটাই কারণ, তা মহেন্দ্র সিং ধোনি। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এ বার আর অধিনায়ক থাকছেন না চেন্নাইয়ের। তাঁর বদলে নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগেই এমন ঘোষণা করল চেন্নাই। বৃহস্পতিবার, চেন্নাইয়ে আইপিএল অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।

    ২০২২ সালেও বদল হয়েছিল চেন্নাইয়ের অধিনায়ক

    প্রসঙ্গত, আইপিএলে ধোনি (MS Dhoni) বেশি দিন অধিনায়ক থাকছেন না, এটা আগেই বোঝা গিয়েছিল। তাঁর উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়েও জল্পনা চলছিল দীর্ঘদিন। প্রথম থেকেই শোনা যাচ্ছিল পরবর্তী অধিনায়ক রূপে রুতুরাজের নাম। বৃহস্পতিবার সেই জল্পনাই সত্যি হল। ২৭ বছর বয়সি রুতুরাজ এশিয়ান গেমসে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন। তবে এবারই প্রথম নয়। ২ বছর আগে, ২০২২ সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগেই এ ভাবে রবীন্দ্র জাডেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল চেন্নাইয়ের। তবে পরিকল্পনা সফল হয়নি। জাডেজার নেতৃত্বে চেন্নাই একের পর এক ম্যাচে হারতে থাকে। মাত্র আটটি ম্যাচের পরেই জাডেজাকে সরিয়ে ফের দায়িত্বে ফেরেন ধোনি (MS Dhoni)। প্রসঙ্গত, সেবার ধোনি নিজেই জাডেজাকে অধিনায়ক করেছিলেন বলে জানা যায়।

    ২০২৩ সালে ফের ধোনির নেতৃত্বে দাপট দেখায় চেন্নাই

    গত বছর ২০২৩ সালে ফের ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে দাপট দেখাতে থাকে চেন্নাই। ১৬তম আইপিএল-র ফাইনালে ওঠে তারা এবং গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম ট্রফি জিতে নেয়। সম্প্রতি অনুশীলনে ধোনিকে দেখা যাচ্ছিল বড় চুলে। ক্রিকেট ভক্তদের মনে ভাসছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপের স্মৃতি। বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্ট্যালজিয়া, সেটাই যেন ফিরে আসছিল সমর্থকদের মনে। ২০২৪ আইপিএল-র কাপ হাতে ধোনি, ভাবতে শুরু করেছিলেন অনেকেই। তবে তা আর হল না। ধোনি যেভাবে অধিনায়কত্ব ছাড়লেন, সেভাবেই কি পরের মরসুমে আইপিএল-ও ছেড়ে দেবেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মাহি ভক্তদের মনে। সময়ই এই প্রশ্নের উত্তর দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়দানের রীতি মেনে ইডেনের উইকেটে এবার পুজো করলেন নাইটরা। দশ বছর ধরে আইপিএল ট্রফি জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স, এবার সেই ট্রফির খরা কাটাতে বদ্ধ পরিকর কেকেআর। মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইটদের দুবারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর কৌশলেই এবার বাজিমাত করার কথা ভাবছেন রিঙ্কুরা।

    পুজো দিয়ে অনুশীলন শুরু

    শুক্রবার অনুশীলন শুরু করার আগে উইকেটে মালা পরিয়ে, নারকেল ভাঙলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। এই সময়ে ইডেন গার্ডেন্সে মাঠে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ একাধিক খেলোয়াড়। এদিন বৃষ্টির বাধা সত্ত্বেও অনুশীলন করেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়াররা। শুক্রবার অনুশীলনে দলের সব ক্রিকেটার ছিলেন না। বিদেশিরা এখনও যোগ দেননি। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর ছিলেন অনুশীলনে। বিকাল পৌনে ৫টায় ক্রিকেটারেরা ইডেনে পৌঁছন। কিছু ক্ষণ ওয়ার্ম আপ করার পরে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন চলে কেকেআরের। অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন পণ্ডিত ও গম্ভীর। প্রথমে ফিল্ডিংয়ের অনুশীলন হয়। তার পরে ব্যাটিং ও বোলিং অনুশীলন চলে।

    নাইটদের কৌশল

    অনুশীলনে ফর্মে দেখা যায় রিঙ্কুকে। গত আইপিএল থেকেই ক্রিকেট জীবনে রিঙ্কুর সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় দলেও এখন নিয়মিত সদস্য তিনি। এদিন পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বড় শট মারেন রিঙ্কু। ভাল ব্যাটিং করেন বেঙ্কটেশ, নীতীশরাও। প্রথম দিনের অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা যায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীরকে। ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। জয় দিয়েই যাত্রা শুরু করতে চায় নাইট শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে রয়েছে  ২০২৪ সালের আইপিএল-এর (IPL 2024) ‘মিনি’ নিলাম। সব দলের কাছেই সুযোগ থাকছে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করে নেওয়ার। পছন্দের খেলোয়াড়দের দলে নিয়ে আগামী মরসুমে ট্রফির জন্য ঝাঁপাতে মরিয়া সবকটি ফ্র্যাঞ্চাইজিই। ব্যতিক্রম নয় নাইট শিবিরও। শাহরুখ খানের দল এবার মেন্টর করে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনেছে। দল বাছাই থেকে স্ট্রাটেজি নির্মাণ গম্ভীরের মতকে গুরুত্ব দিচ্ছে নাইটরা (Kolkata Knight Riders)।

    নাইট-নেতা কে 

    চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছিলেন কেকেআরের (Kolkata Knight Riders) ঘোষিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে গোটা টুর্নামেন্টে নেতৃত্বের ভুমিকা পালন করেন নীতীশ রানা। কিন্তু এবার দলে ফিরছেন শ্রেয়স। ২০২৩ সালে নীতীশ রানার নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে সাত নম্বরে শেষ করে কেকেআর। গম্ভীর এবং নীতীশ উভয়ের দিল্লি বলয়ের ক্রিকেটার। নাইট দ‌লনেতা হিসাবে নীতীশের পক্ষেই ভোট দিতে পারেন গম্ভীর। এই ক্ষেত্রে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক। কিন্তু নীতীশের থেকে শ্রেয়সের ক্রিকেটীয় দক্ষতা যেমন বেশি তেমনই তিনি ভারতীয় দলের অন্যতম তারকা। ফলে শ্রেয়সের মতো একজনকে দলে রেখে তাঁকে অধিনায়ক না করাটাও কঠিন হতে পারে নাইট শিবিরের পক্ষে।

    আরও পড়ুন: ‘নিয়ম ভেঙে ছিনতাইয়ের’ অভিযোগ গুজরাট কর্তার! আইপিএলে কোন দলে শামি?

    নিলামে কতজন প্লেয়ার

    প্রায় ১১০০ জন প্লেয়ারের মধ্যে থেকে ৩৩৩ জনকে নিলামের জন্য বেছে নিয়েছে আইপিএল (IPL 2024) কর্তৃপক্ষ। এদের মধ্যে অবশ্য প্রত্যেকে নিলাম টেবিলে উঠতে পারবেন না। এদের মধ্যে থেকে ১০টা ফ্র্যাঞ্চাইজি যেই প্লেয়ারদের বেছে নেবে তাঁরাই উঠতে পারবেন। এই ৩৩৩ জনের মধ্যে বাংলা থেকে রয়েছেন ৯ জন ক্রিকেটার। তবে বাংলা থেকে ৯ জন ক্রিকেটার অংশ নিলেও প্রত্যেকে বাঙালি নন। বাঙালি হচ্ছেন মাত্র ৪ জন। বাকিরা বাংলার হয়ে খেললেও বাঙালি নন, ভিনরাজ্যের বাসিন্দা। বাংলাদেশ থেকে নিলামে ৬ জন নাম লেখালেও তাঁদের মধ্যে থেকে মাত্র ৩ জন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে সবথেকে দামি মুস্তাফিজুর, তাঁর অভিজ্ঞতাও বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share